শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট মোবাইল নম্বারসহ ঠিকানা

আরো পড়ুনঃ কলাতলী আবাসিক হোটেল কক্সবাজারের মোবাইল নম্বারসহ ঠিকানা

শ্রীমঙ্গল মূলত একটি উপজলা শহর। আর এই শ্রীমঙ্গলকে বলা হয়ে থাকে বাংলাদেশের "চায়ের রাজধানী"। এই শ্রীমঙ্গলের রয়েছে মনোমুগ্ধকর সাংস্কতির অপার প্রাক্রিতিক সৌন্দর্য এবং প্রাচীন সভ্যতার অপূর্ব নানান নিদর্শন। যা বর্ণনা করা হয়েছে কাব্য ও কবিতায়।

শ্রীমঙ্গলে থাকা চা বাগান, হাওড়, পাহাড়, টিলা এবং জীব বৈচিত্র্য আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার জন্য সারা দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ভ্রমণ পিপাসুরা ভীড় জমান এখানে। আর তাই শ্রীমঙ্গলে অনেকের প্রয়োজন পড়ে রাত্রী যাপনের।

এই সকল কথা মাথায় রেখে, শ্রীমঙ্গলে গড়ে উঠেছে বেশ কিছু আবাসিক হোটেল এবং রিসোর্ট। আর আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট" সম্পর্কে। চলুন তাহলে আমরা দেখি- 

আজকের পাঠ্যক্রম- শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট মোবাইল নম্বারসহ ঠিকানা

  • শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট মোবাইল নম্বারসহ ঠিকানা
  • শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট ভাড়া কত?
  • গ্রীন প্লেস টি রিসোর্ট আবাসিক 
  • সুইট ড্রেম রেস্ট হাউজ
  • তানভী গেস্ট হাউজ
  • রিসোর্ট ওয়ার্ল্ড গেস্ট হাউজ
  • নীলিমা আবাসিক হোটেল
  • সবুজ বাংলা আবাসিক হোটেল
  • নিউ মুক্তা আবাসিক হোটেল
  • ইউনাইটেড আবাসিক হোটেল
  • আল রহমান আবাসিক হোটেল
  • মুন আবাসিক হোটেল
  • আল মদিনা আবাসিক হোটেল
  • সন্ধ্যা আবাসিক হোটেল
  • সোনার বাংলা আবাসিক হোটেল
  • মেরিনা আবাসিক হোটেল
  • ইছাকি এমোস আবাসিক হোটেল
  • টাওয়ার ইন আবাসিক হোটেল
  • হক আবাসিক হোটেল
  • বিরতি আবাসিক হোটেল
  • শেষকথা

শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট মোবাইল নম্বারসহ ঠিকানা

প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত শ্রীমঙ্গলে রয়েছে, বেশ কিছু আবাসিক হোটেল ও রিসোর্ট। যদিও শ্রীমঙ্গলে অনেকগুলো আবাসিক হোটেল ও রিসোর্ট আছে, কিন্তু পিকনিক ও ভ্রমণের ভরা মৌসুমে, অনেক সময় রুম পাওয়া কনেক কঠিন হয়ে দাড়ায়।

তাই আপনা যাতে ভ্রমণের যাওয়ার আগে থেকে, রুম বুক করতে পারেন, সেই কারণে আমরা দামে সস্তা অথচ ভালোমানের এই রকম জনপ্রিয় ১৮ টি আবাসিক হোটেলের নাম, ঠিকানা এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার শেয়ার করলাম।

শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট ভাড়া কত?

আপনারা যারা শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট ভাড়া কত সেই সম্পর্কে জানতে চান, তাদের অবগতির জন্য জানানো জাচ্ছে যে, সেখানে হোটেল ও রিসোর্ট এর ধরন অনুযায়ী ভাড়া ভিন্ন হয়ে থাকে। 

তবে সাধারণত হোটেলের ক্ষেত্রে মানভেদে ২৫০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত এবং রিসোর্ট ভাড়া ২০০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকা পর্যন্ত। তাছাড়া অনেক সময় ডিসকাউন্ট বা বিভিন্ন কারণে ভাড়া কমবেশি হতে পারে।

গ্রীন প্লেস টি রিসোর্ট আবাসিক 

যোগাযোগের ঠিকানা-

  • ডুলুবাড়ী, লাউয়া ছড়া,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৮৭৩-৫৮৫৬৬৯।

সুইট ড্রেম রেস্ট হাউজ

যোগাযোগের ঠিকানা-
  • বটেরমিল, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১১-৩৩৪৫৩৭।

তানভী গেস্ট হাউজ

যোগাযোগের ঠিকানা-
  • জালালিয়া রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১১-৩৭৬৬৫৭।

রিসোর্ট ওয়ার্ল্ড গেস্ট হাউজ

যোগাযোগের ঠিকানা-
  • শ্যামলী আবাসিক এলাকা,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১১-৩৭৬৬৫৭।

নীলিমা আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • উত্তর শ্রীমঙ্গল, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৬৩-০০৬৯৪১।

সবুজ বাংলা আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • উত্তর শ্রীমঙ্গল, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৯৪- ৫৯৪৭৩৬।

নিউ মুক্তা আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • উত্তর শ্রীমঙ্গল, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১৬-৯২৭৮৭৭।

ইউনাইটেড আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • দক্ষিণ চৌমোহনা, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৬৮৫-০৮৮০০৮।

আল রহমান আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • উত্তর চৌমোহনা, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১৯০৫২৭৬৪।

মুন আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • দক্ষিণ শ্রীমঙ্গল, নতুন বাজার,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১৪-৭৫২২৩৮।

আল মদিনা আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • দক্ষিণ শ্রীমঙ্গল, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭২৪-৯২৮৪১৭।

সন্ধ্যা আবাসিক হোটেল


যোগাযোগের ঠিকানা-

  • দক্ষিণ শ্রীমঙ্গল, নতুন বাজার,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১১-৯৭৭০৭৬।

সোনার বাংলা আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • দক্ষিণ শ্রীমঙ্গল, নতুন বাজার,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১১-২৩৮৩৬৫।

মেরিনা আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • দক্ষিণ শ্রীমঙ্গল, নতুন বাজার,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৮৭-৩৩৩৫৪৪।

ইছাকি এমোস আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • উত্তর চৌমোহনা, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১৭-০২৬৫৩৫।

টাওয়ার ইন আবাসিক হোটেল

যোগাযোগের ঠিকানা-

  • উত্তর চৌমোহনা, হবিগঞ্জ রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৭৫২৯২৩৫৮।

হক আবাসিক হোটেল 

যোগাযোগের ঠিকানা-

  • হক ম্যানশন, সেন্ট্রাল রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭১৬-৯৩৯৫৪০।

বিরতি আবাসিক হোটেল 

যোগাযোগের ঠিকানা-

  • মৌলভীবাজার রোড,
  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • জরুরী প্রয়োজনে- ০১৭৫৮৬০৩১৩৫।

শেষকথা

প্রিয় পাঠক কাঠিকাগন, আমরা আশাকরি আপনারা অবশ্যই যেনে জেনেন "শ্রীমঙ্গলের আবাসিক হোটেল ও রিসোর্ট ২০২৫'' সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী।
বিশেষ করে যারা, শ্রীমঙ্গলে রাত্রী যাপন করতে চান, তাদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি আম্পনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