এসইও (SEO) কি? কিভাবে এসইও করতে হয়?

আরো পড়ুনঃ অনলাইনে টাকা ইনকাম করার সহজ অ্যাপ

বর্তমান অনলাইনের বিশ্বে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অনলাইনে ইনকামের জন্য এসইও (SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার মাধ্যমে আপনার অয়েব পেজে প্রচুর কিওয়ার্ডের জন্য এটি জায়গা করে নিয়েছে।

যেটিকে অনলাইনের ভাষায় ইংরেজিতে বলা হয় Rank রেঙ্ক করা। আপনাদের মধ্য অনেকে আছেন, যারা এসইও (SEO) কি? কত প্রকার? কেন এসইও (SEO) প্রয়োজন? ইত্যাদি বিষয়ে সম্পর্কে জানার জন্য, গুগলে জানতে চান। আর আপনি যদি জানতে চান!

তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "এসইও কি? কিভাবে এসইও করতে হয়"সহ এসইও সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই-

আজকের পাঠ্যক্রম- এসইও (SEO) কি? কিভাবে এসইও করতে হয়?

  • এসইও (SEO) কি?
  • এসইও (SEO) কয় প্রকার এবং কি কি?
  • এসইও (SEO) কেন করা হয়?
  • এসইও (SEO) শিখবো কেন?
  • ব্যবসায়ী হিসাবে এসইও (SEO) শিখবেন কেন?
  • মার্কেটার হিসাবে এসইও (SEO) শিখবেন কেন?
  • এসইও (SEO) কয় ধরণের ও কি কি?
  • কিভাবে করতে হবে এসইও (SEO)?
  • অন পেজ এসইও (SEO) কি?
  • অফ পেজ এসইও (SEO) কি?
  • এসইও (SEO) এর গুরুত্ব- শেষকথা

এসইও (SEO) কি?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এসইও (SEO) এর পূর্ণ রূপ। খুব সহজ ভাষায় বলতে গেলে, গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে আমরা কোন কিছু লিখে জানতে চাই, তখন গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিন আমাদের সামনে অনেক ফলাফল দেখায়।

সেখান থেকে আমরা পছন্দমত ক্লিক করার পর, আমাদের কাঙ্খিত ওয়েবসাইটে আমরা প্রবেশ করে আমাদে প্রয়োজনীয় তথ্য দেখতে পাই। আর যেই জন্য সার্চ ইঞ্জিন আমাদের ফলাফল দেখায়, সেই পদ্ধতিকেই বলা হয় এসইও (SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

এসইও (SEO) কয় প্রকার এবং কি কি?

বর্তমান অনলাইনের জগতে এসইও (SEO) বিভিন্ন ধরণের হয়ে থাকে। তবে, নিম্নের আলোচনায় আমরা কয়েকটি জনপ্রিয় এসইও (SEO) এর নাম উল্লেখ করলাম-

  • টকনিক্যাল এসইও (SEO)।
  • অফ পেজ এসইও (SEO)।
  • অন পেজ এসইও (SEO)।
  • ই- কমার্স এসইও (SEO)।
  • মোবাইল এসইও (SEO)।
  • কন্টেন্ট এসইও (SEO)।
  • লোকাল এসইও (SEO)।

এসইও (SEO) কেন করা হয়?

আমরা আমাদের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনগুলোকে রেঙ্ক (Rank) করানোর জন্য এটি করি। এসইও (SEO) এর মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের ফলাফলগুলো পেজের প্রথমে রাখার চেস্টা করি। কারণ, মানুষ সার্চ দিয়ে যেটি পেজের প্রথমে পায়, সাধারণরত মানুষ সেটি বেশি দেখে।

উদাহরণ স্বরূপ, আপনার একটি ই- কমার্স সাইট রয়েছে, যেখানে আপনি বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রয় করেন। এখন আপনি চাইবেন যে, কেউ গুগলে সার্চ দিলে যেন গুগল আপনার সাইট প্রথমে দেখায়। তবে, ক্রেতারা আপনার সাইটের লিঙ্কে ক্লিক করবে, ফলে আপনার প্রডাক্ট বিক্রয় হবে।

আর এই পুরো প্রক্রিয়াটির মাধ্যমে আপনার ওয়েবসাইটে থাকা প্রসাধনী প্রডাক্ট সমুহকে গুগল এই কিওয়ার্ডের সাহায্য দেখাবে। আর সেটাকেই ডিজিটাল মার্কেটিং বা অনলাইনের জগতে বলা হয়ে থাকে এসইও (SEO)। আমরা আমাদের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনগুলোকে রেঙ্ক (Rank) করানোর জন্য এটি করি। 

এসইও (SEO) শিখবো কেন?

