রংপুর টু ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া
আরো পড়ুনঃ ঢাকা টু বগুড়াগামী বাসের সময়সুচী ও ভাড়া
ঢাকা বাংলাদেশের রাজধানী শহর হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানের মত বিভাগীয় শহর রংপুর থেকেও প্রতিদিন, হাজার হাজার মানুষ বিভিন্ন কাজের জন্য, যেমন, চকুরি, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, ভ্রমণসহ নানা ধরণের কাজের জন্য ঢাকায় যেতে হয়।
যদিও দেশের উত্তরের বিভাগীয় শহর রংপুরের সঙ্গে বাস এবং রেল উভয়ই যোগাযোগ রয়েছে, কিন্তু অনেকেই বাস যোগাযোগ মাধ্যমকে বেশি পছন্দ করে থাকেন। কিন্তু, বেশিরভাগ মানুষ জানেন না, বাসের সঠিক সময় ও ভাড়া সম্পর্কে।
তাই, আপনাদের মধ্যে অনেকেই গুগলে সার্চ করেন রংপুর টু ঢাকা বাসের বিভিন্ন তথ্য জানার জন্য। আর আপনিও যদি জানতে চান, তাহলে সঠিক স্থানেই এসেছেন। কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- রংপুর টু ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া
- রংপুর টু ঢাকা চলাচলকারী বাসের নাম
- রংপুর টু ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া
- হানিফ এন্টারপ্রাইজ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- টি আর ট্রাভেলস রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- এস আর ট্রাভেলস রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- শ্যামলী পরিবহণ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- আগমনী এক্সপ্রেস রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- গ্রীন লাইন ভলভো রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- নাবিল পরিবহণ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- খালেক এন্টারপ্রাইজ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- জে কে স্পেশাল রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- রাজিব এন্টারপ্রাইজ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- ইউনাইটেড ট্রাভেলস রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
- রংপুর টু ঢাকাগামী বাসের ভাড়া
- রংপুর থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার?
- রংপুর থেকে ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া- শেষকথা
রংপুর টু ঢাকা চলাচলকারী বাসের নাম
রংপুর টু ঢাকা বেশ কয়েকটি বাস সকাল ০৬.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত নিয়মিতভাবে চলাচল করে। নিম্নে এই সকল বাসের নাম উল্লেখ করা হলো-
- নাবিল পরিবহণ।
- জে কে স্পেশাল।
- শ্যামলী পরিবহণ।
- টি আর ট্রাভেলস।
- এস আর ট্রাভেলস।
- গ্রীণ লাইন ভলভো।
- আগমনী এক্সপ্রেস।
- রাজিব এন্টারপ্রাইজ।
- হানিফ এন্টারপ্রাইজ।
- খালেক এন্টারপ্রাইজ।
- ইউনাইটেড ট্রাভেলস।
রংপুর টু ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া
হানিফ এন্টারপ্রাইজ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
টি আর ট্রাভেলস রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
রংপুর থেকে ঢাকার উদ্দেশ্য প্রতিদিন নিয়মিতভাবে টি আর ট্রাভেলস এর ১৬ টি বাস ছেড়ে যায়। এই সকল বাসের সময়সূচী, শেষ স্টপেজের নাম এবং জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নম্বার নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো-
শ্যামলী পরিবহণ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
আগমনী এক্সপ্রেস রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
গ্রীন লাইন ভলভো রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
নাবিল পরিবহণ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
খালেক এন্টারপ্রাইজ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
জে কে স্পেশাল রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
রাজিব এন্টারপ্রাইজ রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
ইউনাইটেড ট্রাভেলস রংপুর টু ঢাকা বাসের সময়সুচী ও ভাড়া
রংপুর টু ঢাকাগামী বাসের ভাড়া
রংপুর থেকে ঢাকা চলাচলকারী বাসের ভাড়া বাসের মানভেদে কয়েক ধরনের হয়ে থাকে। তবে, বাসের মানভেদে সাধারণত নন এসি বাসের ভাড়া ৬০০ টাকা থেকে ৮০০ টাকা এবং এসি ১১০০ টাকা থেকে ১৩০০ টাকা। তবে, অনেক সময় ভাড়া কম বা বেশি হয়ে থাকে।
রংপুর থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার?
রংপুর থেকে ঢাকার দূরত্ব সড়ক পথে প্রায় ৩০৪ কিলোমিটার এবং রেল পথে সেটির দূরত্ব দড়ায় প্রায় ৫২৯ কিলোমিটার। আর দীর্ঘ এই রাস্তা বাসযোগে যাওয়ার ক্ষেত্রে, বাসের মানভেদে সময় লাগে প্রায় ৯ ঘন্টা থেক প্রায় ১০ ঘন্টার মত।
রংপুর থেকে ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া- শেষকথা
রংপুর থেকে ঢাকার পথে অনেক বাস নিয়মিত চলাচল করলেও সব বাসের সেবার মান ভালো নয়। তাই যেহেতু, এই পথের দূরত্ব অনেক, সেকারণে সকলের চেষ্টা করা উচিত, ভাড়ার দিকে না তাকিয়ে ভালো মানের বাসে যাতায়াত করা।
প্রিয় পাঠক পাঠিকাগণ, আসাকরি আমরা আপনদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, "রংপুর টু ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া'' সহ আরো গুরুত্বপূর্ণ অনেক তথ্য। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে, আমরা আশাবাদী।
আরো পড়ুনঃ নওগাঁ টু ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া
বিশেষ করে যারা রংপুর থেকে ঢাকা যেতে আগ্রহী, তাদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url