রাজশাহী শহরের জনপ্রিয় আবাসিক হোটেলের নাম ভাড়া ও মোবাইল নম্বরসহ ঠিকানা

আরো পড়ুনঃ চট্টগ্রাম আবাসিক হোটেলের নাম ভাড়া ও মোবাইল নম্বারসহ ঠিকানা

রাজশাহী বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। রাজশাহীকে বলা হয় শিক্ষার নগরী। তাছাড়া, বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরী এটি। পদ্মার তীর ঘেসে গড়ে উঠা এই বিভাগীয় শহরের সবুজ প্রকৃতি এবং শান্তিময় পরিবেশ যে কাউকে মুগ্ধ করে। যা দেশের অন্য কোন শহরে পাবেন না।

রাজশাহীতে রয়েছে দেশের বিখ্যাত কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং দর্শনীয় স্থান। তাই অনেকে, এখানে পড়াশুনা, চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমনসহ বিভিন্ন কাজে রাজশাহীতে আসেন এবং অনেক সময় তাদের রাত্রী যাপন করতে হয় কোন আবাসিক হোটেলে। 

এই কারণে, রাজশাহীতে গড়ে উঠেছে বেশ কিছু আবাসিক হোটেল। আর আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "রাজশাহী শহরের জনপ্রিয় আবাসিক হোটেলের নাম, ভাড়া ও মোবাইল নম্বরসহ ঠিকানা" চলুন তাহলে আমরা দেখে নেই- 

আজকের পাঠ্যক্রম- রাজশাহী শহরের জনপ্রিয় আবাসিক হোটেলের নাম ভাড়া ও মোবাইল নম্বরসহ ঠিকানা

  • রাজশাহী শহরের জনপ্রিয় আবাসিক হোটেলের নাম ও মোবাইল নম্বরসহ ঠিকানা
  • আবাসিক হোটেল আনজুম রাজশাহী
  • আবাসিক হোটেল ডালাস ইন্টারন্যাশনাল রাজশাহী
  • রাজশাহী পর্যটন মোটেল রাজশাহী
  • আবাসিক হোটেল হক'স ইন রাজশাহী
  • হোটেল নাইস ইন্টারন্যাশনাল রাজশাহী
  • আবাসিক হোটেল এশিয়া রাজশাহী 
  • আবাসিক হোটেল সুইস ইন্টারন্যাশনাল রাজশাহী
  • আবাসিক হোটেল হক ইন্টারন্যাশনাল রাজশাহী
  • আবাসিক হোটেল সুকর্ণ ইন্টারন্যাশনাল রাজশাহী 
  • আবাসিক হোটেল আল আরাফাহ রাজশাহী
  • রাজশাহী শহরের আমাসিক হোটেলের নাম ও মোবাইল নম্বার
  • রাজশাহী আবাসিক হোটেল- শেষকথা

রাজশাহী শহরের জনপ্রিয় আবাসিক হোটেলের নাম, ভাড়া ও মোবাইল নম্বরসহ ঠিকানা

আপনি কি রাজশাহীতে রাত্রী যাপন করতে চান? কোথায় থাকবেন তা নিয়ে চিন্তা করছেন? তবে, চিন্তার কোন কারণ নেই, কেননা রাজশাহীতে বেশ কিছু সরকারি এবং বেসরকারি গড়ে উঠা বিভিন্ন ধরণের আবাসিক হোটেল ও মোটেল।

তাই আপনাকে যদি রাজশাহীতে কখনো আবাসিক হোটেলে রাত্রী যাপন করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে যেনে নেওয়া জরুরি, হোটেলের মান, সুযোগ- সুবিধা এবং ভাড়া সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। তাছাড়া, আপনার বাজেট অনুযায়ী আবাসিক হোটেলে থাকা প্রয়োজন।  

তাই আপনাদের সুবিধার জন্য, আমরা বেশ কিছু হোটেলের সম্পর্কে আলোচনা করছি, আপনি আপনার সাধ্যমত বেচে নিন। চলুন আমরা নিচের আলোচনা থেকে যেনে নেই, দামে হালকা কিন্তু মানে অনেক ভালো, এমন কিছু আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

