দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ
আরো পড়ুনঃ আশুরা ২০২৪ কত তারিখে হবে
কিন্তু দোয়া কুনুত অনেকের কাছে মুখস্ত করা অনেক কঠিন হয়ে দাড়ায়। কারণ আমাদের অনেকেই আরবী পড়তে না পারা এর অন্যতম প্রধান কারণ। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "দোয়া কুনুত বাংলা উচ্চারণ এবং অর্থ। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ
- দোয়া কুনুত নামাজের মধ্যে কখন পড়তে হয়
- দোয়া কুনুতের বাংলা উচ্চারণ
- দোয়া কুনুতের বাংলা অনুবাদ
- শেষকথা
দোয়া কুনুত নামাজের মধ্যে কখন পড়তে হয়
হজরত আসিমুল আওহোয়াল রহঃ বলেন, আমি হজরত আনাস (রাঃ) কে নামাজে দোয়া কুনুত সম্পর্কে জিঙ্গাসা করলাম, তিনি বললেন, হ্যাঁ নামাজে দোয়া কুনুত পড়বে। আমি বললাম, রুকুর আগে না পরে? তিনি বললেন, রুকুর আগে। আমি বললাম অমুক আমাকে আপনার সম্পর্কে খবর দিয়েছে যে, আপনি বলেছেন রুকুর পরে। তিনি বললেন, সে মিথ্যা বলেছে। রাসূলে পাক (সাঃ) রুকুর পরে মাত্র একমাস দূয়া কুনুত পড়েছেন। (বুখারি- ৩৭৯৬)
দোয়া কুনুতের বাংলা উচ্চারণ
"আল্লাহুম্মা ইন্না নাস্তায়িনুকা ওয়া নাস্তাগ ফিরুকা, ওয়ানু;মিনু নিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ ওয়ানাত তুরুকু মাইয়্যাফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক"।
দোয়া কুনুতের বাংলা অনুবাদ
হে আল্লহ! আমরা তোমারি সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমার প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারি রহমত কামনা করি এবং তোমার আজাবকে ভয় করি। আর তোমার আজাব তো কাফেরদের জন্য নির্ধারিত।
দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ । শেষকথা
হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেক মুসলিম উম্মাহকে যথাযথভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়ার ও নামাজের মধ্যে যে সমস্ত দোয়া আছে তা শিখার ও পড়ার তাওফিক দান করুন। আমাদের দোয়া কুনুত পড়ার মাধ্যমে দুনিয়া ও পরকালের শান্তি ও রহমত লাভের তাওফিক দান করুন। এছাড়াও হাদিসের ওপর আমল করতে ও তাওহিদের কালেমার সাক্ষ্য দেয়ারও তাওফিক দান করুন। আমিন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url