জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট

আরো পড়ুনঃ অপরূপ সৌন্দর্যে ভরা সাফিনা পিকনিক স্পট

আপনি কি শহরের কোলাহল এবং ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য, আনন্দঘন সময় কাটাতে চান। আর এর জন্য কি ভালো একটা জায়গা খোজ করছেন। তাহলে হতে পারে আপনার জন্য আদর্শ স্থান "জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট"।

এটি ঝিনাইদহ জেলা তথা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এই বিনোদন কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, প্রায় ৩৩ একর বা ১০০ বিঘা জমির উপর। এই বিনোদন কেন্দ্রটি বর্তমান সময়ের ভ্রমন পিপাসুদের অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দু।

এখানে থাকা আধুনিক সকল সুযোগ সুবিধাসহ, প্রাকৃতিক সৌন্দর্য এবং রাইডগুলো আকৃষ্ট করেছে ভ্রমন পিপাসুদের। তাছাড়া, এটি শুধু একটি বিনোদন পার্ক তা কিন্তু নয়, বরং পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য আদর্শ স্থান।

আর আপনি যদি পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে একান্ত সময় কাটাতে চান, তাহলে কোন চিন্তা না করেই বেচে নিতে পারেন, জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টকে। তাছাড়া, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট সম্পর্কে সকল তথ্য।

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট অবস্থান

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টটি ঝিনাইদহ জেলা শহর থেকে, মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ঝিনাইদহ জেলা টু চুয়াডাঙ্গা রাস্তায় পল্লী বিদ্যুৎ অফিসের পার্শ্বে অবস্থিত। পার্কে যাওয়ার জন্য ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী বাসে, সিএনজি বা ইজিবাইকে সহজে যাওয়া যায়।

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টের বর্ণনা

ঝিনাইদহ জেলার অন্যতম একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টটি প্রতিষ্ঠিত হয়েছে প্রায় ১০০ জমির উপর। মনোরম ছায়ায় ঘেরা এই পার্কটিতে সব বয়সী মানুষের জন্য, আধুনিক সকল বিনোদনের সুযোগ রয়েছে।

বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য রয়েছে, কেইভ ট্রেন, মেরি গো রাউন্ড, প্যাডেল বোট, জেট কোস্টার, সুইং চেয়ার, নাগরদোলা, ফানি অ্যাডভেঞ্চার এবং কিডস জোন। এছাড়াও, এখানে রয়েছে স্পিড বোট এবং ওয়াটার কিংডমের মতো আকর্ষণ।

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টের আকর্ষণ

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট বেশ কিছু আকর্ষণ রয়েছে, যা সকল বয়সের ভ্রমণ পিপাসু মানুষকে আনন্দ উপভোগের জন্য করা হয়েছে। নিম্নে জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে থাকা বিভিন্ন আকর্ষণ সম্পর্কে আলোচনা করা হলো-

** ওয়াটার কিংডম- পার্কটির সবচেয়ে আকর্ষণীয় হলো ওয়াটার কিংডম। যেখানে রয়েছে বিশাল আকারের সুইমিং পুল, কৃত্রিম ঝর্ণা, ওয়াটার স্প্রিনকলার, এবং ওয়াটার স্লাইড। যা গরমের দিনে গোসলে এনে দিবে অন্য এক বিশেষ অভিজ্ঞতা।

** প্রকৃতির সবুজে ঘেরা পার্কের মনোরম পরিবেশ- সমস্ত পার্কটি সুন্দর সন্দর নানান ধরণের ফুলের বাগান এবং সবুজ গাছ পালায় ভরা, যা প্রকৃতি প্রেমীদের জন্য আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। পার্ককে আরো আকর্ষণীয় করে তুলেছে, সেখানকার মনোমুগ্ধকর পরিবেশ এবং বাতাস।

আরো পড়ুনঃ ময়মনসিংহের জনপ্রিয় দর্শনীয় স্থান

** পার্কের রিসোর্ট এবং কনভেনশন সেন্টার- এখানে রয়েছে আধুনিক মানের সকল সুবিধা সম্বলিত রিসোর্ট এবং কনভেনশন সেন্টার। যেখানে আয়োজন করা যায়, ব্যক্তিগত এবং করপোরেটের ইভেন্ট। তাছাড়া, হানিমুন কাপলদের জন্য রিসোর্টে আলাদা ব্যবস্থা রয়েছে।

