এন,আই,ডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২৪
আরো পড়ুনঃ ঢাকা থেকে কক্সবাজার বাসের সময়সূচী ও ভাড়া
এন,আই,ডি কার্ড বাংলাদেশের প্রাপ্ত বয়স্ক অর্থাৎ আঠারো বছর পূর্ণ হওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি দলিল। কারণ ভোট দেওয়া থেকে শুরু করে চাকুরী কিংবা পাসপোর্ট, ভিসাসহ সকল ক্ষেত্রে এন,আই,ডি কার্ড ছাড়া চলবেনা। কিন্ত আমাদের এই এন,আই,ডি কার্ড এ অনেকের বিভিন্ন ধরণের ভুল থাকার কারণে নিজেকে অনেকটা অস্বস্তি বোধ লাগে।
তাই এন,আই,ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন প্রক্রিয়া জানার জন্য অনেকে গুগলে সার্চ করেন। কিন্তু অনলাইলে এন,আই,ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করা খুবই সহজ। কারণ আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার এন,আই,ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার অনলাইনে ঘরে বসে এন,আই,ডি কার্ড সংশোধন করার সহজ উপায় সম্পর্কে। এছাড়াও বাংলাদেশের নাগরিকেরা, এন,আই,ডি কার্ড এর কোন কোন বিষয় সংশোধন করতে পারবে, খরচ কত টাকা হবে, কতদিন সময় লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য শেয়ার করবো। চলুন তাহলে আমরা দেখে নেই-
আজকের পাঠ্যক্রম- এন,আই,ডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২৪
- এন,আই,ডি কার্ড সংশোধন ২০২৪
- এন,আই,ডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২৪
- এন,আই,ডি কার্ড সংশোধনের ধাপ ২০২৪
- এন,আই,ডি কার্ড সংশোধন করুন ২০২৪
- এন,আই,ডি কার্ড সংশোধন খরচ ২০২৪
- এন,আই,ডি কার্ড সংশোধনের জন্য কি কি লাগে
- কিভাবে এনআইডি কার্ড সংশোধন ফরম ডাউনলোড করা যাবে
- এনআইডি কার্ড সংশোধন করতে কতদিন লাগে
- জাতীয় পরিচয় পত্র সংশোধনের নিয়ম। শেষকথা
এন,আই,ডি কার্ড সংশোধন ২০২৪
এন,আই,ডি কার্ড সংশোধন প্রক্রিয়াটি মুলত তিনটি ভাগে বিভক্ত। আর প্রতিটি ভাগ বা ক্যাটাগরির জন্য আলাদা তথ্য এবং আলাদা সংশোধন ফি নির্ধারিত রয়েছে। নিম্নে ক্যাটাগরি তিনটি দেখানো হলো-
- ব্যক্তিগত তথ্য।
- ঠিকানার তথ্য (স্থায়ী/অস্থায়ী)।
- অন্যান্য তথ্য।
এন,আই,ডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২৪
এন,আই,ডি কার্ড সংশোধনের ধাপ ২০২৪
- ১. নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ।
- ২. রেজিস্ট্রেশন করণ।
- পুনরায় লগইন করণ।
- প্রোফাইল ড্যাশবোর্ড এ প্রবেশ করণ।
- তথ্য সংশোধনের জন্য এডিট বাটনে ক্লিক করণ।
১. নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ- এন,আই,ডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন এর নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে। আর বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটি হলো https://services.nidw.gov.bd । এই লিঙ্ককে প্রবেশ করলে নিম্নে দেখানো পেজটি ওপেন হবে।
আপনার যদি পূর্বে রেজিস্ট্রেশন করা না থাকে, তবে ক্লিক করুন রেজিস্ট্রেশন বাটনে। আর আপনি যদি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে চান তবে ক্লিক করুন আবেদন বাটনে এবং প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন।
২. রেজিস্ট্রেশন করণ- আপনি রেজিস্ট্রেশনের কাজ শেষ করে রেজিস্ট্রেশন বাটনে ক্লি করলে নিম্নে দেখানো পেজটি আপনার সামনে আসবে।
এখানে আপনার জাতীয় পরিচয় পত্র বা এন,আই,ডি কার্ডের নম্বা ও জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করার পর ক্লিক করুন সাবমিট বাটনে। জাতীয় পরিচয় পত্র বা এন,আই,ডি কার্ড সংশোধনের জন্য এই পেজটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে ভুল করলে বা জাতীয় পরিচয় পত্র বা এন,আই,ডি কার্ড এর সঙ্গে না মিললে জেতে পারবেন না পরবর্তী ধাপে।
