রাজশাহী টু খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া

আরো পড়ুনঃ ঢাকা টু রাজশাহীগামী ট্রেনের সময়সূচী ও ভাড়া

বাংলাদেশের দুই বিভাগীয় শহর রাজশাহী এবং খুলনা। প্রতিদিন হাজার হাজার মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে যাতায়াত করতে হয় রাজশাহী ও খুলনা শহরে। আর এই দুই বিভাগীয় শহরে যাতায়াতের জন্য সবচেয়ে ভালো এবং সুবিধা জনক মাধ্যম হলো ট্রেন।

তাই, বেশিরভাগ মানুষ যোগাযোগের মাধ্যম হিসাবে ট্রেনকে বেচে নিয়ে থাকেন। কিন্তু, অনেকেই জানেন না, ট্রেনের সঠিক সময়সূচী এবং ভাড়া সম্পর্কে। সে কারণে, আপনারা অনেকে গুগলে সার্চ করেন, ট্রেনের সঠিক তথ্য জানার জন্য।

আর আপনিও যদি, ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, আজকের আমরা শেয়ার করবো রাজশাহী টু খুলনা এবং খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। 

আজকের পাঠ্যক্রম- রাজশাহী টু খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া

  • রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
  • কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
  • কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী টু খুলনা বিভিন্ন স্টপের সময়সূচী
  • সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
  • সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা বিভিন্ন স্টপের সময়সূচী
  • রাজশাহী টু খুলনা মেইল ট্রেনের সময়সূচী
  • খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
  • কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা টু রাজশাহী ট্রনের সময়সূচী
  • কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা টু রাজশাহী বিভিন্ন স্টপের সময়সূচী
  • সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
  • সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা টু রাজশাহী বিভিন্ন স্টপের সময়সূচী
  • খুলনা টু রাজশাহী মেইল ট্রেনের সময়সূচী
  • রাজশাহী টু খুলনাগামী ট্রেনের ভাড়া
  • রাজশাহী থেকে খুলনার দূরত্ব কত?
  • শেষকথা

রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী 

আপনারা যারা আরামদায়ক ভ্রমন ট্রেনে চেপে রাজশাহী থেকে খুলনা যেতে আগ্রহী, তারা আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি পুরোটাই পড়ুন। তাহলে জানতে পারবেন, রাজশাহী ট্রেনের সময়সূচী, ভাড়া এবং কোন ট্রেন কোন স্টেশনে কয়টায় পৌছায় সে সম্পর্কে। 

বর্তমানে রাজশাহী রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ২টি আন্তনগর এবং ১টি মেইল ট্রেইন চলাচল করে। নিম্নে ট্রেইন ৩ টি নাম, ছেড়ে যাওয়ার সময়, পৌছার সময় এবং সাপ্তাহিক বন্ধ থাকার দিন সম্পর্কে আলোচনা করা হলো- 

 ট্রেনের নাম ও ধরণ                          ছাড়ার সম                   পৌছার সময়             বন্ধের দিন

** কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) আন্তনগরঃ    দুপুর ১৪ঃ৩০ মিনিট,       রাত ০৮ঃ২৫ মিনিট,    শনিবার।

** সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২) আন্তনগরঃ   সকাল ০৬ঃ০০ মিনিট,     দুপুর ১২ঃ১০ মিনিট,    সোমবার।

** মধুমতি এক্সপ্রেস (১৬) মেইল/লোকালঃ   সকাল ০৭ঃ৫৫ মিনিট,    বিকাল ১৬ঃ৪০ মিনিট   নাই

কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী

কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি শনিবার ব্যতিত প্রতিদিন নিয়মিতভাবে রাজশাহী রেল স্টেশন থেকে দুপুর ০২ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে, ১৪টি স্টেশনে কয়েক কিনিট করে বিরতি দিয়ে প্রায় ০৬ ঘন্টাপর রাত ০৮ টা ২৫ মিনিটে খুলনা স্টেশনে পৌছায়।

কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী টু খুলনা বিভিন্ন স্টপের সময়সূচী

আপনারা অনেকে আছেন, যারা কপোতাক্ষ এক্সপ্রেসে সরাসরি রাজশাহী থেকে খুলনা না গিয়ে, মাঝ পথে অথবা রাজশাহী স্টেশনে ট্রেনে না উঠে, মাঝপথের কোন স্টেশনে উঠে খুলনা যেতে চান, তাদের সুবিধার জন্য, রাজশাহী টু খুলনা যাত্রা পথের বিভিন্ন স্টপেজের সময়সূচী নিম্নে আলোচনা করা হলো- 

