কলাতলী আবাসিক হোটেল কক্সবাজারের মোবাইল নম্বারসহ ঠিকানা

আরো পড়ুনঃ রাত্রি যাপনের জন্য রংপুর শহরের জনপ্রিয় ১৮ আবাসিক হোটেলের তথ্য

কক্সবাজারে প্রতিনিয়ত বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ সমুদ্র সৈকত ভ্রমনে আসেন। সমুদ্র সৈকত ভ্রমনে এসে প্রয়োজন পড়ে, আবাসিক হোটেলে রাত্রী যাপনের। আর এই সকল কথা মাথায় রেখে কক্সবাজারে গড়ে উঠেছে অনেক আবাসিক হোটেল।

কিন্তু সমস্যা হলো পর্যটনের ভরা মৌসুমে, অনেক সময় পছন্দের হোটেলে সিট পাওয়া অনেক কষ্টকর হয়ে দাড়ায়। কারণ, অনেকেই অনলাইনের সুবাদে আগে থেকেই মোবাইলের মাধ্যমে রুম বুক করে রাখেন। আর আপনার যদি যোগাযোগের জন্য মোবাইল নম্বার জানা না থাকে, তবে আপনি সমস্যায় পড়বেন।

তাই, অনেকে গুগলে সার্চ করে হোটেলের নাম, ঠিকানা ও মোবাইল নম্বার জানতে চান। আর আপনিও যদি, এইগুলো জানতে চান তাহলে, সঠিক স্থানেই এসেছেন। কারণ, আজকের আর্টিকেলে আমরা শেয়ার করবো কক্সবাজারের কলাতলীর জনপ্রিয় কয়েকটি আবাসিক হোটেল সম্পর্কে।

আজকের পাঠ্যক্রম- কলাতলী আবাসিক হোটেল কক্সবাজারের মোবাইল নম্বারসহ ঠিকানা

  • কলাতলী আবাসিক হোটেল কক্সবাজার
  • উইন্ডি টেরেস বুটিক হোটেল
  • ওয়েল পার্ক রিসোর্ট 
  • গ্রেস কক্স স্মার্ট হোটেল
  • রয়্যাল পার্ল সার্ভিস অ্যাপার্টমেন্ট এন্ড স্যুট
  • রয়্যাল বীচ রিসোর্ট
  • হোটেল বীচ ওয়ে
  • হোটেল কোস্টাল পীস
  • হোটেল সানসেট বে
  • হোটেল বীচ পার্ক
  • হোটেল সী উত্তরা
  • হোটেল কল্লোল
  • শেষকথা

কলাতলী আবাসিক হোটেল কক্সবাজার

অনেকেই আছেন যারা কক্সবাজারে ভ্রমনে যাওয়ার আগেই হোটেল বুক করে রাখেন। কারণ, সেখানে গিয়ে হোটেলে হোটেলে ঘুরে সময় নষ্ট করে, হোটেল বুক করা অনেক কঠিন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা কলাতলীর বেশ কয়েকটি জনপ্রিয় হোটেলের নামসহ সকল তথ্য শেয়ার করলাম।

কারণ, আপনারা চাইলেই মোবাইলের মাধ্যমে আপনার বাজেট অনুযায়ী এবং হোটের নির্বাচন করতে পারবেন। এতে আপনাকে হোটেল বুক করার জন্য অযথা সময় নষ্ট করতে হবে না। চলুন তাহলে আমরা দেখে নেই হোটেলগুলো সম্পর্কে- 

উইন্ডি টেরেস বুটিক হোটেল

এই হোটলটি কক্সবাজারের কলাতলীতে অবস্থিত থ্রি স্টার মানের, বাজেটের মধ্যে দারুণ একটি হোটেল। আপনি যদি ফ্লাইটে কক্সবাজার ভ্রমণে যান, তাহলে এই হোটেলের পক্ষ আপনাকে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আসা যাওয়ার সার্ভিস দেওয়া হবে।

উইন্ডি টেরেস বুটিক হোটেলের সকল রুম সাউন্ডপ্রুফ। এছাড়াও এখানে রয়েছে উন্নতমানের টিভি সম্বলিত ভিআইপি রুমের ব্যবস্থা, রুমে রুচিশীল আসবাব পত্র, ব্রেকফাস্টের ব্যবস্থা, মিনি বার, ফিটনেস সেন্টারসহ আধুনিক সব সুযোগ সুবিধা।

