বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত । বরিশাল জেলার প্রাচীন ইতিহাস

আরো পড়ুনঃ রংপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্য । রংপুর জেলা কিসের জন্য বিখ্যাত 

বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত? বরিশাল জেলা মূলত বিখ্যাত লঞ্চ এবং মাছের রাজা ইলিশের জন্য। কিন্তু শুধু এটুকু দিয়েই কি বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং বিভাগীয় একটি জেলাকে পরিমাপ করা সম্ভাব? তাছাড়া আমরা সকলেই তো জানি বরিশাইল্য ভাষা সম্পর্কে।

কিন্তু কয়জন মানুষ জানে, বরিশালের আসল ইতিহাস, এর নিজস্ব ঐতিহ্য এবং এর হারিয়ে যাওয়া সংস্কৃতি সম্পর্কে। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "বরিশালের ইতিহাস এবং বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত'' সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

আর আপনি যদি বরিশাল বিভাগ কিংবা বরিশাল জেলায় বসবাস করে থাকেন, থাহলে আপনি বরিশাল সম্পর্কে জানবেন না, এটা কি করে হয়? আপনি যদি বরিশালের হয়ে থাকে তবে, আজকের এই আর্টিকেলটি আপনার কছে অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা দেখে নেই-

আজকের পাঠ্যক্রম-  বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত ও বরিশালের বিখ্যাত খাবার সম্পর্কে জানুন

  • বরিশাল জেলার ভৌগোলিক অবস্থান
  • বরিশাল জেলার উপজেলার নাম
  • বরিশাল জেলার নদ- নদী সমূহ
  • বরিশাল জেলার প্রাচীন ইতিহাস
  • বরিশাল জেলা নামকরণের কারণ
  • বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত
  • বরিশাল জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
  • শের ই বাংলা একে ফজলুল হক
  • তোফায়েল আহম্মেদ
  • গুরুদাস দাশগুপ্ত
  • বরিশালের বিখ্যাত খাবার সমূহ
  • বরিশাল জেলার বিখ্যাত দর্শনীয় স্থান
  • মিয়া বাড়ি জামে মসজিদ বরিশাল
  • দুর্গা সাগর দীঘি বরিশাল
  • শের ই বাংলা স্মৃতি জাদুঘর
  • বঙ্গবন্ধু উদ্যান বেলস পার্ক বরিশাল
  • বরিশাল জেলার বিখ্যাত দর্শনীয় স্থান- শেষকথা

বরিশাল জেলার ভৌগোলিক অবস্থান

বরিশাল জেলা ২৭৯১ বর্গকিলোমিটার আয়তনের এই জেলা ২২০৪০ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯০০২২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। এই জেলার উত্তরে মাদারীপুর, শরিয়তপুর ও চাদপুর জেলা, দক্ষিণে পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলা, পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে রয়েছে পিরোজপুর গোপালগঞ্জ ও ঝালকাঠি জেলা।

বরিশাল জেলার উপজেলার নাম

স্যার জন শ্যোর ১৮০১ সালে এই জেলার সদর দপ্তরটি স্থানান্তরিত করেন বর্তমান বরিশাল শহরে। পরবর্তী সময়ে জেলাটি পরিচিতি পায় বরিশাল নামেই। এই জেলাটি ১৮১৭ সালে পরিণত হয় একটি কালেক্টরেটে। বর্তমানে এই জলার রয়েছে ১০ উপজেলে। নিম্নে উপজেলার নাম দেওয়া হলো-

  • বরিশাল সদর উপজেলা।
  • গৈলঝড়া উপজেলা।
  • বানারীপাড়া উপজেলা।
  • বাকেরগঞ্জ উপজেলা।
  • মহিমাগঞ্জ উপজেলা।
  • উজিরপুর উপজেলা।
  • গৌরনদী উপজেলা।
  • বাবুগঞ্জ উপজেলা।
  • হিজলা উপজেলা।
  • মুলাদী উপজেলা।

