ফেসবুক আইডি হ্যাক হলে কি করতে হবে?
আরো পড়ুনঃ গুগল বা জিমেইল একাউন্ট কি? | নতুন গুগল একাউন্ট খোলার পদ্ধতি
তথ্য প্রযুক্তির বিশ্বে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন কোটি কোটি মানুষ ফেসবুকে বিভিন্ন ভাবে নির্ভরশীল। বর্তমানে এমন অনেকে আছেন, যাদের ফেসবুক ছাড়া চলেই না। তাছাড়া ফেসবুকে অনেকে তাঁদের অনেক গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত অনেক তথ্য সংরক্ষণ করেন।
তাই, ফেসবুকের নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, যদি কেউ আপনার ফেসবুক আইডি হাতে পায়, তাহলে কেবল আপনার গুরুত্বপূর্ণ তথ্য দেখবে বা চুরি করবে তা কিন্তু নয়, বরং আপনার আইডি ব্যবহার করে করতে পারে অনেক অপরাধ মূলক কার্যক্রম।
তাই আমাদের সকলের যানা প্রয়োজন, কি কারণে ফেসবুক আইডি হ্যাক হয়। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আইডি হ্যাক হওয়ার কারণ, হ্যাক হলে করণীয় এবং ফেসবুকের আইডি ভুলে গেলে করণীয়। চলুন দেখা যাক-
আজকের পাঠ্যক্রম- ফেসবুক আইডি হ্যাক হলে কি করতে হবে?
- ফেসবুক আইডি হ্যাক হলে কি করতে হবে?
- ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ কি?
- ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হবে?
- কিভাবে পুরাতন ফেসবুক আইডি মুছেফেলা যাবে?
- শেষকথা
ফেসবুক আইডি হ্যাক হলে কি করতে হবে?
ফেসবুক আইডি ব্যবহার করতে গিয়ে অনেক সময়, নিজের অজান্তে হ্যাকিং এর সমস্যায় পড়তে হয়। আর থেকে পরিত্রাণ বা হারানো আইডি ফেরত পেতে নিম্নের পদ্ধতি অনুসরণ করলে হ্যাক হওয়া আইডি পুনরাই ফিরে পাওয়া সম্ভাব।
*** প্রথমেই প্রবেশ করুন http://www.facbook.com/hacked লিংকে।
*** এরপর ক্লিক করুন My account is compromised বাটনে। এবার আপনার কাছে হ্যাক হয়া আইডির তথ্য চাইবে, সেখানে থাকা ফোন নম্বার বা ই-মেইল এই দুটি অপশনের যে কোন একটিতে ক্লিক করুন।
*** এবার আপনার দেওয়া তথ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনাকে প্রকৃত আইডিটি দেখাবে এবং আপনার কাছে চাইবে বর্তমান বা পুরনো পাসওয়ার্ড।
*** এবার আপনার ব্যবহৃত পুরাতন পাসওয়ার্ডটি ব্যবহার করুন এবং ক্লিক করুন কন্টিনিউ অপশন।
*** হ্যাকারেরা যদি আপনার ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে, তাহলে আপনাকে পাঠানো হবে রিকোভারি অপশন এবং এর মাধ্যমেই আপনার হ্যাক হয়া আইডি উদ্ধার করা সম্ভাব।
*** হ্যাকারেরা যদি, ফোন নম্বার ই-মেইল অ্যাড্রেসসহ আইডি লগইন করার প্রয়োজনীয় সকল তথ্য পরিবর্তন করে ফেলে, তবে আপনাকে ক্লিক করতে হবে Need another way to authentication?> Submit a request to Facebook অপশনে।
*** এবার আপনার আইড়িটি উদ্ধার করার জন্য আপনার প্রয়োজনীয় তথ্যসহ আইডি সরবরাহ ফরম পূরণ করার মাধ্যমে উদ্ধার করা সম্ভাব হ্যাক হওয়া আইডি।
ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ কি?
