কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত

আরো পড়ুনঃ কুষ্টিয়া জেলা কিসের জন্য বিখ্যাত

কক্স বাজার জেলা কিসের জন্য বিখ্যাত? কক্স বাজার জেলায় যে, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র হিসাবে বিখ্যাত, একথা বলার প্রয়োজন বোধ হয় পড়ে না। শুরুর দিকে কক্সবাজার বিখ্যাত ছিল বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রের কারণে।

তবে, শুধুমাত্র সমুদ্র সৈকতের জন্য একটি জেলাকে বিচার করা যায় না। যাইহোক, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কক্সবাজার আরো কিছু বিখ্যাত জিনিস সম্পর্কে। আর আপনি যদি কক্সবাজা বা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে থাকেন।

তাহলে আপনি জানবেন না, কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত, সেটা কি করে হয়! তবে, চিন্তার কিছু নেই, কারণ আজকের আর্টিকেলে আমারা আলোচনা করবো কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই- 

আজকের পাঠ্যক্রম- কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত বিস্তারিত তথ্য 

  • কক্সবাজার জেলার ইতিহাস
  • কক্সবাজার জেলার নাম করণের ইতিহাস
  • কক্সবাজার জেলার ভৌগলিক অবস্থান
  • কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত
  • কক্সবাজার জেলার বিখ্যাত দর্শনীয় স্থান
  • কক্সবাজার সমুদ্র সৈকত
  • সেন্ট মার্টিন দ্বীপ
  • মহেশখালী দ্বীপ
  • হিমছড়ি ঝর্ণা
  • কক্সবাজার জেলার যত বিখ্যাত খাবার
  • বিখ্যাত টিয়াটুই সবজি
  • সামুদ্রিক মাছের বাহারি ভর্তা
  • সামুদ্রিক চিংড়ি মাছের শুটকি
  • কক্সবাজারের বিখ্যাত নারকেলের নাড়ু
  • কক্সবাজারের বিখ্যাত কাঁকড়া ভাজি
  • কক্সবাজারের বিখ্যাত ব্যাক্তি সমূহ
  • কক্সবাজার জেলা বিখ্যাত হওয়ার কারণ- শেষকথা

কক্সবাজার জেলার ইতিহাস

কক্সবাজারকে একটি থানায় পরিনত করা হয় ১৮৫৭ সালে এবং এর নাম করণ করা হয় কাক্সবাজার থানা নামে। টাউন কমিউনিটি একটি জনপ্রিয় শব্দ মনে করে ১৯৫৯ সালে কক্সবাজারকে পরিণত করা হয় একটি টাউন কমিউনিটিতে।

যার অনেকটাই প্রতিরূপ ছিল জেলার। পরবর্তীতে দেশ স্বাধীনতা লাভ করার পর, ১৯৭২ সালে টাইন কমিউনিটি প্রথাকে বিলুপ্ত করা হয় এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এর মাধ্যমে কক্সবাজারকে পরিণত করা হয় একটি থানায়। পরবর্তী সময়ে ১৯৮৪ সালে এটি জেলায় রূপান্তরিত হয়।

কক্সবাজার জেলার নাম করণের ইতিহাস

কক্সবাজার জেলার আদি নাম ছিল পালংকি। আবার অনেক কক্সবাজার জেলাকে ডাকতেন প্যানোয়া নামে, যার বাংলা অর্থ দাঁড়ায় হলুদ ফুল। কাপ্টেন হিরাম কক্স নামের একজন অফিসার ১৭৯৩ সালে এখানে একটি বাজার গড়ে তোলেন।

পরবর্তী সময়ে বাজারটির নাম করণ করা হয়েছিল কক্সবাজার এবং এই নামে বাজারটি এলাকা বেশ খ্যাতি অর্জন করে। আর এই নাম থেকেই জেলার নাম করণ করা হয়েছিল কক্সবাজার। যা বর্তমানে দেশ বিদেশে কক্সবাজার অনেক বিখ্যাত হয়ে উঠেছে।

কক্সবাজার জেলার ভৌগলিক অবস্থান

কক্সবাজার জেলার দক্ষিণ ও পশ্চিম দিকে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত এবং উত্তরদিকে চট্টগ্রাম জেলা ও পূর্বদিকে বান্দরবান জেলা অবস্থিত। দেশের অন্যান্ত গুরুত্বপূর্ণ এই জেলার আয়ততা ২৪৯১.৮৬ বর্গকিলোমিটার।

নদীমাতৃক দেশের অংশ হিসাবে, কক্সবাজার জেলায় রয়েছে বেশ কয়েকটি নদী। আর নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, মাতামহুরী, বকখালী, নাফনদী, রেজুখাল, কুতুবদিয়া চ্যানেল এবং মহেশখালী চ্যানেল উল্লেখযোগ্য। শুধু কক্সবাজার শহরের আয়তন প্রায় ৬.৮৫ বর্গকিলোমিটার।