বরিশাল জেলার নদ- নদী সমূহ

বাংলাদেশে বিভিন্ন এলাকায় জালের মতো ছড়িয়ে রয়েছে শত শত নদ- নদী। তেমনিভাবে বরিশাল জেলাতেও রয়েছে প্রচুর পরিমাণে ছোট বড় নদ- নদী। তার মধ্যে উল্লেখযোগ্য নদ- নদীগুলো হলো, মেঘনা, আড়িয়াল খাঁ, তেতুলিয়া, কীর্তনখোলা, বিখালী, সন্ধ্যা, টর্কি, বুড়িশ্বর ইত্যদি নদী উল্লেখযোগ্য।

বরিশাল জেলার প্রাচীন ইতিহাস

১৭৯৭ সালে ব্রিটিশ শাসন আমলে, তারা তাদের শোষণ ও শাসন ব্যবস্থাকে আরো মজবুত করার লক্ষ্যে গোটা ভারত বর্ষকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করছিলেন। সেই সময় বরিশাল অঞ্চলের নাম করণ করেছিলেন প্রভাবশালী জমিদার বাকেরের নামানুসারে বাকের গঞ্জ।

কারণ সেই সময় এই অঞ্চলের প্রভাবশালী একজন জমিদার ছিলেন বাকের এবং তার নামানুসারে এই এলাকার নামও রাখা হয় বাকের গঞ্জ। সেই সময় বাকের গঞ্জ বলতে পূরো দক্ষিণাঞ্চলকে বুঝানো হতো। পরবর্তী সময়ে স্যার জন শ্যোর ১৮০১ সালে তার কার্যালয় বরিশালে স্থানান্তর করেন।

বরিশাল জেলা নামকরণের কারণ

বরিশাল জলার নাম করণ করা হয়েছে মূলত বরিসল্ট থেকে। ততকালীন সময়ে বরিশাল অঞ্চলে যে লবনগুলো পাওয়া যেত, তা ছিল প্রচুর মোটা। আর ইংরেজেরা এই মোটা লবনের নাম দিয়ছিল বরিসল্ট। বরিসল্ট থেকেই পরবর্তী সময়ে রুপান্তারিত হয় বরিশাল নামে।

বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত 

বরিশাল জেলা বেশ কিছু জিনিসের জন্য সারা বাংলাদেশ ব্যপি বিখ্যাত। তার মধ্যে অন্যতম হল লঞ্চ এবং মাছের রাজা ইলিশ, বরিশালের নিজস্ব ভাষা এবং বরিশালের আমড়া বেশ বিখ্যাত। তাছাড়া এই জেলায় জন্ম গ্রহন করেছেন অনেক বিখ্যাত ব্যক্তিসহ রয়েছে অনেক বিখ্যাত স্থান এবং বিখ্যাত বেশ কিছু খাবার। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো।

বরিশাল জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ

কোন অঞ্চল, কোন দেশ বা কোন নির্দিষ্ট ভূখন্ড বিখ্যাত বা পরিচিতি লাভের পিছনে বিশেষ অবদান রাখে উক্ত এলাকায় জন্মগ্রহন করা বিখ্যাত ব্যক্তির জন্য। আর বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত সেটিও ইন্ডিগেট করেছে, বরিশালে জন্মগ্রহণকারী কিছু ব্যক্তির উপর। নিম্নে বরিশালের কয়েকজন বিখ্যাত ব্যক্তির সংক্ষেপে পরিচয় জানুন-

শের ই বাংলা একে ফজলুল হক

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শের ই বাংলা একে ফজলুল হক এক অন্যান্য নাম। তিনি জন্ম গ্রহন করেছিলেন বরিশাল জেলাতে। শের ই বাংলা একে ফজলুল হক এর মতো অবিসংবাদিক নেতার হাত ধরেই বাঙ্গালীরা বাচার স্বপ্ন দেখেছিলেন। এই কিংবদন্তি নেতা বাংলার সকলের কাছে সু পরিচিত।

