আরো পড়ুনঃ জয়পুরহাট টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ঢাকা থেকে জয়পুরহাট আবার জয়পুরহাট থেকে ঢাকা প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবসা, শিক্ষা, চিকতসা, চাকুরি কিংবা ভ্রমণের জন্য যাতায়াত করেন। আর ঢাকা থেকে জয়পুরহাটের দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। আর এই দীর্ঘপথ যাতায়াতের জন্য জদিও, বাস যোগাযোগ মাধ্যম রয়েছে।
কিন্তু বেশিরভাব মানুষ এই পথে যাতায়ের জন্য রেলপথকে বেচে নেন। আর রেলে যাতায়াত করার জন্য প্রয়োজন পড়ে, এই পথে ট্রেনের সম্পর্কে বিস্তারিত জানা। তাই, অনেকে আছেন যারা ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করেন।
আর আপনিও কি যানতে চান? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। তাই আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, "ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫" সম্পর্কে। চলুন তাহলে দেখি-
ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনারা অনেকে আছেন, যারা ঢাকা থেকে জয়পুরহাট বিভিন্ন কাজে ট্রেনে করে নিয়মিতভাবে যাতায়াত করেন, তারা বেশিরভাগ মানুষ এই পথে চলাচলকারি ট্রেন সম্পর্কে জানেন। কিন্তু অনেকে আছেন, যারা নতুন ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনে করে যেতে চান।
তাদের এই পথে ট্রেনে করে যাতায়াতের জন্য, জরুরী প্রয়োজন এই পথের ট্রেন সম্পর্কে জানা। তবে, চিন্তার কোন কারণ নেই, কারণ আপনি যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়েন, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
কেননা আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঢাকা টু জয়পুরহাট চলাচলকারি ট্রেনের নাম, ট্রেনটি ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময়, গন্তব্যস্থানে পৌছার সময় এবং ভাড়া সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য।
ঢাকা টু জয়পুরহাট চলাচলকারী ট্রেনের নাম
বর্তমানে ঢাকা থেকে জয়পুরহাট এর পথে সকাল ০৬টা ৪৫ মিনিটে প্রথম ট্রেন এবং শেষ ট্রেন রাত ১১টা ৩০ মিনিটেসহ মোট ৬টি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল করে। নিম্নে এই ট্রেনের নাম এবং কোড নম্বার দেখে নিন।
- নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) আন্তঃনগর।
- একতা এক্সপ্রেস (৭০৫) আন্তঃনগর।
- চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) আন্তঃনগর।
- দ্রতজান এক্সপ্রেস (৭৫৭) আন্তঃনগর।
- কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭) আন্তঃনগর।
- পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৭) আন্তঃনগর।
ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী
আপনারা অনেকে আছেন যারা ঢাকা থেকে বর্তমানে সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, নিরাপদ, আরাম দায়ক এবং খরচ সাশ্রয়ী বাহন ট্রেনে করে যেতে চান। অথচ এই পথে চলাচলকারি ট্রেনের সময়সূচী সম্পর্কে জানেন।
কিন্তু ট্রেনে চলাচল করার জন্য আপনাকে অবশ্যই যানতে হবে, ট্রেনের সঠিক সময়সূচী। কারণ, ট্রেন নির্দিষ্ট একটি সময়ে ষ্টেশন থেকে ছেড়ে যায়। তাই আপনাকে সঠিক সময়ে ষ্টেশনে যেতে হবে এবং ট্রনে উঠে যাত্রা করতে হবে।