এসইও (SEO) শিখবেন কেন? এই প্রশ্নটি অনেক জটিল। আপনাকে কেন এসইও (SEO) শিখতে হবে, তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। আপনি যদি ওয়েবসাইটে একজন সফল ব্যবসায়ী হন, তবে আপনাকে এসইও (SEO) শিখার প্রয়োজন হতে পারে।

কারণ, আপনার ওয়েবসাইটে ক্রেতা বা ভিজিটর নিয়ে আসার জন্য এটি গুরুত্বপূর্ণ। আবার আপনি যদি আপনার অনলাইনে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে অবশ্যই আপনার এসইও (SEO) সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক।

ডিজিটাল মার্কেটিং জগতে কাজ করতে চান, তাহল এসইও (SEO) ছাড়া কোন ভাবেই ক্লাইন্টদের সঠিকভাবে সেবা দিতে পারবেন না। আমরা নিম্নের আলোচনা থেকে ভালোভাবে জেনে নেই কেন আপনাকে এসইও (SEO) শিখত হবে।

ব্যবসায়ী হিসাবে এসইও (SEO) শিখবেন কেন?

আপনি একজন ব্যবসায়ী, আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং আপনি ভালো সেবা প্রদান করেন। কিন্তু, বর্তমানে আপনি যদি আপনার ব্যবসাকে অনলাইনে সুন্দরভাবে উপাস্থাপন করতে না পারেন, তহলে ক্রেতারা কোন ভাবে আপনার সেবা সম্পর্কে জানতে পারবেনা।

আরো পড়ুনঃ অনলাইনে সহজে টাকা আয় করার বাংলাদেশের সাইট

আর আপনি যদি এসইও (SEO) শিখে আপনার ওয়েবসাইটকে গুগল বা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে করতে পারেন, তাহলে আপনার অনেকাংশে বেড়ে যাবে আপনার সেবা বা পণ্য বিক্রি। এর জন্য আপনি বিভিন্ন এসইও (SEO) কোর্স শিখে নিতে পারেন।

মার্কেটার হিসাবে এসইও (SEO) শিখবেন কেন?

আপনি যদি সফল ডিজিটাল মার্কেটার হতে চান বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সেবা বিক্রেতা হতে চান, তাহলে আপনার প্রয়োজন এসইও (SEO) শিক্ষার। এই বিষয়টি আসলে খুবই সহজ, কারণ আপনি যদি, আপনার ওয়রবসাইটকে ভালো রেঙ্ক (Rank) করতে চান, তাহলে আপনাকে এসইও (SEO) শিখতে হবে।

আপনি যদি, আপনার কাস্টমারকে ভালোভাবে সেবা দিতে চান, তাহলে আপনাকে ভালোকরে প্রয়োজন এসইও (SEO) শিক্ষার। কেননা সবসময় চাইবেন, আপনার ওয়েবসাইট ভালো রেঙ্কে থাকুক সার্চ ইঞ্জিনে এবং অনেক ট্রাফিক আসুক।

কারণ, আপনার ট্রাফিক যত বেশি ভিজিট করবে, আপনার প্রচার এবং পরিচিতি তত বেশি বৃদ্ধি পাবে। আর এই প্রসারের কারণে, আপনার পণ্য বা প্রডাক্ট বিক্রিয় বেড়ে যাবে। পণ্য বিক্রয় বেড়ে যাওয়া মানে আপনার মুনাফা বা আয় বেড়ে যাবে।

আর আপনি যদি, একজন ডিজিটাল মার্কেটার হিসাবে ভালো সেবা দিতে পারেন, ক্রেতারাও আপনার পণ্য বা প্রডাক্ট এর সেবার মুল্য হিসাবে অধিক অর্থ দিবে। বর্তমানে অনেক ডিজিটাল মার্কেটার রয়েছে, যারা শুধুমাত্র কাস্টমারদের সেবা দিয়েই আয় করছেন লক্ষ লক্ষ টাকা।

