গুগল বা জিমেইল একাউন্ট কি? | নতুন গুগল একাউন্ট খোলার পদ্ধতি

আরো পড়ুনঃ হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া ম্যাসেজ ফিরে পাওয়ার উপায়

বর্তমান যুগ চলছে তথ্য ও যোগাযোগ প্রজুক্তির যুগ। তাই আমাদের সকলের কিছু কিছু না তথ্য ও যোগাযোগ প্রজুক্তির জ্ঞান থাকা প্রয়োজন। আর এই জ্ঞান অর্জন করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো গুগল। আর গুগলের কিছু সার্ভিস পাওয়ার জন্য গুগল একাউন্ট তথা একটি জিমেইল আইডি থাকা প্রয়োজন।

আর গুগল একাউন্ট বা জিমেইল হল গুগলের সকল পণ্য ও পরিষেবা পাওয়ার একমাত্র চাবিকাটি। যেগুলোর অনেটাই আমরা পেয়ে থাকি বিনামূল্যে। যাইহোক আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো গুগল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই- 

আজকের পাঠ্যক্রম- নতুন গুগল একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য 

  • গুগল বা জিমেইল একাউন্ট কি?
  • নতুন একটি গুগল একাউন্ট খুলতে কি দরকার
  • গুগল একাউন্ট এর সুবিধা কি কি?
  • নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম
  • মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম
  • গুগল একাউন্ট এর সুবিধা- শেষকথা

গুগল বা জিমেইল একাউন্ট কি?

গুগল একাউন্ট হলো এমন একটি প্রক্রিয়া বা আইডি কিংবা ঠিকানা যেটি ব্যবহার করার মাধ্যমে আমরা বিশ্বের সবচেয়ে বড় একটি কোম্পানির সকল ধরণের সার্ভিস বা পরিষেবা ব্যবহার করতে পারব। গুগল একাউন্টটি আমাদের বেশির ভাগ মানুষের কাছে পরিচিত জিমেইল আইডি নামে।

নতুন একটি গুগল একাউন্ট খুলতে কি দরকার

নতুন একটি গুগল একাউন্ট খোলার সময় বেশ কয়েকটি ব্যক্তিগত তথ্য প্রয়োজন পড়ে। যেমন, আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি প্রদান করতে হয়। আবার একাউন্ট ভেরিফিকেশনের জন্য গুগল খোলার সময় চাওয়া হয় মোবাইল নম্বর। 

এটি আবার যুক্ত করা যায় একাউন্টের সঙ্গে রিকোভার মোবাইল নম্বার হিসাবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, একাউন্টধারীর বয়স ১৩ বছর বা তার চেয়ে বেশি হতে হবে। কোনক্রমেই ১৩ বছরের নিচে হওয়া যাবে না। 

আপনার বয়স যদি ১৩ বছরের কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার গুগল একাউন্ট খোলার সময় যুক্ত করতে হবে, আপনার পিতা বা মাতার আইডি, যাতে আপনার একাউন্ট আপনার অবিভাবক ব্যবহার করতে পার। আপনার বয়স যখন ১৩ বছর পূর্ণ হবে তখন আপনার একাউন্ট আপনার হাতে তুলে দেওয়া হবে।

গুগল একাউন্ট এর সুবিধা কি কি?

আপনি যদি অনলাইনের মাধ্যমে কোন সুবিধা গ্রহন করতে চা, তাহলে অবশ্যই আপনার প্রয়োজন হবে গুগল একাউন্টের। তাছাড়া আপনি নিজে সার্ভিস গ্রহন করেন অথবা কাউকে সার্ভিস প্রদান করেন, সব ক্ষেত্রেই গুগল একাউন্ট থাকা বাধ্যতামূলক।

আপনার যদি একটি গুগল একাউন্ট বা ইমেইল আইডি থাকে, তাহলে আপনি কি কি করতে পারবেন, তা আমরা এক নজর দেখে নেই। ইউটিউবে ভিডিও দেখতে আপনার লাগবে গুগল একাউন্ট, আবার ইমেইলে তথ্য আদান প্রদান করতে গুগল একাউন্ট প্রয়োজন।

ব্লগারে ব্লগ করবেন, আপনার গুগল একাউন্ট লাগবে। গুগল এডসেন্স, গুগল ম্যাপ, গুগল ফটোস, গুগল এনালিটিক্স, গুগল কনসোল, গুগল ওয়ান ইত্যাদি যে কোন সার্ভিস পেতে থাকতে হবে গুগল একাউন্ট। আর এই সকল সুযোগ পেতে দরকার নতুন একটি একাউন্ট।

