ঢাকা টু গাইবান্ধা টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫
আরো পড়ুনঃ ঢাকা টু নীলফামারী টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫
গাইবান্ধা বাংলাদেশের উত্তরের একটি জেলে শহর। এই জেলা শহর থকে প্রতিদিন বিভিন্ন কাজে হাজার হাজার মানুষ ঢাকা জান এবং ঢাকা থেকে গাইবান্ধা আসেন। আর এই জেলা শহরের যাতায়াতের জন্য রয়েছে আকাশ পথ, সড়ক পথ এবং রেল পথ।
কিন্তু, বেশিরভাগ মানুষ রেল পথকেই বেচে নেন। কারণ, বিমান যোগে যাতায়াত খরচ বেশিরভাগ মানুষের সাধ্যের বাইরে, আর বাসযোগে রাস্তায় জ্যমসহ বিভিন্ন ভোগান্তি কারণে, বর্তমানে সময়ে অধিকাংশ মানুষের কাছে রেল পথে ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠেছে।
কিন্তু রেল ভ্রমণ করার জন্য প্রয়োজন ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে যানা। তাই অনেকে গুগুলে জানতে চান, এই পথে চলাচলকারি ট্রেনের সময়সূচী সম্পর্কে। আর আপনি যদি জানতে চান, তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন।
কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে সেয়ার করবো, "ঢাকা টু গাইবান্ধা টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫" সম্পর্কে। সেই কারণে আজকের আর্টিকেলটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
ঢাকা টু গাইবান্ধা টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫
আপনারা অনেকে আছেন, যারা অনেক আগে থেকে ঢাকা টু গাইবান্ধা এবং গাউবান্ধা টু ঢাকা ট্রেনে করে যাতায়াত করেন এবং এই পথে চলাচলকারি ট্রেনের সম্পর্কে সঠিক তথ্য। কিন্তু যারা এই পথে নতুন যাতায়াত করতে চান, তাদের এই পথ সম্পর্কে না জানাটাই স্বাভাবিক।
কিন্তু, ট্রেন যোগে চলাচল করার জন্য, ট্রেনের সময়সুচী এবং ভাড়া জানা জরুরি। তবে, চিন্তার কোন কারণ নেই। কারণ, আপনি যদি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়েন, তাহলে আমরা আশাবাদী যে, এই পথে চলাচল করতে কোন সমস্যা হবে না।
কারণ, আজেকের আর্টিকেলে আমরা আপনারের জানাবো ঢাকা থেকে গাইবান্ধা এবং গাইবান্ধা থেকে ঢাকা চলাচলকারি ট্রেনের নাম, কোন ট্রেন কোন স্টেশন থেকে ছেড়ে যায় এবং ভাড়া সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই-
ঢাকা টু গাইবান্ধা টু ঢাকা চলাচলকার ট্রেনের নাম
আসলে সরাসরি গাইবান্ধা থেকে ঢাকা কোন ট্রেন চলাচল করে না। ট্রেনগুলো ঢাকা থেকে গাইবান্ধার উপর দিয়ে এবং রংপুর থেকে গাইবান্ধার উপর দিয়া ঢাকা চলাচল করে। আর এই পথে বর্তমানে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। নিম্নে ট্রেনের নাম এবং কোড নম্বার দেওয়া হলো-
- রংপুর এক্সপ্রেস (৭৭১/৭৭২) আন্তঃনগর।
- লালমনি এক্সপ্রেস (৭৫১/৭৫২) আন্তঃনগর।
ঢাকা টু গাইবান্ধা টু ঢাকা চলাচলকার ট্রেনের সময়সূচী
ঢাকা টু গাইবান্ধা আন্তঃনগর ট্রেনের সময়সূচী |
|||
ট্রেনের নাম নম্বার |
ছাড়ার সময় |
পৌছার সময় |
বন্ধের দিন |
রংপুর এক্সপ্রেস (৭৭১) |
সকাল- ০৯.১০ মিঃ |
বিকাল- ০৫.১৪ মিঃ |
সোমবার |
লালমনি এক্সপ্রেস (৭৫১) |
রাত- ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৫.৩৭ মিঃ |
শুক্রবার |