তবে, চিন্তার কোন কারণ নেই, কারণ আপনি যদি আর্টিকেলটি মনোযোগের সঙ্গে পড়েন, তাহলে আমরা আশাবাদী যে, আপনার এই পথে, ট্রেনে করে জাতায়াতের কোন সমস্যা হবে না। আর দেরি না করে চলুন আমরা দেখে নেই, ট্রেনের সময়সূচী সম্পর্কে-
নীলসাগর এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী
নীলসাগর এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ০৬দিন (সোমবার সাপ্তাহিক ছুটি) নিয়মিতভাবে সকাল ০৬ঃ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৯টি রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে দুপুর ০১ঃ১১মিনিট পর ০৬ঘন্টা ২৬ মিনিটে জয়পুরহাট রেলওয়ে ষ্টেশনে পৌছায়।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে জয়পুরহাট যাত্রা পথে যে সকল ষ্টেশনে যাতা বিরতি দেয় এবং কয়টার সময় ষ্টেশন ছেড়ে যায়, সেই সকল স্টেশনের নামের তালিকা ও সময় নিম্নে দেওয়া হলো।
- ঢাকা কমলাপুর, সকাল- ০৬ঃ৪৫ মিনিট।
- বিমান বন্দর, সকাল- ০৭ঃ০৭ মিনিট।
- জয়দেবপুর, সকাল- ০৭ঃ৩৩ মিনিট।
- বঙ্গবন্ধু সেতু, সকাল- ০৯ঃ০০ মিনিট।
- মুলাডালি, সকাল- ১০ঃ৩৯ মিনিট।
- নাটোর, বেলা- ১১ঃ১৬ মিনিট।
- আহসানগঞ্জ, বেলা- ১১ঃ৪০ মিনিট।
- সান্তাহার, বেলে- ১২ঃ১৫ মিনিট।
- আক্কেলপুর, বেলা- ১২.৪০ মিনিট।
- জয়পুরহাট, বেলা- ০১ঃ১১ মিনিটে পৌঁছে।
একতা এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী
একতা এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ০৭দিন (সাপ্তাহিক ছুটি নাই) নিয়মিতভাবে সকাল ১০ঃ১৫ মিনিটে ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৯টি রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে বিকাল ০৪ঃ৪৯ মিনিট পর ০৬ঘন্টা ৩৪ মিনিটে জয়পুরহাট রেলওয়ে ষ্টেশনে পৌছায়।
একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে জয়পুরহাট যাত্রা পথে যে সকল ষ্টেশনে যাতা বিরতি দেয় এবং কয়টার সময় ষ্টেশন ছেড়ে যায়, সেই সকল স্টেশনের নামের তালিকা ও সময় নিম্নে দেওয়া হলো।
- ঢাকা কমলাপুর, সকাল- ১০ঃ১৫ মিনিট।
- বিমান বন্দর, সকাল- ১০ঃ৩৭ মিনিট।
- জয়দেবপুর, বেলা- ১১ঃ০৫ মিনিট।
- টাঙ্গাইল, বেলা- ১২.০৫ মিনিট।
- বঙ্গবন্ধু সেতু, সকাল- .১২ঃ২৭ মিনিট।
- S,A মিনসুর আলী, বেলা- ০১ঃ০৪ মিনিট।
- ঈশ্বরদী বাইপাস, বেলা- ০২ঃ২০ মিনিট।
- নাটোর, বেলা- .০৩ঃ২০ মিনিট।
- সান্তাহার, বিকাল- ০৪ঃ০০ মিনিট।
- আক্কেলপুর, বিকাল- ০৪ঃ২৫ মিনিট।
- জয়পুরহাট, বিকাল- ০৪ঃ৪৯ মিনিটে পৌঁছে।
চিলাহাটি এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী
চিলাহাটি এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ০৬দিন (শনিবার সাপ্তাহিক ছুটি) নিয়মিতভাবে বিকাল ০৫ঃ০০ মিনিটে ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝযান ০৫টি রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত- ১১ঃ৪১ মিনিট পর ০৬ঘন্টা ৪১ মিনিটে জয়পুরহাট রেলওয়ে ষ্টেশনে পৌছায়।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে জয়পুরহাট যাত্রা পথে যে সকল ষ্টেশনে যাতা বিরতি দেয় এবং কয়টার সময় ষ্টেশন ছেড়ে যায়, সেই সকল স্টেশনের নামের তালিকা ও সময় নিম্নে দেওয়া হলো।
- ঢাকা কমলাপুর, বিকাল- ০৫ঃ০০ মিনিট।
- বিমান বন্দর,
- জয়দেবপুর,
- ঈশ্বরদী বাইপাস,
- নাটোর,
- সান্তাহার,
- জয়পুরহাট, রাত- ১১ঃ৪১ মিনিটে পৌঁছে।
দ্রতযান এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী
