খুলনা শহরের সেরা আবাসিক হোটেলের ভাড়া ২০২৫
খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি বিভাগীয় শহর। খুলনা বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। খুলনায় যেমন রয়েছে শিল্প খারখানা, তেমনিভাবে এখানে সুন্দর বন থেকে শুরু করে দর্শনীয় স্থানে ভরপুর।
সেই কারণে, প্রতিদিন খুলনায় হাজার হাজার দেশি বিদেশি পর্যটকেরা, এই সকল দর্শনীয় স্থান ভ্রমণসহ অনেকে ব্যবসা, শিক্ষা কিংবা চিকিৎসার জন্য আসেন। আর অনেক সময় তাদের রাত্রী যাপনের প্রয়োজন পড়ে খুলনা শহরে।
আর এই সকল কথা মাথায় রেখে, খুলনা শহরে গড়ে উঠেছে বিভিন্ন মানের আবাসিক হোটেল। কিন্তু অনেকে ভ্রমনে এসে সময় নষ্ট করে, হোটেলে হোটেলে ঘুরে রুম বুক করতে চান না। তাই আপনাদের সুবিধার জন্য, আজকের আর্টিকেলে শেয়ার করছি খুলনার কয়েকটি জনপ্রিয় হোটেল সম্পর্কে।
খুলনা শহরের সেরা আবাসিক হোটেল ভাড়া ২০২৫
আপনারা যারা ভ্রমণ, শিক্ষা, ব্যবসা কিংবা চিকিৎসাসহ বিভিন্ন কারণে খুলনা শহর এসে, রাত্রী যাপন করেন। কিন্তু বিভিন্ন ব্যস্ততা কিংবা ঘুরার কারণে, হোটেল বুক করতে পারেন না। ফলে অনেক সময় ভালো হোটেল এমনকি কোন কোন সময় রুম পাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়।
তাই, আপনাদের সুবিধার জন্য, আমরা খুলনা শহরে থাকা বেশ কয়েকটি, সেরা মানের আবাসিক হোটেলের নাম, ভাড়া এবং মোবাইল নম্বারসহ ঠিকানা শেয়ার করেছে। যাতে আপনারা হোটেলে না গিয়ে বা ভ্রমনে যাওয়ার আগেই আপনার পছন্দ এবং সাধ্যমত হোটেলের রুম বুক করতে পারেন।
কারণ, বর্তমানে খুলনা শহরে গড়ে উঠেছে প্রচুর পরিমাণে আবাসিক হোটেল, তবে, সব হোটেলের সেবার মান এবং পরিবেশ ভালো নয়। তাই আমরা সেরা মানের আবাসিক হোটেল সম্পর্কে শেয়ার করেছি। আপনি আপনার সাধ্য এবং পছন্দ মত হোটেলের রুম বুক করুন। চলুন তাহলে দেখি-
আবাসিক হোটেল ক্যাসেল সালমা খুলনা | Residential Hotel Castle Salma Khulna
আবাসিক হোটেল ক্যাসেল সালমা, খুলনা শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। এই আবাসিক হোটেলটি অত্যান্ত আরাম দায়ক হওয়ায়, খুলনায় ভ্রমণে আসা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই হোটেল। নিম্নে এই আবাসিকের রুমের ধরণ, ভাড়া এবং ঠিকানা আলোচনা করা হলো-
আবাসিক হোটেল ক্যাসেল সালমা খুলনা |
||
ক্রঃনং |
রুমের ধরণ |
প্রতি রাতের ভাড়া |
১ |
স্ট্যান্ডার্ড একক |
২১০০ টাকা |
২ |
সুপিরিয়র একক |
৩৪০০ টাকা |
৩ |
সুপিরিয়র ডাবল |
৪২০০ টাকা |
৪ |
জুনিয়র স্যুট একক |
৫৮০০ টাকা |
৫ |
রাস্ট্রপতি স্যুট |
৮৫০০ টাকা |
৬ |
নির্বাহী স্যুট |
৮৭০০ টাকা |
৭ |
কিং স্যুট |
১০০০০ টাকা |
৮ |
রাস্ট্রপতি অ্যাপার্টমেন্ট |
৩৪০০০ টাকা |
হোটেলের ঠিকানা-
- আবাসিক হোটেল ক্যাসেল সালমা খুলনা।
- জি- ৮, কে, ডি, এ এভিনিউ,
- খুলনা সদর, খুলনা- ৯১০০।
- জরুরী প্রয়োজনে- ০১৭১১৩৯৭৬০৭।
দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেল আবিসিক খুলনা | The Grand Placid Hotel Abisque Khulna
খুলনা অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেলটি শহরের ময়লাপোতা মোড়ে অবস্থিত। এই হোটেলে রয়েছে গাড়ি পারকিং থেকে শুরু করে সম্মেলল কক্ষসহ সকল ধরণের সুযোগ সুবিধা। নিম্নে এই আবাসিকের রুমের ধরণ, ভাড়া এবং ঠিকানা আলোচনা করা হলো-
হোটেলের ঠিকানা-
- দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেল আবিসিক।
- ৪/৫ শের-এ বাংলা রোড, ময়লাপোতা,