গাইবান্ধা টু ঢাকা আন্তঃনগর ট্রেনের সময়সূচী |
|||
ট্রেনের নাম ও নম্বার |
ছাড়ার সময় |
পৌছার সময় |
বন্ধের দিন |
রংপুর এক্সপ্রেস (৭৭২) |
রাত- ০৯.৫৬ মিঃ |
বিকাল-০৬.১০ মিঃ |
সোমবার |
লালমনি এক্সপ্রেস (৭৫২) |
সকাল- ১১.৪৮ মিঃ |
রাত- ০৭.৫৫ মিঃ |
শুক্রবার |
ঢাকা টু গাইবান্ধা রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা টু গাইবান্ধা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
গাইবান্ধা টু ঢাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
রংপুর এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির স্থান ও ছাড়ার সময়
রংপুর এক্সপ্রস ঢাকা টু গাইবান্ধা টু ঢাকা বিভিন্ন স্টপেজের সময়সূচী |
|||
ক্রঃনং |
স্টপেজের নাম |
ঢাকা টু গাইবান্ধা |
গাইনাব্ধা ট ঢাকা |
১ |
কমলাপুর |
সকাল- ০৯.১০ মিঃ |
সকাল- ০৬.১০ |
২ |
বিমান বন্দর |
সকাল-০৯.৩৭ মিঃ |
সকাল- ০৫.৩৫ মিঃ |
৩ |
বঙ্গবন্ধু ব্রীজ পূর্ব |
বেলা- ১১.৩০ মিঃ |
ভোর- ০৪.৩৫ মিঃ |
৪ |
চাট্মোহর |
দুপুর- ১২.৫২ মিঃ |
ভোর- ০৩.৫৯ মিঃ |
৫ |
নাটোর |
বেলা- ০১.৫৯ মিঃ |
রাত- ০১.০৬ মিঃ |
৬ |
সান্তাহার |
বিকাল- ০৩.১০ মিঃ |
রাত- ১২.০৫ মিঃ |
৭ |
বগুড়া |
বিকাল- ০৩.৫৪ মিঃ |
রাত- ১১.১৫ মিঃ |
৮ |
সোনাতলা |
বিকাল- ০৪.২৬ মিঃ |
রাত- ১০.৪৪ মিঃ |
৯ |
বোনার পারা |
বিকাল- ০৪.৪৩ মিঃ |
রাত- ০১০.১৯ মিঃ |
১০ |
গাইবান্ধা |
বিকাল- ০৫.১৪ মিঃ |
রাত- ০৯.৫৬ মিঃ |
লালমনি এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির স্থান ও ছাড়ার সময়
লালমনি এক্সপ্রস ঢাকা টু গাইবান্ধা টু ঢাকা বিভিন্ন স্টপেজের সময়সূচী |
|||
ক্রঃনং |
স্টপেজের নাম |
ঢাকা টু গাইবান্ধা |
গাইনাব্ধা ট ঢাকা |
১ |
ঢাকা কমলাপুর |
রাত- ০৯.৪৫ মিঃ |
রাত- ০৭.৫৫ মিঃ |
২ |
বিমান বন্দর |
রাত- ১০.২২ মিঃ |
সন্ধ্যা- ০৭.২১ মিঃ |
৩ |
জয়দেবপুর |
রাত- ১০ ৪২ মিঃ |
সন্ধ্যা-০৬.৪৭ মিঃ |
৪ |
টাঙ্গাইল |
রাত- ১১.৪০ মিঃ |
বিকাল- ০৫.৫০ মিঃ |
৫ |
বঙ্গবন্ধু ব্রীজ পূর্ব |
রাত- ১২.০২ মিঃ |
বিকাল- ০৫.২৮ মিঃ |
৬ |
এসএম মনসুর আলী |
রাত- ১২.৩৯ মিঃ |
বিকাল- ০৪.৪৬ মিঃ |
৭ |
উল্লাপাড়া |
রাত- ০১.০২ মিঃ |
বিকাল- ০৪.১৮ মিঃ |
৮ |
বড়াল ব্রীজ |
রাত- ০১.৩০ মিঃ |
বিকাল- ০৩.৫৫ মিঃ |
৯ |
আজিম নগর |
রাত- ০২.১৬ মিঃ |
বিকাল- ০৩.১৬ মিঃ |
১০ |
নাটোর |
রাত- ০২.৪২ মিঃ |
বেলা- ০২.৪৬ মিঃ |
১১ |
সান্তাহার |
রাত- ০৩.১৫ মিঃ |
বেলা- ০১.৫৫ মিঃ |
১২ |
বগুড়া |
রাত- ০৪.২১ মিঃ |
বেলা- ০১.০৮ মিঃ |
১৩ |
সোনাতলা |
রাত- ০৪.৫০ মিঃ |
দুপুর- ১২.৩৪ মিল |
১৪ |
বোনার পাড়া |
ভোর- ০৫.১৩ মিঃ |
দুপুর- ১২.১২ মিঃ |
১৫ |
গাইবান্ধা |
রাত- ০৫.৩৭ মিঃ |
বেলা- ১১.৪৮ মিঃ |
ঢাকা টু গাইবান্ধা টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫
আসন ভেদে টিকিটের মুল্য |
||
ক্রঃ নং |
আসনের নাম |
টিকিটের মূল্য |
১ |
শোভন |
৩৭০ টাকা |
২ |
শোভন চেয়ার |
৪৪৫ টাকা |
৩ |
প্রথম আসন |
৫৯৫ টাকা |
৪ |
প্রথম সিট |
৮৯০ টাকা |
৫ |
স্নিগ্ধা |
৭৪০ টাকা |
৬ |
এসি সিট |
৮৯০ টাকা |
৭ |
এসি কেবিন |
১৩৫৫ টাকা |
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url