সিলেট শহরের সেরা আবাসিক হোটেলের নাম ঠিকানা

আরো পড়ুনঃ খুলনা শহরের সেরা আবাসিক হোটেলের ভাড়া ২০২৫

সিলেট বাংলাদেশের সুন্দরতম জেলার মধ্যে অন্যতম। তাছাড়া সিলেটে রয়েছে অসংখ্যা দর্শনীয় স্থান। যার মধ্যে রয়েছে, চা বাগান, নদী- ঝরণা, পাহাড় এবং আদিবাসী অনেক গ্রাম। তাছাড়া, সিলেটের মাটিতে চির নিদ্রায় শোয়িত আছেন, শাহ্‌ জালাল এবং শাহ্‌ পরাণের (রাঃ) মত ইসলাম প্রচারক।

সিলেট গেলে দেখতে পাওয়া যায় শাহ্‌ জালাল এবং শাহ্‌ পরাণের (রাঃ) আমলের অনেক ঐতিহাসিক স্থাপনা। সিলেটের অপরূপ সৌন্দর্য উপভোগ এবং ঐতিহাসিক স্থাপনা দর্শন করতে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ছুটে আসেন সিলেটে।

আর তারা সিলেটে এসে রাত্রী যাপন করার জন্য, খোজ করেন ভালোমানের আবাসিকের। তাই, আমরা আপনাদের জন্য আজকের আরটিকেলে শেয়ার করছি "সিলেট শহরের সেরা আবাসিক হোটেল ও সিলেটের দর্শনীয় স্থান" সম্পর্কে। চলুন তাহলে আমরা দেখে নেই- 

সিলেট শহরের সেরা আবাসিক হোটেল- Best residential hotel in Sylhet city

আপনারা অনেকে আছেন, যারা সিলেটে ভ্রমন কিংবা অন্যান্য কাজে সিলেট এসে রাত্রী যাপন করতে চান আবাসিক হোটেলে। আবার অনেকে আছেন যারা, ভ্রমণে এসে আবাসিক হোটেল বুক না করে,  আসার আগেই হোটেল বুক করতে চান।

তাই আপনাদের সুবিধার জন্য আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সিলেট শহরের কিছু বিলাসবহুল এবং কিছু মাঝারি মানের আবাসিক হোটেলের নাম, ঠিকানা এবং জরুরি প্রয়োজনে বা রুম বুক করার জন্য মোবাইল নম্বার।

আমাদের শেয়ার করা হোটেলগুলোতে আপনারা থাকা, খাওয়া এবং সাছন্দে নিরাপদে রাত্রী যাপন করতে পারবেন। সবচেয়ে মজার ব্যপার হলো এই আবাসিকগুলোতে মাঝারি বাজেট থেকে উচ্চমানের বাজেটের মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। চলুন তাহলে আমরা দেখে নেই- 

গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট  সিলেট- Grand Sylhet Hotel and Resort Sylhet

সিলেট বিমানবন্দর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টটি, এটি একটি পাঁচ তারকা মানের হোটেল। এই হোটেলটি শুধু সিলেট নয় দেশের সেরা হোটেলের তালিকার প্রথম সারির হোটেল এটি। এই হোটেলের সকল রুমের সঙ্গে বড় ওয়াশরুম এবং টেরেস রয়েছে।

তাছাড়া, আপনি আপনার রুমে পাবেন ওয়ারড্রোপ, টিভি, মিনিবার, কফি কেটল এবং সেফটি ডিপোজিক বক্স। হোটেলে থাকা রেস্টুরেন্টে আপনারা খেতে পাবেন বাংলা, চাইনিজ, আমেরিকান এবং সামুদ্রিক মাছের বিভিন্ন ধরণের খাবার।

এই হোটেলের খাবার তাদের নিজেদের তত্ত্বাবধানে পরিস্কার পরিচ্ছন পরিবেশে হালাল ও ভেজিটেরিয়ান খাবার। এখানে সময় কাটানোর জন্য রয়েছে সুইমিং পুল, ফিটনেস সেন্টার, স্পা এবং আর্কেড গেম খেলের সুযোগ সুবিধা।
হোটেলের ঠিকানা- Hotel Address-
  • গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট- Grand Sylhet Hotel and Resort,
  • বড়শালা, খাদিমনগর- Borshahla, Khadimnagar,
  • বিমানবন্দর রোড, সিলেট- ৩১০০- Gat Road, Sylhet- 3100.
  • বুকিং এর জন্য- ০১৩২১২০১৫১৬ বা ০১৩২১২০১৫৯৭- 01321201516 or 01321201597.

