কুমিল্লা শহরে সেরা আবাসিক হোটেল ভাড়া ২০২৫

আরো পড়ুনঃ ময়মনসিংহ শহরের আবাসিক হোটেলের নাম, ভাড়া ও মোবাইল নম্বারসহ ঠিকানা

বাংলাদেশের দক্ষিণ পূরবাঞ্চলে অবস্থিত কুমিল্লা জেলাটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক জেলা। কুমিল্লা জেলা শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ময়নামতি, যা একটি প্রাচীন সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ছাড়াও, প্রায় ১০০০ বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ধর্ম সাগর পাহাড়, প্রাচীন বৌদ্ধ স্তুপ ও মঠ।

তাছাড়া, কুমিল্লায় রয়েছে বেশ কিছু দেশ সেরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তাইতো, ব্যবসায়িক কাজ থেকে শুরু করে, শিক্ষা, চিকিৎসা বিশেষ করে প্রাচীন এবং ঐতিহাসিক স্থান ভ্রমনের জন্য প্রতিদিন দেশ- বিদেশের হাজার হাজার মানুষ কুমিল্লায় আসেন।

আর, তাদের অনেকের প্রয়োজন পড়ে কুমিল্লা শহরে রাত্রী যাপনের। কিন্তু বেশির মানুষ সমস্যায় পড়েন, কুমিল্লা শহরের আবাসিক হোটেলের সঠিক তথ্য না জানার কারণে। তাই, অনেকে গুগলে খোজ করেন, কুমিল্লা শহরের ভালো মানের আবাসিক হোটেল সম্পর্কে জানার জন্য।

সেক্ষেত্রে আপনিও যদি, কুমিল্লা শহরের ভালো মানের আবাসিক হোটেল সম্পর্কে জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো কুমিল্লা শহরে সেরা আবাসিক হোটেল সম্পর্কে।

আজকের পাঠ্যক্রম- কুমিল্লা শহরে সেরা আবাসিক হোটেল ভাড়া ২০২৫

  • কুমিল্লা শহরে সেরা আবাসিক হোটেল ভাড়া ২০২৫
  • নওয়াব প্যালেস রিসোর্ট কুমিল্লা | Nawab Palace Resort Kumilla
  • হোটেল কিউ প্যালেস কুমিল্লা | Hotel Q Palace Kumilla
  • এলিট প্যালেস হোটেল কুমিল্লা | Elite Palace Hotel Kumilla
  • হোটেল গ্র্যান্ড ক্যাসেল কুমিল্লা | Hotel Grand Castel Cumilla
  • আবাসিক হোটেল ওয়েসিস কুমিল্লা | Residential Hotel Oasis Cumilla
  • আবাসিক হোটেল ভিক্টরিয়া কুমিল্লা |  Residential Hotel Victoria Kumilla
  • ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট কুমিল্লা | Vita World Resort Cumilla
  • আবাসিক হোটেল নুরজাহান কুমিল্লা | Residential Hotel Nurjahan Cumilla
  • আবাসিক হোটেল মিয়ামি কুমিল্লা | Residence Hotel Miami Cumilla
  • আবাসিক হোটেল স্কাই ভিশন কুমিল্লা | Residential Hotel Sky Vision Cumilla
  • কুমিল্লা আবাসিক হোটেল- শেষকথা | Cumilla Residential Hotel - Last word

কুমিল্লা শহরে সেরা আবাসিক হোটেল ভাড়া ২০২৫

বর্তমানে কুমিল্লায় বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। কিন্তু সকল আবাসিকের সেবার মান এবং পরিবেশ ভালো নয়। তাই, আপনারা যারা কুমিল্লায় ভ্রমণ থেকে শুরু করে, বিভিন্ন কাজে এসে আবাসিক হোটেলে রাত্রী যাপন করতে চান। 

তাদের সুবধার জন্য, আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কুমিল্লা শহরে থাকা ভালোমানের আবাসিক হোটেলের নাম, মোবাইল নম্বারসহ ঠিকানা এবং ভাড়াসহ হোটেলের সুযোগ- সুবিধাসহ বিস্তারিতভাবে সকল তথ্য।