একজন ব্যবসায়ির এসইও (SEO) ধরণ এবং একজন ডিজিটাল মার্কেটারের এসইও (SEO) ধরণ সম্পূর্ণ আলাদা। কারণ, তাদের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। কিন্তু সঠিকভাবে আপনি যদি এসইও (SEO) শিখতে পারেন, তাহলে আপনি অবশ্যই দক্ষতার মাধ্যমে সফলভাবে রেঙ্ক (Rank) করতে পারবেন।

এসইও (SEO) কয় ধরণের ও কি কি? 

বর্তমান সময়ে এসইও (SEO) পারদর্শীরা এটিকে মূলত ভাগ করেছেন দুই ভাগে। যদি, দুইভাগের একটি এখনো সফল্ভাবে কাজ করতে পারে না। কিন্তু অপরটি বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, আবিস্কার করছে আরো উন্নত কৌশল। 

মূলকথা হলো সার্চ ইঞ্জিন রেঙ্কিং (Ranking) বদল করেছে এলগোরিদমে, যার ফলে বর্তমানে যেন কোন কিওয়ার্ডের জন্য কঠিন হয়ে পড়েছে রেঙ্ক (Rank) করা। আর এই সকল কথা বিবেচনা করে বর্তমানে এসইও (SEO) কে দুইভাগে ভাগ করেছে। নিম্নে দেখে নেই ভাগ দুটি-

** হোয়াইট হ্যাট এসইও (SEO)- এই এসইও (SEO) টি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেই সকল পদ্ধতি, যার মাধ্যমে অনুসরণ করা হয় সার্চ ইঞ্জিনের নির্দেশনা ও নিয়ম। আর ভালো রেঙ্ক (Rank) পাওয়া যায় এই পদ্ধতিতে কাজ করলে।

হোয়াইট হ্যাট এসইও (SEO) ইঞ্জিনের নিয়ম অনুসরণ করে, আপনার ওয়েবসাইট অপটিমাইজ করার ফলে, আপনি আপনার সার্চ ইঞ্জিন থেকে অনেক ট্রাফিক পাবেন এবং প্রচুর পরিমাণে বাড়াতে পারবেন ভিজিটর।

** ব্ল্যাক হ্যাট এসইও (SEO)- এই এসইও (SEO) টি মুলত ভঙ্গ করা হয়ে থাকে সার্চ ইঞ্জিনের পদ্ধতি ও নিয়মনীতি। এটি সাধারণত কৃত্রিম উপায়ে দ্রুত রেঙ্ক (Rank) করার উপায়। আসল কথা হলো, বিভিন্ন সফটয়্যারের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করে।

এটির প্রতি অনেকেই আগ্রহী হচ্ছেন, কারণ এই ধরণের সফটয়্যারের মাধ্যমে খুব অল্প সময় ব্যয় করে, তৈরি করা যায় হাজার হাজার লিংক। আর লিঙ্ক ক্রিয়েট করারা সাহায্য রেঙ্ক (Rank) বৃদ্ধি করার জন্য এখন মানুষ, ব্যবহার করছে ব্ল্যাক হ্যাট এসইও (SEO)।

তবে, এটি অনেক ঝুঁকিপূর্ণ, কারণ লিঙ্কগুলোর ফুটপ্রিন্ট যদি কোনভাবে সার্চ ইঞ্জিন ধরে ফেলে, তাহলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে বাতিল করে দিতে পারে। তাছাড়া সার্চ ইঞ্জিনের প্রযুক্তি বর্তমানে অনেক উন্নত।

ব্ল্যাক হ্যাট এসইও (SEO) ব্যবহার করার কারণে, খুব সহজেই সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে বাতিল করে দেয়। আর একবার তা হলে, আপনার ওয়েবসাইটকে কঠিন হয়ে যায়, সার্চ ইঞ্জিনে রেঙ্ক (Rank) করানো। এমনকি অনেক সময় সেটি অসম্ভব হয়ে দাঁড়ায়।

কিভাবে করতে হবে এসইও (SEO)?