হোটেল নূরজাহান গ্র্যান্ড সিলেট- Hotel Nurjahan Grand Sylhet

সিলেট শহরের চার তারকা মানের আবাসিক হোটেল নূরজাহান গ্র্যান্ড সিলেট। এই হোটেলটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ০৮ কিলোমিটার দূরে মনোরোম পরিবেশে অবস্থিত। এই হোটেলে আপনি চাইলে পরিবার নিয়ে রাত্রী যাপন করতে পারবেন।

এই হোটেলকে আকর্ষণীয় করে তুলেছে, এর সুইমিং পুল, বড় টেরেস এবং আপনি হোটেল কক্ষের জানালা দিয়ে উপভোগ করতে পারবেন, শহরের সৌন্দর্য, তাছাড়া হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে সকাল ০৭ টা থেকে ১০টার মধ্যে পেয়ে জাবেন ফ্রি সকালের নাস্তা।

আবার আপনি চাইলে, হোটেল নূরজাহান গ্র্যান্ড এর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত রেস্টুরেন্টে উন্নত মানের লাঞ্চ এবং ডিনার করতে পারবেন। তাছাড়া হোটেলের নিজস্ব পরিবহনে করে এয়ারপোর্ট যাতায়াতের ব্যবস্থা রয়েছে।
হোটেলের ঠিকানা- Hotel Address-
  • হোটেল নূরজাহান গ্র্যান্ড- Hotel Noorjahan Grand,
  • ওয়েভস- ১, বিজ টাওয়ার- Waves-1, Biz Tower,
  • দরগা গেট, সিলেট- ৩১০০- Darga Gate, Sylhet- 3100.
  • বুকিং এর জন্য- ০১৯৩০১১১৬৬৬- 10930111666.

হোটেল গ্র্যান্ড মুস্তফা সিলেট- Hotel Grand Mustafa Sylhet

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাত্র ০৯ কিলোমিটার দূরে অবস্থিত, হোটেল গ্র্যান্ড মুস্তফা এখন অধিক পরিচিত হোটেল আবাবিল নামে। এই আবাসিক হোটেলের রুমগুলো অনেকটা পরিপাটি। আর এর মূল আকর্ষণ বাগান, রেস্তোরা, টেরস এবং সুবিশাল লাউঞ্জ।

হোটেলটি খুব জনপ্রিয় ফ্যামিলি টুর এবং হানিমুনের জন্য। এখানে আপনি পাবেন, তাদের নিজস্ব রেস্তরায় তৈরি সকালে ব্যুফে ব্রেকফাস্টের সুবিধা। তাছাড়া প্রতিটি কক্ষে রয়েছে ফ্রিজের ব্যবস্থা এবং গাড়ি নিয়ে ভ্রমণে গেলে পার্কিং এর ব্যবস্থা।
হোটেলের ঠিকানা, Hotel Address-
  • হোটেল গ্র্যান্ড মুস্তফা- Hotel Grand Mustafa
  • শাহাজালাল দরগা- Shahjalal Darga
  • দরগা গেট, সিলেট- ৩১০০- Darga Gate, Sylhet- 3100.
  • বুকিং এর জন্য- ০১৯১৮৯৯৪৪৫৫ বা ০১৯৫৬৯৯৯৫৫৫- 01918994455 or 01956999555।

আবাসিক হোটেল পানসি ইন সিলেট- Residential Hotel Pansy in Sylhet

আবাসিক হোটেল পানসি ইন অবস্থিত, সিলেট ওসমানি জাদুঘর থেকে পায়ে চলার পথ মাত্র ০৪ মিনিটের। এই আবাসিকটি খুবই জনপ্রিয় বিভিন্ন পারবারি কিংবা কর্পোরেট অনুষ্ঠান পালনের জন্য। এখানে আপনি পাবেন, তাদের নিজস্ব রেস্তরার তৈরি লাঞ্চ, ডিনার এবং বারকিউ এর ব্যবস্থা।