তাছাড়া, অনেকে আছেন যারা সাধ্যমত খরচে, ভালোমানের আবাসিকে রাত্রী যাপন করবেন। তাই সকলের কথা মাথায় রেখে, মাঝারী মানের হোটেল থেকে শুরু করে কুমিল্লার সেরা হোটেল সম্পর্কে সকল তথ্য শেয়ার করা হলো। চলুন তাহলে আমরা দেখে নেই হোটেলগুলো সম্পর্কে। 

নওয়াব প্যালেস রিসোর্ট কুমিল্লা | Nawab Palace Resort Kumilla

নওয়াব প্যালেস রিসোর্টটি আবাসিক সার্ভিস দেওয়ার জন্য, সর্ব প্রথম কুমিল্লার কোটবাড়িতে চালু হয়। এখানে প্রায় ২০ ক্যাটাগরির আধুনিক মানের সুসজ্জতি কক্ষ রয়েছে। রিসোর্টটি দেখতে বাইরে থকে যেমন সুন্দর, তেমনিভাবে ভেতরেও অনেক সুন্দর এবং নজরকাড়া।

পারিবারিক ভ্রমণ থেকে শুরু করে কাপল ভ্রমণ, কোলিকদের সঙ্গে ভ্রমণ কিংবা পার্টি সবখেত্রে উপযুক্ত নওয়াব প্যালেস রিসোর্ট। এর আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে পার্ক এবং ওয়াটার গেমের মত ইউনিক সুযোগ সুবিধা। 

এছাড়াও এই রিসোর্টে আপনি পাবেন, অলটাইম জেনারেটরসহ রুম সার্ভিস, গাড়ি পারকিং সুবিধা, ওয়াই ফাই, বাথ রুমে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ফ্রি সকালের নাস্তা এবং তাদের নিজস্ব রেস্টুরেন্টে দেশি বিদেশি বিভিন্ন ধরণের খাবারের সমাহার।

এক কথায় বলতে গেলে নওয়াব প্যালেসে রিসোর্টটি, বর্তমান আধুনিক যুগের সবকিছু মিলিয়ে সাজানো হয়েছে। তাছাড়া এখানে রয়েছে তাদের নিজস্ব ম্যাজিক প্যারাডাইস পার্ক ভ্রমণের আকর্ষণীয় সুযোগ। তাই, কুমিল্লায় রাত্রী যাপন করতে চাইলে এই রিসোর্টকে বেচে নিতে পারেন।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ২০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৭০০০ টাকা।

ঠিকানা- 

  • নওয়াব প্যালেস রিসোর্ট কুমিল্লা
  • কোটবাড়ি, সালমানপুর,
  • কুমিল্লা সদর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৫৫৬৬০৬০১।

হোটেল কিউ প্যালেস কুমিল্লা | Hotel Q Palace Kumilla

হোটেল কিউ প্যালেস হলো কুমিল্লা শহর তথা কুমিল্লা জেলার নান্দনিকতার প্রতীক। সর্বচ্চ পরিমাণের সার্ভিসসহ আধুনিকসব সুযোগ সুবিধা সঙ্গে রয়েছে অত্যাধুনিক রুমের সুবিধা এবং সাশ্রয়ী ভাড়ার জন্য, বর্তমানে অনেক জনপ্রিয় পর্যটকদের।

পারিবারিকভাবে সময় কাটানো থেকে শুরু করে, বন্ধু বান্ধব, ব্যবসায়িক কিংবা অফিস কোলিকদের সঙ্গে বা পার্টির জন্য হোটেল কিউ প্যালেস হতে পারে আপনার জন্য আদর্শ স্থান। আদুনিক এই হোটেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানানো হয়।

এই হোটেলের সকল স্টাফ বেশ আদুনিক মানের শিক্ষায় শিক্ষিত এবং পেশাদার। এখানে আপনি পাবেন, ফ্রী ব্রেকফাস্ট, ফ্রী ওয়াই ফাই, প্রতিদিন হাউজ কিপিং, ফ্রেন্ডলি পরিবেশ ফ্রী গাড়ি পারকিং সুবিধাসহ অল টাইম রুম সার্ভিসের সুবিধা।

