ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আরো পড়ুনঃ ঢাকা টু রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫

পঞ্চগড় বাংলাদেশের উত্তরের জেলা এবং রাজধানী ঢাকা থেকে সবচেয়ে দূরের জেলা শহর। পঞ্চগড় একটি জেলা শহর হওয়ার কারণে চাকুরি ব্যবসা শিক্ষা কিংবা ভ্রমনসহ বিভিন্ন কাজে ঢাকা থেকে পঞ্চগর আবার পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করার প্রয়োজন পড়ে।

আর ঢাকা সঙ্গে পঞ্চগড়ে যাতায়াতের জন্য যদিও, সকল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কিন্তু এই পথে যোগাযোগের জন্য বেশির ভাগ মানুষ বেচে নেন, রেল যোগাযোগকে। কারণ, আকাশ পথের খরচ বেশির ভাগ মানুষের সাধ্যের বাইরে।

আর সড়ক পথে রাস্তায় জ্যামসহ বিভিন্ন ভোগান্তির কারণে, জনপ্রিয় হয়ে উঠেছে রেলপথ। কিন্তু রেল পথে যাতায়াতের জন্য প্রয়োজন পড়ে, ট্রেনের সময়সূচী এবং ভাড়াসহ কোন কোন ট্রেন এই পথে চলাচল করে এই সম্পর্কে জানা।

তাই, ঢাকা টু পঞ্চগড় জাতায়াতকারী অনেক যাত্রী সাধারণ এই পথের ট্রেন সম্পর্কে গুগলে জানতে চান। তাই, আপনাদের সুবিধার জন্য আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি "ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫'' সম্পর্কে। চলুন তাহলে দেখি-

ঢাকা- পঞ্চগড়- ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আপনারা অনেকে আছেন যারা ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা নিয়মিতভাবে চলাচল করেন, তাদের এই পথে চলাচলকারি ট্রেনের সম্পর্কে অনেকটাই ধারণা রয়েছে। কিন্তু, যারা এই পথে নতুন, তাদের ক্ষেত্রে না জানাটাই স্বাভাবিক।

তবে, চিন্তার কোন কারণ নেই, কারণ আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঢাকা টু পঞ্চগড় এবং পঞ্চগড় টু ঢাকা চলাচলকারি ট্রেনের ট্রেন নাম, ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ও পৌছার সময় এবং ভাড়াসহ বিস্তারিতভাবে সকল তথ্য।

ঢাকা- পঞ্চগড়- ঢাকা চলাচলকারি ট্রেনের নাম

আপনারা যা ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা পথের জনপ্রিয় মাধ্যম ট্রেনে চেপে যাতায়াত করতে চান, তাদের সুবিধার জন্য, এই পথে চলাচলকারি ট্রেনেন নাম এবং নম্বার নিম্নে দেখানো হলো। চলুন তাহলে আমরা দেখে নেই ট্রেনের নামগুলি-

  • একতা এক্সপ্রেস ৭০৫/৭০৬ আন্তঃনগর।
  • পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩/৭৯৪ আন্তঃনগর।
  • দ্রুতযান এক্সপ্রেস ৭৫৭/৭৫৮ আন্তঃনগর।

ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী

বর্তমানে ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা নিয়মিতভাবে প্রতিদিন তিনটি ট্রেন চলাচল করছে। তবে, অনেকেই আছেন যারা এই সকল ট্রেনের সঠিক সময়সূচী অর্থাৎ কোন ট্রেন কয়টার সময় ছেড়ে যায় সেই সম্পর্কে সঠিক ধারণা নেই। 

তাই, তারা আরাম দায়ক, খরচে সাশ্রয়ী এবং নিরাপদ ভ্রমনে যাতায়াত করার ইচ্ছা থাকা স্বত্বেও যাতায়াত করতে পারেন না। কারণ, ট্রেনে করে ভ্রমণের জন্য ট্রেনের সময়সূচী জানা জরুরি। তাই আপনাদের সুবিধার জন্য নিম্নে এই পথে চলাচলকারী ট্রেনে সকল তথ্য বিস্তারিভাবে আলোচনা করবো। চলুন দেখি-

ঢাকা টু পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ট্রেনের নাম নম্বার

ছাড়ার সময়

পৌছার সময়

বন্ধের দিন

একতা এক্সপ্রেস ৭০৫

সকাল- ১০.১০ মিঃ

রাত- ০৯.০০ মিঃ

নাই

দ্রুতযান এক্সপ্রেস ৭৫৭

রাত- ০৮.০০ মিঃ

সকাল- ০৬.০০ মিঃ

নাই

পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩

রাত- ১০.৪৫ মিঃ

সকাল- ০৮.৫০ মিঃ

নাই

পঞ্চগড় টু ঢাকা আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ট্রেনের নাম নম্বার