হোটেলের ঠিকানা- 

  • উইন্ডি টেরেস বুটিক হোটেল
  • প্লট নম্বার- ৩৯-৪০, সি- ব্লক,
  • কলাতলী কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৩৩২৫১১৫৫০/০১৯৩৬৪৪৪৭৭৭

ওয়েল পার্ক রিসোর্ট 

কক্সবাজারের কলাতলী সাংস্কৃতিক ভবনের অপরদিকে লাইটহাউজ রাস্তার পাশে অবস্থিত ওয়েল পার্ক রিসোর্ট। ওয়েল পার্ক রিসোর্ট এ আপনি পাবেন চার ধরণের আবাসিকের সুবিধা। যেমন, এসি রুম, নন এসি রুম, ফ্যামেলি রুম ও ডাবল বেডরুম।

আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রুম নিয়ে নিরাপদে রাত্রী যাপন করতে পারবেন। আর কক্সবাজারের কলাতলীতে ফ্রেন্ডলী বাজেটের হোটেলের মধ্যে ওয়েল পার্ক রিসোর্ট অন্যতম একটি জনপ্রিয় আবাসিক। 

হোটেলের ঠিকানা-

  • ওয়েল পার্ক রিসোর্ট
  • প্লট নম্বার- ৪১, এ- ব্লক,
  • কলাতলী কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৮৪১৭৩৫৫৫৫/০৩৪১-৫৭২৬১/০৩৪১-৫৭০৩৫। 

গ্রেস কক্স স্মার্ট হোটেল

আপনার ফ্রেন্ডলি বাজেটের জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন গ্রেস কক্স স্মার্ট হোটেলকে। এই হোটেলে আপনি পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বাচ্চাদের প্লে জোন, জিমনেশিয়ামসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা। এক্সকিউটিভ স্যুট সী ভিউ সহ পাবেন চার ধরণের রুম।

যেমন, সুপেরিয়র কোয়াড্রপল, ডাবল কুইন, ডিলাক্স টুইন এবং ডিলাক্স ডাবল কিং। এখানে পাবেন, স্পা সেন্টার, ইন রুম ব্রেকফাস্ট, বার বি কিউ, টেবিল টেনিসসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা, যা আপনার ভ্রমণকে করে তুলবে আরো আনন্দদায়ক।

হোটেলের ঠিকানা-

  • গ্রেস কক্স স্মার্ট হোটেল
  • প্লট নম্বার- ২২, সি- ব্লক,
  • কলাতলী সী বিচ রোড, কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৭০০৭০৭৭৯০/০১৭০০৭০৭৭৮৮/০১৭০০৭০৭৭৮৯। 

রয়্যাল পার্ল সার্ভিস অ্যাপার্টমেন্ট এন্ড স্যুট

রয়্যাল পার্ল সার্ভিস অ্যাপার্টমেন্ট এন্ড স্যুট এটি কক্সবাজার বিমান বন্দরের নিকট অবস্থিত, সুন্দর মনোরম অথচ স্বল্প মুল্যের আবাসিক হোটেল। এই হোটেলে আপনি পাবেন রেস্টুরেন্ট, সুইমিং পুল, পেইড পার্কিং এরিয়া এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সুযোগ সুবিধা।

তাছাড়া আপনার কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন, ফ্লাট স্ক্রিন টিভি, আধুনিক আসবাব পত্রে সু সজ্জিত প্রতিটি কক্ষ শিতাতপ নিয়ন্ত্রিত,  সুন্দর সার্ভিস এবং সকল ফ্যাসিলিটি।

হোটেলের ঠিকানা-

  • রয়্যাল পার্ল সার্ভিস অ্যাপার্টমেন্ট এন্ড স্যুট
  • প্লট নম্বার- ৮২, এ- ব্লক,
  • কলাতলী, কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৭৭১২৯৩৬৭৫। 

রয়্যাল বীচ রিসোর্ট

আপনি যদি কম বাজেটের মধ্যে ভালোমানের সার্ভিস এবং ফ্যাসিলিটি হোটেল পেতে চান, তাহলে আপনার জন্য, সবচেয়ে সুন্দর অপশন হতে পারে কলাতলী সুগন্ধা বীচের পার্শ্বেই অবস্থিত থ্রি স্টার রয়্যাল বীচ রিসোর্ট।

