ঢাকা টু কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আরো পড়ুনঃ ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
কিশোরগঞ্জ ঢাকা বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলায় রয়েছে বিখ্যাত শোলাকিয়া ঈদ্গাহ থেকে শুরু করে প্রচুর ঐতিহাসিক, দর্শনীয় এবং ভ্রমণ স্পট। তাছাড়া ঢাকার থেকে কিশোরগঞ্জ নিকটে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত।
এই সকল কারণে কিশোরগঞ্জের অনেক মানুষ ঢাকাতে বসবাস করেন। তাছাড়া, কিশোরগঞ্জের প্রচুর ছাত্র/ ছাত্রী ঢাকাতে পড়া লেখা করে। আর এই সকল কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করেন।
আর এই যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষ বেচে নেন, খরচ সাশ্রয়ী, আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ রেল ভ্রমণকে। আর আপনিও যদি, এই পথে ট্রেনে করে যাতায়াত করতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
ঢাকা টু কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনারা যারা শিক্ষা, ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসাসহ বিভিন্ন কাজে ঢাকা টু কিশোরগঞ্জ টু ঢাকা নিয়মিত ট্রেনে করে যাতায়াত করেন বা করতে চান, তাদের অবশ্যই জানা প্রয়োজন এই পথে চলাচলকারী ট্রেনের নাম, সময়সুচী এবং ভাড়া সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
তাই, অনেকে আছেন যারা এই পথে চলাচলকারি ট্রেনের তথ্য জানার জন্য গুগলে সার্চ করেন। আর আপনিও যদি, "ঢাকা টু কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫" সহ গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন।
কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পথে চলাচলকারি ট্রেনের নাম, কোন ট্রেন কোন ষ্টেশন থেকে কয়টার সময় ছেড়ে যায়, কয়টার সময় পৌছায় এবং ভাড়া সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই তথ্যগুলি-
ঢাকা টু কিশোরগঞ্জ টু ঢাকা চলাচলকারি ট্রেনের নাম
বর্তমানে ঢাকা কিশোরগঞ্জ রেল পথে তিনটি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল করছে। নিম্নে ঢাকা টু কিশোরগঞ্জ টু ঢাকা চলাচলকারি ট্রেনের নাম এবং ট্রেনের নম্বার দেওয়া হলো। চলুন নিচে ট্রেনের নামের তালিকা দেখে নেই-
- এগারো সিন্দুর প্রভাতী (৭৩৭/৭৩৭) আন্তঃনগর।
- এগারো সিন্দুর গোধূলী (৭৪৯/৭৫০) আন্তঃনগর।
- কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১/৭৮২) আন্তঃনগর।
ঢাকা টু কিশোরগঞ্জ টু ঢাকা চলাচলকারি ট্রেনের সময়সূচী
- ঢাকা কমলাপুর সকাল- ০৭ঃ১৫ মিনিটে।
- বিমানবন্দর সকাল- ০৭ঃ৪২ মিনিট।
- নরসিংদী সকাল- ০৮ঃ৩১ মিনিট।
- ভৈরব বাজার সকাল- ০৯ঃ০৬ মিনিট।
- কুলিয়ার চর সকাল- ০৯ঃ৪৮ মিনিট।
- বাজিতপুর সকাল- ০৯ঃ৫৮ মিনিট।
