রাজশাহী টু খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া
আরো পড়ুনঃ ঢাকা টু রাজশাহীগামী ট্রেনের সময়সূচী ও ভাড়া
বাংলাদেশের দুই বিভাগীয় শহর রাজশাহী এবং খুলনা। প্রতিদিন হাজার হাজার মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে যাতায়াত করতে হয় রাজশাহী ও খুলনা শহরে। আর এই দুই বিভাগীয় শহরে যাতায়াতের জন্য সবচেয়ে ভালো এবং সুবিধা জনক মাধ্যম হলো ট্রেন।
তাই, বেশিরভাগ মানুষ যোগাযোগের মাধ্যম হিসাবে ট্রেনকে বেচে নিয়ে থাকেন। কিন্তু, অনেকেই জানেন না, ট্রেনের সঠিক সময়সূচী এবং ভাড়া সম্পর্কে। সে কারণে, আপনারা অনেকে গুগলে সার্চ করেন, ট্রেনের সঠিক তথ্য জানার জন্য।
আর আপনিও যদি, ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, আজকের আমরা শেয়ার করবো রাজশাহী টু খুলনা এবং খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে।
আজকের পাঠ্যক্রম- রাজশাহী টু খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া
- রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
- কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
- কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী টু খুলনা বিভিন্ন স্টপের সময়সূচী
- সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
- সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা বিভিন্ন স্টপের সময়সূচী
- রাজশাহী টু খুলনা মেইল ট্রেনের সময়সূচী
- খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
- কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা টু রাজশাহী ট্রনের সময়সূচী
- কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা টু রাজশাহী বিভিন্ন স্টপের সময়সূচী
- সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
- সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা টু রাজশাহী বিভিন্ন স্টপের সময়সূচী
- খুলনা টু রাজশাহী মেইল ট্রেনের সময়সূচী
- রাজশাহী টু খুলনাগামী ট্রেনের ভাড়া
- রাজশাহী থেকে খুলনার দূরত্ব কত?
- শেষকথা
রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
আপনারা যারা আরামদায়ক ভ্রমন ট্রেনে চেপে রাজশাহী থেকে খুলনা যেতে আগ্রহী, তারা আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি পুরোটাই পড়ুন। তাহলে জানতে পারবেন, রাজশাহী ট্রেনের সময়সূচী, ভাড়া এবং কোন ট্রেন কোন স্টেশনে কয়টায় পৌছায় সে সম্পর্কে।
বর্তমানে রাজশাহী রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ২টি আন্তনগর এবং ১টি মেইল ট্রেইন চলাচল করে। নিম্নে ট্রেইন ৩ টি নাম, ছেড়ে যাওয়ার সময়, পৌছার সময় এবং সাপ্তাহিক বন্ধ থাকার দিন সম্পর্কে আলোচনা করা হলো-
ট্রেনের নাম ও ধরণ ছাড়ার সম পৌছার সময় বন্ধের দিন
** কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) আন্তনগরঃ দুপুর ১৪ঃ৩০ মিনিট, রাত ০৮ঃ২৫ মিনিট, শনিবার।
** সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২) আন্তনগরঃ সকাল ০৬ঃ০০ মিনিট, দুপুর ১২ঃ১০ মিনিট, সোমবার।
** মধুমতি এক্সপ্রেস (১৬) মেইল/লোকালঃ সকাল ০৭ঃ৫৫ মিনিট, বিকাল ১৬ঃ৪০ মিনিট নাই
কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি শনিবার ব্যতিত প্রতিদিন নিয়মিতভাবে রাজশাহী রেল স্টেশন থেকে দুপুর ০২ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে, ১৪টি স্টেশনে কয়েক কিনিট করে বিরতি দিয়ে প্রায় ০৬ ঘন্টাপর রাত ০৮ টা ২৫ মিনিটে খুলনা স্টেশনে পৌছায়।
কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী টু খুলনা বিভিন্ন স্টপের সময়সূচী
সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী
সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি সোমবার ব্যতিত প্রতিদিন নিয়মিতভাবে রাজশাহী স্টেশন থেকে, সকাল ০৬ টা ০০ মিনিটে যাত্রা শুরু করে, ১৫টি স্টেশনে কয়েক কিনিট করে বিরতি দিয়ে প্রায় ৬ ঘন্টা পর দুপুর ১২ টা ১০ মিনিটে খুলনা স্টেশনে পৌছায়।
সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা বিভিন্ন স্টপের সময়সূচী
রাজশাহী টু খুলনা মেইল ট্রেনের সময়সূচী
খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
** সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২) আন্তনগরঃ বিকাল ০৪ঃ০০ মিনিট, রাত ১০ঃ০০মিনিট, সোমবার।
** মধুমতি এক্সপ্রেস (১৬) মেইল/লোকালঃ সকাল ১১ঃ০০ মিনিট, রাত ২০ঃ০০ মিনিট নাই।
কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা টু রাজশাহী ট্রনের সময়সূচী
কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি শনিবার ব্যতিত প্রতিদিন নিয়মিতভাবে খুলনা স্টেশন থেকে সকাল ০৬ টা ০০ মিনিটে যাত্রা শুরু করে ১৪টি স্টেশনে কয়েক কিনিট করে বিরতি দিয়ে প্রায় ৬ ঘন্টা পর বেলা ১২ টা ২০ মিনিটে রাজশাহী স্টেশনে পৌছায়।
কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা টু রাজশাহী বিভিন্ন স্টপের সময়সূচী
সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটি সোমবার ব্যতিত প্রতিদিন নিয়মিতভাবে খুলনা স্টেশন থেকে বিকাল ০৪ টা ০০ মিনিটে যাত্রা শুরুকরে ১৫টি স্টেশনে কয়েক কিনিট করে বিরতি দিয়ে প্রায় ৬ ঘন্টাপর রাত ১০ টা ০০ মিনিটে রাজশাহী স্টেশনে পৌছায়।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url