কম খরচে বা মাঝারি বাজেটে সিলেট শহরে রাত্রী যাপনের জন্য আবাসিক হোটেল পানসি ইন হতে পারে আপনার জন্য আদর্শ। তছাড়াও, এখানে আপনি বিমান বন্দর যাওয়ার শাটল বাস ছাড়াও ২৪ ঘন্টা রুম সার্ভিসের ব্যবস্থা পাবেন।
হোটেলের ঠিকানা, Hotel Address-
  • আবাসিক হোটেল পানসি ইন- Residential Hotel Pansy in
  •  নর্থ জেইল রোড, ডব্লিউ টাওয়ার- North Jail Road, W Tower
  • সিলেট- ৩১০০- Sylhet- 3100.
  • বুকিং এর জন্য- ০১৭৩১১৫৫৪৪৪ বা ০১৭১০৮০৯৩৩৭- 01731155444 or 01710809337।

হোটেল ভ্যালী গার্ডেন সিলেট- Hotel Valley Garden Sylhet


হজরত শাহজালাল (রাঃ) এর দরগা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত হোটেল ভ্যালী গার্ডেন। যারা অতিরিক্ত বিলাসবহুল আবাসিকে রাত্রী যাপন করতে চান না, তাদের প্রথম প্রছন্দের তালিকায় রাখতে পারেন এই আবাসিকটি। চা বাগান ঘুরার জন্য এই হোটেলটি খুব সুন্দর।

এই হোটেলে আপনি পাবেন সাজানো গোছানো রুমে সোফা, সাধারণ চেয়ার টেবিলের মত আসবাবপত্র। এছাড়াও প্রতিটি রুমে সঙ্গে রয়েছে, মিনিবার, ওয়াশরুম, কফি মেকার এবং ফার্স এইড কিট। আরো পাবেন বারবি কিউসহ বাংলাদেশী ও ভারতীয় খাবার।
হোটেলের ঠিকানা, Hotel Address-
  • হোটেল ভ্যালী গার্ডেন- Hotel Valley Garden
  • সোবহানী ঘাট,  সিলেট টাওয়ার- Sobhani Ghat, Sylhet Tower.
  • বিশ্ব রোড়, সিলেট- ৩১০০- Vishwa Road, Sylhet-3100.
  • বুকিং এর জন্য- ০১৯৩৮৮৪৪৫০০ বা ০১৭১১৯৯৮৫০৫- 01938844500 or 01711998505.

হোটল রোজ ভিউ সিলেট- Hotel Rose View Sylhet

সিলেট শহরের প্রাণ কেন্দ্রে বিমান বন্দর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিতি হোটল রোজ ভিউ। এই হোটেলে আপনি পাবেন সাজানো গোছানো রুমে চেয়ার টেবিলসহ রুমের সঙ্গেই রয়েছে মিনিবার, যা বিদেশি অথিতিদের অনেক পছন্দ।

আরো পাবেন, আপনার ওয়াশ্রুমে শাইনিং এবং হেয়ার ড্রাইংয়ের সুবিধাসহ বিশ্রাম করার জন্য হট টাব ও সোয়ানা। পীয়ার অরিয়েন্ট রেস্তরায় মাল্টি ক্রুজিন ডিনার আর দেশি খাবারসহ ভারতীয় খাবার প্যাক্টুন রেস্তোরা, ফিটনেস সেন্টার এবং শাটল বাসে করে এয়ারপোর্ট যাওয়ার বিশেষ সুবিধা।
হোটেলের ঠিকানা, Hotel Address-
  • হোটল রোজ ভিউ- Hotel Rose View
  • শাহ্‌জালাল উপশহর.- Shahjalal Uposohor,
  • সিলেট সদর, সিলেট- ৩১০০- Sylhet Sadar, Sylhet-3100
  • বুকিং এর জন্য- ০১৯৭২৭৮৭৮৭৮ বা ০১৯৭৭২০০৭০১- 01972787878 or 01977200701.

