ত্বকের যত্নে মসুর ডালের ফেস প্যাক

আরো পড়ুনঃ ত্বকের যত্নে তুলসী পাতার ব্যবহার | ত্বকের যত্নে তুলসী পাতার ফেস প্যাক

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। তাছাড়া, প্রাচীন কাল থেকেই মসুর ডাল খাবারের পাশাপাশি ব্যবহারাত হয়ে আসছে ত্বকের যত্নে। কারণ মসুর ডালে রয়েছে, বিভিন্ন ভিটামিন যেমন, ভিটামিন "এ, সি, ই এবং কে"সহ প্রোটিন, থায়ামিন এবং বিভিন্ন এসিড।

তাই, ত্বকের উজ্জলতা ধরে রাখতে কিংবা ত্বকের হারানো উজ্জলতা ফিরিয়ে পেতে মসুর ডালের জুড়ি মেলাভার। তাছাড়া, ত্বকের আদ্রতা ধরে রাখতে, পোড়া দাগ দূর করতে এবং ত্বকের অবাঞ্চিত লোম দূর করতে এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আর এই সকল উপকারিতা পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম অবলম্বন করে ব্যবহার করা প্রয়োজন। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ত্বকের যত্নে মসুর ডালের ১০ ঘরোয়া ফেস প্যাক সম্পর্কে। চলুন তাহলে আমরা দেখে নেই-

ত্বকের যত্নে মসুর ডালে থাকা উপাদান

মসুর ডালে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন "এ, সি, ই, এবং কে", ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড, থায়ামিন, প্রোটিন, ডায়াটরি ফাইবার, কার্বোহাইড্রেট এবং অ্যান্টি অক্সিডেন্ট। আর এই সকল উপাদান ত্বকের ক্ষতিকর প্রভাব দূর করে এবং ত্বককে করে তোলে দ্রুত স্বাস্থ্য উজ্জল।

ত্বকের যত্নে মসুর ডালের ১০ ঘরোয়া ফেস প্যাক

মানুষ আদি কাল থেকে ত্বকের উজ্জলতা ধরে রাখতে বা হারানো সৌন্দর্য ফিরে পেতে, এমনকি ত্বকের উজ্জলতা বাড়াতে ব্যবহার করে আসছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান। এর মধ্যে অন্যতম হলো মসুর ডালের তৈরি বিভিন্ন ফেস প্যাক।

আর মসুর ডালে এমন সব প্রাকৃতিক উপাদান রয়েছে, যা মানুষের ত্বকের জন্য অনেক উপকারি। তাই সৌন্দর্য পিপাসু রমণীদের, রূপচর্চার পছন্দের প্রথম তাকিকায় স্থান করে নিয়েছে, মসুর ডালের বিভিন্ন ফেস প্যাক।

আর এই সকল ফেস প্যাক তৈরি করা যায়, আপনার হাতের কাছে কিংবা রান্নাঘরে থাকা সহজ কিছু উপাদান দিয়ে। তাই আমরা আপনাদের সুবিধার জন্য নিম্নে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে কয়েকটি সহজ ফেস প্যাক সম্পর্কে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেই- 

মসুর ডাল ও মধুর ফেস প্যাক

ড্রাই স্কিন থেকে রক্ষা পাওয়ার জন্য মসু্র ডাল অনেক কার্যকরী একটি উপাদান। তবে, মসুর ডালের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করলে, ত্বকের মৃত কোষকে দূর করে ত্বক হয়ে উঠবে কমল। কারণ, মধু এবং মসুরের ডাল দুই উপাদানই ত্বকের উজ্জলতা বাড়াতে কাজ করে।

আর এই উপাদান দূটি ব্যবহারে ত্বকের কমলতা ও উজ্জলতা বাড়বে। এর জন্য আপনি ১ চামচ করে মসুরের ডাল বাটা ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন এবং ব্যবহার করুন আপনার ত্বকে। ১০/১৫ মিনিট পর হালকা করে ঘসে তুলে ফেলুন, এরপর পানি দিয়ে পরিস্কার করুন।

