ঢাকা টু বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আরো পড়ুনঃ নাটোর টু ঢাকাগামী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫
ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বগুড়া উত্তর বঙ্গে মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা শহর। যা উত্তর বঙ্গের প্রবেশ দ্বার হিসাবে খ্যাত। আর প্রতিদিন হাজার হাজার মানুষ, বিভিন্ন করণে ঢাকা থেকে বগুড়া এবং বগুড়া থেকে ঢাকা যাতায়াত করেন।
ঢাকা থেকে বগুড়ার দূরত্ব প্রায় ১৯৩ কিলোমিটার এবং ঢাকা থেকে বগুড়া যাতায়াতের প্রায় সব ধরণের যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু, বেশির ভাগ মানুষ খরচ সাশ্রায়ী, আরামদায়ক এবং নিরাপদ বাহন হিসাবে রেল যোগাযোগ বেচে নেন।
আর ট্রেন যোগে যাতায়াতের জন্য প্রয়োজন পড়ে, ট্রেন ছেড়ে যাওয়ার সঠিক সময়সূচী যানার। তাই অনেকে গুগলে সার্চ করেন, ঢাকা টু বগুড়া এবং বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানার জন্য। আর আপনিও যদি জানতে চান, ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে।
তাহলে, আপনি সঠিক স্থানেই এসেছেন। কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঢাকা টু বগুড়া এবং বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে সকল তথ্য। তাহলে চলুন আমরা দেখে নেই-
আজকের পাঠ্যক্রম- ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া | বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
- ঢাকা টু বগুড়াগামী ট্রেনের সময়সূচী
- বুডিমারি এক্সপ্রেস ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী
- লালমনি এক্সপ্রেস ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী
- রংপুর এক্সপ্রেস ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী
- বগুড়া টু ঢাকাগামী ট্রেনের সময়সূচী
- লালমনি এক্সপ্রেস বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী
- রংপুর এক্সপ্রেস বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী
- বুড়িমারি এক্সপ্রেস বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী
- ঢাকা টু বগুড়া চলাচলকারি ট্রেন যে যে স্টপজে বিরতি দেন
- ঢাকা টু বগুড়া টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫
- শেষকথা
ঢাকা টু বগুড়াগামী ট্রেনের সময়সূচী
আপনারা যারা ঢাকা থেকে বগুড়া ট্রেন যোগাযোগের মাধ্যমে যেতে চান, তাদের অবশ্যই যেনে নেয়া উচিৎ, ট্রেনের সময়সূচী সম্পর্কে। কারণ, ট্রেনের সঠিক সময়সূচী জানা থাকলে, অনেক সময় ট্রেন ফেল হয়ে যেতে পারেন। কারণ, এক মিনিট সময়ের মুল্য ট্রেনের যাত্রীর কাছে অনেক মুল্যবান।
তাই, সম্মানিত ট্রেনের যাত্রী সাধারণের সুবিধার জন্য, আজকের আর্টিকেলে আমরা আপনার সঙ্গে শেয়ার করছি, ঢাকা থেকে বগুড়া চলাচলকারি ট্রেনের নাম, সময়সুচী সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই-
- বুড়িমারি এক্সপ্রেস (৮১০)।
- লালমনি এক্সপ্রেস (৭১৭)।
- রংপুর এক্সপ্রেস (৭৫২)।
বুডিমারি এক্সপ্রেস ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী
লালমনি এক্সপ্রেস ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী
রংপুর এক্সপ্রেস ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী
বগুড়া টু ঢাকাগামী ট্রেনের সময়সূচী
আপনারা যারা বগুড়া থেকে ঢাকা ট্রেন যোগাযোগের মাধ্যমে যেতে চান, তাদের অবশ্যই যেনে নেয়া উচিৎ, ট্রেনের সময়সূচী সম্পর্কে। কারণ, ট্রেনের সঠিক সময়সূচী জানা থাকলে, অনেক সময় ট্রেন ফেল হয়ে যেতে পারে্ন। কারণ, এক মিনিট সময়ের মুল্য ট্রেনের যাত্রীর কাছে অনেক মুল্যবান।
তাই, সম্মানিত ট্রেনের যাত্রী সাধারণের সুবিধার জন্য, আজকের আর্টিকেলে আমরা আপনার সঙ্গে শেয়ার করছি, বগুড়া থেকে ঢাকা চলাচলকারি ট্রেনের নাম এবং সময়সুচী সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই-
- লালামনি এক্সপ্রেস (৭৫২)।
- রংপুর এক্সপ্রেস (৭৭২)।
- বুড়িমারি এক্সপ্রেস (৮১০)।
লালমনি এক্সপ্রেস বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী
রংপুর এক্সপ্রেস বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী
বুড়িমারি এক্সপ্রেস বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী
ঢাকা টু বগুড়া চলাচলকারি ট্রেন যে যে স্টপজে বিরতি দেন
অনেক যাত্রী সাধারণ রয়েছেন, যারা সরাসরি ঢাকা বা বগুড়া ষ্টেশনে না উঠে বা বগুড়া বা ঢাকা ষ্টেশনে মাঝপথে ট্রেনে উঠতে বা নামতে পারেন, তাদের সুবিধার জন্য, ট্রেনগুলি যে সকল ষ্টেশনে বিরতি দেয়, সেই সকল ষ্টেশন এর নাম নিম্নে দেখানো হলো-- ঢাকা বিমান বন্দর।
- জয়দেবপুর।
- টাঙ্গাইল।
- শহীদ মনসুর আলী।
- উল্লাপাড়া।
- বড়াল ব্রিজ।
- আজিমপুর।
- নাটোর।
- সান্তাহার।
ঢাকা টু বগুড়া টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫
আসন ভেদে টিকিটের মুল্য |
||
ক্রঃ নং |
আসনের নাম |
টিকিটের মূল্য |
১ |
এসি বার্থ |
১১৮০ টাকা |
২ |
এসি সিট |
৭৯০ টাকা |
৩ |
স্নিগ্ধ্যা |
৬৬০ টাকা |
৪ |
প্রথম বার্থ |
৫৯০ টাকা |
৫ |
প্রথম আসন |
৫৫২ টাকা |
৬ |
শোভন চেয়ার |
৩৯৫ টাকা |
৭ |
শোভন |
৩৩০ টাকা |
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url