আরো পড়ুনঃ ত্বকের গুরুত্ব এবং সঠিক যত্নের প্রয়োজনীয়তা
হলুদ রান্নায় ব্যবহার করার জন্য পরিচিত একটি পণ্য। হলুদ চেনেন না, এমন মানুষ পাওয়া অনেক ভার। কারণ, রান্না করতে হলে যে কয়েকটি উপাদান প্রয়োজন, তার মধ্যেতম হলো হলুদ। কারণ, হলুদ ছাড়া রান্নার কথা ভাবাই যায়না।
কিন্তু হলুদ শুধু রান্নায় খাবারের সৌন্দর্য কিংবা খাবারের স্বাদ বাড়াতে নয়, এটি ত্বকের যত্নে অনেক কার্যকরী ভুমিকা পালন করে থাকে। এটি ত্বক উজ্জল করা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সংক্রমণ দূর করা পর্যন্ত, অনেক ভুমিকা পালন করে থাকে।
তাইতো কাঁচা হলুদ আদিযুগ থেকে সৌন্দর্য পিপাসু রমণীরা তাদের পছন্দের প্রথম তালিকায় রেখেছেন। আর কাঁচা হলুদের উপকারিতা পাওয়ার জন্য, কিছু নিয়ম বা ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করার প্রয়োজন।
আর আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কাঁচা হলুদের ১০ ফেসপ্যাক সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই আপনি যদি কাঁচা হলুদের ফেসপ্যাক সম্পর্কে জানতে চান, তাহলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
কাঁচা হলুদের তৈরি সহজ ১০ ফেসপ্যাক
রূপচর্চায় আদিকাল থেকেই রমণিরা ব্যবহার করে আসছে কাঁচা হলুদ। তাছাড়া, এখন থেকে কিছুদিন আগে, ত্বকের যত্নের প্যাক বলতে বুঝানো হতো হলুদের প্যাককেই। কারণ, কাঁচা হলুদে পাওয়া যায় প্রাকৃতিক অ্যান্টি উপাদান। যা ত্বকের বলিরেখা দূর করে ত্বককে করে উজ্জল।
কাঁচা হলুদ একেক জন একেকভাবে ব্যবহার করে থাকে। তবে, কাঁচা হলুদ ব্যবহার করা উচিৎ ত্বকের ধরণ অনুযায়ী, কাঁচা হলুদের সঙ্গে ভিন্ন উপাদানে তৈরি প্যাক। আর আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ভিন্ন কারণে ভিন্ন উপায়ে তৈরি ১০ ফেসপ্যাক সম্পর্কে। তাহলে চলুন দেখি-
উজ্জল ত্বকের জন্য কাঁচা হলুদ ও দুধের ফেসপ্যাক
ত্বকের হারনো উজ্জলতা ফিরে পেতে এবং সুস্থ্য ও হাস্যউজ্জল ত্বক পাওয়ার জন্য এই প্যাকটি অনেক কার্যকর। আর এই ফেসপ্যাকটি তৈরি করতে নিম্নের উপকরণ নিন-
- কাঁচা হলুদের পেস্ট ১ চা চামচ।
- কাঁচা দুধ ২ চা চামচ।
এবার উপরের উপকরণ দুটি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এখন আপনার তৈরি ফেস প্যাকটি মুখে লাগান এবং ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে পরিস্কার করুন। এটি ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে উঠবে হাস্যউজ্জল।
ব্রুণ দূর করতে কাঁচা হলুদ ও মধুর ফেসপ্যাক
ত্বকে ব্রুণ এবং ব্রুণের দাগের সমস্যা দূর করার ক্ষেত্রে এই প্যাকটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আর এই ফেসপ্যাকটি তৈরি করতে নিম্নের উপকরণ নিন-
- কাঁচা হলুদ ১ চা চামচ।
- মধু ১ চা চামচ।
এবার উপরের উপকরণ দুটি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বা পেস্ট তৈরি করুন। এখন আপনার তৈরি ফেস প্যাকটি মুখে লাগান এবং ১৫ মিনিট পর হালকা পানি দিয়ে পরিস্কার করুন। এটি ব্যবহারের ফলে আপনার ত্বকের ব্রুন এবং ব্রণের দাগ দূর হবে খুব সহজে।
শুস্ক ত্বকের জন্য কাঁচা হলুদ ও দইয়ের পেসপ্যাক