আবাসিক হোটেল আনজুম রাজশাহী

আধুনিক সকল সুবিধা সম্বলিত আবাসিক হোটেল আনজুম, রাজশাহীর স্টেশন রোডে অবস্থিত। এই হোটেলে আপনি পাবেন সিঙ্গেল এবং ডাবল এসি এবং নন এসি রুম, গাড়ি পার্কিং সুবিধা, ওয়েলকাম ড্রিংকস এবং জরুরী প্রয়োজনে চিকিৎসা সুবিধা।

প্রতি রাতের জন্য ভাড়া- ১২০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ১৮০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • আবাসিক হোটেল আনজুম
  • গোধুলি মার্কেট, দ্বিতীয় তলা,
  • স্টেশন রোড, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৭১৯৭৫০৯১৪।

আবাসিক হোটেল ডালাস ইন্টারন্যাশনাল রাজশাহী

আপনি যদি রাজশাহীতে লাক্সারী মানের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ভালোমানের আবাসিক হোটেলে রাত্রী যাপন করতে চান, তাহলে আপনি চোখ বন্ধ করে আপনার প্রথম পছন্দের তালিকায় রাখতে পারেন, আবাসিক হোটেল ডালাস ইন্টারন্যাশনালকে।

রাজশাহী রেলগেট সংলগ্ন, বিন্দুর মোডে অবস্থিত এই হোটেলে আপনি পাবেন, প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত এবং পাবেন গাড়ি পার্কিং সুবিধা, ফ্রি ওয়াইফাই সুবিধাসহ ভালো মানের রেস্টুরেন্টে বিভিন্ন ধরণের খাবারের সুবিধা।

প্রতি রাতের জন্য ভাড়া- ১৭০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৪১০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • আবাসিক হোটেল ডালাস ইন্টারন্যাশনাল
  • বিন্দুর মোড়, রেলওয়ে গেট,
  • স্টেশন রোড, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৭১১৮০২৩৮৭।

রাজশাহী পর্যটন মোটেল রাজশাহী

আপনি যদি মাঝারি মানের আবাসিকে রাত্রী যাপন করতে চান, তাহলে আপনার জন্য হতে পারে রাজশাহী পর্যটন মোটেল উপজুক্ত। এখানে আপনি পাবেন,সিঙ্গেল, ডাবল এবং ফ্যামেলীসহ ইকোনমি বেড এবং কনফারেন্স প্লেস।

এছাড়াও, সকালের নাস্তা, গাড়ি পার্কিং সুবিধা, ফ্রি ওয়াইফাই সুবিধা। শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টে বাংলা, ইংলিশ, চাইনিজ এবং থাই ইত্যাদি বিভিন্ন ধরণের খাবার ব্যবস্থাসহ শীতাতপ নিয়ন্ত্রিত রুমে কনফারেন্সের ব্যবস্থা।

প্রতি রাতের জন্য ভাড়া- ৪০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৬০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • রাজশাহী পর্যটন মোটেল
  • আব্দুল মজিদ রোড, শ্রীরামপুর।
  • পর্যটন মোটেল, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৯৯১১৩৯৩৯৭।

আবাসিক হোটেল হক'স ইন রাজশাহী

আপনি যদি মাঝারি বাজেটের মধ্যে রাজশহীর আবাসিকে রাত্রী যাপন করার কথা ভাবেন, সেক্ষেত্র আপনি বেচে নিতে পারেন, স্টেশন রোডে অবস্থিত আবাসিক হোটেল হক'স ইন। আপনি এখানে পাবেন আধুনিক মানের রুম, ফ্রি ওয়াইফাইসহ এসি এবং নন এসি রুমের সার্ভিস।

তবে, আপনি এই আবাসিকে গাড়ি পার্কিং, রেস্টুরেন্ট কিংবা কনফারেন্স এর কোন সুবিধা পাবেন না। কিন্তু এসি রুম হোক আর নন এসি রুম হোক আপনি পাবেন ভালো আসবাব পত্রসহ পরিস্কার পরিচ্ছন্ন বেড এবং সাজানো গোছানো রুম। 