কিভাবে করতে হবে এসইও (SEO)? যদিও কথাটি বা প্রশ্নটি অনেক সহজ। কিন্তু এই প্রশ্নের উত্তর অনেক বৃহৎ। তবে, অল্প কথায় আমরা চেষ্টা করি, এটি সম্পর্কে জানার। এটি সাধারণত দুই ধরণের হয়ে থাকে। চলুন, তাহলে আমরা ধরণ দুটি দেখে নেই-

অন পেজ এসইও (SEO) কি?

অন পেজ এসইও (SEO) সাধারণত করা হয়ে থাকে, আপনার সাইটের ভেতর। একটি টপিকে আর্টিকেল লিখে, সেখানে বিভিন্ন বিষয় প্রয়োগ করে এসইও (SEO) প্রস্তুত করা হয়। যেমন, ইউআরএল, টাইটেল, সাব হেডিং, বডি কন্টেন্ট, এইচ-১, মেটা টাইটেল, ইন্টারনাল লিংক, মেটা ডেস্ক্রিপশন ইত্যাদি।

এই অপটিমাইজেশনগুলো যত দক্ষতার সঙ্গে আপনি করতে পারবেন, তত ভালো রেঙ্ক (Rank)) করবে আপনার ওয়েবসাইট। আর ই- কমার্স ওয়েবসাইটে বিভিন্ন পণ্য বা প্রডাক্ট অপটিমাইজেশন করতে হয়, যাতে পণ্য বা প্রোডাক্টটি দ্রুত রেঙ্ক (Rank) করে সার্চ ইঞ্জিনে।

আর এই জন্য আপনাকে ওই পণ্য বা প্রোডাক্ট পেজের টাইটেল, প্রোডাক্টের ডেস্ক্রিপশন, প্রোডাক্টের টাইটেল, মেটা টাইটেল অথবা মেটা ডেস্ক্রিপশন ইত্যাদি সকল বিষয় সমুহ করতে হবে খুব ভালোকরে।

অফ পেজ এসইও (SEO) কি?

অফ পেজ এসইও (SEO) বলতে বুঝায় সার্চ ইঞ্জিন ওপটিমাইজেশনের সেই সমস্ত বিষয়, যে বিসয়গুলো আপনার ওয়েবসাইটের বাইরে থাকে। যেমন, সোশ্যাল মিডিয়ার শেয়ার, সাইটেশন বিল্ডিং, লিংক বিল্ডিং ইত্যাদি বিষয় ভালো করে করা।

এছাড়াও আপনার ওয়েবসাইটের ফাউন্ডেশন লিংক বিল্ডিং, এখানে প্রোফাইল তৈরি, ব্যকলিংক বিল্ডিং, ডিরেক্টরি সাবনিশন ইত্যাদি। এর মানে হলো কোন ব্যক্তি বা ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসে এবং আপনার পেজ পড়ে সেটাকে মেনশন করে অন্য যায়গায়।

তাহলে, আপনকে খুব সহজেই বুঝে নিতে হবে যে, তৈরি হয়ে গেলো আপনার ব্যকলিংক। সহজ ভাবে বলতে গেলে, আপনার সাইটের ইউআরএল বা লিংক অন্য ওয়েবসাইটে শেয়ার করার অর্থই হলো লিংক বিল্ডিং করা।

এসইও (SEO) এর গুরুত্ব- শেষকথা

বর্তমান প্রতিযোগীতার বিশ্বে অনলাইন জগতে এসইও (SEO) এর গুরুত্ব অপরিসীম। কারণ, আপনাকে অনলাইনের প্রতিযোগীতায় নিজেকে টিকে রাখতে এসইও (SEO) বিকল্প নেই। তাই, আমাদের টিকে থাকার জন্য এসইও (SEO) শেখার গুরুত্ব অনেক।

প্রিয় পাঠক পাঠিকাগন, আমরা আশাকরি আপনারা যদি, আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন "এসইও (SEO) কি? কিভাবে এসইও করতে হয়?"সহ এসইও (SEO) সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

আরো পড়ুনঃ মোবাইলে অ্যাড দেখে টাকা আয় করার সেরা অ্যাপ

যা আমরা আর্টিকেলে ইতিমধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর্টিকেলটি যদি, আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয় তবে, এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