মসুর ডাল ও কাঁচা দুধের ফেস প্যাক

ত্বকের রোদে পোড়া দাগ দূরে করে কোমল এবং উজ্জল ত্বক পাতে এই প্যাকটি খুবই কার্যকর। এর জন্য আপনি প্রথমে ২ টেবিল চামচ পানিতে ভেজানো মসুরের ডাল ভালোকরে বেটে, এর সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট বা ফেস প্যাক তৈরি করে নিন।

এবার আপনার বানানো প্যাকটি সুন্দর করে ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে আলতো করে ঘসে পরিস্কার করুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ বার এটি ব্যবহার করুন। দেখবেন আপনার ত্বক হবে দাগমুক্ত উজ্জল ও মসৃণ।

মসুর ডাল, দুধ এবং মধুর ফেস প্যাক

যারা সাধারণ ও সহজ কোন প্যাক ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য এই প্যাকটি দারুন হতে পারে। এই ফেস প্যাকটি তৈরি করতে পরিমাণমত মসুরের ডাল বাটার সঙ্গে দুধ এবং মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।

এবার আপনার তৈরি করা প্যাকটি ত্বকে ম্যাসেজ করে লাগিয়ে দিন। ৫ মিনিটের মতো ত্বকে লাগিয়ে রাখার পর, স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে, খেয়াল রাখবেন, ত্বকে জেন লাগিয়ে না থাকে। এটি নিয়ম করে লাগালে দেখবেন, ত্বক হবে কোমল, মসৃণ এবং হাস্যউজ্জল।

মসুর ডাল ও হলুদের গুড়োর ফেস প্যাক

ত্বক ভালো রাখতে এই ফেস প্যাকটি ব্যবহার করুন নিয়মিতভাবে। এই প্যেকটি তৈরি করতে ২ টেবিল চামচ মসুর ডাল বাটা, ১ টেবিল চামচ মধু, হাফ চামচ হলুদগুড়ো এবং ২/৩ ফোটা নারকেলের তেল মিশিয়ে পেস্ট বা ফেস প্যাক তৈরি করুন।

এবার আপনার তৈরি প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ৫ মিনিট এবং এরপর ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের গভীর থেকে পরিস্কার করে, তাই এটি নিয়মিত ব্যবহার করতে পারেন। তবে, যাদের ত্বক তৈলাক্ত, তারা এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

মসুর ডাল ও টক দইয়ের ফেস প্যাক

ত্বকের ব্রণ ও সান ট্যান দূর করে ত্বকের উজ্জলতা ফিরিয়ে আনতে এই প্যাকটি দ্রুত কার্যকর। তাছাড়া, এটি ত্বককে করে স্মুদ ও লাবন্যময়। এটি তৈরি করতে পরিমাণমত মসুর ডাল বাটা, টক দই, বেসন এবং ১ চিমটি হলুদ গুড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন।

এবার আপনার তৈরি করা প্যাকটি ত্বকে ব্যবহার করুন। হালকা শুকিয়ে যাওয়ার পর, স্বাভাবিক পানি দিয়ে আলতো করে ঘসে ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনি চাইলে বডি ফেয়ার নেস বাড়াতেও ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুনঃ শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায় । শীতে রূপ চর্চায় কমলার খোসা

মসুর ডাল, দুধ এবং কমলার খোসার ফেস প্যাক

ত্বকের মলিনতা দূর করে উজ্জল ত্বক ফিরে পেতে এই প্যাকের জুডি মেলাদায়। আর এটি তৈরি করতে ২ টেবিল চামচ করে মসুর ডাল এবং কমলার খোসা বেটে নিন। এরপর এর সঙ্গে ৪ টেবিল চামচ দুধ মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন।

এবার আপনার তৈরি করা প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর পানি দিয়ে পরিস্কার করুন। ত্বকের উজ্জলতা বাড়াতে প্যাকটি সপ্তাহে ২/৩ ব্যবহার করুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করার ফলে ত্বকের মলিনতা দূর করে, ত্বক হয়ে উঠে উজ্জল।