- সরার চর সকাল- ১০ঃ০৮ মিনিট।
- মানিকখালী সকাল- ১০ঃ৩০ মিনিট।
- গছিহাটা সকাল- ১০ঃ৪২ মিনিট।
- কিশোরগঞ্জ পৌছায় বেলা ১১ঃ১৫ মিনিট।
এগারো সিন্দুর গোধূলী ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী
- ঢাকা কমলাপুর সন্ধ্যা ০৬ঃ৪৫ মিনিটে।
- বিমানবন্দর সন্ধ্যা- ০৭ঃ০৭ মিনিট।
- নরসিংদী রাত- ০৮ঃ০০ মিনিট।
- মেথিকান্দা রাত- ০৮ঃ২২ মিনিট।
- ভৈরব বাজার রাত- ০৮ঃ৪২ মিনিট।
- কুলিয়ার চর রাত- ০৯ঃ২৫ মিনিট।
- বাজিতপুর রাত- ০৯ঃ৩৭ মিনিট।
- সরার চর রাত- ০৯ঃ৪৯ মিনিট।
- মানিকখালী রাত- ১০ঃ১০ মিনিট।
- গছিহাটা রাত- ১০ঃ২২ মিনিট।
- কিশোরগঞ্জ পৌছায় রাত- ১০ঃ৪৫ মিনিট।
কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী
- ঢাকা কমলাপুর সকাল ১০ঃ৩০ মিনিটে।
- বিমানবন্দর বেলা- ১১ঃ১২ মিনিট।
- নরসিংদী বেলা- ১২ঃ০০মিনিট।
- মেথিকান্দা বেলা- ১২ঃ২০ মিনিট।
- ভৈরব বাজার বেলা- ১২ঃ৪০ মিনিট।
- কুলিয়ার চর বেলা- ০১ঃ২৫ মিনিট।
- বাজিতপুর বেলা- ০১ঃ৩৫ মিনিট।
- সরার চর বেলা- ০১ঃ৪৫ মিনিট।
- মানিকখালী বেলা- ০২ঃ১৩ মিনিট।
- গছিহাটা বেলা- ০২ঃ২৫ মিনিট।
- কিশোরগঞ্জ পৌছায় বেলা- ০২ঃ৪০ মিনিট।
এগারো সিন্দুর প্রভাতী কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী
- কিশোরগঞ্জ থেকে সকাল- ০৬ঃ৩০ মিনিট।
- গচিহাটা সকাল- ০৬ঃ৪৬ মিনিট।
- মানিকখালো সকাল- ০৬ঃ৫৮ মিনিট।
- সরার চর সকাল- ০৭ঃ২০ মিনিট।
- বাজিতপুর সকাল- ০৭ঃ৩০ মিনিট।
- কুলিয়ার চর সকাল- ০৭ঃ৪১ মিনিট।
- ভৈরব বাজার- সকাল- ০৮ঃ১০ মিনিট।
- মেথিকান্দা সকাল- ০৮ঃ৪৮ মিনিট।
- নরসিংদী সকাল- ০৯ঃ১০ মিনিট।
- বিমানবন্দর সকাল- ০৯ঃ৫৫ মিনিট।
- ঢাকা কমলাপুর পৌছায় সকাল- ১০ঃ৪০ মিনিট।
এগারো সিন্দুর গোধূলী কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী
- কিশোরগঞ্জ থেকে দুপুর- ১২ঃ৫০ মিনিট।
- গচিহাটা বেলা- ০১ঃ০৮ মিনিট।
- মানিকখালো বেলা- ০১ঃ৩০ মিনিট।
- সরার চর বেলা- ০১ঃ৫২ মিনিট।
- বাজিতপুর বেলা- ০২ঃ০৩ মিনিট।
- কুলিয়ার চর বেলা- ০২ঃ১৪ মিনিট।
- ভৈরব বাজার- বেলা- ০২ঃ৪৫ মিনিট।
- নরসিংদী বিকাল- ০৩ঃ৩৮ মিনিট।
- বিমানবন্দর বিকাল- ০৪ঃ২৩ মিনিট।
- ঢাকা কমলাপুর পৌছায় বিকাল- ০৫ঃ০৫ মিনিট।
কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী
- কিশোরগঞ্জ থেকে বিকাল- ০৪ঃ০০ মিনিট।
- গচিহাটা বিকাল- ০৪ঃ১৮ মিনিট।
- মানিকখালো বিকাল- ০৪ঃ৩৫ মিনিট।
- সরার চর বিকাল- ০৪ঃ৫৪ মিনিট।
- বাজিতপুর বিকাল- ০৫ঃ০৪ মিনিট।
- কুলিয়ার চর বিকাল- ০৫ঃ১৪ মিনিট।
- ভৈরব বাজার- বিকাল- ০৫ঃ৪৫ মিনিট।
- মেথিকান্দা সন্ধ্যা- ০৬ঃ২২ মিনিট।
- নরসিংদী সন্ধ্যা- ০৬ঃ৪৩ মিনিট।
- বিমানবন্দর সন্ধ্যা- ০৭ঃ৩২ মিনিট।
- ঢাকা কমলাপুর পৌছায় রাত- ০৮ঃ১০ মিনিট।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url