সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২৪
আরো পড়ুনঃ ইরাকে কাজের ভিসা ২০২৪ । ইরাকে কোন কাজের বেতন কত টাকা
উত্তর আমেরকার অন্যতম সমৃদ্ধশালী একটি দেশ কানাডা। সমৃদ্ধশালী এই দেশটি তিনটি অঞ্চল এবং দশটি প্রদেশ নিয়ে গঠিত। বর্তমান সময়ে অর্থনৈতিক দিক দিয়ে কানাডা অনেকটাই উন্নতি লাভ করেছে। সেই সঙ্গে ভিসার চাহিদাও বেড়েছে, পূর্বের তুলনায় অনেক বেশী।
সবচেয়ে আশার কথা হলো, বর্তমানে কানাডা প্রতিনিয়ত শ্রমিক নিয়োগ করছে সরকারিভাবে। আর কানাডা বা যে কোন দেশে সরকারি ভিসার মাধ্যমে যাওয়া অনেক ঝুকিমুক্ত। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান যুব উন্নয়ন কেন্দ্র কানাডা যাওয়ার জন্য ফ্রী প্রশিক্ষণের মাধ্যমে সুযোগ তৈরি করে দিচ্ছে।
তবে, এই সুযোগ সকলেই পাবে না, কারণ ভিসার ক্যাটাগরি অনুযায়ী আপনার যোগ্যতা থাকতে হবে। অনেক ভিসার ক্ষেত্রে আপনার যোগ্যতার প্রয়োজন পড়ে না। আর আমরা আজকের আর্টিকেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো "সরকারিভাব কানাডা যাওয়ার উপায়'' সম্পর্কে সকল তথ্য। চলুন দেখি-
আজকের পাঠ্যক্রম- সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য
- সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২৪
- কানাডা কয় প্রকার ভিসা দেয়
- সরকারিভাবে কানাডা ভিসার দাম কত
- সরকারিবভাবে কানাডা যেতে কত খরচ লাগে
- কানাডা যেতে কি কি কাগজপত্র প্রয়োজন
- কানাডায় কি কাজের চাহিদা সবচেয়ে বেশি
- কানাডায় কোন কাজের বেতন কত টাকা
- কানাডায় কোন কাজের বেতন কত টাকা- শেষকথা
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২৪
বর্তমানে কানাডায় সরকারি এবং বেসরকারি উভয় ভাবেই যাওয়া যায়। তবে, সরকারিভাবে কানাডায় যেতে খরচ অনেক কম হওয়ার কারণে, এখানে চাহিদাও অনেক বেশি। তাছাড়া, কানাডা সরকারিভাবে যেতে অনেক যোগ্যতার প্রমাণ দিতে হয়।
আর এই যোগ্যতা নির্ভর করে আপনার ভিসার ক্যাটাগরির উপর। যেমন, আপনি যদি স্টুডেন্ট ভিসায় পড়াশোনার জন্য কানাডায় যেতে চান, তবে আপনার কমপক্ষে ইন্টারন্যাশনাম ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং সিস্টেম (IELTS) ৬ স্কোর থাকতে হবে।
আবার আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে চান, তবে আপনার থাকতে হবে ওয়ার্ক পারমিট। আর আপনার ভিসার ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা থাকলে আবেদন ফরম পূরণ করে, আবেদন করতে পারবেন। এরপর যাচাই- বাচাইয়ে সব ঠিক থাকলে আপনাকে ভিসা দেওয়া হবে।
কানাডা কয় প্রকার ভিসা দেয়