সর্বশেষ আদমশুমারী অনুযায়ী কক্সবাজারের মোট জনসংখ্যা ২২,৮৯,৯৯০ জন। যার মধ্যে পুরুষ ১১,৯৭,০৭৮ জন এবং মহিলা ১০,৯২,৯১২ জন। প্রতি বর্গকিলোমিটারে মানুষের ঘনত্ত প্রায় এক হাজার জন। এই জেলায় ৯৩ ভাগ মুসলিম এবং বাকী ৭ ভাগ অন্য ধর্মের মানুষ বাস করেন।

কক্সবাজার জেলায় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত অবস্থিত। আর এই বিখ্যাত সমুদ্র সৈকতের নাম করণ করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। সর্ববৃহৎ সমুদ্র সৈকতের কারণে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠেছে কক্সবাজার।

কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত

বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমে অবস্থিত কক্সবাজার একটি শহর, পর্যটন কেন্দ্র এবং মৎস্য বন্দর। এটি চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসনিক সদর দপ্তর কক্সবাজার। কক্সবাজার জেলা মূলত তার নৈসর্গিক সৌন্দর্যয়ের জন্য বিখ্যাত। প্রাকৃতিক বালুময় নিরবচ্ছিন্ন সমুদ্র সৈকত, যা বিশ্বের মধ্যে দীর্ঘতম।

এই সমুদ্র সৈকতটি ১২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক মৎস্য বন্দর আর রয়েছে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালংকি, যার অর্থ হলো হলুদ ফুল। এক সময় এই নামে বেশ পরিচিত ছিল।

কক্সবাজার জেলার বিখ্যাত দর্শনীয় স্থান

আপনারা যারা সচারাচর জানতে আগ্রহী যে, কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত। আসলে তাঁরাও কিন্তু অবগত আছেন, কক্সবাজার জেলায় অনেক বিখ্যাত দর্শনীয় স্থান রয়েছে। তবে, কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে সংক্ষেপে যেনে নেই-

কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে যদি কোন বাংলাদেশী অবগত না থাকেন, তবে তাকে বাঙ্গালী বলে মনে করা অনেক কঠিন। কারণ, এই সমদ্র সৈকত বিশ্বের কাছে একটি গর্বের প্রতীক। এই সমুদ্র সৈকতে প্রতিবছর দেশ ও বিদেশের ৫০ লক্ষের উপর মানুষ ভ্রমণ করে থাকেন।

সেন্ট মার্টিন দ্বীপ

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এবং এই প্রবাল দ্বীপ বাংলাদেশের অন্য কোথাও আর নেই। এই দ্বীপটি কক্সবাজার থেকে ১২০ কিলোমিটার দূরে, মাত্র ১৭ বর্গকিলোমিটার স্থানের উপর গড়ে উঠেছে প্রাকৃতিকভাবে। সেন্ট মার্টিন দ্বীপটি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি।

আরো পড়ুনঃ কুমিল্লা জেলা কিসের জন্য বিখ্যাত

এই দ্বীপটি আবার অনেক মানুষের কাছেই বহুল পরিচিত নারিকেলের জিঞ্জিরা নামে। সেন্ট মার্টিন দ্বীপের মূল আকর্ষণের মধ্যে অন্যতম হলো, সারিসারি নারিকেল গাছ এবং অবারিত নীল আকাশ, যা ভ্রমন পিপাসু মানুসকে করে তোলে বিমোহিত।

মহেশখালী দ্বীপ

মহেশ্বর নামে একজন বৌদ্ধ রাজা আজ থেকে প্রায় ২০০ বছর আগে এখানে বাস করতেন এবং তার নামানুসারে এলাকাটির নাম করণ করা হয় মহেশখালী। এই দ্বীপটি কক্সবাজার থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হয়ে থেকে.১৬শ শতকে প্রচন্ড ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়।

যার ফলে এই দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে পড়ে মূল ভূখন্ড থেকে এবং গড়ে উঠে নতুন একটি দ্বিপ। এরপর ওই এলাকা বা উপজেলের নামানুসারে এর নাম করণ করা হয় মহিশখালী। এছাড়াও এই উপজেলায় আরো ছোট ছোট তিনটি দ্বিপ রয়েছে, দ্বীপগুলো হলো, মাতারবাড়ি, সোনাদিয়া এবং ধলঘাট।

হিমছড়ি ঝর্ণা

আপনি যদি কক্সবাজার ভ্রমণ করেন, অথচ হিমছড়ি র্ণা দেখেন নি, তাহলে কক্সবাজার ভ্রমণ আপনার কাছে থেকে যাবে অপূর্ণ। এই র্ণাটি কক্সবাজার সদর থেকে মাত্র ১২ কলোমিটার দূরে অবস্থিত। এখানে গেলে আপনি পাবেন শীতল পানির র্ণা, মেরিন ড্রাইভ রোড এবং খোলা সমুদ্র দেখার অপূর্ব সুযোগ।

কক্সবাজার জেলার যত বিখ্যাত খাবার

কক্সবাজার জেলার স্থানীয় বেশ কিছু বিখ্যাত খাবার রয়েছে, যা কক্সবাজার এলাকাসহ সারা দেশে, এমনি অনেক বিদেশিদের কাছে জনপ্রিয় খাবার। নিম্নে কয়েক জনপ্রিয় খাবার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। চলুন দেখে নেওয়া যাক বিখ্যাত খাবারগুলো- 

