মার্কেটপ্লেস কি? | জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবো? | ফ্রিল্যান্সিংয়ে বর্তমানে জনপ্রিয় কাজ
অনলাইনে ঘরে বসে ইনকাম, কথাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ এবং মিডিয়ার মাধ্যমে এটি সম্পর্কে আমরা ব্যপকভাবে ধারণা লাভ করতে পেরেছি। বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, আমাদের মধ্যে অনেকে শিক্ষা জীবন থেকেই ঝুঁকছে, ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকামের দিকে।
তবে, অনলাইনে ইনকাম বা ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য, পেতে হয় কাজ। আর কাজ পাওয়ার জন্য প্রয়োজন নির্দিষ্ট মার্কেটপ্লেস বা প্লাটফর্ম। কারণ, প্লাটফর্ম ছাড়া অনলাইনে কাজ করা কঠিন। তাই অনেকে গুগলে সার্চ করেন, ভালো মার্কেটপ্লেস বা প্লাটফর্ম সম্পর্কে জানার জন্য।
আর আপনি যদি, ভালো মার্কেটপ্লেস বা প্লাটফর্ম সম্পর্কে জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "মার্কেটপ্লেস কি? জনপ্রিয় ১০ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস" সম্পর্কে বিস্তারিত তথ্য।
আজকের পাঠ্যক্রম- মার্কেটপ্লেস কি? জনপ্রিয় ১০ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
- মার্কেটপ্লেস কি?
- জনপ্রিয় ১০ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
- Fiverr (ফাইবার)
- Upwork (আপওয়ার্ক)
- 99 Designs (৯৯ ডিজাইন
- Freelancer.com (ফ্রিলান্সার ডট কম)
- Guru (গুরু)
- Dribble (ড্রিবল)
- Aquent (অ্যাকুয়েন্ট)
- Toptal (টপটাল)
- People Per-Hour (পিপল পার আওয়ার)
- Simply Hired (সেমপ্লি হায়ার্ড)
- ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম- শেষকথা
মার্কেটপ্লেস কি?
মার্কেটপ্লেস বলতে অনলাইনের এমন ওয়েবসাইটকে বুঝনো হয়, যেখানে দক্ষ এবং অভিজ্ঞ লোক বা ফ্রিল্যান্সার খোঁজ করতে আসেন বায়ারেরা। আবার ফ্রিল্যান্সারেরা সেই সকল ওয়েবসাইটে প্রবেশ করেন কাজ খোঁজ করার জন্য।
বায়ারেরা ওয়েবসাইটে অনেকগুলো ফ্রিল্যান্সারের মধ্যে থেকে, যাকে তাদের কাজের জন্য যোগ্য মনে করবেন, তাকে তারা বাচাই করে নিবেন। আর এই সকল ওয়েবসাইটকে বলে মার্কেটপ্লেস। সহজভাবে বলা যায়, মার্কেটপ্লেস হলো, ফ্রিল্যান্সার এবং বায়ারের মধ্যে যোগাযোগের স্থান।
মার্কেটপ্লেসে বায়ারেরা পেমেন্ট করে এবং সেই পেমেন্ট জমা হয় ফ্রিল্যান্সারের মার্কেটপ্লেসের একাউন্টে। পরে ফ্রিল্যান্সারেরা বিভিন্ন উপায়ে সেই ডলারগুলো উত্তোলন করন। এই সকল মার্কেটপ্লেসে কাজের উপর ভিত্তি করে ফ্রিল্যান্সারদের রেটিং এর ব্যবস্থা রয়েছে।
আর ফ্রিল্যান্সারদের রেটিং দেখে বায়ারেরা বাচাই করতে পারেন, তাদের কজেরজ যোগ্য ফ্রিল্যান্সার। অনলাইনে অনেকগুলো মার্কেটপ্লেস রয়েছে এবং সেই গুলোর বিভিন্ন ধরণ এবং বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে বর্তমান সময়ের জনপ্রিয় ১০ মার্কেটপ্লেস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।
জনপ্রিয় ১০ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
