বিকাশ ডিপিএস কি? বিকাশ ডিপিএস খোলার সহজ পদ্ধতি
আরো পড়ুনঃ ফেসবুক আইডি হ্যাক হলে কি করতে হবে?
বিকাশ ডিপিএস কি?, হ্যাঁ আমাদের পাঠক পাঠিকাগণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, বিকাশ ডিপিএস কি? কিভাবে বিকাশ ডিপিএস খোলা যায়সহ এটি সম্পর্কে বিস্তারিতভাবে সকল প্রকার তথ্য।
বিকাশ সবসময় তার গ্রাহকদের মাঝে নিয়ে আসে নতুন নতুন কিছু আকর্ষণ। বর্তমানে বিকাশ ঠিক তেমনভাবে নিয়ে এসেছে, নতুন আকর্ষণ বিকাশ ডিপিএস। আর এই ডিপিএস নিয়ে রয়েছে জনসাধারণের অনেক ধরণের প্রশ্ন।
তাই, আপনাদের সুবিধার জন্য এই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকের আর্টিকেলটি। যেমন, বিকাশ ডিপিএস কি? খোলার নিয়ম, সুদের হারসহ সকল প্রকারের প্রশ্নের উত্তর। চলুন তাহলে আমরা দেখে নেই, ডিপিএস সম্পর্কে তথ্য-
বিকাশ ডিপিএস কি?
বিকাশ ডিপিএস হলো বিকাশ গ্রাহকদের জন্য একটি স্বল্প ও দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। আর বিকাশ ডিপিএস এ গ্রহকেরা তাদের সঞ্চয়ের টাকা সাপ্তাহিক এবং মাসিক উভয়ভাবেই জমাতে পারবেন এবং নির্দিষ্ট একটি সময় শেষে জমানো টাকা, মুনাফাসহ উত্তোলন করতে পারবেন।
আর সবচেয়ে আনন্দের বিষয় হলো, মেয়াদ শেষে ডিপিএসের টাকা উত্তোলনের সময় কোন ধরণের চার্জ বা খরচ হয় না। সহজ কথায় বলা যায়, গ্রহকের জনানো টাকা মেয়াদ শেষে উঠানোর সময়, তাদের কোন চার্জ লাগে না।
বিকাশ ডিপিএস কি নিরাপদ?
অনেক গ্রাহক আছেন যারা, বিকাশ ডিপিএসের নিরাপত্তা সম্পর্কে জানতে চান। এই বিষয়ে আমাদের ভাষ্য হলো, বিকাশ ডিপিএস শতভাগ নিরাপদ। কেননা বিকাশ বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত এবং অনেক ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করে।
সেই কারণে, আপনার জমানো বিকাশ ডিপিএসের টাকা গুলো, ঐসকল অনুমোদিত ব্যাংকগুলোতে জমা হয়ে থাকে। এছাড়াও, বিকাশ ব্রাক ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। তাই, এটি অনিরাপদ নয়, সম্পূর্ণ নিরাপদ।
বিকাশ ডিপিএসের সুবিধা কি কি?