থ্রি স্টার রয়্যাল বীচ রিসোর্ট এ আপনি পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, রেস্টুরেন্ট, কপিশপ, গাড়ি  পার্কিং সুবিধাসহ বিভিন্ন ধরণের ফ্যাসিলিটি।

হোটেলের ঠিকানা-

  • রয়্যাল বীচ রিসোর্ট
  • প্লট নম্বার বি- ৬৪ পি, হোটেল জোন, ডব্লিউ ডি,
  • কলাতলী, কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৭০৮৭৭৭৭৭০/০১৭০৮৭৭৭৭৭৪০১৭০৮৭৭৭৭৭২। 

হোটেল বীচ ওয়ে

স্বল্প বাজেটে আধুনিক, বিলাস বহুল এবং সু সজ্জিত আবাসিকে রাত্রী যাপন করতে চাইলে আপনার পছন্দের তালিকায় রাখুন হোটেল বীচ ওয়ে। এই হোটেলটি বীচ পয়েন্ট কলাতলীর নিকট হওয়ায়, এখান থেকে কক্সবাজারের দর্শনীয় স্থান ভ্রমণে যাওয়ার সুবিধা রয়েছে।

আরো পড়ুনঃ সিলেটে আবাসিক হোটেলের নাম ও মোবাইল নম্বারসহ ঠিকানা

এই হোটেল থেকে আপনি খুব সহজেই উপভোগ করতে পারবেন, সমুদ্র এবং পাহাড়ের সৌন্দর্য। এখানে আপনি পরবার, বন্ধু- বান্ধব কিংবা অফিস স্টাফদের নিয়ে নিঃসন্দেহে রাত্রী যাপন করতে পারবেন।

হোটেলের ঠিকানা-

  • হোটেল বীচ ওয়ে
  • প্লট নম্বার -২১,  সি ব্লক,
  • কলাতলী, কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৮৪৯৯০০০০০/০১৭৭৭৯০৯৫৯৫। 

হোটেল কোস্টাল পীস

কক্সবাজারের রোডে অবস্থিত হোটেল কোস্টাল পীস ফ্রেন্ডলি বাজেটের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো এই হোটেল। থ্রি স্টার মানের এই আবাসিকে আপনি পাবেন, কার পার্কিং, ফ্রি ওয়াই ফাই সুবিধা, জরুরী ডাক্তার সেবা, কার ভাড়াসহ বিভিন্ন ধরণের সুযোগ সিবিধা।

এছাড়াও আপনি হোটেল কোস্টাল পীস এ পাবেন, বিফে রেস্টুরেন্ট, কফি এন্ড পেস্ট্রি শপ, বার বি কিউ, আ লা কারটে, সী ফুডসহ নানান ধরণের খাবারের সমাহার।

হোটেলের ঠিকানা-

  • হোটেল কোস্টাল পীস
  • প্লট নম্বার-৬,  বি- ব্লক,
  • কলাতলী, কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৭১৮১১১৭৭৭/ ০১৭৫৫৫২১৭৯৭। 

হোটেল সানসেট বে

আপনি যদি কক্সবাজারের মেরিন ড্রাইভের কাছাকাছি ফ্রেন্ডলি বাজেটের মাধ্যে রাত্রী যাপন করত চান, তাহলে, আপনার পছন্দের তালিকায় রাখুন হোটেল সানসেট বে। আর আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখতে এখানে রয়েছে সী ভিউ কক্ষের ব্যবস্থা।

কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, সুইমিং পুল, সী ভিউ ডাইনিং, রুপটপ রেস্টুরেন্টসহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে হোটেল সানসেট বে, বেশির ভাগ ভ্রমণ পিপাসুদের জনপ্রিয়।

হোটেলের ঠিকানা-

  • হোটেল সানসেট বে
  • মৎস্য হ্যাচারী জমজমের অপজিটে, মেরিন ড্রাইভ রোড,
  • কলাতলী, কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৬১৪৭৫৭৩৩৫/ ০১৯৫৮৪৪৪৪৭১। 

হোটেল বীচ পার্ক

মাঝারী বাজেটের মধ্যে ভালোমানের সেবা এবং মনোরম পরিবেশে রাত্রী যাপনের জন্য, হোটেল বীচ পার্ক আপনার পছন্দের প্রথম তালিকায় রাখুন। এই হোটেলে অবস্থান করলে আপনি বীচ পার্কে স্ট্রে করে, সকাল কিংবা সন্ধ্যা যে কোন সময় উপভোগ করতে পারবেন মণোমুগ্ধকর দৃশ্য।

