ফেসবুক মনিটাইজেশন নতুন নিয়ম ২০২৫
আরো পড়ুনঃ ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের নিয়ম ২০২৫
বর্তমান সময়ে বিশ্বে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, তারমধ্যে অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক। তবে, ফেসবুক বর্তমানে শুধুমাত্র যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি অনলাইনে আয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।
কনটেন্ট
ক্রিয়েটাররা ফেসবুকের বিভিন্ন ফিসারের মাধ্যমে আয় করতে পারেন। তবে, এর জন্য তাকে
নির্দিষ্ট কিছু নিয়ম মানতে এবং অনুসরণ করে চলতে হয়। ২০২৫ সালে ফেসবুক মনিটাইজেশনের
নিয়মাবলী কিছুটা পরিবর্তন হয়েছে।
আর
এই নিয়ম মেনে চলা প্রতিটি কনটেন্ট ক্রিয়েটারের জন্য জরুরি। তাই, আজকের আর্টিকেলে
আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, ফেসবুক মনিটাইজেশন নিয়ম ২০২৫ সম্পর্কে
বিস্তারিত সকল তথ্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
ফেসবুক কি?
ফেসবুক
বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। এই যোগাযোগ মাধমটি প্রতিষ্ঠা
করেন ২০০৪ সালে মার্ক জাকারবাবার্গ এবং তার সহকর্মীরা। এটি বিশ্বব্যাপি মানুষকে
সংযুক্ত করে, যেখানে মানুষ বিভিন্নভাবে যোগাযোগ করতে পারে।
ফেসবুকে
মানুষ ছবি এবং ভিডিও শেয়ারের পাশাপাশি বিভিন্ন তথ্য শেয়ার করতে পারেন। বর্তমানে
ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে শিক্ষা, ব্যবসা, বিনোদন ইত্যাদির সুযোগ তৈরি
হয়েছে। বিশেষ করে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ডিজিটাল মার্কেটিং এর
ক্ষেত্রে।
এখন মেটা প্লাটফর্মের একটি অংশ ফেসবুক, যার অধিনে হোয়াটসুঅ্যাপ এবং ইনস্টাগ্রাম রয়েছে।
তথ্য প্রযুক্তির সম্প্রসারণের পাশাপাশি ফেসবুক কৃত্রিম এবং নিরাপত্তা উন্নয়নেও
বিশেষ ভূমিকা পালন করে।
ফেসবুক মনিটাইজেশন কি?
ফেসবুক
মনিটাইজেশন এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক থেকে আয়
করার সুযোগ তৈরি হয়। যার মাধ্যমে তারা তাদের বিভিন্ন ভিডিও পোস্ট এবং অন্যান্য
কনটেন্ট থেকে অর্থ উপার্জন করতে পারেন।
আর
এই সকল সুবিধা প্রদান করা হয় ফেসবুক অ্যাড ব্রেকস, ইনস্ট্যানড় আর্টিকেল, ফ্যান
সাবস্ক্রিওশন, ব্র্যান্ডেড কনটেন্ট ও ফেসবুক স্টার্স- এর মাধ্যমে। অ্যাড ব্রেকসের
মাধ্যমে ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে উপার্জন করা যায়।
ইনস্ট্যান্ট
আর্টিকেল দ্রুত লোড হওয়া আর্টিকেলের মাধ্যমে রাজস্ব দেয়, ফ্যান সাবস্ক্রিপশন
সাবস্ক্রাইবারদের মাসিক ফি এর মাধ্যমে সহায়তা পেতে সাহায্য করে, ভালো কনটেন্ট
স্পন্সরশিপের সুযোগ দেয় এবং দর্শকদের অনুমোদনের মাধ্যমে স্টার্স লাইভ স্ট্রিমে আয়
করার সুযোগ দেয়।
তবে,
ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা ও নীতিমালা অনুসরণ