** বিভিন্ন রাইড় এবং বিনোদনের ব্যবস্থা- পার্কের বিভিন্ন ধরণের রাইডের মধ্যে রয়েছে, নাগরদোলা, ঝুলন্ত ব্রিজ, স্পিড বোট, ট্রেন রাইড, ফ্লাইং চেয়ার, বাম্পার কার, ঘোড়ার গাড়ি ইত্যাদি যা, সকল বয়সী মানুষদের বিশেষভাবে বিনোদন দিয়ে থাকে।

** শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা- জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে শিশুরা যেন নিরাপদে আনন্দঘন সময় কাটাতে পারেন, সেই কারণে এখানে রয়েছে, আলাদা প্লে জোন, ট্রামপোলিন ছোট ছোট আকর্ষণীয় রাইডসহ বালুর মাঠ।

কেন যাবেন জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি প্যাকেজ। কারণ, পারিবারিক ভ্রমণ থেকে শুরু করে অফিস ট্যুর বা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর অন্যতম একটি আদর্শ স্থান এটি।

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে প্রবেশ মুল্য

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে প্রবেশ করার জন্য জনপ্রতি ৬০ টাকায় (৪বছরের নিচের শিশু ছাড়া) টিকিট কেটে প্রবেশ করতে হয়। আর সকল প্যাকেজসহ (স্পিট বোট ও ওয়াটার কিংডম ছাড়া) মুল্য ৩৫০ টাকা।

যোগাযোগের ঠিকানা-

  • জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট
  • চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ রোড, পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন।
  • জরুরি প্রয়োজনে- ০১৭৬০৮৬১৫১৯ বা ০১৯৩২৯২৮৩৩৪।

কিভাবে যাবেন জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে

ঢাকা, রাজশাহী কিংবা দেশের যে কোন স্থান থেকে জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে যাওয়ার জন্য প্রথমে বাসযোগে কংবা ট্রেনে করে প্রথমে যেতে হবে, জেলা শহর কুষ্টিয়া বা যশোর জেলা শহরে। সেখান থেকে ঝিনাইদহ বাসে করে এবং ঝিনাইদহ থেকে সিএনজি বা অটোরিক্সায় যেতে পারবেন।

কোথায় থাকবেন জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে

রাত্রিযাপনের জন্য আপনি চাইলে তাদের নিজস্ব রিসোর্টে থাকতে পারবেন। সেখান বিভিন্ন মানের রুম রয়েছে, আর ভাড়া প্রতি রাতের জন্য ২০০০ টাকা থেকে মান ভেদে আরো বেশি। আবা্র ঝিনাইদহ জেলা শহরে থাকা আবাসিকে থাকতে পারেন, যার ভাড়া মানভেদে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। 

কোথায় খাবেন জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে

পার্কের নিজস্ব রেস্টুরেন্ট পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন ধরণের খাবার, আপনি চাইলে সেখানে খেতে পারেন অথবা ঝিনাইদহ জেলা শহরে থাকা বিভিন্ন ধরনের খবারের হোটেলে কম খরচে খাতে পারবেন। তাছাড়া, ঝিনাইদহ শহরের জনপ্রিয় খাবার যেমন, ঘোসের মিষ্টি, পায়রা চত্বরের ছানা ও ছানার জিলাপি।

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে ঝিনাইদহ- শেষকথা

জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো কিংবা বিভিন্ন পিকনিক ট্যুরের জন্য একটি উত্তম স্থান। তবে, ভ্রমনে যাওয়ার আগে, সেখানে সরাসরি যোগাযোগ করে, প্রয়োজনীয় ইভেন্ট বুক করাসহ সকল তথ্য জেনে নেওয়া ভালো।

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন, জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট ঝিনাইদহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। যা আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি।

আরো পড়ুনঃ নাটোর জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান

আমরা আশাকরি এটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url