আরো পড়ুনঃ দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত

তোফায়েল আহম্মেদ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীন একজন নেতা তোফায়েল আহম্মেদ। তিনি তাঁর রাজনৈতিক জীবনে ডাকসুর ভিপি, প্রবীন সংসদ সদস্য এবং সাবেক একজন মন্ত্রী ছিলেন। তোফায়েল আহম্মেদ ১৯৬৯ সালে বাংলাদেশের স্বাধীনতার মুল নায়ক শেখ মুজিবর রহমানকে উপাধি দিয়েছিলেন বঙ্গবন্ধু।

গুরুদাস দাশগুপ্ত

গুরুদাস দাশগুপ্ত বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালে জন্ম গ্রহন করলেও, ভারতের মতো বৃহৎ একটি গণতান্ত্রিক রাস্ট্রের একজন সংসদ সদস্য।

বরিশালের বিখ্যাত খাবার সমূহ

বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নগরি। এই জেলার ঐতিহ্যবাহী খাবার রয়েছে অনেক, যে গুলোর তালিকা তৈরি করতে গেলে অনেক সময় কেটে যাবে। তবুও নিম্নে বরিশালের কয়কটি জনপ্রিয় খাবারের কথা উল্লখ করা হলো। 

বিরিশালের ইলিশ- বরিশালের ইলিশ, বরিশাল তথা সারা বাংলাদেশে বিখ্যাত খাবার। অনেকেই চাঁদপুরকে ইলিশের প্রধান এলাকা মানতে নারাজ। তাদের মতে বরিশাল হলও ইলিশের প্রধান এলাকা।

ভর্তা- ভাজি- বরিশালের প্রায় সকল স্থানে পাওয়া যায় বিভিন্ন ধরণের ভর্তা- ভাজি। যা বরিশালের বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম। কলার মোচার ভাজি, পোক্ত নারকেল কলার পাতায় ভাজি, চিংড়ি মাছের বিভিন্ন ধরণের রেসেপি বরিশালে যে কোন স্থানে পাওয়া যায়।

গরুর মাংসের ভুনা- গরুর মাংস ও মান কচু দিয়ে ভুনা, এই খাবারটি বরিশালের ঐতিহ্যবাহী একটি বিখ্যাত খাবার। শুধুমাত্র গরুর মাংসের এই ভুনা খাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন বরিশালে।

বিরিয়ানি ও ফিরনি- শত শত ছোট বড় হোটেল রেস্টুরেন্ট রয়েছে বরিশাল শহরে। বরিশাল সদরের গার্লস স্কুলের সামনে বরিশালের অত্যান্ত পুরনো এবং ঐতিহ্যবাহী নামেজের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের বিখ্যাত খাবার বিরিয়ানি ও ফিরনি বরিশালের বিখ্যাত একটি খাবার।

বিস্কি মিষ্টি- বরিশালে পাওয়া যায় বিশেষ এক ধরণের মিষ্টি, যার নাম বিস্কি মিষ্টি। গুড়, আউস চাল এবং নারকেলের তৈরি এই মিষ্টি বিরিশালের বিখ্যাত একটি খাবার। যে কোন অনুষ্ঠান ও উৎসবে বরিশাইল্লদের এই মিষ্টি চাই চাই।

বিরিশালের দই- বরিশালের লেচু শাহের মাজারের সমনেই রয়েছে একটি নাম বিহীন দইয়ের দোকান। যদিও অনেকে এটিকে লেচু শাহের দইয়ের দোকান নামে চেনে। এই দোকানে পাওয়া যায় দই, ঘোল, মাখন এবং মোটা চালের চিড়া ও মুড়ি।

শুঠিয়ার সন্দেশ- বরিশালের ফলপট্টির মোড়ে পাওয়া যায়, সুসীম মিষ্টান্ন ভান্ডার, শচীন ঘোষের মিষ্টি, নিতাইয়ের মিষ্টি এবং শুঠিয়ার সন্দেশ। যেগুলোর নাম শুনলের জিভে জল এসে যায়।