বর্তমানে আমাদের দেশে অনেটাই ঝুঁকিপূর্ণ আর্থিক নিরাপত্তার বিষয়টি। তাএছাড়া, আমাদের সকলের উচিৎ, ভবিষ্যৎ এর জন্য সঞ্চয় করা। সেই কথা মাথায় রেখে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ, ডিপিএস সেবাটি চালু করেছে।
আর এই বিকাশ ডিপিএস সেবার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন, শুধুমাত্র একজন বিকাশের গ্রহক। বিকাশ ডিপিএসের সুযোগ সুবিধা অনেক, যা অল্প কাথায় বলা মুসকিল। তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা নিম্নে আলোচনা করা হলো-
বিকাশ ডিপিএসের প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা হলো, এই একাউন্ট খোলার কোন ঝামেলা নেই। যদি আপনার একটি বিকাশ একাউন্ট থাকে, তাহলে খুব সহজে, যা মাত্রা ২ মিনিটের মধ্যেই একাউন্ট খুলতে পারবেন।
এখানে আপনি আপনার পছন্দমত সাপ্তাহিক এবং মাসিক দুইভাবেই টাকা জমা করতে পারবেন। সাপ্তাহিকভাবে ২৫০, ৫০০, ১০০০, ২০০০ বা ৫০০০ টাকা এবং মাসিকভাবে ৫০০, ১০০০, ২০০০, ৩০০০ টাকা, যা ব্যবসা, চাকুরি বা সাধারণ মানুষ জমা করতে পারে।
এই ডিপিএস মেয়াদ ৬ মাস থেকে শুরুকরে ৪ বছর পর্যন্ত। আর এই সময়কাল অন্যকোন প্রতিষ্ঠানে চালু নেই। আর বিকাশের টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না। অটোমেটিকভাবে আপনার ডিপিএসের টাকা একাউন্টে জুক্ত হয়ে যাবে।
আর এই বিকাশের টাকা জমার জন্য আপনাকে একটি অটো ডেবিট অপশন চালু করতে হবে। তাছাড়া, অন্য যে কোন স্থানের ডিপিএসের টাকা উঠানোর জন্য অনেক ঘুরতে হয়, তার পরে টাকা পাওয়া যায়, যা, বিকাশ ডিপিএসের ক্ষেত্রে কোন হয়রানি নেই।
কারণ বিকাশ ডিপিএসের টাকা উত্তোলন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনার বিকাশ ডিপিএস এ জমানো টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তাছাড়া বিকাশের টাকা উত্তোলন করার ক্ষেত্রে কোন চার্জ কাটা হয় না।
বিকাশ ডিপিএস খুলতে কি কি দরকার?
বিকাশ ডিপিএস খোলার জন্য, তেমন কোন কিছু প্রয়োজন পড়ে না। বিকাশ ডিপিএস খোলার জন্য নিম্নের কয়েকটি জিনিস দরকার। চলুন তাহলে আমরা দেখে নেই-
- ভোটার আইডি কার্ড (এনআইডি)।
- সচল একটি বিকাশ একাউন্ট।
- একটি স্মার্ট মোবাইল ফোন।
- এবং ইন্টারনেট সংযোগ।
বিকাশ ডিপিএস একাউন্ট খোলার সহজ উপায় ২০২৫
- ধাপ- ০১ঃ প্রথমে আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করুন এবং এরপর ক্লিক করুন অ্যাপে থাকা হোম পেজে থাকা সেভিং অপশনে।
- ধাপ- ২ঃ এখন নিউ সেভিং অপশনে প্রবেশ করে, নির্বাচন করুন ডিপিএস অপশনটি।
- ধাপ-৩ঃ এবার ডিপিএসের উদ্দেশ্য নির্বাচন করে মেয়াদকাল যেমন ৬ মাস, ১/২/৩/৪ বছর নির্বাচন করে নিন এবং টাকা জমার ধরণ, যেমন সাপ্তাহিক না মাসিক তা নির্বাচন করুন।
- ধাপ- ৪ঃ এখন আপনি যে পরিমাণ টাকা জমা করতে চান, তা নির্বাচন করুন এবং এখানে থাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং সেখানে থাকা ব্যাংকের তালিকা নির্বাচন করে ক্লিক করুন পরবর্তী অপশনে।
- ধাপ- ৫ঃ এখানে পূরণ করতে হবে, একাউন্ট কারির নমিনি সংক্রান্ত তথ্য এবং ক্লিক করুন পরবর্তী অপশনে।
- ধাপ- ৬ঃ এবার ভালোকরে পড়ুন নিয়ম এবং শর্তাবলী, এরপর ক্লিক করুন সম্মতি বাটনে। এরপর বিকাশ একাউন্টের পিন নম্বার দিয়ে, নিচের লাল অংশে ট্যাপ করে ধরে রাখুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url