সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ এবং অর্থসহ বিস্তারিত
আরো পড়ুনঃ দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ
সূরা আল কাফিরুন পবিত্র কোরআন শরীফের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে, জার এই সূরাটি মুখস্ত করতে পারছেন না। কারণ আমরা অনেকেই আরবী পড়তে পারিনা। তাই সবার সুবিধার জন্য আজকের আর্টিকেলে আমরা "সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থসহ বিস্তারিত'' আলোচনা করবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থসহ বিস্তারিত
- নামজে সূরা আল কাফিরুন পাঠ সম্পর্কে
- সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থসহ বিস্তারিত
- সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ
- সূরা আল কাফিরুন এর বাংলা অর্থ
- সূরা আল কাফিরুন এর ফজিলত
- সূরা আল কাফিরুন নিরাপত্তা কবজ
- রাতে ঘুমানোর আগে সূরা আল কাফিরুন পাঠ
- শেষকথা
নামজে সূরা আল কাফিরুন পাঠ সম্পর্কে
সূরা আল কাফিরুন রাসূলে পাক (সাঃ) এর কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ ছিল। সুন্নত নামাজে তিনি এই সূরাটি পড়তেন। আবার বাইতুল্লাহর তাওয়াফ শেষ করার পরের নামাজেও তিনি সূরা আল কাফিরুন পড়তেন।
** হজরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত হাদিসে এসেছে- রাসূলে পাক (সাঃ) ফজরের দুই রাকাত সুন্নতে এবং মাগরিবের দুই রাকাত সুন্নতে সূরা আল কাফিরুন ও সুরা ইখলাস পাঠ করতেন। (মুসনাদে আহমাদ- ২/২৪)
সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ
- কুল ইয়াআইয়ুহাল কাফিরুন।
- লাআ বুদুমা তাবুদুন।
- ওয়ালাআনতুম আবিদুনা মাআবুদ।
- ওয়ালাআনা আবিদুম মা আবাত্তুম।
- ওয়ালাআনতুম আবিদুনা মাআবুদ।
- লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।
সূরা আল কাফিরুন এর বাংলা অর্থ
- বলুন হে কাফেরকুল আমি ইবাদত করি না।
- তোমরা যার ইবাদত কর।
- এবং তোমরাও ইবাদতকারি নও।
- যার ইবাদত আমি করি
- এবং আমি ইবাদত-কারি নই।
- যার ইবাদত তোমরা-করো।
সূরা আল কাফিরুন এর ফজিলত
মহা পবিত্র আল কোরানের ছোট্ট একটি সূরা, সূরা আল কাফিরুন। পবিত্র এই সূরাটি পাঠ করতে সময় লাগে মাত্র এক মিনিট, কারণ এর আয়াত মাত্র ছয়টি। অথচ সূরা আল কাফিরুন পাঠ করার সওয়াব অনেক বেশি।
আরো পড়ুনঃ আশুরা ২০২৪ কত তারিখে হবে
*** হজরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত- রাসূলে পাক (সাঃ) বলেছেন, ইজা জুলজিলাত সূরা যে ব্যক্তি পাঠ করবে, পবিত্র কোরাআনের অর্ধেক পাঠের সমান তার সওয়াব হবে। আর সূরা আল কাফিরুন যে ব্যক্তি পাঠ করবে, সে পবিত্র কোরআনের এক-চতুর্থাংশ পাঠের সমান সওয়াব হবে। (জামে তিরমিজি, হাদিস- ২৮৯৩)
সূরা আল কাফিরুন নিরাপত্তা কবজ
*** ইসলাম ধর্মে শরিয়তসমমেভাবে ‘রুকইয়া’ বা নিরাপত্তা কবজ করার বিধান আছে। আর রুকইয়া বা নিরাপত্তা কবজের জন্য নির্ধারিত আয়াতের অন্যতম হলো সূরা আল কাফিরুন।
রাতে ঘুমানোর আগে সূরা আল কাফিরুন পাঠ
*** হজরত ফারওয়া বিন নওফল তিনি তাঁর পিতা বরাত এর মাধ্যমে বর্ণনা করেন- একবার মহা নবী (সাঃ) তাঁকে বলেন, তুমি শোয়ার সময় সূরা আল কাফিরুন তিলাওয়াত করবে। কেননা এই সূরা শিরক থেকে মুক্তি দানকারী। (আবু দাউদ, হাদিস- ৪৯৭১, মুস্তাদরাকে হাকেম- ২/৫৩৮)
শেষকথা
হ্যাঁ পাঠক পাঠিকাগণ আপনারা নিশ্চয় পবিত্র কোরআন মজিদের ১০৯ নম্বর সূরা আল কাফিরুন সম্পরকে অনেক তথ্য জানতে পেরেছেন। যা আপনাদের অনেক কাজে আসবে। পরিশেষ মহান আল্লাহপাক যেন আমাদের প্রত্যেক মুসলিম উম্মাহকে পবিত্র এই সূরাটি সহীশুদ্ধভাবে পাঠ করা ও এই সূরার ফজিলতের উপর আমল করার তোফিক দান করেন। আমিন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url