ঢাকা টু কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫
আরো পড়ুনঃ ঢাকা টু কুমিল্ল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমনে আসেন। পূর্বে যদিও শুধুমাত্র বাসযোগে কক্সবাজার যাতায়াত করা গেলেও, বর্তমানে বাস, ট্রেন এবং বিমানযোগে কক্সবাজার যাতায়াত করা যায়।
বিমান যোগে যাতায়াত অনেকের সাধ্যের বাইরে এবং বাসযোগে যাতায়াত করা অনেক সময় সাপেক্ষ ও বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়। তাই বেশিরভাগ মানুষ, বর্তমানে খরচ সাশ্রয়ী, আরাম দায়ক এবং নিরাপদ বাহন হিসাবে ট্রেন যোগাযোগকে বেচে নেন। আর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানার।
তাই অনেকেই গুগলে খোঁজ করেন, এই পথে চলাচলকারি ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানার জন্য। সেই কারণে আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো "ঢাকা টু কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া" সম্পর্কে। চলুন তাহলে আমরা দেখে নেই-
আজকের পাঠ্যক্রম- ঢাকা টু কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া
- ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৫
- ঢাকা টু কক্সবাজার পর্যটন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- ঢাকা টু কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
- কক্সবাজার টু ঢাকা পর্যটন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- কক্সবাজার টু ঢাকা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- ঢাকা টু কক্সবাজার টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫
- শেষকথা
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৫
আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ কিংবা অন্য কাজে আরামদায়ক, নিরাপদ এবং খরচে সাশ্রয়ী ট্রেনযোগে যেতে চান, তাদের সুবিধার জন্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী সম্পর্কে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে দুটি আন্তনগর বিরতিহীন ট্রেন সপ্তাহে ৬ দিন নিয়মিতভাবে চলাচল করছে। নিম্নে টেবিলের মাধ্যমে ট্রনের সময়সূচী সম্পর্কে আলোচনা করা হলো। চলুন আমরা টেবিলটি দেখে নেই-
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৫ |
|||
ট্রেনের নাম |
বন্ধের দিন |
যাত্রার সময় |
যাত্রা শেষ |
পর্যটক এক্সপ্রেস |
রবিবার |
সকাল-০ ৬.১৫ মিঃ |
বেলা-০৩.০০ মিঃ |
কক্সবাজার এক্সপ্রেস |
মঙ্গলবার |
রাত- ১০.৩০ মিঃ |
সকাল- ০৭.২০ মিঃ |
ঢাকা টু কক্সবাজার পর্যটন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
পর্যটন এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি রবিবার ব্যতিত) নিয়মিতভাবে সকাল ০৬ঃ১৫ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে, মাঝপথে শুধু দুটি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ০৮ ঘন্টা ৪৫ মিনিট পর বেলা-০৩ঃ০০ টায় কক্সবাজার স্টেশনে পৌছায়। ট্রেনটি যাত্রা পথে বিরতি সময় নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো-
পর্যটক এক্সপ্রেস ঢাকা ট কক্সবাজার |
|||
স্টপেজের নাম |
আগমন |
প্রাস্থান |
|
কমলাপুর স্টেশন |
০ |
সকাল-০৬.১৫ মিঃ |
|
বিমান বন্দর |
সকাল-০৬.৩৮ মিঃ |
সকাল-০৬.৪৩ মিঃ |
|
চট্টগ্রাম |
বেলা ১১.২০ মিঃ |
বেলা- ১২.০০ মিঃ |
|
কক্সবাজার |
বেলা-০৩.০০ মিঃ |
০ |
ঢাকা টু কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি মঙ্গলবার ব্যতিত) নিয়মিতভাবে রাত ১০ঃ৩০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে মাঝপথে শুধু দুটি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ০৮ ঘন্টা ৫০ মিনিট পর সকাল ০৭ঃ২০ টায় কক্সবাজার স্টেশনে পৌছায়। ট্রেনটি যাত্রা পথে বিরতি সময় নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো-