ফেসবুক আইডি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন কারণে আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে। তবে, সাধারণত নিম্নের কারণে বেশিরভাগ সময় আইডি হ্যাক হয়ে থাকে।
ফেসবুক শেয়ার বাটন- অনেক সময় আপনার আইডি তৃতীয় পক্ষ অনেক ধরণের কমেন্ট করে। যেমন, ভিডিও, ছবি বা পোস্ট ইত্যাদি বিষয়ে শেয়ার বাটনে শেয়ার করার জন্য যুক্ত করা থাক। মূলত এইগুলো ব্যবহারকারির সুবিধার কারণে, ফেসবুকের শেয়ার বাটনে যুক্ত করা হয়ে থাকে।
কিন্তু এইগুলো অনেক সম শেয়ার বাটনে থাকার কারণে, আপনার ফেসবুকের পাসওয়ার্ড চুরির কারণ হতে পারে। কারণ অনেক হ্যাকারেরা নিজেরাই যোগ করে এইগুলো তাঁদের শেয়ার বাটনে এবং এর উপরে ক্লিক করলেই যে সাইট ওপেন হবে, তা দেখতে ফেসবুকের মতো, কিন্তু তা ফিশিং সাইট।
আর আপনি যখন ফসবুক মনে করে ওপেন করতে যাবেন, তখন আপনার পাসওয়ার্ড চলে যাবে তাঁদের কাছে। এতে আপনি যদি সতর্ক থাকেন তবে, এড়াতে পারবেন ফিশিং সাইট। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে, আপনি যেই লিঙ্কে ক্লিক করেছে, তা ফেসবুক ডট কম কিনা।
ফেসবুক বিজ্ঞাপন, অ্যাপ্লিকেশন এবং কজ- ফেসবুকের অনেক অ্যাপ্লিকেশন বেশিরভাগ সময় অ- নিরাপদ হয়। কিছুদিন আগে সর্বাধিক জনপ্রিয় অনেক অ্যাপ্লিকেশন ও গেম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে তাঁরা স্বীকার করেছে যে, তাঁদের বিজ্ঞাপনের সুবিধার জন্য ব্যবহারকারিদের তাঁরা কিছু তথ্য দিয়েছেন।
এছাড়াও অনেক অ্যাপ্লিকেশনের ভাণ্ডার থাকে, সেখান থেকে হঠাত আপনাকে কোন অ্যাপ্লিকেশন থেকে ইনভাইট বা রিকোয়েস্ট পাঠানো হয়, যা আপনার পাসওয়ার্ড চুরি হতে পারে। কিন্তু এই বিষয়ে আপনি কোন ধারণাই করতে পারবেন না।
মূল কথা হলো, আপনাকে সবসময় অচেনা- অজানা অ্যাপ্লিকেশন, কজ ইত্যাদি থেকে যতদূর পারবেন দূরে থাকাই উত্তম। অন্যথায় এই সকল কারণে আপনার ফেসবুক পাসওয়ার্ড হ্যাকার বা অন্য কারো হাতে চলে গেলে, একাউন্ট অন্যের হাতে চলে যেতে পারে এবং আপনি সমস্যায় পড়তে পারেন।
ফেসবুক ই-মেইল- আপনি যদি কোন কারণে একটু অসতর্ক হন, তাহলে আপনি ই- মেইলের মাধ্যমে চুরির শিকার হতে পারেন ফেসবুকের পাসওয়ার্ড। বিভিন্ন হ্যাকার রয়েছে, যারা নোটিফিকেশনের মতো করেই তৈরি করন ই- মেইল এবং সেটি ফেসবুকের মতো কোন ডোমেইন থেকে পাঠায় ই-মেইল আকারে।
আর এই সকল ই- মেইল থাকা লিংকে ক্লিক করা মাত্র ওপেন হবে সেই সাইটটি, যা অবিকল ফেসবুকের মতো। আসলে এটি একটি ফিশিং সাইট। এর ফলে হ্যকারেরা সহজেই পেয়ে যাচ্ছেন আপনার ফেসবুকের ইউজারনেম এবং পাসওয়ার্ড।
এই সকল প্রতারণার হাত থেকে বাঁচতে আপনাকে সবসময় ই-মেইল লিংকে ক্লিক করার আগে ভালো করে যেনে নিতে হবে, যে ফেসবুক ডট কমে আপনি সঠিকভাবে যাচ্ছে কি না। কারণ জতো যাই হোক না কেন, সেখানে ফেসবুকের ঠিকানা থাকলে কোন ঝামেলা নেই লগইন করতে।
আরো পড়ুনঃ হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া ম্যাসেজ ফিরে পাওয়ার উপায়
পাবলিক কম্পিউটার আইডি লগইন- পাবলিক কপমিউটারে বা সাইবার ক্যাফে এই জাতীয় লগইন করার সময় অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। কারণ এই জাতীয় লগইনের সবচেয়ে বড় ঝুকি হলো কি-লগার। বিভিন্ন সফটওয়্যার আছে, যা কম্পিউটারে থাকলে ব্রাউজিং করার সময়, ব্যবহার করা সব পাসওয়ার্ড সেভ হয়ে যায়।
তবে, ক্রম বা ফায়ারফক্স ব্যবহার করলে, এই ঝুকি অনেকটা কমে যায়। আবার অনেকেই এই ভুলটা করে থাকেন, তা হচ্ছে keep me logged in/ remember me এখানে ক্লিক করে লগইন করা। আবার অনেকে পাসওয়ার্ড সেভ করার অনুমতি চাইলে, না বুঝেই সেভ করে ফেলে।
এর ফল আপনার পাসওয়ার্ড চুরি না হলেও, আপনার আইডির অ্যাক্সেস অন্য কেই পেয়ে যাচ্ছে, যা সমানভাবে ক্ষতিকর। তাই আমাদের সকলের উচিত শুধু ফেসবুক বা ই- মেইলের নয় সব কিছুর পাসওয়ার্ড নিরাপদে রাখার ব্যবস্থা করা।
বিশেষ করে কোন সাইটে পাসওয়ার্ড দেওয়ার আগে বা লগইন করার আগে এবং আপনার ই-মেইলে আসা লিংকে ক্লিক করার পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে যে, ওয়েবসাইট বা ই- মেইলটি ফিশিং সাইট কিনা। তবেই, আপনার জাবতীয় পাসওয়ার্ড নিরাপদে রাখা সম্ভাব হবে।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হবে?