- খুলনা সদর, খুলনা- ৯১০০।
- জরুরী প্রয়োজনে- ০১৭১৩৭৫৯০০০/ ০১৩১২৩৪৭৩৭৩।
হোটেল সিটি ইন আবাসিক খুলনা | Hotel City Inn Residential Khulna
খুলনা শহরের থাকা সেরা হোটেলের তালিকায় থাকা আন্তর্জাতিক মানের হোটেল সিটি ইন আবাসিক। এই হোটেলে ভিআইপিরা বেশি রাত্রী জাপন করেন এবং এখানে পর্যটকদের জন্য খাওয়ার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ দেওয়া হয়। নিম্নে এই আবাসিকের রুমের ধরণ, ভাড়া এবং ঠিকানা আলোচনা করা হলো-
- হোটেল সিটি ইন আবাসিক খুলনা।
- কেডিএ বাণিজ্যিক এলাকা, বি-১ মজিদ সরণি,
- খুলনা সদর, খুলনা- ৯১০০।
- জরুরী প্রয়োজনে- ০১৭১১২৯৮৫০১।
আবাসিক হোটেল ডিএস প্যালেস খুলনা | Residential Hotel D S Palace Khulna
খুলনা শহরের অন্যতম জনপ্রিয় এবং সেরা মানের আবাসিক হোটেল ডি এস প্যালেস রূপসা নদীর তীরে ২০১৯ সালে চালু হয়। এই হোটেলের ২৪ ঘন্টা সেবার মান এবং হোটেলের কারুকাজের জন্য, পর্যটকদের অত্যন্ত জনপ্রিয়। এই আবাসিকের রুমের ধরণ, ভাড়া এবং ঠিকানা আলোচনা করা হলো-
আরো পড়ুনঃ ময়মনসিংহ শহরের আবাসিক হোটেলের নাম, ভাড়া ও মোবাইল নম্বারসহ ঠিকানা
- আবাসিক হোটেল ডি এস প্যালেস খুলনা।
- ধর্মপাশা, ২৯, স্যার ইকবাল রোড়,
- খুলনা সদর, খুলনা- ৯১০০।
- জরুরী প্রয়োজনে- ০১৭৩৩৩৭৩০২৩।
হোটেল ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল লিঃ খুলনা | Hotel Western Inn International Ltd. Khulna
খুলনা শহরে অবস্থিত তিন তারকা মানের উন্নত একটি আবাসিক হোটেল ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল লিঃ। এই আবাসিকে সকালের নাস্তা, লাঞ্চ এবং ডিনারসহ আধুনিক মানের রুম এবং গেস্টদের ২৪ ঘন্টা রুম সার্ভিস প্রদান করা। নিম্নে এই আবাসিকের রুমের ধরণ, ভাড়া এবং ঠিকানা আলোচনা করা হলো-
- হোটেল ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল লিঃ খুলনা।
- ৫১, খান-এ সনুর রোড, (খুলনা- যশোর রোড়),
- খুলনা সদর, খুলনা- ৯১০০।
- জরুরী প্রয়োজনে- ০১৭১১৪৩১০০০।
আবাসিক হোটেল জেসিকো খুলনা | Residential Hotel Jessica Khulna
- আবাসিক হোটেল জেসিকো খুলনা।
- লেয়ার যশোর রোড়, ৭৭, জেল টাওয়ার,
- খুলনা সদর, খুলনা- ৯১০০।
- জরুরী প্রয়োজনে- ০১৭১৫৭৪৩৪৭৭।
আবাসিক হোটেল অ্যাম্বাসেডর খুলনা | Residential Hotel Ambassador Khulna
খুলনা শহরের রূপসা ফেরী ঘাটের কাছাকাছি অবস্থিত, এই হোটেলটি সেরা আবাসিক হোটেলের তালিকায় থাকা অন্যতম। এখানে আপনি পাবেন, গাড়ি পার্কিংসহ, ওয়াই ফাই, নাস্তা েবং আধুনিক মানের সকল সুযোগ সুবিধা। নিম্নে এ আবাসিকের রুমের ধরণ, ভাড়া এবং ঠিকানা আলোচনা করা হলো-
- আবাসিক হোটেল অ্যাম্বাসেডর খুলনা।
- ৪৯, কে ডি ঘোষ সড়ক, হেলাতলা,
- খুলনা সদর, খুলনা- ৯১০০।
- জরুরী প্রয়োজনে- ০১৯৭৬৩৩৮৮০০।
আবাসিক হোটেল রয়েল ইন্টারন্যাশনাল খুলনা | Residential Hotel Royal International Khulna
খুলনা শহরের কেডি ইভিনিউতে অবস্থিত তিন তারকা মানের অন্যতম জনপ্রিয় আবসিক হোটেল রয়েল ইন্টারন্যাশনাল। এই হোটেলে আপনি পাবেন, ফ্রি সকালের নাস্তাসহ ওয়াই ফাই, ২৪ ঘন্টা প্রশিক্ষিত স্টাফ দ্বারা রুম সার্ভিস। নিম্নে এ আবাসিকের রুমের ধরণ, ভাড়া এবং ঠিকানা আলোচনা করা হলো-
- আবাসিক হোটেল রয়েল ইন্টারন্যাশনাল খুলনা।
- ৩২/৩৩-এ, কে ডি এ এভিনিউ,
- খুলনা সদর, খুলনা- ৯১০০।
- জরুরী প্রয়োজনে- ০১৭১৮৬৭৯৯০০।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url