ছাড়ার সময়

পৌছার সময়

বন্ধের দিন

একতা এক্সপ্রেস ৭০৬

রাত- ০৯.১০ মিঃ

সকাল- ০৮.১০ মিঃ

নাই

দ্রুতযান এক্সপ্রেস ৭৫৮

সকাল- ০৭.২০ মিঃ

সন্ধ্যা- ০৬.৫৫ মিঃ

নাই

পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩

দুপুর- ১২.৩০ মিঃ

রাত- ০৯.৫৫ মিঃ

নাই

একতা এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী

একতা এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় ট্রেনটি প্রতিদিন নিয়মিতভাবে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে সকাল ১০ঃ১০ মিনিটে যাত্রা শুরু করে এবং নির্ধারিত ২৩ টি ষ্টেশনে কয়েক মিনিট বিরতি দিয়ে ১১ ঘন্টা ১০ মিনিট পর রাত ০৯ঃ০০ মিনিটে পঞ্চগড় বিএমএসএস ষ্টেশনে পৌছায়।

দ্রুতযান এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী

দ্রুতযান এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় ট্রেনটি প্রতিদিন নিয়মিতভাবে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রাত ০৮ঃ০০ মিনিটে যাত্রা শুরু করে এবং নির্ধারিত ২৫ টি ষ্টেশনে কয়েক মিনিট বিরতি দিয়ে ১০ ঘন্টা ০০ মিনিট পর সকাল ০৬ঃ০০ মিনিটে পঞ্চগড় বিএমএসএস ষ্টেশনে পৌছায়।

পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী

পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় ট্রেনটি প্রতিদিন নিয়মিতভাবে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রাত ১০ঃ৪৫ মিনিটে যাত্রা শুরু করে এবং নির্ধারিত ০৭ টি ষ্টেশনে কয়েক মিনিট বিরতি দিয়ে ১০ ঘন্টা ৫৫ মিনিট পর সকাল ০৮ঃ৫০ মিনিটে পঞ্চগড় বিএমএসএস ষ্টেশনে পৌছায়।

একতা এক্সপ্রেস পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী

একতা এক্সপ্রেস পঞ্চগড় টু ঢাকা ট্রেনটি প্রতিদিন নিয়মিতভাবে পঞ্চগড় বিএমএসএস ষ্টেশন থেকে রাত ০৯ঃ১০ মিনিটে যাত্রা শুরু করে এবং নির্ধারিত ২৩ টি ষ্টেশনে কয়েক মিনিট বিরতি দিয়ে ১১ ঘন্টা ০০ মিনিট পর সকাল ০৮ঃ১০ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশনে পৌছায়।

দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী

দ্রুতযান এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় ট্রেনটি প্রতিদিন নিয়মিতভাবে পঞ্চগড় বিএমএসএস ষ্টেশন থেকে সকাল ০৭ঃ২০ মিনিটে যাত্রা শুরু করে এবং নির্ধারিত ২৫ টি ষ্টেশনে কয়েক মিনিট বিরতি দিয়ে ১০ ঘন্টা ৩৫ মিনিট পর সন্ধ্যা ০৬ঃ৫৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশনে পৌছায়।

পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী

পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় ট্রেনটি প্রতিদিন নিয়মিতভাবে পঞ্চগড় বিএমএসএস ষ্টেশন থেকে দুপুর ১২ঃ৩০ মিনিটে যাত্রা শুরু করে এবং নির্ধারিত ০৭ টি ষ্টেশনে কয়েক মিনিট বিরতি দিয়ে ০৯ ঘন্টা ২৫ মিনিট পর রাত ০৯ঃ৫৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশনে পৌছায়।

একতা এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা বিরতির স্থান

আপনারা অনেকে আছেন যারা, একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনযোগে ঢাকা টু পঞ্চগড় সরাসরি না গিয়ে, মাঝপথের কোন ষ্টেশনে উঠতে বা নামতে পারেন। তাই আপনাদের সুবিধার জন্য ট্রেনটি কোন কোন ষ্টেশনে বিরতি দেয় তার তালিকা নিম্নে দেওয়া হলো-

আরো পড়ুনঃ জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

  • বিমানবন্দর।
  • জয়দেবপুর।
  • টাঙ্গাইল।
  • বঙ্গবন্ধু ব্রিজ পূর্ব।
  • শহীদ এম মনসুর আলো।
  • উল্লাপাড়া।
  • ঈশ্বরদী বাইপাস।
  • নাটোর।
  • সান্তাহার।
  • আক্কেলপুর।
  • জয়পুরহাট।
  • পাঁচবিবি।
  • বিরামপুর।
  • ফুলবাড়ি।
  • পার্বতীপুর।
  • চিরির বন্দর। 
  • দিনাজপুর।
  • সেতাবগঞ্জ।
  • পীরগঞ্জ।
  • ঠাকুরগাঁও।
  • রুহিয়া।
  • কিসমত।
  • বি,এম,এস,এস।