প্রতি রাতের জন্য ভাড়া- ৫০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৩০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • আবাসিক হোটেল হক'স ইন
  • রেলওয়ে স্টেশন রোড,
  • গোরহাঙ্গা, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৭১৫৬০৫১৫১।

হোটেল নাইস ইন্টারন্যাশনাল রাজশাহী

আপনি যদি রাজশাহীতে আধুনিক মানের আবাসিকে রাত্রী যাপন করতে চান, তাহলে আপনার প্রথম পছন্দের তালিকায় রাখুন, রাজশাহীর প্রাণ কেন্দ্র সাহেব বাজারের নিকট অবস্থিত হোটেল নাইস ইন্টারন্যাশনালকে।

হোটেল নাইস ইন্টারন্যাশনাল আবাসিকে আপনি পাবেন, রুমের সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধাসহ এসি নন এসি বিলাসবহুল সিঙ্গেল, ডাবল এবং ফ্যামিলি রুমের সুভিধা। এছাড়া, গাড়ি পার্কিং, ফ্রি ওয়াই ফাই, জীম রুম, সেলুন এবং বিভন্ন ট্যুর প্যাকেজ।

প্রতি রাতের জন্য ভাড়া- ১৫০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৮০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • হোটেল নাইস ইন্টারন্যাশনাল
  • সরকারি পিএম গালস স্কুল সংলগ্ন,
  • গনকপাড়া, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০২৫৮৮৮৫৬১৮৮।

আবাসিক হোটেল এশিয়া রাজশাহী 

আপনি যদি খরচে সাশ্রয়ী অথচ মানে ভালো এমন আবাসিক হোটেল রাজশাহীতে খুঁজেন, তবে আপনি বেচে নিতে পারেন, স্টেশন রোডে অবস্থিত আবাসিক হোটেল এশিয়াকে। এই হোটেলে আপনি পাবেন, সিঙ্গেল এবং ডাবল এসি ও নন এসি রুমের সার্ভিস।

আরো পড়ুনঃ দিনাজপুর শহরের আবাসিক হোটেল ভাড়া ও মোবাইল নম্বারসহ ঠিকানা

এছাড়াও, আবাসিক হোটেল এশিয়াতে আপনি পাবেন, গাড়ি পার্কিং সুবিধাসহ ফ্রি ওয়াই ফাই। তবে, এখানে আপনি খাবারের হোটেল এবং কনফারেন্স রুমের সুবিধা না পেলেও, সাশ্রয়ী মুল্যের ভালোমান সম্মত আবাসিকে রাত্রী যাপন করতে পারবেন। 

প্রতি রাতের জন্য ভাড়া- ৩০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ১৫০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • আবাসিক হোটেল এশিয়া
  • রেলওয়ে স্টেশন রোড,
  • গোরহাঙ্গা, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৭৮০৫৬৫৯১৯।

আবাসিক হোটেল সুইস ইন্টারন্যাশনাল রাজশাহী

আপনি যদি রাজশাহীতে লাক্সারী মানের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জতি আবাসিক হোটেলে রাত্রী যাপন করতে চান, তাহলে আপনি চোখ বন্ধ করে আপনার পছন্দের তালিকায় আবাসিক হোটেল সুইস ইন্টারন্যাশনালকে রাখুন।

রাজশাহী রাণী বাজারে অবস্থিত এই হোটেলে আপনি পাবেন, সকল রুম শীতাতপ নিয়ন্ত্রিত এবং সিঙ্গেল, ডাবল ও ফ্যামেলি রুম এবং পাবেন গাড়ি পার্কিং সুবিধা, ফ্রি ওয়াইফাই সুবিধাসহ ভালো মানের হোটেলে বিভিন্ন ধরণের বাংলা খাবারের সুবিধা।

প্রতি রাতের জন্য ভাড়া- ১২০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ২৪০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • আবাসিক হোটেল সুইস ইন্টারন্যাশনাল
  • রাণী বাজার,
  • রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৭৯১৪৫০৯৯৯।