এছাড়াও কোরমা, পোলাও, কালিয়া, কাবাব, রোস্ট এবং রেজালাসহ বেশ কয়েকটি মসল্লাদার খাবার বরিশালের বিখ্যাত খাবারের তালিকায় রাখা অবশ্যই উচিত।

বরিশাল জেলার বিখ্যাত দর্শনীয় স্থান

বরিশাল জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি অতি প্রাচীন হওয়ার কারণে, এখানে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান। নিম্নে কয়েকটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো-

মিয়া বাড়ি জামে মসজিদ বরিশাল

বরিশাল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন স্থাপনা মিয়া বাড়ি জামে মসজিদ, যা বরিশালের অনতম আকর্ষণীয় এবং বিখ্যাত স্থান। প্রাচীন এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল ১৮০০ সালের দিকে। সবকিছুকে ছাপিয়ে বরিশাল জেলার মূল আকর্ষণ এই ঐতিহাসিক মসজিদ।

দুর্গা সাগর দীঘি বরিশাল

বরিশালের তকালীন রাজা শিবনারায়ন ১৭৮০ সালে এলাকার পানি সংকট দূর করার জন্য প্রায় ৪৬ একর জমির উপর খনন করেন একটি কৃত্রিম দীঘি। কথিত আছে রাজা ছিলেন দুর্গা উপাসক, তাই তিনি দীঘির নাম দিয়েছেন দুর্গা সাগর দীঘি।

দুর্গা সাগর দীঘিতে ঘুরতে গেলে আপনার চোখে পড়বে সারি সারি নারকেল ও সুপারির গাছের বাগান। সেখানকার অপরূপ এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে, যে কোন মানুষের মন এক নিমিষেই আনন্দে ভরে উঠতে বাধ্য।

শের ই বাংলা স্মৃতি জাদুঘর

বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি এবং অবিসংবাদিত এই রাজনীতিবিদের স্মৃতি রক্ষার্থে, জাদুঘরটির নাম করণ করা হয়েছে শের ই বাংলা স্মৃতি জাদুঘর। এই জাদুঘরটি বরিশাল জেলা সদর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। শের ই বাংলা একে ফজলুল হকের বসতবাড়ি প্রায় ২৭ একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে এই জাদুঘর।

বঙ্গবন্ধু উদ্যান বেলস পার্ক বরিশাল

বঙ্গবন্ধু উদ্যান বেলস পার্কটি অবস্থিত বাংলাদেশের দক্ষিণের শহর বরিশালে। এটি বরিশালের একটি নগর উদ্যান এবং বিনোদন পার্ক। এই নগর উদ্যানটি বরিশালের সুন্দর ও বিখ্যাত স্থানের মধ্যে একটি। এখানে পরিবার, বন্ধু কিংবা সঙ্গী নিয়ে ঘুরা জন্য সুন্দর স্থান।

বরিশাল জেলার বিখ্যাত দর্শনীয় স্থান- শেষকথা

অসাধারণ দৃষ্টি নন্দন ও সৌন্দর্যঘেরা, কৃষ্টি কালচারে ভরপুর এবং বিভিন্ন মুখোরোচক খাবার সবাইকে জানান দেয়, কিসের জন্য বিখ্যাত বরিশাল জেলা। আশাকরি বরিশাল জেলা আপনাদের অনেক ভালো লাগবে। কিন্তু তাঁর জন্য আপনাকে একবার ঘুরে আসতে হবে প্রিয় জেলা বরিশাল থেকে।

পাঠক পাথিকাগণ, আশাকরি আপনারা যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন "বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত ও বরিশাল জেলার প্রাচীন ইতিহাস" সম্পর্কে অনেক তথ্য। যা আর্টিকেলের মধ্যে ইতিপূর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি।

আরো পড়ুনঃ নওগাঁর দর্শনীয় স্থান পাহাড়পুর বৌদ্ধ বিহার

আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অবশ্যই আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