শিক্ষা জীবন শেষ করে যেমন, চাকুরির জন্য বিভিন্ন অফিসে ঘুরতে হয়, তেমনি ফ্রিল্যান্সিং শিখে কাজ খুজতে হয় বিভিন্ন মার্কেটপ্লেসে। তবে, ফ্রিল্যান্সারদের কাজ দেওয়ার জন্য অনেক মার্কেটপ্লেস রয়েছে, যেখানে কাজের বিবরণ দিয়ে রাখেন বিভিন্ন বায়ার। চলুন দেখি জনপ্রিয় ও সিকিউর ১০ মার্কেটপ্লেস সম্পর্কে-
Fiverr (ফাইবার)
ফাইবার তার প্রতিষ্ঠা পর থেকে আজ পর্যন্ত তার জনপ্রিয়তা ধরে রেখেছে। আর ফাইবারের অধিক জনপ্রিয়তার কারণ হল, সেখানে পাওয়া যায় অনেক ছোট ছোট প্রোজেক্ট। যারা নতুন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান, তাদের জন্য ফাইবার হতে পারে বেষ্ট মার্কেটপ্লেস।
ফাইবারে আপনি ডাটা এন্টি থেকে শুরু করে অনলাইনের সকল ধরণের কাজ পাবেন। এখানে আপনাকে নিজের জন্য বায়ার খুজতে হয় না। ফাইবারে ফ্রিল্যান্সারেদের, যে যেই কাজ পারে তার বিবরণ দিয়ে গিগ খুলে রাখলেই চলে।
বায়ার বা ক্লাইন্ট নিজেই ফ্রিল্যান্সারদের কাজের গিগ দেখে, কাজের অর্ডার করে থাকেন। ফাইবার মার্কেটপ্লেসে কাজের প্রাইসিং শুরু হয় কমপক্ষে ১৫ ডলার থেকে।
Upwork (আপওয়ার্ক)
শুরুর দিকে আপওয়ার্ক মার্কেটপ্লেসের নাম ছিল ওডেস্ক। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সবচেয়ে বেশি প্রফেশনাল এবং সিকিউর হলো আপওয়ার্ক মার্কেটপ্লেস। আপওয়ার্ক এ সবচেয়ে বেশি প্রফেশনাল বায়ার আসেন, সে কারণে যারা অল্প কাজ জানেন তারা বেশি সুবিধা করতে পারেন না এখানে।
তাছাড়া আপওয়ার্ক কাজ করার জন্য আপনাকে, নিজেই কাজ খুজে কানেক্ট এর মাধ্যমে আবেদন করতে হয়। আপনি আবেদন করলে, বায়ার আপনার প্রপোজাল যাচাই বাচাই করে, যাকে যোগ্য মনে হবে, সেই ফ্রিল্যান্সারকে সে হায়ার করবে।
তবে আপওয়ার্ক এ বড় ছোট সব ধরণের কাজ পাওয়া যায়। আপনি যদি অনলাইনের কাজের জন্য ভালো এবং দক্ষতা সম্পূর্ণ হয়ে থাকেন তবে, আপওয়ার্ক আপনার জন্য বেস্ট। এই মার্কেটপ্লেসে ঘন্টা ভিত্তিক এবং প্রোজেক্ট ভিত্তিক কাজ পাওয়া যায়।
প্রজেক্টের উপর বিবেচনা করে, কাজটি কিভাবে শেষ করতে হবে, বায়ার সেটি আপনাকে নির্ধারণ করে দিবে। প্রজেক্ট ভিত্তিক কাজের জন্য আপনাকে এককালীন পরিশোধ করা হয় এবং ঘণ্টা ভত্তিক কাজ হলে পেমেন্ট করা হবে নির্দিষ্ট রেট অনুযায়ী।
99 Designs (৯৯ ডিজাইন)
৯৯ ডিজাইন মার্কেটপ্লেসকে বলা হয়, ফ্রিল্যান্স ডিজাইনারদের স্বর্গ। ৯৯ ডিজাইন মার্কেটপ্লেসে গ্রাফিক্স ডিজাইনের সকল ধরণের কাজ পাওয়া যায়। এই মার্কেটপ্লেসটি শুধুমাত্র ডিজাইনারদের জন্য বলে, এখানে অন্য ক্যাটাগরির ফ্রিল্যান্সারেরা আসে না।
৯৯ ডিজাইন মার্কেটপ্লেসে লোগো ডিজাইন, পেজ ডিজাইন, পোস্টার ডিজাইন, টি শার্ট ডিজাইন, বুক কভার ডিজাইন, প্রডাক্ট প্যাকেজিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনসহ পাওয়া যায় গ্রাফিক্স রিলেটেড কাজ।
আসল কথা হলো, একটু ভিন্ন আঙ্গিকে কাজ করে ৯৯ ডিজাইন মার্কেটপ্লেসটি। যেমন ডিজাইন লাগবে, বায়ার সেই সম্পর্কে সংক্ষিপ্ত করে পোস্ট করে রাখেন। সেই বিবরণ অনুসরণ করে ফ্রিল্যান্সারেরা ডিজাইন করে সেখানে সাবমিট করেন।
আরো পড়ুনঃ অ্যাফিলিয়েট মার্কেটিং কি? | কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে?