করার প্রয়োজন। নিম্নের আলোচনা থেকে আমরা
যেনে নেই ফেসবুক মনিটাইজেশন যোগ্যতা এবং অন্যান্য নিয়ম সম্পর্কে।
ফেসবুক মনিটাইজেশনের জন্য যোযোগ্যতা
ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য কনটেন্ট ক্রিয়েটারদের বেশ কিছু
গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই পালন করতে হবে। নিম্নে ২০২৫ সালে ফেসবুক মনিটাইজেশনের সর্ত বা
নিয়ম সম্পর্কে দেখুন-
- ফেসবুক কমিউনিটি- ফেসবুক
কমিউনিটি গাইটলাইন মেনে চলতে হবে, এটি লঙ্ঘন করলে মনিটাইজেশন পাওয়া যাবে না।
- প্রফেশনাল পেজ- মনিটাইজেশন
পাওয়ার জন্য ব্যক্তিগত প্রোফাইলের পরিবর্তে অবশ্যই একটি ফেসবুক পেজ থাকতে
হবে।
- ফলোয়ার- আপনার ফেসবুক পেজে
সর্বনিম্ন ১০০০০ সক্রিয় ফলোয়ার থাকা বাধ্যতামূলক।
- ওয়াচ টাইম- গত ৬০ দিনে বা ২
মাসের মধ্যে আপনার ভিডিও কন্টেন্টে সর্বনিম্ন ৬০০০০০ (৬লক্ষ) মিনিট ওয়াচ
টাইম থাকা।
- ভিডিও পোস্ট- গত ৩০ দিনে বা ১
মাসে সর্বনিম্ন ৫ (পাচ) টি ভিডিও পোস্ট থাকতে হবে।
- অরিজিনাল কিনটেন্ট- কনটেন্ট
অবশ্যই অরিজিনাল হতে হবে, কোন কপিরাইট বা অন্যের কনটেন্ট ব্যবহার করা যাবে
না।
- লোকেশন যোগ্যতা- বিশ্বের বেশ
কয়েকটি দেশ রয়েছে, যারা ফেসবুক মনিটাইজেশনের আওতাভুক্ত নয়। সে কারণে আপনার
দেশ যোগ্য কিনা তা দেখুন।
ফেসবুক মনিটাইজেশন থেকে আয়ের উপায়
ফেসবুম মনিটাইজেশন থেকে বিভিন্নভাবে
আয় করা যায়। তবে, ২০২৫ সালে ফেসবুকের মাধ্যেমে যে সকল উপায় থেকে আয় করা যায়, তার মধ্যে
প্রধান প্রধান উপায়গুলো নিম্নে আলোচনা করা হলো।
** ইন-স্ট্রিম অ্যাডস- ফেসবুকের ইন-স্ট্রিম অ্যাডস ফিচারের
বা বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ভিডিও
কনটেন্ট থেকে
অর্থ আয় করা
যায়। এর জন্য ভিডিওর
মাঝে
বিজ্ঞাপন দেখানো
হয়
এবং
সেই
বিজ্ঞাপন থেকে
আয়
হয়।
আরো পড়ুনঃ ইউটিউব থেকে আয় করার উপায় ২০২৫ সালে
** ফ্যান সাবক্রিপশন- ফেসবুক পেজের ফ্যানরা
আপনাকে মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে অর্থ
প্রদান
করতে
পারেন। আর এটি পেজ মালিকদের জন্য একটি ভালো
আয়ের
উপায়।
** ফেসবুক স্টার্স-
নিয়মিত ভালো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ফেসবুক স্টার্স উপার্জন করা সম্ভাব। ভিউয়াররা স্টার কিনে ক্রিটাদের কাছে পাঠাতে
পারেন, যেটি পরবর্তী সময়ে অর্থে রূপান্তর করা যায়।
ইনস্ট্যান্ড আর্টিকেল- যারা ব্লগিং করেন বা নিউজ কনটেন্ট তৈরি করেন, তারা ফেসবুক
ইনস্ট্যান্ট আর্টিকেল এর মাধ্যমে সহজে আয় করতে পারেন।
ফেসবুক মনিটাইজেশন চালু করার ধাপ
বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ফেসবুক মনিটাইজেশনের
মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছেন। আর আপনিও যদি ফেসবুক থেকে আয় করতে
চান, তাহলে নিচের দেওয়া ধাপগুলো অনুসরণ করে এগিয়ে যান এবং মনিটাইজেশন চালু করুন-
- একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করুন।
- ফেসবুক পেজের গ্রোথ নিশ্চিত করুন।
- ১০০০০ ফলোয়ার অর্জন করুন।
- ভালোমানের কনটেন্ট নিয়মিত পোস্ট করুন।
- ৬০০০০০ মিনিট ওয়াচ টাইম অর্জন করুন।
- ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যান এবং
মনিটাইজেশন অপশন চেক করুন।
- শর্ত মেনে নিয়ম অনুযায়ী আবেদন করুন।
- ফেসবুকের অনুমোদন পেয়ে গেলে আয় করা শুরু করুন।
ফেসবুক মনিটাইজেশনের নতুন নিয়ম ২০২৫
ফেসবুক পেজ মনিটাইজেশনের সকল নিয়ম এবং শর্ত প্রায় যদিও পূর্বের
মতই রয়েছে, তবে, ২০২৫ সালে ফেসবুক ফেজ মনিটাইজেশনের কিছু নতুন আপডেট বা নীতিমালার
পরিবর্তন এসেছে। নিম্নে সে সম্পর্কে আলোচনা করা হলো-
- কনটেন্টের মান পূর্বের তুলনায় অনেক কড়াকড়িভাবে যাচাই করা হবে।
- কপিরাইট সংক্রান্ত সকল নীতিমালা পূর্বের তুলনায় কড়া হয়েছে।
- এআই জেনারেটেড কনটেন্টগুলির উপর বিশেষভাবে নিয়ন্ত্রণ থাকবে।
- ২০২৫সালে নতুন কিছু দেশ ফেসবুক মনিটাইজেশনের আওতায় এসেছে।
ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা ও সমাধান
বর্তমানে ফেসবুক মনিটাইজেশন করতে গিয়ে অনেক ক্রিয়েটর বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। নিম্নে কিছু সমস্যা এবং এর সমাধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কতা হলো-
সমস্যা |
সমাধান |
কনটেন্টে যথেষ্ট বা পর্যাপ্ত এনগেজমেন্ট পাওয়া যায়না বা কঠিন। |
নিয়মিত ইউনিক এবং মানসম্পন্ন কনটেন্ট তৈরি করুন। |
কপিরাইট সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময়। |
নিয়মিত ভিডিও আপলোড করুন ও বৃদ্ধি করুন এনগেজমেন্ট। |
মনিটাইজেশন নীতি লঙ্ঘন করলে পেজ বাতিল হয়ে যেতে পারে। |
ফেসবুকের সকল ধরণের নিয়ম ও শর্ত মেনে চলুন। |
ফেসবুক মনিটাইজেশনের নিয়ম- শেষকথা
বর্তমান
২০২৫ সালে ফেসবুক মনিটাইজেশন অনেক উন্নত এবং প্রতিযোগিতা মূলক হয়েছে। তাই, যারা
কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করে সফল হতে চান, তাদের নিয়মিতভাবে ভালোগুণ সম্পন্ন
কনটেন্ট তৈরি করতে হবে এবং ফেসবুকের সকল আপডেট তথ্য অনুসরণ করে চলতে হবে।
আপনার
যদি ফেসবুক মনিটাইজেশন নিয়ম সম্পর্কে পরিস্কার ধারণা থাকে, তাহলে ফেসবুক থেকে আয়
করা অনেক সহজ। তাই, নিয়মিত ভালো কনটেন্ট তৈরি করুন, সঠিক নিয়ম ও পদ্ধতি অনুসরণ
করুন এবং ফেসবুকের মাধ্যমে আয়ের সুযোগকে কাজে লাগান।
আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে ইনকামের সেরা সাইট ২০২৫
প্রিয়
পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি "ফেসবুক
মনিটাইজেশন নতুন নিয়ম ২০২৫" সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার
করতে পেরেছি। যা, আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী, সঙ্গে থাকার জন্য সকলকে
ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url