শুস্ক ত্বক হাইড্রেট এবং কোমল মসৃণ করার জন্য, এই প্যাকটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আর এই ফেসপ্যাকটি তৈরি এবং ব্যবহার করুন নিম্নের নিয়ম অনুযায়ী-
- কাঁচা হলুদ রস ১ চা চামচ।
- টক দই ১ চা চামচ।
এবার উপরের উপকরণ দুটি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বা পেস্ট তৈরি করুন। এখন আপনার তৈরি ফেস প্যাকটি মুখে লাগান এবং ১৫ মিনিট পর হালকা পানি দিয়ে পরিস্কার করুন। এটি ব্যবহারের ফলে আপনার ত্বক হবে হাইড্রেট কোমল এবং মসৃণ।
ত্বকের কালচে দাগ দূর করতে কাঁচা হলুদ ও লেবুর রসের ফেসপ্যাক
ত্বকের রোদে পোড়া বা কালচে দাগ দূর করার ক্ষেত্রে, কাঁচা হলুদ ও লেবুর রসের ফেসপ্যাক ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। আর এই ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহার করুন নিম্নের নিয়ম অনুযায়ী।
- কাঁচা হলুদের গুড়ো ১ টেবিল চামচ।
- লেবুর রস ১ টেবিল চামচ।
উপরের উপকরণ মিশিয়ে নিন এবং ব্যবহার করুন দাগযুক্ত স্থানে। ১০/১২ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে পরিস্কার করে ফেলুন। এই প্যাকটি কয়েকবার ব্যবহার করেলে, আপনার ত্বকের কালচে দাগ অল্প সময়ের মধ্যে কমে যাবে।
তৈলাক্ত ত্বকের জন্য কাঁচা হলুদ, গোলাপজল ও বেসনের ফেসপ্যাক
তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তৈল শোষণ করার জন্য এই ফেসপ্যাকটি অধিক কার্যকর। এই প্যাকটি নিম্নের নিয়ম অনুযায়ী তৈরি ও ব্যবহার করুন।
- কাঁচা হলুদের গুড়ো ১ টেবিল চামচ।
- গোলাপজল পরিমাণ মতো।
- বেসন ২ টেবিল চামচ।
এবার উপরের উপকরণ ৩টি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং আপনার ত্বকে ব্যবহার করার পর, কয়েক মিনিট অপেক্ষা করুন শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে স্বাভাবিক পানি দিয়ে পরিস্কার করুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের অতিরিক্ত তৈল শোষণ করে নিবে।
ত্বকের সংক্রমণ দূর করত কাঁচা হলুদ ও অ্যালোভেরার ফেসপ্যাক
ত্বকের ব্রুণ থেকে শুরু করে ত্বকের যে কো ধরণের সংক্রমণ দূর করার ক্ষেত্রে এই প্যাকটি অধিক কার্যকর। নিম্নে এই প্যাকটি তৈরি এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো-
- কাঁচা হলুদ ১ টেবিল চামচ।
- অ্যালোভেরার জেল ১ টেবিল চামচ।
উপরের উপকরণ দুটি সুন্দর করে একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন এবং ত্বকে ব্যবহারের করে ১৫ মিনিট পর পরিস্কার করে নিন। এই প্যাকটি ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সংক্রমণ, ব্রুন, র্যাশ ইত্যাদি খুব সহজে দূর হবে।
ব্লাকহেডস দূর করতে কাঁচা হলুদ, দই ও ওটসের ফেসপ্যাক
ত্বকের ব্লাকহেডস ও ডেড স্কিন দূর করার জন্য কাঁচা হলুদ, দই ও ওটসের ফেসপ্যাকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্যাক তৈরি ও ব্যবহার করুন নিম্নের নিয়ম অনুযায়ী
- কাঁচা হলুদের গুড়ো ১ টেবিল চামচ।
- দই ১ টেবিল চামচ।
- ওটসের গুড়ো ২ টেবিল চামচ।
উপরের উপকরণ দিয়ে প্যাক তৈরি করুন এবং হালকাভাবে ম্যাসেজের মাধ্যমে দুই গালে লাগান এবং কয়েক মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের ফলে সাহায্য করবে ত্বকের ব্লাকহেডস এবং ডেড স্কিন।