আজিমনগর ১৫ঃ১৬ ঈশ্বরদী ১৫ঃ৩০ পাকশী ১৫ঃ৫৫ ভেড়ামারা ১৬ঃ০৯ মিরপুর ১৬ঃ২২ পোড়াদহ ১৬ঃ৩৪ আলমডাঙ্গা ১৬ঃ৫২ চুয়াড়াঙ্গা ১৭ঃ১০ দর্শনা হল্ট ১৭ঃ৩৩ সাফাদারপুর ১৭ঃ৫৫ কোটচাঁদপুর ১৮ঃ১৭ মোবারকগঞ্জ ১৮ঃ৩১ যশোর ১৯ঃ০৫ নওয়াপাড়া ১৯ঃ৩৭ খুলনা ২০ঃ২৫টা।

সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী

সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি সোমবার ব্যতিত প্রতিদিন নিয়মিতভাবে রাজশাহী স্টেশন থেকে, সকাল ০৬ টা ০০ মিনিটে যাত্রা শুরু করে, ১৫টি স্টেশনে কয়েক কিনিট করে বিরতি দিয়ে প্রায় ৬ ঘন্টা পর দুপুর ১২ টা ১০ মিনিটে খুলনা স্টেশনে পৌছায়।

সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা বিভিন্ন স্টপের সময়সূচী

আপনারা অনেকে আছেন, যারা সাগরদাঁড়ি এক্সপ্রেসে সরাসরি রাজশাহী থেকে খুলনা না গিয়ে, মাঝ পথে অথবা রাজশাহী স্টেশনে ট্রেনে না উঠে, মাঝপথের কোন স্টেশনে উঠে খুলনা যেতে চান, তাদের সুবিধার জন্য, রাজশাহী টু খুলনা যাত্রা পথের বিভিন্ন স্টপেজের সময়সূচী নিম্নে আলোচনা করা হলো- 

আব্দুলপুর ০৬ঃ৪০ আজিমনগর ০৬ঃ৫১ ঈশ্বরদী ০৭ঃ১০ পাকশী ০৭ঃ৩০ ভেড়ামারা ০৭ঃ৪৪ মিরপুর ০৭ঃ৫৮ পোড়াদহ ০৮ঃ১০ আলমডাঙ্গা ০৮ঃ২৯ চুয়াড়াঙ্গা ০৮ঃ৪৭ দর্শনা হল্ট ০৯ঃ২০ সাফদারপুর ০৯ঃ৪০ কোটচাঁদপুর ০৯ঃ৫১ মোবারকগঞ্জ ১০ঃ০৫ যশোর ১০ঃ৩৫ নওয়াপাড়া ১০ঃ৫৫ খুলনা ১২ঃ১০।

রাজশাহী টু খুলনা মেইল ট্রেনের সময়সূচী

বর্তমানে রাজশাহী রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস মেইল ট্রেনটি প্রতিদিন নিয়মিতভাবে সকাল ০৭টা ৫৫ মিনিটে ছেড়ে যায় এবং প্রায় সাড়ে আট ঘন্টা পর খুলনা রেল স্টেশনে পৌছায় বিকাল ০৪ টা ৪০ মিনিটে।

খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী

আপনারা যারা আরাম দায়ক ভ্রমন ট্রেনে চেপে খুলনা থেকে রাজশাহী যেতে আগ্রহী, তারা আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি পড়ুন। তাহলে জানতে পারবেন খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী, ভাড়া এবং কোন ট্রেন কোন স্টেশনে পৌছায় সে সম্পর্কে। তাহলে চলুন দেখে-
বর্তমানে খুলনা রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ২টি আন্তনগর এবং ১টি মেইল ট্রেইন চলাচল করে। নিম্নে ট্রেইন ৩ টি নাম, ছেড়ে যাওয়ার সময়, পৌছার সময় এবং সাপ্তাহিক বন্ধ থাকার সময় আলোচনা করা হলোোরণ

 ট্রেনের নাম ও ধরণ                          ছাড়ার সম                     পৌছার সময়             বন্ধের দিন

** কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) আন্তনগরঃ    সকাল ০৬ঃ০০ মিনিট,    দুপুর ১২ঃ২০ মিনিট,   শনিবার।

** সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২) আন্তনগরঃ    বিকাল ০৪ঃ০০ মিনিট,     রাত ১০ঃ০০মিনিট,     সোমবার।

** মধুমতি এক্সপ্রেস (১৬) মেইল/লোকালঃ    সকাল ১১ঃ০০ মিনিট,       রাত ২০ঃ০০ মিনিট     নাই।

কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা টু রাজশাহী ট্রনের সময়সূচী

কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি শনিবার ব্যতিত প্রতিদিন নিয়মিতভাবে খুলনা স্টেশন থেকে সকাল ০৬ টা ০০ মিনিটে যাত্রা শুরু করে ১৪টি স্টেশনে কয়েক কিনিট করে বিরতি দিয়ে প্রায় ৬ ঘন্টা পর বেলা ১২ টা ২০ মিনিটে রাজশাহী স্টেশনে পৌছায়।

কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা টু রাজশাহী বিভিন্ন স্টপের সময়সূচী

আপনারা অনেকে আছেন, যারা কপোতাক্ষ এক্সপ্রেসে সরাসরি খুলনা থেকে রাজশাহী না গিয়ে, মাঝ পথে অথবা খুলনা স্টেশনে ট্রেনে না উঠে, মাঝপথের কোন স্টেশনে উঠে রাজশাহী যেতে চান, তাদের সুবিধার জন্য, খুলনা টু রাজশাহী যাত্রা পথের বিভিন্ন স্টপেজের সময়সূচী নিম্নে আলোচনা করা হলো- 

নওয়াপাড়া ০৭ঃ১৮ যশোর ০৭ঃ৪৯ মোবারকগঞ্জ ০৮ঃ১৯ কোটচাঁদপুর ০৮ঃ৩২ সাফাদারপুর ০৮ঃ৪৩ দর্শনা হল্ট ০৯ঃ০৩ চুয়াড়াঙ্গা ০৯ঃ২৫ আলমডাঙ্গা ০৮ঃ৪৪ পোড়াদহ ১০ঃ০০ মিরপুর ১০ঃ১৩ ভেড়ামারা ১০ঃ২৫ পাকশী ১০ঃ৩৯  ঈশ্বরদী ১০ঃ৫০ আজিমনগর ১১ঃ২২ রাজশাহী ১২ঃ২০ টা।

সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী

সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি সোমবার ব্যতিত প্রতিদিন নিয়মিতভাবে খুলনা স্টেশন থেকে বিকাল ০৪ টা ০০ মিনিটে যাত্রা শুরুকরে ১৫টি স্টেশনে কয়েক কিনিট করে বিরতি দিয়ে প্রায় ৬ ঘন্টাপর রাত ১০ টা ০০ মিনিটে রাজশাহী স্টেশনে পৌছায়।

সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা টু রাজশাহী বিভিন্ন স্টপের সময়সূচী

নওয়াপাড়া ১৬ঃ৩২ যশোর ১৭ঃ০৩ মোবারকগঞ্জ ১৭ঃ৩৯ কোটচাঁদপুর ১৭ঃ৫৩ সাফদারপুর ১৮ঃ০৩ দর্শনা হল্ট ১৮ঃ২৩ চুয়াড়াঙ্গা ১৮ঃ৪৫ আলমডাঙ্গা ১৭ঃ০৪ পোড়াদহ ১৭ঃ২০ মিরপুর ১৯ঃ৩৩ ভেড়ামারা ১৯ঃ৪৮ পাকশী ২০ঃ০০ ঈশ্বরদী ২০ঃ১৫ আজিমনগর ২০ঃ৪৭ আব্দুলপুর ২০ঃ৫৮ রাজশাহী ১০ঃ০০ টা।

খুলনা টু রাজশাহী মেইল ট্রেনের সময়সূচী

বর্তমানে খুলনা রেল স্টেশন থেকে রাজশাহী উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস মেইল ট্রেনটি, প্রতিদিন নিয়মিতভাবে দুপুর ১১ টা ০০ মিনিটে ছেড়ে যায় এবং প্রায় নয় ঘন্টা পর  রাজশাহী রেল স্টেশনে পৌছায় রাত ০৮ টা ০০ মিনিটে।

রাজশাহী টু খুলনাগামী ট্রেনের ভাড়া

আপনারা সকলেই অবগত আছেন যে, ট্রনের ভাড়া এক প্রকার হয় না। কারণ, ট্রেনের ভাড়া নির্ধারিত হয় আসনভেদে। তাই আসনভেদে রাজশাহী টু খুলনাগামী ও খুলনা টু রাজশাহীগানী আন্তঃনগর ট্রেনের ভাড়া নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো- 

রাজশাহী থেকে খুলনার দূরত্ব কত?

প্রতিদিন হাজার হাজার যাত্রী রাজশাহী থেকে খুলনা এবং খুলনা থেকে রাজশাহী ট্রেন যোগে যাতায়াত করেন। কিন্তু অনেকেই জানেন না, রাজশাহী থেকে খুলনার রেল পথের দূরত্ব কত। আসলে রাজশাহী থেকে খুলনার রেল পথের দূরত্ব ২৬০ কিলোমিটার।

শেষকথা

প্রিয় পাঠক পাঠিকাগন, আমরা আশাবাদী যে, আপনারা আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোজোগের সঙ্গে পড়েছেন এবং যেনে গেছেন রাজশাহী টু খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে সকল তথ্য। যা, আপনাদের অনেক উপকারে আসবে।
বিশেষ করে এই পথের ট্রেনের যাত্রীদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলের এটি অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