সী ভিউ কক্ষে অবস্থান করে আপনি সাগরের অপূর্ব দৃশ্যসহ নীল আকাশ দেখতে পাবেন খুব সহজেই।এই হোটেলটি সুগন্ধা বীচ পয়েন্টের কাছাকাছি। এখানে গেস্টদের জন্য রয়েছে, রিফ্রেজেটরসহ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ।

হোটেল বীচ পার্ক এ রয়েছে, ফ্লাট স্ক্রিন টিভি, ওয়েলকাম ড্রিংকের ব্যবস্থা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টসহ বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা। সেই সঙ্গে পেয়ে যাবেন, হোটেল বীচ পার্ক এর নিজস্ব রেস্টুরেন্ট এবং গ্রীন গার্ডেনের মনোরম পরিবেশ।

হোটেলের ঠিকানা-

  • হোটেল বীচ পার্ক
  • প্লট নম্বার-৪,  সি- ব্লক,
  • কলাতলী মেইন রাস্তা, কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৮২৩৪১৪৪১৪/০১৩১৮২৫৯৭৬৮/০১৩১৮২৫৯৭৬৯। 

হোটেল সী উত্তরা

কক্সবাজার সাশ্রায়ী খরচের মধ্যে কলাতলী বীচ পয়েন্টের পার্শ্বে অবস্থিত সুনামধন্য আবাসিক হোটেলগুলোর মধ্যে হোটেল সী উত্তরা অন্যতম। ডলফিন মোড থেক একটু দূরে অবস্থিত হোটেল সী উত্তরাতে রয়েছে সী ভিউ উপভোগের সু ব্যবস্থা।

এছাড়াও হোটেল সী উত্তরাতে রয়েছে, ড্রিংকস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লন্ডি সার্ভিস, কার রেন্টাল, জরুরী ডাক্তার সেবা, মিনি বার, বিমান বন্দরে আসা যাওয়ার সার্ভিসসহ বিভিন্ন ধরণের সার্ভিস।

হোটেলের ঠিকানা-

  • হোটেল সী উত্তরা
  • বীচ রোড, ডলফিন সার্কেল,
  • কলাতলী, কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৮৭৫০০০০২০/ ০১৮৭৫০০০০৩০। 

হোটেল কল্লোল

কক্সবাজারের জনপ্রিয় এবং সেরা হোটেলগুলোর মধ্যে হোটেল কল্লোল একটি। এই হোটেলটি লাবনী পয়েন্টের কাছাকছি অত্যান্ত নিরিবিলি এলাকায় অবস্থিত। হোটেল কল্লোল এ রয়েছে আধুনিক সুবিধা সম্বলিত ১৫০ টির অধিক কক্ষ।

হোটেল কল্লোল এ অবস্থানরত গেস্টরা হোটেলের বারান্দায় থেকে উপভোগ করত পারেন সমুদ্রের দৃশ্য। পরিবার, বন্ধু বান্ধব কিংবা অফিসের কলিকদের সঙ্গে উন্নত মানের হোটেলে থাকতে চাইলে, হোটেল কল্লোল আপনার জন্য উপযুক্ত।

হোটেল কল্লোল এ খোলা আকাসের নীচে উপভোগ করতে পারবেন লাইফ মিউজিক, জিমনেশিয়াম, মাল্টিকুসিন রেস্টুরেন্টে খাবার খাওয়া এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা।

হোটেলের ঠিকানা-

  • হোটেল কল্লোল
  • লাবনী বীচ পয়েন্ট,
  • কক্সবাজার ৪৭০০।
  • মোবাইল নম্বার- ০১৮৮৬৭৭৭৭১১/ ০১৮৮৬ ৭৭৭৭২২।

শেষকথা

আশাকরি আমরা আমনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কক্সবাজার কলাতলীর জনপ্রিয় বেশ কয়েকটি আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে, আমরা আশাবাদী।
বিশেষ করে যারা, কক্সবাজার আবাসিক হোটেল সম্পর্কে জানতে চান, তাদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি ভালোলাগে ও উপকারি বলে মনে হয় তবে, এটি শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