দ্রতযান এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ০৭দিন (সাপ্তাহিক ছুটি নাই) নিয়মিতভাবে রাত ০৮ঃ০০ মিনিটে ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৮টি রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ০২ঃ০৬ মিনিট পর ০৬ঘন্টা ০৬ মিনিটে জয়পুরহাট রেলওয়ে ষ্টেশনে পৌছায়।
দ্রতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে জয়পুরহাট যাত্রা পথে যে সকল ষ্টেশনে যাতা বিরতি দেয় এবং কয়টার সময় ষ্টেশন ছেড়ে যায়, সেই সকল স্টেশনের নামের তালিকা ও সময় নিম্নে দেওয়া হলো।
- ঢাকা কমলাপুর, রাত- ০৮ঃ০০ মিনিট।
- বিমান বন্দর,
- জয়দেবপুর,
- বঙ্গবন্ধু সেতু পূর্ব
- বঙ্গবন্ধু সেতু পশ্চিম
- ঈশ্বরদী বাইপাস
- নাটোর,
- সান্তাহার,
- আক্কেলপুর,
- জয়পুরহাট, রাত- ০২ঃ০৬ মিনিটে পৌঁছে।
কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী
কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ০৬দিন (বুধবার সাপ্তাহিক ছুটি) নিয়মিতভাবে রাত ০৮ঃ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৩টি রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ০২ঃ৫২ মিনিট পর ০৬ঘন্টা ০৭ মিনিটে জয়পুরহাট রেলওয়ে ষ্টেশনে পৌছায়।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে জয়পুরহাট যাত্রা পথে যে সকল ষ্টেশনে যাতা বিরতি দেয় এবং কয়টার সময় ষ্টেশন ছেড়ে যায়, সেই সকল স্টেশনের নামের তালিকা ও সময় নিম্নে দেওয়া হলো।
- ঢাকা কমলাপুর, রাত- ০৮ঃ৪৫ মিনিট।
- বিমান বন্দর, রাত- ০৯ঃ১২ মিনিট।
- মাধনগর রাত- ০১ঃ২৬ মিনিট।
- সান্তাহার, রাত- ০২ঃ২৬ মিনিট।
- জয়পুরহাট, রাত- ০২ঃ৫০ মিনিটে পৌঁছে।
পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী
পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ০৭দিন (সাপ্তাহিক ছুটি নাই) নিয়মিতভাবে রাত ১১ঃ৩০ মিনিটে ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৩টি রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে ভোর ০৫ঃ১৬ মিনিট পর ০৫ঘন্টা ৪৬ মিনিটে জয়পুরহাট রেলওয়ে ষ্টেশনে পৌছায়।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে জয়পুরহাট যাত্রা পথে যে সকল ষ্টেশনে যাতা বিরতি দেয় এবং কয়টার সময় ষ্টেশন ছেড়ে যায়, সেই সকল স্টেশনের নামের তালিকা ও সময় নিম্নে দেওয়া হলো।
- ঢাকা কমলাপুর, রাত- ১১ঃ৩০ মিনিট।
- বিমান বন্দর, রাত ১২ঃ১২ মিনিট।
- নাটোর, রাত-
- সান্তাহার, রাত- ০৪ঃ১০ মিনিট।
- জয়পুরহাট, ভোর- ০৫ঃ২৬ মিনিটে পৌঁছে।
ঢাকা টু জয়পুরহাট আন্তঃনগর ট্রেনের ভাড়া ২০২৫
ঢাকা টু জয়পুরহাট রেল পথের দূরত্ব প্রায় ২৫৪ কলমিটার এবং এই পথে আন্তঃনগর ট্রেনে করে যেতে সময় লাগে প্রায় ৬ থকে ৭ ঘন্টা। আর আসনভেদে ঢাকা টু জয়পুরহাটের ভাড়া নিম্নের টেবিলের মাধ্যমে দেখানো হলো-
আসন ভেদে টিকিটের মুল্য
|
ক্রঃ নং
|
আসনের নাম
|
টিকিটের মূল্য
|
১
|
শোভন চেয়ার
|
৪৬৫ টাকা
|
২
|
প্রথম বার্থ
|
৭৭৫ টাকা
|
৩
|
স্নিগ্ধা
|
৮৯২ টাকা
|
৪
|
এসি সিট
|
১০৭০ টাকা
|
৫
|
এসি বার্থ
|
১৫৯৯ টাকা
|
ঢাকা থেকে জয়পুরহাড় ট্রেনের সময়সূচী- শেষকথা
প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন, "ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫'' সম্পর্কে সকল তথ্য।
যা, আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী। আর্টিকেলটি যদি ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url