বর্তমানে কানাডা বেশ কয়েক প্রকার ভিসা প্রদান করে থাকে। তবে, এই ক্যাটাগরিকে ভাগ করা হয়েছে দুভাগে। যেমন, একটি হলো স্থায়ী ভিসা এবং অপরটি হলো অস্থায়ী ভিসা। যে সকল ভিসার কোন মেয়াদ নেই এটি স্থায়ী ভিসা এবং যে ভিসার নির্দিষ্ট মেয়াদ রয়েছে সেটি হলো অস্থায়ী ভিসা।
নিম্নে দুই ক্যাটাগরির আওতায় পড়া ভিসা সম্পর্কে আলোচনা করা হলো-
কানাডার স্থায়ী ভিসা সমূহ-
- ফ্যামেলি ভিসা।
- ব্যবসার অভিবাসী ভিসা।
- এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম ভিসা ইত্যাদি।
- কাজের বা ওয়ার্ক পারমিট ভিসা।
- টুরিস্ট বা ভ্রমন ভিসা এবং
- স্টুডেন্ট ভিসা ইত্যাদি।
সরকারিভাবে কানাডা ভিসার দাম কত
সরকারিবভাবে কানাডা যেতে কত খরচ লাগে
বর্তমানে সরকারিভাব কানাডা যেতে সবমিলিয়ে কমপক্ষে ৭ লখ টাকা থেকে প্রায় ৯ লখ টাকা খরচ পড়ে। আর এজেন্সি বা বেসরকারিভাবে এই খরচ কমপক্ষে ৯ লক্ষ টাকা থেকে প্রায় ১১ লক্ষ টাকার মতো সর্বমোট খরচ হয়ে থাকে।
কানাডা যেতে কি কি কাগজপত্র প্রয়োজন
কানাডা ভিসা আবেদনের সময় আবেদন ফরমে তথ্য সমূহ যাচায়ের জন্য, বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। ভিসার ক্যাটাগরি অনুযায়ী এই কাগজ পরিবর্তন হতে পারে। তবে, সচারাচর যে সকল কাগজপত্র প্রয়োজন পড়ে তা নিম্নে আলোচনা করা হলো-
- IELTS সার্টিফিকেট।
- পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ।
- আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- বৈধ পাসপোর্ট তবে, কমপক্ষে মেয়াদ ৬ মাস থাকতে হবে।
- শারীরিক ফিটনেসের সনদ এবং কানাডা ভিসার আবেদন ফরম।
- আবেদনকারি বিবাহিত হলে, বিয়ের প্রয়োজনীয় প্রমাণের কাগজ পত্র।
- স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, অফার লেটার থাকতে হবে কানাডার শিক্ষা প্রতিষ্ঠানের।
কানাডায় কি কাজের চাহিদা সবচেয়ে বেশি
- ছুতার।
- প্লাম্বার।
- শিক্ষক।
- অয়েল্ডার।
- ফার্মাসিস্ট।
- হিসাব রক্ষক।
- শেফ এবং কুক।
- রেজিস্টার্ড নার্স।
- বিভিন্ন ড্রাইভার।
- নির্মাণ ব্যবস্থাপক।
- ফিজিও থেরাপিস্ট।
- মার্কেটিং বিশেষজ্ঞ।
- প্রশাসনিক সহকারি।
- ফুড সার্ভিস ওয়ার্কার।
- গ্রাহক সেবা প্রতিনিধি।
- তথ্য সিস্টেম বিশ্নেসক।
- বিভিন্ন বিক্রিয় প্রতিনিধি।
- বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপক।
- বিভিন্ন আর্থিক বিশ্লেষক।
- সফটওয়্যার ডেভেলপার।
- হিউম্যান রিসোর্স ম্যানেজার।
কানাডায় কোন কাজের বেতন কত টাকা
- কানাডায় শ্রমিকের বেতন ৫০ হাজার টাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা। তবে ওভার টাইমসহ প্রায় ৯০ হাজার টাকা মতো পাওয়া যাবে।
- কানাডায় শ্রমিকের বেতন ৬০ হাজার টাকা থেকে প্রায় ৮০ হাজার টাকা। তবে ওভার টাইমসহ প্রায় ১০০ লক্ষ টাকা মতো পাওয়া যাবে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url