About us
এশা জান্নাত ডট কম সম্পর্কে জানুন
এশা জান্নাত ডট কম হলো বাংলায় ব্লগিং লিখার বিশবস্ত একটি কমিউনিটি। আমি লিখার মাধ্যমে সঠিক তথ্য মানুষ এর মাধ্যে ছড়িয়ে দেওয়া বলতে পারেন আমার এক ধরণের শখ। মূলত নিজে জানবো অপরকে জানাবো এটাই এশা জান্নাত ডট কম এর মূল উদ্দেশ্য। তাই আমি নিয়মিত তাই আমি নিয়মিত ব্লগে আর্টিকেল লিখে শেয়ার করি। আশাকরি আমার আর্টিকেল আপনাদের ভালো লাগবে ও উপকারে আসবে। তাতেই আমি অনেক আনন্দ পাব এবং নিজেকে স্বার্থক মনে করবো।
এশা জান্নাত ডট কম এর প্রতিষ্ঠাতা
আমি মোঃ শাফিন আহমেদ ডিজিটাল মার্কেটিং এর একজন উদ্যোক্তা। আমি নওগাঁ জেলার মিয়ামতপুর উপজেলার একজন বাসিন্দা। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবকিছু ভালোভাবে ও সঠিকভাবে জীবন চলছে আমার। আমি নওগাঁ জেলার নিয়ামতপুরে ২৬ মে ১৯৯৭ সালে জন্ম গ্রহন করি।
আমি লেখা পড়া ও বড় হয়ে উঠি রাজশাহী শহরে এবং শিক্ষা জীবন শেষ করি রাজশাহীতেই। আমার স্বপ্ন ছিল আমি এমন কিছু করবো যার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারি। সে মানুষিকতা নিয়ে আমি পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে এস,এস,সি ও এইচ, এস, সি শেষ করি। এবং রাজশাহী কলেজ হতে বাংলায় অনার্স ও মাস্টার্স ২০২২ সালে শেষ করি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url