রাঙ্গামাটির জনপ্রিয় আবাসিক হোটেল ও রিসোর্টে

আরো পড়ুনঃ কুষ্টিয়া শহরের জনপ্রিয় ১০ আবাসিক হোটেলের মোবাইল নম্বারসহ ঠিকানা

আপনি কি পার্বত্য জেলা রাঙ্গামাটি, পরিবার কিংবা বন্ধু বান্ধবসহ ভ্রমণে যেতে চান? আপনি কি রাঙ্গামাটিতে থাকা জনপ্রিয় আবাসিক হোটেল খুজছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ।

তাহলে, আপনি সঠিক স্থানেই এসেছেন। কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি "পার্বত্য জেলা রাঙ্গামাটিতে থাকা জনপ্রিয় ১০ আবাসিক হোটেল" সম্পর্কে। তাই আর্টিকেলটি মনোযোগের সঙ্গে পড়ুন, তাহলে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত হোটেন।

রাঙ্গামাটির জনপ্রিয় আবাসিক হোটেল ও রিসোর্টে

রাঙ্গামাটি বাংলাদেশের দক্ষিণ- পূর্বে অবস্থিত দেশের অন্যতম একটি পর্যটন এলাকা। এই জেলাটি দেশের লাল পাহাড়ের এলাকা হিসাবে দেশ এমনকি বিদেশেও বেশ পরিচিত। তবে, ভ্রমণকারীদের তালিকায় জনপ্রিয়তার প্রথম স্থান অধিকার করেছে এর প্রাকৃতিক বিচিত্রতার কারণে।

ভ্রমণের কথা আসলেই সবার প্রথমে ভেসে আসে চট্টগ্রামের সারি সারি পাহাড়ের দৃশ্য, তবে এই বিভাগের রাঙ্গামাটিতে আপনি উপভোগ করতে পারবেন, সম্পূর্ণ আলাদা এক ধরণের নান্দনিকতা, যার ছাপ স্মরণীয় হয়ে থাকবে আপনার স্মৃতির পাতায়।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নীল শান্ত পানি কিংবা বিভিন্ন ঝরনার শব্দ আপনাকে দিতে পারে প্রশান্তির ছোয়া। তবে, রাঙ্গামাটি ভ্রমণের জন্য আপনাকে কিছুটা সময় ব্যয় করতে হতে পারে, কেননা আপনার বাজেট অনুযায়ী রাত্রি জাপনের জন্য, হোটেল ও রিসোর্ট পাওয়া অনেক সময় সাপেক্ষ।

ফলে আপনার ভ্রমণ নিরধারিত সময় থেকে কিছুটা বিলম্বিত হতে পারে। তবে, আপনি যদি আজকের আর্টিকেলটি মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে আমাদের দেওয়া বিভিন্ন মানের হোটেল থেকে খুব সহজে আপনার বাজেট অনুযায়ী, আগেই বুক করে নিতে পারবেন হোটেল ও রিসোর্ট। চলুন দেখি-

আরণ্যক হলিডে রিসোর্ট রাঙ্গামাটি Aranyak Holiday Resort Rangamati

রাঙ্গামাটি জেলার সেনানিবাস এলাকার কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত আরণ্যক হলিডে রিসোর্টটি মনোরম এক পারবারিক বিনোদন কেন্দ্র। এই রিসোর্টটি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত। 

এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরণের রাইড, যেমন হ্যাপি আইল্যান্ড, প্যাডেল বোট, ওয়াটার ওয়ার্ল্ড, সুইমিং পুল, রেস্টুরেন্টসহ খেলাধুলার সুব্যবস্থা রয়েছে। আপনি এই রিসোর্টে অবস্থানের সময় উপভোগ করতে পারবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনার ভ্রমনকে করবে স্মরণীয়।

যোগাযোগের ঠিকানা

  • আরণ্যক হলিডে রিসোর্ট,
  • রাঙ্গামাটি সেনানিবাস,
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৬৯৩১২০২১।
প্রতি রাতের জন্য রুমভাড়া-  ৫২০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ১০০০০ টাকা পর্যন্ত।

পলওয়েল পার্ক এন্ড কটেজ রাঙ্গামাটি Paulwell Park & ​​Cottages Rangamati

রাঙ্গামাটি জেলার ডিসি বাংলো রোড কাপ্তাই লেকের পার্শ্বে অবস্থিত পলওয়েল পার্ক এন্ড কটেজটি মনোরম একটি বিনোদন কেন্দ্র। ভ্রমণে এসে এই কটেজে অবস্থানকালে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ গ্রহনের পাশাপাশি উপভোগ করতে পারবেন রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যকে।