আর সাবমিট করা ফাইল দেখে বায়ার যার ডিজাইন পছন্দ করবে, সে শুধু পেমেন্ট পাবে। আর যাদের ডিজাইন পছন্দ হবে না তারা পেমেন্ট পাবেন না। ৯৯ ডিজাইন মার্কেটপ্লেসে আয় করতে হয় প্রতিযোগিতার মধ্যে দিয়ে।
Freelancer.com (ফ্রিলান্সার ডট কম)
ফ্রিলান্সার ডট কম মার্কেটপ্লেসটি অনেক পুরাতন। এই প্লাটফর্মে বর্তমানে সবসহ ফ্রিল্যান্সিং ক্যাটাগরি রয়েছে ১৮০০ টির অধিক। ফ্রিলান্সার ডট কম মার্কেটপ্লেসে জব পোস্ট করা আছে, সর্বমোট ১০,০০,০০০০ (১ কোটিরও) অধিক।
ফ্রিলান্সার ডট কম মার্কেটপ্লেসটি সারা বিশ্বে ফ্রিল্যান্সারদের গত ১৫ বছরের অধিক সময় ধরে সাহায্য করে আসছে। এই মার্কেটপ্লেসে অন্যান্য মার্কেটপ্লেসের মত ঘন্টা এবং ফিক্সড কাজ পাওয়া যায়। এখানে একটি সম্ভাবনাময় এবং ভালো দিক হলো, এখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
যে সকল ফ্রিল্যান্সারেরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন, তাদের মধ্যে থেকে বায়ার যার কাজকে পছন্দ করেন, তাকে বিজয়ী ঘোষণা করেন এবং প্রাইজ মানি হিসাবে বায়ার তাকে পুরো প্রজেক্টের পেমেন্ট করে থাকেন।
Guru (গুরু)
ফাইবার এবং আপওয়ার্কের মতই গুরু একটি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লে এ কাজ পাওয়া যায়, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভলপমেন্ট, ভিডিও এডিটিং, রাইটিং, প্রোগ্রামিং ইত্যাদির উপর। আপওয়ার্কের মত গুরুতেও জব পোস্ট করা হয়।
অর্থাৎ বায়ার জব পোস্ট করেন, তাদের কাজের বিবরণ দিয়ে। সেখানে গুরু মার্কেটপ্লেসে একাউন্ট আছে, এমন ফ্রিল্যান্সারেরা কাজের জন্য বিট করেন। এরপর বায়ার যাচাই করে, ফ্রিল্যান্সার নিরবাচন করেন। এখানে ঘন্টা এবং ফিক্সড উভয়ভাবেই কাজ পাওয়া যায়।
তবে, গুরু তাদের মার্কেটপ্লেসকে নিয়ন্ত্রণ করেন শক্ত নিয়ম কানুনের মধ্যে দিয়ে। আর এই কারণেই এখানে স্প্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম। গুরু মার্কেটপ্লেসের পেমেন্ট সিস্টেম হল, ব্যাংক ট্রান্সফার, পেপাল এং পেওনিয়ার।
Dribble (ড্রিবল)
ক্রিয়েটিভ ডিজাইনার মার্কেটপ্লেস হিসাবে ড্রিবল জনপ্রিয় এবং অতি পরিচিত। ড্রিবলে কাজ করার জন্য আপনাকে অবশ্যই একজন ডিজাইন স্পেশালিস্ট হওয়া প্রয়োজন, অন্যথায় সাফল্য পাবেন না। তবে, ড্রিবলের কাজের ধরণ অন্যসব মার্কেটপ্লেসের থেকে ভিন্ন।
এখানে কাজ করার জন্য আপনাকে একাউন্ট করা এবং প্রোফাইল তৈরি করতে হবে। এরপর জব বোর্ড তৈরি করে, আপনাকে সেখানে আপলোড করতে হবে আপনার বেস্ট ডিজাইন। কারণ, বায়ারেরা এখানে ডিজাইন ক্রয় করে নিজে খুজে।
এখানে কাজ করার জন্য লোকেশন নির্ধারণ কাতা যাওয়ার কারণে, কম্পিটিশন কমিয়ে ফেলে যায়। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি খুব সহজে সফলতা পেয়ে যাবেন।
Aquent (অ্যাকুয়েন্ট)
Toptal (টপটাল)