তাছাড়া হোটেল কর্তৃপক্ষের নিজস্ব তত্যাবধানে তাদের নিজস্ব রেস্টুরেন্ট তিন বেলা খাবারের ব্যবস্থা। ব্যবসা কিংবা অফিস মিটিং, জরুরী চিকিৎসা সেবাসহ হোটেল কক্ষে পাবেন, আধুনিক যুগের সকল ধরণের সুযোগ সুবিধা। তাছাড়া এই হোটেলে বিভিন্ন সময় ক্যাকেজ অফার ঘোষণা করা হয়।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ২০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৬০০০ টাকা।

ঠিকানা- 

  • হোটেল কিউ প্যালেস কুমিল্লা
  • কুমিল্লা রেস কোর্স,
  • কুমিল্লা সদর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৯৯৮৮০০৯০০।

এলিট প্যালেস হোটেল কুমিল্লা | Elite Palace Hotel Kumilla

কুমিল্লা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থ্রি স্টার মানের একট আবাসিক হোটেল, এলিট প্যালেস হোটেল। এই হোটলের সু প্রশুস্ত কক্ষে রয়েছে, আধুনিক সব আসবাব পত্র। যদিও এই হোটেলের অন্টিরিয়র খুব মাইল্ড কিন্তু অনেকটাই সুজ্জিত, যা সৃষ্টি করেছে সুন্দর একটি পরিবেশের। 

পরিবার- পরিজন, বন্ধু- বান্ধব ব্যবসায়িক কিংবা অফিস কোলিকদের সঙ্গে বা পার্টির জন্য হোটেল কিউ প্যালেস হতে পারে আপনার জন্য আদর্শ স্থান। এখানে আপনি পাবেন ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি ওয়াই ফাই, সুন্দরভাবে সাজানো গোছানো রুম।

আরো পাবেন, ফসুইমিং পুল, গাড়ি পারকিং ব্যবস্থা, ফ্রী সকালের নাস্তা, জীমসহ আধুনিক হোটেলের সকল ধরণের সুযোগ সুবিধা। তাছাড়া এই আবাসিক হোটেলে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রান্না করা বিভিন্ন ধরণের দেশি বিদেশি সু স্বাদু খাবার।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ২০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৬০০০ টাকা।

ঠিকানা- 

  • এলিট প্যালেস হোটেল কুমিল্লা
  • ২১৪ ঝাউতলা রোড,
  • কুমিল্লা সদর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৯৮১৭৭০৭৭৭/০১৮৯৪৯৪৮২৮২।

হোটেল গ্র্যান্ড ক্যাসেল কুমিল্লা | Hotel Grand Castel Cumilla

কুমিল্লা শহরের তথা কুমিল্লা জেলার সেরা হোটেলের মধ্যে অন্যতম প্রধান সেরা হোটেল গ্র্যান্ড ক্যাসেল। ফোর স্টার কোয়ালেট সম্পূর্ণ হোটেলটি ভালোমানের আবাসিকে ফ্রেন্ডলি রুম পাওয়া যায়। হোটেল গ্র্যান্ড ক্যাসেলে সার্ভিস সুবিধা বিশ্বমান সম্পূর্ণ।

কুমিল্লার সেরা হোটেলের মধ্যে অন্যতম সেরা সুযোগ- সুবিধা পাবেন হোটেল গ্র্যান্ড ক্যাসেলে। এখানে পাবেন, অন সাইট গিফট শপ, স্পা সার্ভিস, ফ্রি ওয়াই ফাই এবং সকালের নাস্তাসহ গাড়ি পারকিং ব্যবস্থা, সুইমিং পুল, সাইট ভিজিটের জন্য ভাড়া টুরিস্ট।

আধুনিক মান সম্পন্ন হোটেল গ্র্যান্ড ক্যাসেলে রয়েছে বিভিন্ন ধরণের সুবিধা। তাই আপনারা যারা কুমিল্ল ভ্রমণ কিংবা অফিস কাজে এসে রাত্রী যাপনের জন্য আপনি হোটেল গ্র্যান্ড ক্যাসেলকে আপনার পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ৩০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৫০০০ টাকা।