এই কটেজে রয়েছে সুইমিং পুল, কায়াকিং, প্যাডেল বোট, ক্রোকোডাইল ব্রিজ, কৃত্রিম ঝরণা, হিলভিউ ও লেকভিউ পয়েন্ট, জেট স্কিইং ও বিভিন্ন রাইটলাভ লক পয়েন্ট এবং আরো রয়েছে পিয়ারের মতো আকর্ষণীয় সুযোগ সুবিধা।

যোগাযোগের ঠিকানা

  • পলওয়েল পার্ক এন্ড কটেজ,
  • ডিসি বাংলো রোড,
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৮৮৮২৩২৫১৪/০১৮৭৭৭২৫৫৩৯।

প্রতি রাতের জন্য রুমভাড়া-  ৬০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ১০০০০ টাকা পর্যন্ত। তবে, পুলিশ ইন্সপেক্টর বা তদুর্ধ্বদের ৪০% এবং সরকারি কর্মকর্তাদের ২০% ছাড়ের ব্যবস্থা রয়েছে। 

ডিভাইন লেক আইল্যান্ড রাঙ্গামাটি Divine Lake Island Rangamati

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদের মনোরম একটি দ্বীপে অবস্থিত ডিভাইন লেক আইল্যান্ড। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডিভাইন লেক আইল্যান্ডটি ঘন বন, সবুজ পাহাড় এবং কাপ্তাই হ্রদের নীল জলরাশির মাঝে অবস্থিত, যা একটি আদর্শ স্থান হিসাবে বিবেচিত প্রকৃতি প্রেমীদের কাছে।

পরিবেশ বান্ধব ডিভাইন লেক আইল্যান্ড ভ্রমণকারীদের জন্য থাকার চমৎকার ব্যবস্থা। এখানে রয়েছে কাপ্তাই হ্রদের প্যানোরামিক ভিউ, চাকমা সংস্কৃতির সংস্পর্শ, প্রফেশনাল হাউজ কিপিং, কিডস কর্নার, রিল্যাক্সিং লাউঞ্জ, দেশি বিদেশি খাবারের ব্যবস্থাসহ সকল নিরাপত্তা ব্যবস্থা।

আপনি রাঙ্গামাটি যদি ভ্রমণ কিংবা কোন কাজে এসে মাঝারি মানের আবাসিকে রাত্রি যাপন করতে চান, তাহলে আপনার প্রথম পছন্দের তালিকায় রাখতে পারেন ডিভাইন লেক আইল্যান্ডকে।

যোগাযোগের ঠিকানা

  • ডিভাইন লেক আইল্যান্ড,
  • কাপ্তাই রোড, আশামবস্তি সেতু
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৬১১৫৮৫৮৮৭।
প্রতি রাতের জন্য রুমভাড়া-  ২৫০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৫০০০ টাকা পর্যন্ত।

লেকশোর রিসোর্ট রাঙ্গামাটি Lakeshore Resort Rangamati

কাপ্তাই উপজেলার কাপ্তাইমুখ এলাকায় লেকশোর রিসোর্ট অবস্থিত। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিরাপদে সময় কাটানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত আধুনিক মানের এই রিসোর্টটি হতে পারে আপনার জন্য অনেক উপযুক্ত স্থান।

কাপ্তাই লেকের তীরে অবস্থিত এই রিসোর্টটি, যা অথতিদের সুযোগ প্রদান করে লেকের সৌন্দর্য উপভোগের। তাছাড়া, লেকের মনোরম দৃশ্য দেখা জায় ইনফিনিটি সুইমিং পুল ও হেলিপ্যাড থেকে। তবে, রবিবার থেকে বুধবার পর্যন্ত উপযুক্ত সময় লেকের সৌন্দর্য উপভোগের।

এখানে থাকা প্রাইভেট হানিমুন কটেজ এবং বাশের কটেজ বিসেসভাবে উল্লেখজোগ্য। প্রতিটি কক্ষে ডাবল বেড, সুসজ্জিত আসবাবপত্র, ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং গোসলের রয়েছে ঠান্ডা এবং গরম পানির সু ব্যবস্থা।

যোগাযোগের ঠিকানা

  • লেকশোর রিসোর্ট,
  • কাপ্তাই মুখ, কাপ্তাই উপজেলা,
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৮৫৯৭৭৮০৬৫।
প্রতি রাতের জন্য রুমভাড়া-  ৪৫০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৬৫০০ টাকা পর্যন্ত। সকালের নাস্তা, সুইমিং পুল, রিসোর্ট এ প্রবেশ, গাড়ি পার্কিং ভাড়ার সঙ্গে অন্তর্ভুক্ত।