আবাসিক হোটেল হক ইন্টারন্যাশনাল রাজশাহী 

আপনি যদি খরচে সাশ্রয়ী অথচ মানে ভালো এমন আবাসিক হোটেল রাজশাহীতে খুঁজেন, আপনি বেচে নিতে পারেন, রাজশাহীর জিরো পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল হক ইন্টারন্যাশনাল। এই হোটেলে আপনি পাবেন, সিঙ্গেল এবং ডাবল এসি ও নন এসি রুমের সার্ভিস। 

এছাড়াও, আবাসিক হোটেল হক ইন্টারন্যাশনালে আপনি পাবেন, রুমে টিভি সুবিধাসহ ফ্রি ওয়াই ফাই। তবে, এখানে আপনি খাবারের হোটেল এবং কনফারেন্স রুমের সুবিধা না পেলেও, সাশ্রয়ী মুল্যের ভালোমান সম্মত আবাসিকে রাত্রী যাপন করতে পারবেন। 

প্রতি রাতের জন্য ভাড়া- ৪০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ২০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • আবাসিক হোটেল হক ইন্টারন্যাশনাল
  • রাজশাহী জিরো পয়েন্ট,
  • সাহেব বাজার, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৭১১০৬৬৫৯৭।

আবাসিক হোটেল সুকর্ণ ইন্টারন্যাশনাল রাজশাহী 

আপনি যদি মাঝারি বাজেটের মধ্যে রাজশহীর আবাসিকে রাত্রী যাপন করার কথা ভাবেন, সেক্ষেত্র আপনি বেচে নিতে পারেন, সোনাদীঘীর মোড়ে অবস্থিত আবাসিক হোটেল সুকর্ণ ইন্টারন্যাশনাল। আপনি এখানে পাবেন আধুনিক মানের রুমসহ ফ্রি ওয়াইফাইসহ এসি এবং নন এসি রুমের সার্ভিস।

তবে, আপনি এই আবাসিকে গাড়ি পার্কিং, রেস্টুরেন্ট কিংবা কনফারেন্স এর কোন সুবিধা পাবেন না। কিন্তু এসি রুম হোক আর নন এসি রুম হোক, আপনি পাবেন ভালো আসবাব পত্রসহ পরিস্কার পরিচ্ছন্ন বেড এবং সাজানো গোছানো রুম। 

প্রতি রাতের জন্য ভাড়া- ৪৫০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ৩০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • আবাসিক হোটেল সুকর্ণ ইন্টারন্যাশনাল
  • রাজশাহী সোনাদীঘির মোড,
  • সাহেব বাজার, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৭১১৮১১০১৪।

আবাসিক হোটেল আল আরাফাহ রাজশাহী

আপনি যদি মাঝারি বাজেটের মধ্যে রাজশহীর আবাসিকে রাত্রী যাপন করার কথা ভাবেন, সেক্ষেত্র আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন, রাজশাহীর নিউ মার্কেট সংলগ্ন আবাসিক হোটেল আল আরাফাহকে। আপনি এখানে পাবেন আধুনিক মানের রুম, ফ্রি ওয়াইফাইসহ এসি এবং নন এসি রুমের সার্ভিস।

তবে, আপনি এই আবাসিকে গাড়ি পার্কিং করতে পারবেন কিন্তু এরজন্য আপনাকে আলাদা চার্জ দিতে হবে। রেস্টুরেন্ট কিংবা কনফারেন্স এর কোন সুবিধা পাবেন না। কিন্তু এসি রুম হোক আর নন এসি রুম হোক, আপনি পাবেন ভালো আসবাব পত্রসহ পরিস্কার পরিচ্ছন্ন বেড এবং সাজানো গোছানো রুম। 

প্রতি রাতের জন্য ভাড়া- ৫০০ টাকা থেকে শুরু করে রুমের ধরণ অনুযায়ী ২০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা-

  • আবাসিক হোটেল আল আরাফাহ
  • রাজশাহী নিউ মার্কেট সংলগ্ন,
  • রাজশাহী নিউ মার্কেট, রাজশাহী।
জরুরী প্রয়োজনে মোবাইল নম্বার- ০১৭৪৭৬৪৯২৮৫/০১৭১২৬৮৫১৬৭।

