কুষ্টিয়া শহরের জনপ্রিয় ১০ আবাসিক হোটেলের মোবাইল নম্বারসহ ঠিকানা
আরো পড়ুনঃ সিলেট শহরের সেরা আবাসিক হোটেলের নাম ঠিকানা
কুস্টিয়া বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক জেলা। এই জেলায় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের পাশাপাশি গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন ধরণের ব্যবসায়িক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা কেন্দ্র।
তাই প্রতিদিন বিভিন্ন কাজে হাজার হাজার মানুষকে কুষ্টিয়া জেলা শহরে যেতে হয় এবং অনেক সময় আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে হয়। তাই, অনেকে কুষ্টিয়া জেলা শহরে রাত্রি যাপন করার জন্য, সেখানে থাকা আবাসিক হোটেল সম্পর্কে জানতে চান।
আর আপনিও কি এই তথ্য জানতে চান? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি "কুষ্টিয়া শহরের জনপ্রিয় ১০ আবাসিক হোটেল" সম্পর্কে বিস্তারিত তথ্য।
কুষ্টিয়া শহরের জনপ্রিয় ১০ আবাসিক হোটেল
ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশের অন্যতম একটি শহর কুষ্টিয়া। এই শহরে থাকা বিভিন্ন ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্য রয়েছে বারীন্দ্রীক স্থল, কুষ্টিয়া মিউজিয়াম, কুমারী মন্দির, বিশাল সুন্দর নদীকে ঘিরে, প্রতিদিন হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে।
আর, এই সকল কারণে কুষ্টিয়া শহরে গড়ে উঠেছে বিভিন্ন আবাসিক হোটেল। যে হোটেলগুলো সুবিধা অনুযায়ী ভাড়া ও সেবা দেয় পর্যটকদেরকে। আর আপনাদের সুবিধার জন্য আজকের আর্টিকেলে কুষ্টিয়া শহরের জনপ্রিয় ১০ আবাসিক হোটেলের ভাড়া এবং যোগাযোগের ঠিকানা তুলে ধরা হলো-
আবাসিক হোটেল রাতুল কুষ্টিয়া
হোটেল রাতুল কুষ্টিয়া শহরের অন্যতম সাশ্রয়ী মুল্যের জনপ্রিয় আবাসিক হোটেল। এই হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে, ভ্রমণকারিদের জন্য অনেক সুবিধাজনক। হোটেলের সেবার মান অনেক ভালো। হোটেলটিতে গরম ও ঠান্ডা পানির সুবিধাসহ ফ্রি ওয়াইফাই সুবিধা রয়েছে।
- হোটেল রাতুল
- কসবা মার্কেট, জমজমপুর,
- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১০০০ টাকা থেকে ২৫০০ টাকা।
- জরুরী প্রয়োজনে- ০১৯১৫৪৫৭১৭৩।
আবাসিক হোটেল হলিডে ইন্টারন্যাশনাল কুষ্টিয়া
এই হোটেলটি অনেক পরিচিতি পেয়েছে, তার আধুনিক সুযোগ সুবিধার জন্য। এখানে অথিতিদের জন্য রয়েছে, সিংগল, ডাবল এবং সুইট, এই তিন ধরণের রুমের সুবিধা। এই আবাসিক হোটেলটি পর্যটক এবং ব্যবসায়িক উভয়ের কাছেই বেশ জনপ্রিয়।
- হোটেল হলিডে ইন্টারন্যাশনাল
- ৬/৯ খান বাহাদুর সামসুজ্জোহা রোড়,
- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১৫০০ টাকা থেকে ৪০০০ টাকা।
- জরুরী প্রয়োজনে- ০১৭৮৪৩১০৩২০।
আবাসিক হোটেল গোল্ড স্টার কুষ্টিয়া
হোটেল গোল্ড স্টার পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সাশ্রায়ী ভাড়ার কারণে বেশ পরিচিতি লাভ করেছে। এখানে আরামদায়ক পরিবেশে থাকার পাশাপাশি অথিতিরা পাবে ফ্রি ওয়াইফাই সুবিধা এবং প্রতিটি কক্ষে ফ্লাট টিভির সুবিধা।
- হোটেল গোল্ড স্টার
- জমজমপুর,
- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১২০০ টাকা থেকে ৩২০০ টাকা।
- জরুরী প্রয়োজনে- ০১৭০৯১৯৯৯৯১।
আবাসিক হোটেল রিভারভিউ কুষ্টিয়া
হোটেল রিভারভিউ কুষ্টিয়া শহরের জনপ্রিয় হোটেলের মধ্যে অন্যতম। এই হোটেলটি অথিতিদের আধুনিকতা এবং সুশৃঙ্খল পরিবেশের পাশাপাশি হোটেলে অবস্থানের সময়, উপভোগ করা যায় নদীর দৃশ্য, যা আরো আকর্ষণীয় করে তুলেছে।
- হোটেল রিভারভিউ
- চৌধুরী সুপার মার্কেট, পাঁচ রাস্তার মোড়,