হোটল সাংহাই ইন্টারন্যাশন্যাল রাঙ্গামাটি Hotel Shanghai International Rangamati

রাঙ্গামাটির চন্দ্রঘোনা সড়কে অবস্থিত হোটেল সাংহাই ইন্টারন্যাশনান সর্বাধিক পরিচিত একটি আবাসিক হোটেল। এখানে রয়েছে বিভিন্ন ধরেনের কক্ষ, যা আধুনিক মানের আসবাব পত্রে সুসজ্জিত। এটি মাঝারি বাজেটের ভালো মানের আবাসিক এটি।

হোটেলটি শহর থেকে কিছুটা দূরে এবং এর চারপাশে রয়েছে, পাহাড়ের অপূর্ব দৃশ্য বিশেষ করে কাপ্তাই হ্রদের নীল পানির সৌন্দর্য, যা পরিবার কিংবা প্রিয়জন নিয়ে ভ্রমণে এসে শতভাগ নিরাপত্তা এবং রুচিশীল পরিবেশে রাত্রি যাপন করা যায় বিশেষ ডিসকাউন্টে।

যোগাযোগের ঠিকানা

  • হোটল সাংহাই ইন্টারন্যাশন্যাল,
  • চন্দ্র ঘোনা সড়ক, 
  • কাঠালতলী, রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৩০১৯৫৭৭৮/ ১৭৪০৯৮৮৫৩২।
প্রতি রাতের জন্য রুমভাড়া-  ১০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ২৫০০ টাকা পর্যন্ত।

আরো পড়ুনঃ সিলেট শহরের সেরা আবাসিক হোটেলের নাম ঠিকানা

পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙ্গামাটি Parjatan Holiday Complex Rangamati

রাঙ্গামাটি শহরের ঝুলন্ত সেতুর নিকট পর্যটন হলিডে কমপ্লেক্স অবস্থিত সু পরিচিত একটি আবাসিক।এখানে রয়েছে বিভিন্ন ধরণের আধুনিক মানের কক্ষ। তাছাড়া, কমপ্লেক্স ভবন, ২০০ আসন বিশিষ্ট এসি রেস্টুরেন্ট ও আধুনিক একটি অডিটরিয়াম।

নতুন মোটেলে এসি কাপল বেড সুইট, এসি ননএসি ডিলাক্স কাপল বা টুইন বেড কক্ষ, সি ডিলাক্স কাপল বা টুইন বেড এবং পুরাতন মোটেলে রয়েছে এসি ননএসি টুইন কক্ষ। এছাড়াও রয়েছে এসি নন এসি বিভিন্ন কক্ষ, যেমন নিরালা, নিঝুম, নিলয়, নিবৃত্তিসহ ট্রাইবাল হানিমুন কটেজ।

যোগাযোগের ঠিকানা

  • পর্যটন হলিডে কমপ্লেক্স,
  • ডিয়ার পার্ক, ঝুলন্ত সেতু, 
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৯৯১১৩৯০৩৭/ ০১৮৩৬২৩১১৮৫।
প্রতি রাতের জন্য রুমভাড়া-  ১৬০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৬৫০০ টাকা পর্যন্ত।

হোটেল নাদিসা ইন্টারন্যাশনাল রাঙ্গামাটি Hotel Nadisa International Rangamati

আপনি যদি রাঙ্গামাটি ভ্রমণ অন্য কোন কাজে এসে, মাঝারি মানের আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে চান, তাহলে আপনি আপনার প্রথম পছন্দের তালিকায় রাখুন রিজার্ভ বাজারে অবস্থিত হোটেল নাদিসা ইন্টারন্যাশনাল।

হোটেল নাদিসা ইন্টারন্যাশনাল অবস্থানকালে আপনি পাবেন সকল আধুনিক সুযোগ সুবিধাসহ লেকের দৃশ্য উপভোগ করতে। তাছাড়া, ২৪ ঘন্টা রুম সার্ভিস, লিফট, রেস্তোরাসহ ফ্রি ওয়াই ফাই সুবিধা।

যোগাযোগের ঠিকানা

  • হোটেল নাদিসা ইন্টারন্যাশনাল,
  • নতুন বাস স্টান্ড, রিজার্ভ বাজার, 
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৩৭৪৫৩৫৪৫/ ০১৮৬৬৬০৯৯৯১।
প্রতি রাতের জন্য রুমভাড়া-  ১৮০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৪৯০০ টাকা পর্যন্ত।