দ্রুতযান এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা বিরতির স্থান

আপনারা অনেকে আছেন যারা, দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনযোগে ঢাকা টু পঞ্চগড় সরাসরি না গিয়ে, মাঝপথের কোন ষ্টেশনে উঠতে বা নামতে পারেন। তাই আপনাদের সুবিধার জন্য ট্রেনটি কোন কোন ষ্টেশনে বিরতি দেয়, তার তালিকা নিম্নে দেওয়া হলো-

  • বিমানবন্দর।
  • জয়দেবপুর।
  • টাঙ্গাইল।
  • বঙ্গবন্ধু ব্রিজ পূর্ব।
  • জাম তৈল।
  • চাটমোহর।
  • ঈশ্বরদী বাইপাস (ফেরার পথে)।
  • নাটোর।
  • আত্রাই।
  • সান্তাহার।
  • আক্কেলপুর।
  • জয়পুরহাট।
  • পাঁচবিবি।
  • বিরামপুর।
  • ফুলবাড়ি।
  • পার্বতীপুর।
  • চিরির বন্দর। 
  • দিনাজপুর।
  • সেতাবগঞ্জ।
  • পীরগঞ্জ।
  • ঠাকুরগাঁও।
  • রুহিয়া।
  • কিসমত।
  • বি,এম,এস,এস।

পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা বিরতির স্থান

আপনারা অনেকে আছেন যারা, পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনযোগে ঢাকা টু পঞ্চগড় সরাসরি না গিয়ে, মাঝপথের কোন ষ্টেশনে উঠতে বা নামতে পারেন। তাই আপনাদের সুবিধার জন্য ট্রেনটি কোন কোন ষ্টেশনে বিরতি দেয়, তার তালিকা নিম্নে দেওয়া হলো-

  • বিমান বন্দর।
  • নাটোর।
  • সান্তাহার।
  • জয়পুরহাট।
  • পার্বতীপুর।
  • দিনাজপুর।
  • ঠাকুরগাঁও।
  • পঞ্চগড়।

ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫

ঢাকা টু পঞ্চগড় টু ঢাকার পথে যেহেতু সকল ট্রেন আন্তঃনগর, তাই সকল ট্রেনের ভাড়া একই। যা বাংলাদেশ সরকারের রেল মন্ত্রাণালয়ের নির্ধারিত হারে আদায় করা হয়ে থাকে, চারটি ক্যাটাগরিতে নেওয়া হয়ে থাকে। নিম্নে এই পথের ভাড়া টেবিলের মাধ্যমে দেখানো হলো- 

আসন ভেদে টিকিটের মুল্য

ক্রঃ নং

আসনের নাম

টিকিটের মূল্য

শোভন চেয়ার

৫৫০ টাকা

স্নিগ্ধা চেয়ার

১০৫৩ টাকা

এসি সিট

১২৬০ টাকা

এসি কেবিন

১৮৯২ টাকা

ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব কত?

পাঠক পাঠিকাগণ আপনারা জেনে গেছেন, ঢাকা থেকে পঞ্চগড় থেকে ঢাকা চলালল কারি ট্রেনের  নাম, সময়সূচী, ভাড়া এবং কোন কোন ট্রেন কোন ষ্টেশনে যাত্রা বিরতি দেয় সেই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। কিন্তু এখান জানা প্রয়োজন এই পথের দূরত্ব সম্পর্কে।

আপনার উত্তর যদি হ্যাঁ হয়ে, থাকে, তাহলে জেনে নিন ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব সম্পর্কে। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব সাধারণভাবে প্রায় ৪৯৪ কিলোমিটার আর রেল পথের দূরত্ব ৫২৬ কিলোমিটার। যা, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল পথ।

ঢাকা ঢেকে পঞ্চগড় থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া- শেষকথা

বংলাদেশের অন্যতম জন্প্রিয় যোগাযোগ মাধ্যম রেল যোগাযোগ। যার জনপ্রিয়তা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ, আকাশ পথের ভাড়া অনেকের সাধ্যের বাইরে এবং সড়ক পথে বিভিন্ন ভোগান্তিসহ অনেকে বাসে করে যাতায়াত করতে নাপারা, অনেকটা কারণ হতে পারে।

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি আর্টিকেল পড়ে থাকেন তাহলে, নিশ্চয়ই জেনে গেছেন, "ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫" সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য। যা আমরা আর্টিকেলে ইতিপূর্বেই আলোচনা করেছি।

আরো পড়ুনঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫

আশাকরি আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি আর্টিকেলটি আপনাদের উপকারে আসে, তাহলে আমাদের শ্রম সার্থক হবে। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url