রাজশাহী শহরের আমাসিক হোটেলের নাম ও মোবাইল নম্বার

আপনারা যারা উপরে আলোচনা করা আবাসিক হোটেলগুলো ছাড়াও, আরো অন্য কোন আবাসিক হোটেলে থাকা চান, তাদের সবিধার জন্য নিম্নে ২০টি আবাসিক হোটেলের নাম এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বার দেওয়া হলো। চলুন দেখে নেওয়া যাক-
  • আবাসিক হোটেল মুন রাজশাহী- ০১৭০১৯৮৮২৬০।
  • আবাসিক হোটেল পার্ক ইন্টারন্যাশনাল রাজশাহী- ০১৭৯৯৩৫৫৪২৭। 
  • আবাসিক হোটেল গুলশান রাজশাহী- ০১৭১২১৯৭৮৮৩।
  • আবাসিক হোটেল সূর্যমুখী রজমূখী- .১৭৩৪৯৬৬৯০৫।
  • আবাসিক হোটেল স্নেহা রাজশাহী- ০১৭৯১২১১৬১৩।
  • আবাসিক হোটেল রাজমহল রাজশাহী- ০১৭৬৪০০০৩২১।
  • আবাসিক হোটেল সিটি প্লাস রাজশাহী-০১৭৪৩৯০৬০০৬।
  • আবাসিক হোটেল মেঘনা রাজশা্না- ০১৭৫৫৭৯৪৭২১।
  • আবাসিক হোটেল আল নুর রাজশাহী- ০১৭২৩০৬০১২৪.০১৭৬৮২৯৩৩৩০।
  • আবাসিক হোটেল কুস্টিয়া রাজশাহী- ০১৮২৩৮৭৫৯৬৫/০১৭১৮২৩১৬৪৮/
  • আবাসিক হোটেল ইডেন গার্ডেন রাজশাহী- ০১৭৬৭৬৪৬৩০১।
  • আবাসিক হোটেল শাহী প্যালেস রাজশাডেন০১৭২৬৫০৯২৮৫।
  • আবাসিক হোটেল আক্তার গেস্ট হাউস রাজশাহী- ০১৮৩১৮২৩৩৯৩।
  • আবাসিক হোটেল গ্যালাক্সি ইন্টারন্যাশনাল রাজশাহী- ০১৭৩৫৬৯২০২৯।।
  • আবাসিক হোটেল গৌড় রাজশাহী- ০১৮৩৪৩৫৮৩৩৮।
  • আবাসিক হোটেল ড্রিম হ্যাভেন রাজশাহী- ০১৭১৬৯৭৮৮৬৬।
  • আবাসিক হোটেল নুর রাজশাহী- ০১৯১৫৭০৮৮৯৬।
  • আবাসিক হোটেল মিড টাউন রাজশাহী- ০১৭২১৭৭৪৯৬১।
  • আবাসিক হোটেল সেঞ্চুরী রাজশাহী- ০১৯৩৭২৫৬৬৫১।
  • আবাসিক হোটেল লালন শাহ্‌ রাজশাহী- ০১৭১৮৬২৯৮১৩।

রাজশাহী আবাসিক হোটেল- শেষকথা

বিভাগীয় শহর রাজশাহীতে অনেক আবাসিক হোটল রয়েছে। তাই বলে সকল আবাসিক হোটেলের সেবার মান এবং পরিবেশ সমান নয়। তাই, আমাদের সকলের উচিৎ, দেখে শুলে ভালো পরিবেশ এবং সেবার মান ভালো এমন হোটেলে রাত্রী যাপন করা।

প্রিয় পাঠক পাঠিকাগণ, আপনার নিশ্চয়ই যেনে গেছেন, "রাজশাহী শহরের জনপ্রিয় আবাসিক হোটেলের নাম ও মোবাইল নম্বরসহ ঠিকানা'' সম্পর্কে অনেক তথ্য। যা আমরা আর্টিকেলে ইতিপূর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
আশাকরি এটি আপনাদের অনেক উপকারে আসবে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