হোটেল রাজমহল ইন্টারন্যাশনাল রাঙ্গামাটি Hotel Rajmahal International Rangamati

রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র এবং পর্যটন কমপ্লেক্সের কেন্দ্রের নিকট হোটেল রাজমহল ইন্টারন্যাশনাল অবস্থিত আধুনিক মানের একটি আবাসিক হোটেল। এটি ঢাকা- চট্টগ্রাম (পাহাড়িকা) বাস কাউন্টার থেকে মাত্র এক মিনিটের রাস্তা মেইন রাস্তার পার্শ্বে অবস্থিত।

এখানে অবস্থানের সময় উপভোগ করা যায় পাহাড় ও লেকের সৌন্দর্য। অথিতিদের অনেক সুযোগ সুবিধা প্রদান করে এই হোটেলটি। যেমন, গাড়ী পার্কিং, লিফট, ফ্রি ওয়াই ফাই, প্রশস্ত রিসেপশন, রেস্টুরেন্ট এবং প্রয়োজনীয় টয়লেট্রিজ।

বাড়তি সুবিধা হিসাবে আপনি হোটেলের ছাদ থেকে উপভোগ করতে পারবেন, রাঙ্গামাটি শহরের অপরূপ সৌন্দর্য, যা আপনার ভ্রমণের সঙ্গে যুক্ত হবে আরো একটি স্মরণীয় অধ্যায়। তাই, ভ্রমণকে স্মরণীয় করতে বেচে নিন হোটেল রাজমহল ইন্টারন্যাশনালকে।

যোগাযোগের ঠিকানা

  • হোটেল রাজমহল ইন্টারন্যাশনাল,
  • রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স, 
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৮১৯৫০৮৬২৮/০১৮৫৭৪৪৪৩৩৩।
প্রতি রাতের জন্য রুমভাড়া-  ১০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৫৫০০ টাকা পর্যন্ত।

আবাসিক হোটেল সুফিয়া রাঙ্গামাটি Residential Hotel Sufia Rangamati

আপনি যদি রাঙ্গামাটি শহরে কম খরচে ভালো মানের আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে চান, তাহলে আপনার জন্য হতে পারে আবাসিক হোটেল সুফিয়া। ফিশারি ঘাট, কাঠালতলীতে অবস্থিত এই হোটেলে রয়েছে লেক ভিউ রেস্তরাসহ বিলাসবহুল বিভিন্ন কক্ষ।

যোগাযোগের ঠিকানা

  • আবাসিক হোটেল সুফিয়া,
  • ফিশারি ঘাট, কাঠালতলী, 
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৫৫৩৪০৯১৪৯।
প্রতি রাতের জন্য রুমভাড়া-  ১০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৩০০০ টাকা পর্যন্ত।

আবাসিক হোটেল প্রিন্স রাঙ্গামাটি Residential Hotel Prince Rangamati

রাঙ্গামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র দোয়েল চত্বর রাঙ্গামাটি পুরারন বাসস্টান্ডে অবস্থিত অন্যতম জনপ্রিয় আবাসিক হোটেল প্রিন্স। এই হোটেলটি পর্যটকদের অনেক পছন্দ। এখানে কম খরচে আধুনিক সকল ধরণের সুযোগ সুবিধ। যেমন, ২৪ ঘন্টা রিসেপশন ও রুম সার্ভিসসহ ওয়াই ফাই সুবিধা ইত্যাদি।

যোগাযোগের ঠিকানা

  • আবাসিক হোটেল প্রিন্স,
  • পুরাতন বাস স্টান্ড, দোয়েল চত্বর, 
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • জরুরী প্রয়োজনে- ০১৮৭৮২৯৬৩৯৬।

প্রতি রাতের জন্য রুমভাড়া-  ১০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুজায়ী৩০০০ টাকা পর্যন্ত।

রাঙ্গামাটির আবাসিক হোটেল- শেষকথা

রাঙ্গামাটি জেলাতে রয়েছে বিভিন্ন ধরণের আবাসিক হোটেল ও রিসোর্ট। কিন্তু সকল হোটেল ও রিসোর্ট মান ভালো নয়। তাই রাত্রি জাপনের জন্য ভালো মানের আবাসিকে থাকা উচিৎ। তবে, হোটেল বুক করার সময় ভাড়া আলোচনা করে ঠিক করতে হবে। কারণ, আমাদের দেওয়া ভাড়া সময়ে সঙ্গে কম বা বেশি হতে পারে।

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, রাঙ্গামাটির জনপ্রিয় আবাসিক হোটেল ও রিসোর্টে সম্পর্কে অনেক তথ্য। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আসাবাদি।

আরো পড়ুনঃ খুলনা শহরের সেরা আবাসিক হোটেলের ভাড়া ২০২৫

আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url