ঠিকানা- 

  • হোটেল গ্র্যান্ড ক্যাসেল কুমিল্লা
  • এস আলম জমজম টাওয়ার, টমসম ব্রিজ
  • কুমিল্লা সদর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৬০৯৯৮৯৩৯।

আবাসিক হোটেল ওয়েসিস কুমিল্লা | Residential Hotel Oasis Cumilla

কুমিল্লা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থ্রি স্টার মানের একট আবাসিক হোটেল, আবাসিক হোটেল ওয়েসিস। এই হোটলের সু প্রশুস্ত কক্ষে রয়েছে, আধুনিক সব আসবাব পত্র। দেখতে অনেকটাই সাজানো গোছানো এবং সুজ্জিত, যা সৃষ্টি করেছে সুন্দর একটি পরিবেশের। 

আধুনিক বিলাসবহুল ফোর স্টার এই হোটেলটি শহরের প্রাণকেন্দ্র টমটম ব্রীজ সংলগ্ন বিশ্বরোড বাদুয়া বাজার থেকে একটু দূরে অবস্থিত। পরিবার- পরিজন, বন্ধু- বান্ধব ব্যবসায়িক কিংবা অফিস কোলিকদের সঙ্গে বা পার্টির জন্য হোটেল কিউ প্যালেস হতে পারে আপনার জন্য আদর্শ স্থান। 

এখানে আপনি পাবেন ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি ওয়াই ফাই, সুন্দরভাবে সাজানো গোছানো রুম। আরো পাবেন, ফসুইমিং পুল, গাড়ি পারকিং ব্যবস্থা, ফ্রী সকালের নাস্তা, জীমসহ আধুনিক হোটেলের সকল ধরণের সুযোগ সুবিধা। 

তাছাড়া এই আবাসিক হোটেলে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রান্না করা বিভিন্ন ধরণের দেশি বিদেশি সু স্বাদু খাবার। আরো রয়েছে সুন্দর একটি বার, যেখানে অতিথিরা বিভিন্ন ম্যাচ দেখার সময় উপভোগ করতে পারবেন পানীয় এবং স্ম্যাকস।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ৩০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৭০০০ টাকা।

ঠিকানা- 

  • আবাসিক হোটেল ওয়েসিস কুমিল্লা
  • টমসম ব্রিজ, লালমাই টাওয়ার
  • কুমিল্লা সদর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৩১৭৩০২৩২৩।

আবাসিক হোটেল ভিক্টরিয়া কুমিল্লা |  Residential Hotel Victoria Kumilla

কুমিল্লা শহরের তথা কুমিল্লা জেলার সেরা হোটেলের মধ্যে অন্যতম হল আবাসিক হোটেল ভিক্টরিয়া। আপনি যদি কুমিল্লায় মাঝারি বাজেটের আবাসিক হোটলে তাত্রী যাপন করতে চান, তাহলে আপনার প্রথম পছন্দের তালিকায় রাখুন আবাসিক হোটেল ভিক্টরিয়াকে।
কুমিল্লার সেরা আবাসিক হোটেলের মধ্যে অন্যতম তালিকায় প্রথম দিকে অবস্থান করছে আবাসিক হোটেল ভিক্টরিয়া। এখানে পাবেন, অন সাইট গিফট শপ, স্পা সার্ভিস, ফ্রি ওয়াই ফাই এবং সকালের নাস্তাসহ গাড়ি পারকিং ব্যবস্থা, সুইমিং পুল, সাইট ভিজিটের জন্য ভাড়া টুরিস্ট।

আধুনিক মান সম্পন্ন আবাসিক হোটেল ভিক্টরিয়ায় রয়েছে বিভিন্ন ধরণের সুবিধা। তাই আপনি যদি কুমিল্ল ভ্রমণ কিংবা অফিস কাজে এসে রাত্রী যাপনে করতে চান, আপনি আবাসিক হোটেল ভিক্টরিয়াকে আপনার পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ২৫০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৫০০০ টাকা।