- শাপলা চত্বর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১৫০০ টাকা থেকে ৪০০০ টাকা।
- জরুরী প্রয়োজনে- ০১৭১১৬৯৩৯৯০।
আবাসিক হোটেল ডায়মন্ড কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা শহরের অনেক পুরনো এবং পরিচিত এই আবাসিক হোটেলটি মাঝারি মানের বাজেটের মানুষের জন্য অনেক পছন্দের আবাসিক। এখানে অথিতিদের ফ্রি ওয়াইফাইসহ এসি এবং নন এসি রুমের ব্যবস্থা ও আধুনিক মানের সকল সুবিধা রয়েছে।
যোগাযোগের ঠিকানা-
- হোটেল ডায়মন্ড
- ৬/৯ খান বাহাদুর সামসুজ্জোহা রোড,
- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা।
- জরুরি প্রয়োজনে- ০১৯৭৮৩৩৪২৩৩।
আরো পড়ুনঃ খুলনা শহরের সেরা আবাসিক হোটেলের ভাড়া ২০২৫
আবাসিক হোটেল শাপলা কুষ্টিয়া
কুষ্টিয়া শহরে সাশ্রায়ী মুল্যের পরিস্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশে থাকতে চাইলে আপনার জন্য হতে পারে হোটেল শাপলা আদর্শ। আধুনিক মানের এই হোটেলের রুমগুলো অনেকটাই সুসজ্জিত এবং এখানকার স্টাফরা অনেক অথিতি পরায়ন।
যোগাযোগের ঠিকানা-
- হোটেল শাপলা
- পাঁচ রাস্তার মোড়, শাপলা চত্বর
- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১০০০ টাকা থেকে ২৮০০ টাকা।
- জরুরি প্রয়োজনে- ০১৭১১৯৮২৪১২।
আবাসিক হোটেল চিত্রা কুষ্টিয়া
- হোটেল চিত্রা
- ১৭২ আর এ খান রোড, চাঁদ সুপার মার্কেট,
- জমজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১৫০০ টাকা থেকে ৩২০০ টাকা।
- জরুরি প্রয়োজনে- ০১৭৫৭২৭৮০১২।
আবাসিক হোটেল রোজ ভিউ কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খ্যাতনামা আবাসিক হোটেল রোজ ভিউ। এই আবাসিকে অথিতিদে বিশুদ্ধ খাবার পানিসহ প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। সাশ্রয়ী মুল্যে আরাম দায়ক আবাসিক হোটেলে রাত্রি জানের জন্য হোটেল রোজ ভিউ আদর্শ।
যোগাযোগের ঠিকানা-
- হোটেল রোজ ভিউ
- ১৭২ আর এ খান রোড, জমজমপুর,
- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা।
- জরুরী প্রয়োজনে- ০১৭৩০৯১২৩৪৩।
আবাসিক হোটেল আজমেরি কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা শহরের কোর্ট পাড়ায় অবস্থিত আবাসিক হোটেল আজমেরি অনেক পরিচিত এবং পুরনো। এখানে অথিতিরা পরিস্কার পরিচ্ছন্ন রুমে শান্তিপূর্ণ পরিবেশে রাত্রি যাপন করতে পারেন। এখানে পর্যটক থেকে শুরু করে সকলে রাত্রি যাপন করতে পারেন।
যোগাযোগের ঠিকানা-
- হোটেল আজমেরি
- ১০৭/১ আর সি রোড, কোর্ট পাড়া,
- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা।
- জরুরি প্রয়োজনে- ০১৭৩০৮৫৬৬৬৬।
আবাসিক হোটেল প্রীতম কুষ্টিয়া
কম খরচে কুষ্টিয়া জেলা শহরে রাত্রি যাপন করতে চাইলে, আপনি প্রথম পছন্দের তালিকায় রাখতে পারেন হোটেল প্রীতমকে। এই হোটেলটি এসি রুমসহ আধুনিক মানের সকল সুযোগ সুবিধার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
যোগাযোগের ঠিকানা-
- হোটেল প্রিতম
- ১৪৪/১ এস সি বি রোড, বড় বাজার,
- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
- ভাড়া- ১০০০ টাকা থেকে ২৫০০ টাকা।
- জরুরী প্রয়োজনে- ০১৭১৬৪১৮৫৭৫।
কুষ্টিয়ার আবাসিক হোটেলের ঠিকানা- শেষকথা
কুষ্টিয়া জেলা শহরে বিভিন্ন মানের প্রচুর আবাসিক হোটেল রয়েছে। তাইবলে, সকল আবাসিক হোটেলের সেবার মান এবং পরিবেশ ভালো নয়। তাই, সকলের উচিত দেখে শুনে ভালোমানের আবাসিকে রাত্রি যাপন করা।
প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন, কুষ্টিয়া শহরের জনপ্রিয় ১০ আবাসিক হোটেল" বিস্তারিত সকল তথ্য।
যা, আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদি। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আরতিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url