মসুর ডাল, চন্দন পাউডার ও কমলা খোসার ফেস প্যাক

ত্বকের থাকা বিভিন্ন অবাঞ্চিত লোম দূর করার ক্ষেত্রে এই ফেস প্যাকটি অনেক কার্যকর। এই প্যাকটি তৈরি করতে পরিমাণমত মসুর ডাল বাটা এবং ৫০ গ্রাম করে কমলার খোসার পাউডার ও চন্দন পাউডার মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন।

এবার আপনার তৈরি করা প্যাকটি ত্বকে লাগিয়ে শুকানোর জন্য ১৫ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে, আলতো করে ঘসে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পাওয়ার জন্য এটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন, দেখবেন দূর হয়ে যাবে ত্বকের অবাঞ্চিত লোম।

মসুর ডাল ও গাঁদা ফুলের ফেস প্যাক

ত্বকে গোলাপী আভা পাওয়ার জন্য বাংলাদেশে অনেকটা সহজলোভ্য গাঁদা ফুল। তাই, গাঁদা ফুলকে শুধু মাত্র বাগানের সৌন্দর্য বাড়াতে নয়, ত্বকের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কথায় আছে যদি চান ত্বকের সৌন্দর্য, ব্যবহার করুন গাঁদা ফুলের নির্যাস।

এই প্যাকটি তৈরি করার জন্য পরিমাণ মত মসুর ডাল বাটা এবং গাঁদা ফুলের পাপড়ি একসঙ্গে মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন এবং আপনার তৈরি করা প্যাকটি নিয়মিত ত্বকে লাগান, দেখবেন ত্বকের ব্রাইটনেস বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক হবে গোলাপী।

মসুর ডাল, চালের গুড়ো এবং বেসমের ফেস প্যাক

এই ফেস প্যাকটি শুধুমাত্র ত্বকের অবাঞ্চিত দাগ দূর করে না, এটি ব্যবহারে উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয় অবাঞ্চিত লোমের গ্রথ এবং দাগ একেবারেই দূর করার সঙ্গে সঙ্গে দূর করবে ত্বকে থাকা ব্রুণের দাগ ও বাড়িয়ে দিবে ত্বকের ব্রাইটনেস।

এই প্যাকটি তৈরি করতে ১ চামচ করে মসুর ডাল বাটা, চালের গুড়ো বেসন এবং ৩ ফোটা আমুন্ড অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। লাগানোর দশ মিনিট পর পানি দিয়ে আলতো করে ঘসে তুলে ফেলুন। আপনি চাইলে এটি আনওয়ান্টের হেয়ার রিমুভ করতে পারবেন।

মসুরের ডাল, দুধ এবং গাঁদা ফুলের ফেস প্যাক

ত্বকের ব্রুণ দূর করে ত্বককে কোমল এবং মসৃণ করে তুলতে এই ফেস প্যাকটি কার্যকর। এই প্যাকটি তৈরি করতে পরিমাণমত দুধের সঙ্গে ২ টেবিল চামচ মসুর ডাল সারারাত ভিজিয়ে রেখে গাঁদা ফুলের পাপড়ি সঙ্গে বেটে নিন এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট বা ফেস প্যাক তৈরি করুন।

আপনার তৈরি প্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর, হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করলে, ত্বক হবে ব্রুণ ও দাগমুক্ত এবং আদ্রতা বজায় থাকার পাশাপাশি ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।

ত্বকের যত্নে মসুর ডালের ঘরয়া ফেস প্যাক- শেষকথা

মানুষ শরীরের বিভিন্ন অঙ্গের চেয়ে, ত্বকের যত্নে বেশি মনোযোগ দিয়ে থাকেন। আর এইজন্য মানুষ জুগের পর জুগ ব্যবহার করে আসছে, ঘরোয়াভাবে তৈরি বিভিন্ন ফেস প্যাক। যার মধ্যে অন্যতম হলো, মসুর ডালের ফেস প্যাক। কারণ, এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং তৈরি করাও অনেক সহজ।

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন,  ত্বকের যত্নে মসুর ডালের ১০ ঘরোয়া ফেস প্যাক সম্পর্কে অনেক তথ্য।

আরো পড়ুনঃ ত্বকের উজ্জলতা বাড়াতে কাঁচা হলুদের ঘরোয়া ফেস প্যাক

যা, আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url