ঠিকানা- 

  • আবাসিক হোটেল ভিক্টরিয়া কুমিল্লা
  • ভিক্ট্রিয়া কলেজ রোড, জাহাজঙ্গীর জমজম টাওয়ার
  • কান্দিরপুর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১৪০৩০০৯৫/০১৭১৪০৩০০৯৪।

ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট কুমিল্লা | Vita World Resort Cumilla

কুমিল্লার ফোর স্টার মানের আবাসিক হোটেল ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট অবস্থিত সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। আপনি যদি কুমিল্লায় মাঝারি বাজেটের আবাসিক হোটলে তাত্রী যাপন করতে চান, তাহলে আপনার প্রথম পছন্দের তালিকায় রাখুন আবাসিক ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট

কুমিল্লার সেরা আবাসিক হোটেলের মধ্যে অন্যতম তালিকায় প্রথম দিকে অবস্থান করছে আবাসিক ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট। এখানে পাবেন, অন সাইট গিফট শপ, স্পা সার্ভিস, ফ্রি ওয়াই ফাই এবং সকালের নাস্তাসহ গাড়ি পারকিং ব্যবস্থা, সুইমিং পুল, জরুরী চিকিৎসা সুবিধা।

আধুনিক মান সম্পন্ন আবাসিক ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট রয়েছে বিভিন্ন ধরণের সুবিধা। তাই আপনি যদি কুমিল্ল ভ্রমণ কিংবা অফিস কাজে এসে রাত্রী যাপনে করতে চান, আপনি আবাসিক হোটেল ভিক্টরিয়াকে আপনার পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ২০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৭০০০ টাকা।

ঠিকানা- 

  • ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট কুমিল্লা
  • চিওড়া রোড,
  • চিওড়া, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১১৭৫০৮৮৭।

আবাসিক হোটেল নুরজাহান কুমিল্লা | Residential Hotel Nurjahan Cumilla

কুমিল্লা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থ্রি স্টার মানের একটি আবাসিক হোটেল, আবাসিক হোটেল নুরজাহান। এই হোটলের সু প্রশুস্ত কক্ষে রয়েছে, আধুনিক সব আসবাব পত্র। দেখতে অনেকটাই সাজানো গোছানো এবং সুজ্জিত, যা সৃষ্টি করেছে সুন্দর একটি পরিবেশের। 

আধুনিক বিলাসবহুল ফোর স্টার এই হোটেলটি শহরের প্রাণকেন্দ্র  বিশ্বরোড পাকুদিয়া বাজার থেকে একটু দূরে অবস্থিত। পরিবার- পরিজন, বন্ধু- বান্ধব ব্যবসায়িক কিংবা অফিস কোলিকদের সঙ্গে বা পার্টির জন্য হোটেল কিউ প্যালেস হতে পারে আপনার জন্য আদর্শ স্থান। 

এখানে আপনি পাবেন ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি ওয়াই ফাই, সুন্দরভাবে সাজানো গোছানো রুম। আরো পাবেন, ফসুইমিং পুল, গাড়ি পারকিং ব্যবস্থা, ফ্রী সকালের নাস্তা, জীমসহ আধুনিক হোটেলের সকল ধরণের সুযোগ সুবিধা। 

তাছাড়া এই আবাসিক হোটেলে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রান্না করা বিভিন্ন ধরণের দেশি বিদেশি সু স্বাদু খাবার। আপনি আপনার রুমে বসে খেতে পারবেন তিন বেলার খাবার।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ২০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৭০০০ টাকা।

ঠিকানা- 

  • আবাসিক হোটেল নুরজাহান কুমিল্লা
  • পাকুদিয়া বাজার, বিশ্বরোড,
  • কুমিল্লা সদর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৭০৩৮৭২৭৩৬।

আবাসিক হোটেল মিয়ামি কুমিল্লা | Residence Hotel Miami Cumilla

কুমিল্লা শহরের তথা কুমিল্লা জেলার সেরা হোটেলের তালিকার অন্যতম হল আবাসিক হোটেল মিয়ামি। আপনি যদি কুমিল্লায় মাঝারি বাজেটের আবাসিক হোটলে রাত্রী যাপন করতে চান, তাহলে আপনার প্রথম পছন্দের তালিকায় রাখুন আবাসিক হোটেল মিয়ামি