আরো পড়ুনঃ ঢাকা টু বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
পর্যটক এক্সপ্রেস ঢাকা ট কক্সবাজার | |||
স্টপেজের নাম | আগমন | প্রাস্থান | |
কমলাপুর স্টেশন | ০ | রাত- ১০.৩০ মিঃ | |
বিমান বন্দর | রাত- ১০.৫৩মিঃ | রাত- ১০.৫৮ মিঃ | |
চট্টগ্রাম | রাত- ০৩.৪০ মিঃ | রাত- ০৪.০০ মিঃ | |
কক্সবাজার | সকাল- ০৭.২০ মিঃ | ০ |
কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
আপনারা যারা কক্সবাজার থেকে ঢাকা ভ্রমণ শেষে কিংবা অন্য কাজে আরামদায়ক, নিরাপদ এবং খরচে সাশ্রয়ী ট্রেনযোগে যেতে চান, তাদের সুবিধার জন্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে।
বর্তমানে কক্সবাজারের থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি আন্তনগর বিরতিহীন ট্রেন সপ্তাহে ৬ দিন নিয়মিতভাবে চলাচল করছে। নিম্নে টেবিলের মাধ্যমে ট্রনের সময়সূচী সম্পর্কে আলোচনা করা হলো। চলুন আমরা টেবিলটি দেখে নেই-
কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ | |||
ট্রেনের নাম | বন্ধের দিন | যাত্রার সময় | যাত্রা শেষ |
পর্যটক এক্সপ্রেস | রপববার | রাত- ০৮.০০ মিঃ | ভোর- ০৪.৩০ মিঃ |
কক্সবাজার এক্সপ্রেস | মঙ্গলবার | দুপুর- ১২.৩০ মিঃ | রাত- ০৯.১০ |
কক্সবাজার টু ঢাকা পর্যটন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
পর্যটন এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি রবিবার ব্যতিত) নিয়মিতভাবে রাত- ০৮ঃ০০ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে যাত্রা শুরু করে মাঝপথে শুধু দুটি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ০৮ ঘন্টা ৩০ মিনিট পর ভোর ০৪ঃ৩০ টায় কমলাপুর স্টেশনে পৌছায়। ট্রেনটি যাত্রা পথে বিরতি সময় নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো-
পর্যটক এক্সপ্রেস কক্সবাজার টু ঢাকা | |||
স্টপেজের নাম | আগমন | প্রাস্থান | |
কক্সবাজার | ০ | রাত- ০৮.০০ মিঃ | |
চট্টগ্রাম | রাত- ১০.৫০ মিঃ | রাত- ১১.১৫ মিঃ | |
বিমানবন্দর | ভোর- ০৪.০২ মিঃ | ভোর- ০৪.০৭ মিঃ | |
কমলাপুর | ভোর- ০৪.৩০ মিঃ | ০ |
কক্সবাজার টু ঢাকা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি মঙ্গলবার ব্যতিত) নিয়মিতভাবে দুপুর ১২ঃ৩০ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে যাত্রা শুরু করে মাঝপথে শুধু দুটি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ০৮ ঘন্টা ৪০ মিনিট পর রাত ০৯ঃ১০ টায় কমলাপুর স্টেশনে পৌছায়। ট্রেনটি যাত্রা পথে বিরতি সময় নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো-
পর্যটক এক্সপ্রেস কক্সবাজার টু ঢাকা | |||
স্টপেজের নাম | আগমন | প্রাস্থান | |
কক্সবাজার | ০ | দুপুর- ১২.৩০ মিঃ | |
চট্টগ্রাম | বিকাল- ০৩.৪০ মিঃ | বিকাল- ০৪.০০ মিঃ | |
বিমানবন্দর | রাত- ০৮.৪২ মিঃ | রাত- ০৮.৪৭ মিঃ | |
কমলাপুর | রাত-০৯.১০ মিঃ | ০ |
ঢাকা টু কক্সবাজার টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫
বাংলাদেশ রেল মন্ত্রণালয় ঢাকা টু কক্সবাজার টু ঢাকা ট্রেনের ভাড়া নির্ধারণ করেছেন, ৫৫১ কিলোমিটার রাস্তার জন্য ৫৯০ টাকা থেকে শুরু করে ২৩৮০ টাকা। নিম্নে টেবিলের মাধ্যমে আসনভেদে ভাড়ার তালিকা দেখানো হলো-
আসন ভেদে টিকিটের মুল্য |
||
ক্রঃ নং |
আসনের নাম |
টিকিটের মূল্য |
১ |
এসি বার্থ |
২৩৮০ টাকা |
২ |
এসি সিট |
১৫৯০ টাকা |
৩ |
স্নিগ্ধ্যা |
১৩২৫ টাকা |
৪ |
প্রথম বার্থ |
১২৫০ টাকা |
৫ |
প্রথম আসন |
১১৫০ টাকা |
৬ |
শোভন চেয়ার |
৬৯৫ টাকা |
৭ |
শোভন |
৫৯০ টাকা |
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url