ফেসবুকের আইডির পাসওয়ার্ড কোন কারণে ভূলে গেলে, আপনাকে পুনরাই সহজ কয়েটি থাপ অনুসরণ করার মাধ্যমে, নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে। নতুন পাসওয়ার্ড সেট করার জন্য নিম্নের পদ্ধতি অনুসরন করুন।
*** প্রথমে ক্লিক করুন forget password/ recovery your account অপশনে।
*** এবার নির্বাচন করুন password rest অপশন এবং ক্লিক করুন।
*** এখন আপনার সামনে দেখতে পাবেন rest your password নামে একটি নতুন পেজ। এখানে আপনি নির্বাচন করুন verification code আপনি যার মাধ্যমে পেতে চান।
*** যদি আপনি মোবাইলে SMS পেতে চান তবে, sent via SMS নির্বাচন করুন বা Email এর মাধ্যমে পেতে চাইলে sent via Email নির্বাচন করুন। আপনার কাছে যেটি সহজ মনে হবে, তা নির্বাচন করে Continue অপশনে ক্লিক করুন।
*** এবার Verification বা Security কোর্ড কপি করুন এবং ক্লিক করুন Continue অপশনে। এবার ফেসবুক থেকে প্রাপ্ত (মোবাইল নম্বার বা ই-মেইলে) ৬ ডিজিটের কর্ডটি কপি করে নিন।
*** Verification কোর্ড দিন- ফেসবুক থেকে প্রাপ্ত (মোবাইল নম্বার বা ই-মেইলে) ৬ ডিজিটের কোর্ডটি কপি করে নিন এবং enter security code অপশনে লিখে নিচের Continue অপশনে ক্লিক করুন।
*** এখন New Password সেট করুন- আপনার Verification কোর্ড সঠিকভাবে দেওয়া হয়ে গেলে, আপনাকে বলা হবে New Password সেট করতে। সেখানে নতুন পাসওয়ার্ড সেট করা হলে Continue অপশনে ক্লিক করুন।
*** এবার আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। এখন থেকে আপনার ফেসবুক আইডি ব্যবহার করার জন্য নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন।
কিভাবে পুরাতন ফেসবুক আইডি মুছেফেলা যাবে?
অনেকদিন আগের একটি পুরাতন ফেসবুক আইডি আপনার রয়েছে, যা আপনি বর্তমানে ব্যবহার করেন না। কিন্তু কেউ আপনার ফেসবুক আইডি সার্চ করলে দুটি আইডি দেখায়। এই সমস্যা থেকে রেহাই পেতে নিম্নের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে, তা মুছে ফেলতে পারবেন। চলুন দেখা যাক-
- মোবাইল বা কম্পিউটারে থাকা ফেসবুক খুলুন।
- উপরে ডান দিকে থাকা প্রফাইল অপশনে ক্লিক করুন।
- এখন ক্লিক করুন Setting and Privacy অপশনে।
- এবার ক্লিক করুন Setting অপশনে।
- ক্লিক করুন Your Facebook Information অপশনে।
- এখন ক্লিক করুন আপনার সামনে থাকা Deactivation and deletion অপশনে।
- এবার ক্লিক করুন Delete your account অপশনে।
- এবার আপনাকে লিখতে হবে আপনার আইডির পাসওয়ার্ড।
- পাসওয়ার্ড লিখা হলে ক্লিক করুন Delete your account অপশনে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url