যে সকল প্রোফেশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে, তার মধ্যে টপটাল অন্যতম। টপটালে প্রফেশনাল পদ্ধতিতে সকল বিষয় নিয়ন্ত্রণ করা হয়। আর এই প্লাটফর্মে কাজ করার জন্য আপনার ফ্রিল্যান্সার হিসাবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে।
আপনি যদি এই মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করাতে চান, তাহলে আপনাকে শক্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে এগুতে হবে। তারা তাদের ওয়েবসাইটের এক্সেসের পারমিশন দেয়ার আগে, আপনার সম্পর্কে পরিস্কার ধারণা নেওয়ার পর দিবে।
এখানে হাজার হাজার আবেদন যাচাই বাচাই করার পর উপজুক্ত ফ্রিল্যান্সার নির্বাচন করে বলে, এখানে কাজ পাওয়ার জন্য তেমন সমস্যা হয় না। তাছাড়া, বায়ারেরা টপটাল এর মত মার্কেটপ্লেস সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন।
People Per-Hour (পিপল পার আওয়ার)
PPH পিপল পার আওয়ার মার্কেটপ্লেসটি তার যাত্রা শুরু করে ২০০৭ সাল থেকে। এই প্ল্যাটফর্ম তার জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত সাফল্যের সঙ্গে ধরে রেখেছে তারের রেপুটেশন। বর্তমানে এই প্লাটফর্মে দক্ষ এবং অভিজ্ঞ ফ্রিল্যান্সারের সংখ্যা ৩ মিলিয়ান ছাড়িয়ে গেছে,
এখানে প্রায় সকল ক্যাটাগরির কাজ পাওয়া যায়। পিপল পার আওয়ার মার্কেটপ্লেসটির সবচেয়ে ভালো দিক হলো, এখানে আপনি চাইলে নিজের সার্ভিস বিক্রি করতে পারবেন। অর্থাৎ বায়ারের কাজে আবেদনের সঙ্গে সঙ্গে আপনার নিজের সার্ভিস বিক্রির সুযোগ রয়েছে।
Simply Hired (সেমপ্লি হায়ার্ড)
কাজের সমুদ্র বলা হয়ে থাকে সেমপ্লি হায়ার্ড মার্কেটপ্লেসকে। কারণ এই মার্কেটপ্লেসে জব পোস্টিং করা থেকে শুরু করে, কাজ কমপ্লিট করা পর্যন্ত কোন চার্জ প্রদান করতে হয় না। ফলে, এখানে জব পোস্ট করতে বায়ারের কোন বাধা থাকে না।
তার ফলশ্রুতিতে সেমপ্লি হায়ার্ড মার্কেটপ্লেসে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। আপনি যদি অধিক পরিমাণে কাজ করার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকেন, তাহলে সেমপ্লি হায়ার্ড মার্কেটপ্লেসকে নিঃসন্দেহে আপনার পছন্দের তালিকায় রাখুন।
ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম- শেষকথা
আপনি যদি চাকুরি পেছনে না ছুটে, খুব সহজে স্বাধীন ভাবে কাজ করে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনি উপরের প্লাটফর্মে কাজ করতে পারেন। কারণ, বর্তমানে সারা বিশ্বে যত ফ্রিল্যান্সার রয়েছে, তার বেশিরভাগ এই সকল প্লাটফর্মে কাজ করে থাকেন।
প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি, আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে নিশ্চই জেনে গেছেন "মার্কেটপ্লেস কি? জনপ্রিয় ১০ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস'' সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরো পড়ুনঃ এসইও (SEO) কি? কিভাবে এসইও করতে হয়?
যা, আপনাদের অনেক উপকারে আসবে বলে, আমরা আশাবাদী। আর আর্টিকেলটি যদি ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url