বয়সের ছাপ দূর করতে কাঁচা হলুদ ও অলিভ অয়েলের ফেসপ্যাক
অকালে বুড়িয়ে যাওয়া ত্বককে টান টান এবং মসৃণ করতে কাঁচা হলুদ ও অলিভ অয়েলের প্যকটি অনেক কার্যকর। আর এই প্যাকটি নিম্নের উপায়ে তৈরি এবং ব্যবহার করুন।
- কাঁচা হলুদের গুড়ো ১ টেবিল চামচ।
- অলিভ ওয়েল ১ টেবিল চামচ।
উপরের উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন এবং প্যাকটি ম্যাসাজ করুন সমস্ত মুখের ত্বকে। শুকানোর জন্য ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বককের বয়সের ছাপ দূর করবে এবং ত্বক হবে কোমল- মসৃণ।
চোখের নিচের কালো দাগ দূর করতে কাঁচা হলুদ ও দুধের ফেসপ্যাক
চোখের নিচের কালো দাগ দূর করার ক্ষেত্রে, কাঁচা হলুদ ও দুধের ফেসপ্যাক ব্যবহার করুন নিয়মিতভাবে। আর এটি তৈরি ও ব্যবহার করুন নিম্নের নিয়ম অনুযায়ী।
- কাঁচা হলুদের গুড়ো ১ টেবিল চামচ।
- দুধের সর ১ টেবিল চামচ।
উপরের উপকরণ দুটি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং মিশ্রণটি চোখের নিচে এবং পাতায় লাগিয়ে ১৫ মিনিট রাখার পর পানি দিয়ে পরিস্কার করুন। এটি ব্যবহার করার ফলে আপনার ত্বকের ডার্ক সার্কেল দূর হবে খুব সহজেই।
সানট্যান দূর করতে কাঁচা হলুদ ও টমেটোর ফেসপ্যাক
ত্বকের সানট্যান দূর করতে কাঁচা হলুদ ও টমেটোর ফেসপ্যাক অনেক কার্যকর। এই প্যাকটি নিম্নের উপায়ে তৈরি এবং ব্যবহার করুন।
- কাঁচা হলুদের গুড়ো ১ টেবিল চামচ।
- টমেটোর রস ১ টেবিল চামচ।
উপরের উপকরণ দুটি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং মিশ্রণটি ত্বকে আলতো করে ম্যাসেজ করে লাগিয়ে ১৫ মিনিট রাখার পর পানি দিয়ে পরিস্কার করুন। এটি ব্যবহার করার ফলে আপনার ত্বকের সানট্যানের দাগ দূর হবে খুব সহজেই।
ত্বকে কাঁচা হলুদের ফেসপ্যাক ব্যবহারের সতর্কতা
ত্বকের যত্নে কাঁচা হলুদের ফেসপ্যাক ব্যবহারের অনেক উপকারিতা থাকলেও, এটি ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি সতর্কতা অবলম্বন করা উচিত। নিম্নের সতর্কতা সমূহ আলোচনা করা হলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
- সংবেদনশীল ত্বকের জন্য প্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন।
- যাদের ত্বকে অ্যালার্জি রয়েছে, তারা ফেসপ্যাক ব্যবহারের পূর্বে পরীক্ষা করুন।
- অতিরিক্ত হলুদ ত্বকে ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন, এতে ত্বক হলদেটে হয়ে যেতে পারে।
- আপনার ত্বকের ধরণ ও সমস্যা অনুযায়ী ফেসপ্যাক ব্যবহার করুন ও নিয়ম অনুযায়ী ব্যবহার করুন।
কাঁচা হলুদের প্যাকের উপকারিতা ও পকারিতা- শেষকথা
ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যবহার হয়ে আসছে প্রায় হাজার বছর ধরে। তবে, কাঁচা হলুদের ত্বকের বিভিন্ন উপকারিতা পাওয়ার জন্য, ত্বকের ধরণ অনুযায়ী নিয়ম অনুযায়ী ব্যবহার করুন। কারণ, কাঁচা হলুদের কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়েছেন এবং জেনে গেছেন "রূপচর্চায় কাঁচা সহজ হলুদের ১০ ফেসপ্যাক" সম্পর্কে বিস্তারিতভাবে সকল প্রকার তথ্য।
যা, আমরা আর্টিকেলে ইতিপূরবেই আলোচনা করেছি। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url