সিলেট শহরের আবাসিক হোটেলের নাম, মোবাইল নম্বারসহ ঠিকানা

আপনারা অনেকে আছেন যারা, উপরের হোটেলগুলো ছাড়াও আরো অন্যকোন হোটেলে থাকতে চান, তদের সুবিধার জন্য নিম্নে আরো সিলেট শহরের ২০টি আবাসিক হোটেলের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বার উল্লেখ করা হলো- 

সিলেট শহরের আবাসিক হোটেলের নাম মোবাইল নম্বারসহ ঠিকানা

ক্রঃনং

হোটেলের নাম

ঠিকানা

মোবাইল নম্বার

আবাসিক হোটেল ময়রুন

দরগা গেইট, সিলেট

মো- ০১৭২৬৭৪৩৮৫২

আবাসিক হোটেল অনুপম

দরগা গেইট, সিলেট

মো- ০৭১৩২৮৯৯৮৮

আবাসিক হোটেল মুসাফির

দরগা গেইট, সিলেট

মো- ০১৭৫৭৫২৯৯৭৬

আবাসিক হোটেল দরগা ভিউ

দরগা গেইট, সিলেট

মো- ০১৭১৮৬৪৪৩২৯

আবাসিক হোটেল জিয়া

দরগা গেইট, সিলেট

মো- ০১৭১৭৭২৬৮৯৬

আবাসিক হোটেল পায়রা

দরগা গেইট, সিলেট

মো- ০১৩১৭৪৩৩৪৩২

হোটেল অরকিট গার্ডেন

দরগা গেইট, সিলেট

মো- ০১৭১১৩৭১৯২১

আবাসিক হোটেল হলি গেট

দরগা গেইট, সিলেট

মো- ০১৯৭২৫৫২২৩৩

আবাসিক হোটেল ইম্পিরিয়ার

দরগা গেইট, সিলেট

মো- ০১৭১২১৩৫৫৮২

১০

আবাসিক হোটেল ডাবলু

দরগা গেইট, সিলেট

মো- ০১৯৭৩৭৯৩৩৬৬

১১

আবাসিক হোটেল দা গ্র্যান্ড

দরগা গেইট, সিলেট

মো- ০১৯৭০৭৯৩৩৬৬

১২

আবাসিক হোটেল ঊর্মি

শাহাজালাল মজার পূর্ব গেইট,

মো- ০১৭৩৩১৫৩৮২৫

১৩

আবাসিক হোটেল প্যাসিফিক

ইস্ট দরগা গেইট, সিলেট

মো- ০১৭৭৭৭৯৯৪৬৬

১৪

হোটেল সাফা আল মারওয়া

পূর্ব দরগা গেইট, সিলেট

মো- ০১৭৭৯৭৩৭৪১৯

১৫

আবাসিক হোটেল সুপ্রিম

মিরাবাজার মজার পূর্ব গেইট,

টেলি- ০১৭২১৮১২৬৬২

১৬

আবাসিক হোটেল আবু হামজা

বাস টার্মিনাল রোড, ভরতাখলা

মো- ০১৭৪৯৯২৪৮৫২

১৭

আবাসিক হোটেল অনুরাগ

দধোপাদিঘী সিলেট

টেলি- ০৮২১৮১৫৭১৭

১৮

আবাসিক হোটেল ডালাচ

নর্থ জেল রোড, সিলেট

মো- ০১৭৯৬৩৩৬৮৩৬

১৯

আবাসিক হোটেল শাপলা

মেডিকেল কলেজ রোড

মো- ০১৭১৫১৪০৯৫৭

২০

আবাসিক হোটেল এলমাস

শাহ পরাণ মাজার রোড সিলেট

মো- ০১৭২৫৯৮৮২১১

সিলেটের আবাসিক হোটেলের ঠিকানা- শেষকথা

সিলেট শহরের বিভিন্ন এলাকায় অনেক আবাসিক হোটেল রয়েছে, কিন্তু সকল আবাসিকের সেবার মান এবং পরিবেশ এক নয়। তাই হোটেল বা রুম বুক করার সময় দেখে শুনে ভালো পরিবেশের রাত্রী যাপনের চেষ্টা করতে হবে, টাকার কথা না ভেবে ভালোমানের আবাসিকে থাকুন।

প্রিয় পাঠাক পাঠিকাগণ আপনারা যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, নিশ্চয়ই জেনে গেছেন "সিলেট শহরের সেরা আবাসিক হোটেল ভাড়া ২০২৫'' সম্পর্কে অনেক তথ্য। যা আমরা আর্টিকেলে পূর্বেই আলোচনা করেছি।
আশাকরি আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। আর্টিকেলটি যদি ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url