আর গুগল ব্লাগারের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি পাবেন ফ্রি ক্লাউড স্টোরেজ। আপনি যদি ওয়ার্ড প্রেস সিএমএইস ব্যবহার করতে চান তাহলে, স্টোরেজ বা হোস্টেং কিনতে হয় এবং ব্যবহার করতে পারবেন গুগল হোস্টিং। কম্পিউটার, মোবাইল বা অন্য যে কোন ডিভাইসে ব্যবহার করা যায় গুগল ড্রাইভ। 

আবার গুগল ড্রাইভ করার ফলে ফাইল সংরক্ষণ করতে পারবেন বিনামূল্যে। কারণ প্রতিটি গুগল একাউন্টের সঙ্গে ফ্রি স্টোরেজ থাকে। আপনি চাইলে একটি গুগল একাউন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ।

আরো পড়ুনঃ ফেসবুকে কাউকে ব্লক ও আনব্লক করার পদ্ধতি

আপনি যদি ব্যবহার করতে চান অ্যান্ড্র্যেড স্মার্টফোন তবে, আপনার জরুরীভাবে প্রয়োজন পড়বে গুগল একাউন্ট বা জিমেইল আইডি। তাছাড়া গুগল একাউন্ট, অ্যান্ড্রেয়েট মোবাইল ফোনের পাশাপাশি ব্যবহার করা যায় যে কোন ওয়েব ব্রাউজারে সঙ্গ।

বিভিন্ন ওয়েব ব্রাউজারে প্রতিদিন ব্যবহার করতে পারবেন ছোট বড় ইমেই কিংবা কমিউনিকেশনের জন্য। তাই আপনার যদি কোন গুগল একাউন্ট না থাকে তবে আপনি নিম্নের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে নতুন একটি গুগল একাউন্ট তৈরি করুন।

নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম

আপনি আপনার স্মার্ট মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপ্টপ বা অন্য যে কোন ধরণের ওয়েব ডিভাইসে গুগল একাউন্ট খুলতে পারেন। নিম্নে নতুন গুগল একাউন্ট খোলার কয়েটি সহজ ধাপগুলো আলোচনা করা হলো- 

** ধাপ- ১. আপনার ওয়েব ব্রাইজারে সার্চ করুন gmail লিখে। এবার সার্চ করে পাওয়া প্রথম অপশনে ক্লিক করুন এবং আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হওয়া পেজের create gmail account নামক অপশনে ক্লিক করুন।

** ধাপ- ২. এবার এখানে আপনাকে লিখতে হবে আপনার নামের প্রথম অংশ এবং এরপরে লিখতে হবে নামের পরের অংশ। মনে করেন আপনার নাম এশা জান্নাত তাহলে, প্রথমে লিখুন এশা এবং পরে লিখুন জান্নাত।

** ধাপ- ৩. এবার নিচে দেখতে পাবেন ইউজার নেম নামে একটি অপশন। এখানে আপনি ইউনিক নাম ব্যবহার করতে পারেন। এই নামটি হবে অনেকটা আপনার বাড়ির ঠিকানার মত, কারণ ইউনিক হলেই Email মাধ্যমেই স্পষ্টভাবে যোগাযোগ করা সম্ভাব হবে। মনে করুন আপনার নাম এশা হয়, সে ক্ষেত্রে একটি ডট বা  যুক্ত করার মাধ্যমে আপনি আপনার ইউনিক আইডিটি খুলতে পারেন।

** ধাপ- ৪. এখন আপনার সমনে আসবে পাসওয়ার্ড অপশন। পাসওয়ার্ডটি আপনি একটু জটিল করে দিন। কারণ এই পাসওয়ার্ডটি হবে আপনার গোপন কোড। যার মাধ্যমে আপনাকে সিকিউর করবে গুগল একাউন্ট ব্যবহার করার জন্য।

** ধাপ- ৫. এবার আপনার সমনে আসবে নতুন একটি পেজ, সেখানে আপনাকে পুরন করতে হবে মোবাইল নম্বার, জন্ম, তারিখ রিকোভারি email ইত্যাদি প্রশ্নের উত্তর। তবে, আপনার জন্ম তারিখ দেওয়া বাধ্যতামুলক হলেও মোবাইল নম্বার ও রিকোভারি email না দিলেও চলবে।

এখন আপনার গুগল একাউন্ট খোলার কাজ শেষ। আপনি চাইলে এখন আপনার গুগল একাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে, সবচেয়ে ভালো হয় যদি রিকভারি আইডি এবং মোবাইল নম্বার ব্যবহার করেন। কারণ আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে, পুনরাই আপনার গুগল একাউন্ট খুজে পেতে রিকভারি আইডি এবং মোবাইল নম্বার প্রয়োজন পড়ে।

মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম

কারো যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলে, আপনার হাতে থাকা স্মার্ট ফোনে গুগলে একাউন্ট খোলা যেতে পারে। আর মোবাইলে গুগল একাউন্ট খোলা যায় দুইভাবে। একটি হলো ব্রাউজারে এবং অপরটি অ্যাপ এর মাধ্যমে।

আমরা উপরের আলোচনার মাধ্যমে জেনে নিয়েছি ব্রাউজারের মাধ্যমে গুগলে একাউন্ট খোলার নিয়ম। এবার আমরা নিম্নের আলোচনার মাধ্যমে জানবো অ্যাপের মাধ্যমে গুগলে একাউন্ট খোলার ধাপ বাই ধাপ অনুসরণ করে। চলুন দেখা যাক-

** ধাপ- ১. গুগল অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার জন্য ক্লিক করুন Google অ্যাপে।

** ধাপ- ২. এখন আপনি উপরে দেখতে পাবেন প্রোফাইলের একটি ছবি। এবার ক্লিক করুন সেখানে।

** ধাপ- ৩. এবার এখানে ফোন নম্বার এবং একটি ইমেইল নম্বার দিয়ে আপনি সাইন ইন করলেই নিচের দিকে দেখতে পাবেন একাউন্ট খোলার অপশন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে।

** ধাপ- ৪. এখানে আপনাকে জিঙ্গাসা করা হবে যে, আপনি কোন ধরণের একাউন্ট খুলতে চান। নিজের ব্যক্তিগত, ব্যবসার জন্য বা আপনার সন্তানের জন্য? এখানে আপনি ক্লিক করুন For Myself অপশনে।

** ধাপ- ৫. এবার আপনার সামনে আসবে দুইটি কলম। এখানের একটিতে লিখুন আপনার নাম এবং অপরটিতে আপনার টাইটেল বা নামের শেষের অংশ লিখতে পারবেন।

** ধাপ- ৬. উপরে আপনার নামের তথ্য পূরণ করা হলে, আপনার সামনে নতুন পেজ আসবে। এখানে আপনাকে পূরণ করতে হবে আপনার জন্ম তারিখ।

** ধাপ- ৭. এবার আপনার সামনে থাকা পেজে, আপনার কাছ থেক চাওয়া হবে গুগল একাউন্ট এর জন্য ইউনিক একটি আইডি। আপনার আইডি হিসাবে নাম, মোবাইল নম্বার বা আপনার ইচ্ছেমত একটি নাম ব্যবহার করতে পারেন।

** ধাপ- ৮. আইডি নম্বার দেওয়া হয়ে গেলে বা নাম দিয়ে আইডি খোলা হয়ে যাওয়ার পর। এবার আপনার কাছে চাওয়া হবে পাসওয়ার্ড এবং আপনি যদি গুগল একাউন্ট এর জন্য মোবাইল নম্বার ব্যবহার করে থাকেন, তাহলে একটি OTP আসবে সেই মোবাইল নম্বারে। 

** ধাপ- ৯. OTP দেওয়ার পর একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একাউন্ট খোলার কাজ শেষ। এবার আপনার সামনে যে, গাইড লাইন দেখতে পাবেন, সেখানে থাকা OK অপশনে ক্লিক করলেই গুগল একাউন্ট এর কাজ শুরু হয়ে যাবে।

আর এভাবেই আপনি কয়েকটি সহজ ধাপ অনুসরণ করার মাধ্যমে একটি নতুন গুগল একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও আপনি চাইলে Gmail অ্যাপ, You Tube বা Google অ্যাপ ব্যবহার করে একই নিয়ম অনুসরণ করে নতুন গুগল একাউন্ট খুলতে পারবেন।

গুগল একাউন্ট এর সুবিধা- শেষকথা

বর্তমান তথ্য প্রজুক্তির বিশ্বে অনলাইন বা গুগল ছাড়া নিজেকে কল্পনা করা যায় না। তাছাড়া আপনার যদি একটি গুগল একাউন্ট থাকে তাহলে, You Tube থেকে শুরু করে আপনি ব্যবহার করতে পারবেন, Play Store, Google Maps, Google Drive, Google ডকুমেন্টসহ আরো অনেক অ্যাপ।

প্রিয় পাঠক পাঠিকাগন আমরা আশাকরি, আপনারা যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন তবে, নিশ্চয়ই জেনে গেছেন "গুগল বা জিমেইল একাউন্ট কি? ও নতুন গুগল একাউন্ট খোলার পদ্ধতি'' সহ অনেক তথ্য। যা আপনাদের অনেক উপকারে আসবে।

আরো পড়ুনঃ হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

বিশেষ করে যারা গুগল একাউন্ট সম্পর্কে জানতে চান, তাদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয় তাহলে, এটি অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদে সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