কুমিল্লার সেরা আবাসিক হোটেলের মধ্যে অন্যতম তালিকায় প্রথম দিকে থাকা অন্যতম আবাসিক হোটেল মিয়ামি। এখানে পাবেন, অন সাইট গিফট শপ, স্পা সার্ভিস, ফ্রি ওয়াই ফাই এবং সকালের নাস্তাসহ গাড়ি পারকিং ব্যবস্থা, সুইমিং পুল, সাইট ভিজিটের জন্য ভাড়া টুরিস্ট।

আধুনিক মান সম্পন্ন আবাসিক হোটেল মিয়ামি রয়েছে বিভিন্ন ধরণের সুবিধা। তাই আপনি যদি কুমিল্ল ভ্রমণ কিংবা অফিস কাজে এসে রাত্রী যাপনে করতে চান, আপনি আবাসিক হোটেল মিয়ামি আপনার পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ২০০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৫০০০ টাকা।

ঠিকানা- 

  • আবাসিক হোটেল মিয়ামি কুমিল্লা
  • চট্টগ্রাম টু ঢাকা বিশ্বরোড সংলগ্ন,
  • কুমিল্লা সদর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৮১৯১১১৪৪৭।

আবাসিক হোটেল স্কাই ভিশন কুমিল্লা | Residential Hotel Sky Vision Cumilla


আপনি যদি কুমিল্লা শহরের কম খরচে বা মাঝারি বাজেটের মধ্যে, ভালোমানের কোন আবাসিকে রাত্রী যাপন করতে চান, তাহলে কোন চিন্তা ছাড়াই আপনার প্রথম পছন্দের তালিকায় রাখুন আবাসিক হোটেল স্কাই ভিশনকে

কুমিল্লার ভালোমানের আবাসিক হোটেলের মধ্যে অন্যতম আবাসিক হোটেল স্কাই ভিশন। এখানে পাবেন, অন সাইট গিফট শপ, স্পা সার্ভিস, ফ্রি ওয়াই ফাই এবং সকালের নাস্তাসহ গাড়ি পারকিং ব্যবস্থা, সুইমিং পুল, সাইট ভিজিটের জন্য ভাড়া টুরিস্ট।

আধুনিক মান সম্পন্ন আবাসিক হোটেল স্কাই ভিশন রয়েছে বিভিন্ন ধরণের সুবিধা। তাই আপনি যদি কুমিল্ল ভ্রমণ কিংবা অফিস কাজে এসে রাত্রী যাপনে করতে চান, আপনি আবাসিক হোটেল মিয়ামি আপনার পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন।

প্রতিরাতের জন্য রুম ভাড়া- ১৫০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী প্রায় ৪০০০ টাকা।

ঠিকানা- 

  • আবাসিক হোটেল স্কাই ভিশন কুমিল্লা
  • সাইবা ট্রেড সেন্টারের ৭ম তলা,
  • কুমিল্লা সদর, কুমিল্লা।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১৬৮০৬০০০।

কুমিল্লা আবাসিক হোটেল- শেষকথা | Cumilla Residential Hotel - Last word

আপনি যদি কুমিল্লা ভ্রমণকে আরো প্রণবন্ত এবং স্মরণীয় করে রাখতে চান, তাহলে আপনার রাতের ঘুমটাও হতে হবে ভালো। সেই কারণে আপনার রাত্রী যাপনের ব্যবস্থাটা হতে হবে ভালো। তাই যেনতেন আবাসিকে রাত্রী যাপন না করে, ভালো কোন আবাসিকে রাত্রী যাপন করতে হবে।

প্রিয় পাঠক পাঠিকাগণ আশাকরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি "কুমিল্লা শহরে সেরা আবাসিক হোটেল ও ভাড়া ২০২৫'' সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। যা, আমরা আর্টিকেলে ইতিপূর্বেই আলোচনা করেছি।

আরো পড়ুনঃ চট্টগ্রাম আবাসিক হোটেলের নাম ভাড়া ও মোবাইল নম্বারসহ ঠিকানা

যা আপনাদের অনেক উপকারে আসবে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সংগে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