বিখ্যাত টিয়াটুই সবজি

কক্সবাজারের পানি অত্যান্ত লবনাক্ত। আর এখানে চাষ হয় টিয়াটুই নামের এক প্রকার সবজি। যা, শুধু কক্সবাজারবাসীর নয়, সারা বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার। এই সবজিটি মূলত পলি দোয়াশ মাটিতে বিশেষ করে পাহাড়ি এলাকায় বেশি চাষ হয়।

সামুদ্রিক মাছের বাহারি ভর্তা

কক্সবাজার সমুদ্র উপকূল হয়ার কারণে, এখানে পাওয়া যায় বিভিন্ন ধরণের সামুদ্রিক মাছ। আর এই মাছ দ্বারা তৈরি মজাদার ও বিখ্যাত ভর্তা সকলের প্রিয় খাবার। আর এই বাহারি ভর্তাগুলো পরিবেশন করা হয়ে থাকে কক্সবাজারের বিভিন্ন রেস্টুরেন্টে।

সামুদ্রিক চিংড়ি মাছের শুটকি

সামুদ্রিক চিংড়ি মাছের শুটকিসহ বিভিন্ন ধরণের শুটকির সঙ্গে শিমের বিচি মিশিয়ে রান্না করা হয়ে থাকে মজাদার একটি তরকারী, যা অত্যান্ত সুস্বাদু। এই খাবারটি শুধু কক্সবাজার নয় সকল বাঙ্গালীর একটি জনপ্রিয় এবং বিখ্যাত খাবার।

কক্সবাজারের বিখ্যাত নারকেলের নাড়ু

কক্সবাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে নারকেল, আর এখানকার মানুষ নারকেলের নাড়ু খেতে পছন্দ করেন। প্রতিবছর কক্সবাজারের বিভিন্ন এলাকায়, শীতের মৌসুমে নারকেলের বিখ্যাত নাড়ু তৈরির ধুম পড়ে যায়। তাছাড়াও, কক্সবাজারের মানুষ বিভিন্ন তরকারীতে নারিকেল ব্যবহার করে থাকেন।

কক্সবাজারের বিখ্যাত কাঁকড়া ভাজি

বর্তমান সময়ে জনপ্রিয় ও বিখ্যাত খাবার কাঁকড়া ভাজি। কক্সবাজারের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত খাবারের তালিকায় সবার উপরে রয়েছে কাঁকড়া ফ্রাই। তবে, কাঁকড়া শুধু কক্সবাজারের নয়, সারা দেশের একটি জনপ্রিয় খাবারে পরিনিত হয়েছে।

কক্সবাজারের বিখ্যাত ব্যাক্তি সমূহ

কক্সবাজার শুধু সমুদ্র সৈকত ও বিখ্যাত খাবারের জন্য নয়, এই জেলায় বসবাস করে ছিলেন, অনেক বিখ্যাত ব্যক্তি। যারা কাক্সবাজার জেলাসহ সারা দেশের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অবদান রেখেছেন। এর মধ্যে কয়েকজন ব্যক্তির নাম নিম্নে আলোচনা করা হলো- 

  • বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব- ওসমান সারোয়ার আলম চউধুরী।
  • আধ্যাত্মিক ব্যাক্তি- মরহুম হযরত আলাউদ্দিন শাহ্‌ (রহঃ)।
  • আধ্যাত্মিক ব্যাক্তি- মুরহুম হযরত নুরুল হক শাহ্‌ (রহঃ)।
  • বিখ্যাত কবি এবং লেখক- কবি মিহাম্মদ নুরুল হুদা।
  • বীর মুক্তিযোদ্ধা- জনাব  কামাল  হোসেন চৌধুরী।
  • সাংস্কৃতিক ব্যাক্তিত্ব- মুরহুম ওস্তাদ আবু বক্কর।
  • বিখ্যাত সঙ্গীত শিল্পি- জনাব সমরজি রায়।
  • বিশিষ্ট ক্রীড়াবিদ- জনাব সুনীল কৃষ্ণ দে।

কক্সবাজার জেলা বিখ্যাত হওয়ার কারণ- শেষকথা

কোন জেলা শুধুমাত্র একটি কারণে বিখ্যাত হতে পারেনা। এর থাকতে হয় বেশ কিছু দিক, যার প্রায় সবকিছু গুণাবলি রয়েছে দেশের দক্ষিণ- পশ্চিম অঞ্চলের জেলা কক্সবাজারে। আর কক্সবাজার জেলা থাকা সুন্দরবনের কারণে, বিশ্ববাসীর কাছে অনেকটাই পরিচিত বাংলাদেশ।

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই যেনে গেছেন "কক্সবাজার জেলার ইতিহাস ও কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত'' সেই সম্পর্কে।

আরো পড়ুনঃ পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত

যা আমরা আর্টিকেলে ইতিপূর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