৩. এন,আই,ডি কার্ড এর ঠিকানা যাচাই- এখানে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র বা এন,আই,ডি কার্ডের ঠিকানা যাচাই করতে হবে সতর্কতার সঙ্গে। কারণ আপনি যদি এখানে কোন ভুল করেন, সেক্ষেত্রে আপনার একাউন্ট লক হয়ে জেতে পারে। এখানে আপনাকে স্থায়ী এবং বর্তমান ঠিকানা পুরণ করত তিনটি সঠিক তথ্য প্রয়োজন। যেমন-
- বিভাগ।
- জেলে।
- উপজেলা।
এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে Google Play Store থকে NID Wallet লিখে সার্চ দিন। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে এন,আই,ডি কার্ড এর নম্বার এবং জন্ম তারিখ লিখে লগইন করুন। এবার কম্পিউটারে লগইন হওয়া পেজে থাকা QR Code টিকে স্ক্যান করে নিন।
ফেইস ভেরিফিকেশন- স্ক্যান করা হয়ে গেলে অটো ক্যামেরা ওপেন হবে। এবার উপরে, নিচে, ডান, বাম তাকিয়ে এবং চোখ মিটিমিটি ইত্যদির মাধ্যমে ফেস ভেরিফিকেশন করে নিন। আবার আপনি যদি সকল প্রক্রিয়াগুল মোবাইলের মাধ্যমে করতে চান, তবে QR Code টিকে স্ক্যান করার প্রয়োজন পড়বেনে, সরাসরি অ্যাপস এ চলে যাবে।
আরো পড়ুনঃ জাপানে কোন ভিসার দাম কত
এবার ইউজার নেম এবং আপনি একটি শক্তিশালি পাসওয়ার্ড সেট করুন। পরবর্তী সময়ে আপনাকে যেন এন,আই,ডি কার্ড এর যে কোন সেবার জন্য, যেমন- এন,আই,ডি কার্ড যাচাই, সংশোধন বা ডাউনলোড ইত্যাদির জন্য পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন না পড়ে। শুধুমাত্র USER ID এবং পাসওয়ার্ড লগইন করার মাধ্যমে সেবা পান।
৫. ইউজার ড্যাশবোর্ড লগইন- রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ শেষ, এবার সংশোধন করুন। এরজন্য আপনাকে প্রথমে ইউজার লগইন করতে হবে। এটি আপনি চাইলে এন,আই,ডি কার্ড এর নম্বার বা পাসওয়ার্ড কিংবা ইউজার নেম দিয়ে লগইন করে নিতে পারবেন। নিম্নে ছবি দেখুন- ইউজার লগইন
ইউজার লগইন- আশার কথা হলো আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, তবে কোন সমস্যা নেই। কারণ আপনি যে মোবাইল নম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই নম্বার দিয়ে পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভাব। তাই আপনি চাইলে পুরাতন এন,আই,ডি কার্ড যাচাই কিংবা ডাউনলোড করে নিতে পারবেন।
এন,আই,ডি কার্ড সংশোধন করুন ২০২৪
ইউজার নেম এবং পাসওয়ার্ড এর মাধ্যমে সার্ভার লগইন করেলে ওপেন হবে প্রোফাইল ড্যাশবোর্ড। এখানে আপনি ক্লিক করুন বিস্তারিত প্রোফাইল বাটনে। এবার ক্লিক করুন এডিট বাটনে, আপনার সামনে আসবে নিম্নের পেজ।
এখানে আপনার সামনে এন,আই,ডি কার্ড সংশোধন ফরম ওপেন হবে। তবে পরবর্তী সময়ে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করার মাধ্যমে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
এন,আই,ডি কার্ড সংশোধন খরচ ২০২৪
অনলাইনে এন,আই,ডি কার্ড সংশোধন বা জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আলাদা আলাদা ফি প্রদান করতে হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই সম্পর্কে জানেন না। তাই সকলের সুবিধার জন্য বিভিন্ন ফি সম্পর্কে তুলে ধরা হলো। চলুন তাহলে নিম্নের আলোচনার মাধ্যমে দেখে নেওয়া যাক-
- এন,আই,ডি কার্ড সাধারণ রি ইস্যু ফি ২৩০ টাকা।
- এন,আই,ডি কার্ড জরুরি রি ইস্যু ফি ৩৭৫ টাকা।
- ব্যক্তিগত তথ্য সংশোধন ফি ২৩০ টাকা।
- অন্যান্য তথ্য সংশোধন ফি ১১৫ টাকা।
- সকল তথ্য সংশোধন ফি ৩৭৫ টাকা।
এন,আই,ডি কার্ড সংশোধনের জন্য কি কি লাগে
- এস,এস,সি অথবা এইচ,এস,সি সনদের ফটকপি।
- অনলাইন জন্ম সনদের ফটোকপি।
- পাসপোর্ট বা ড্রাইভিং সনদের ফটোকপি।
- আবেদনকারী বিবাহিত হলে বিয়ের কাবিন নামা।
- পিতা- মাতার এন,আই,ডি কার্ড এর ফটোকপি।
ঠিকানা তথ্যের ক্ষেত্রে- বিভাগ, জেলা, উপজেলে/ থানা, এম,আর,ও ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, মৌজা, বাসার হোল্ডিং নম্বার, পোস্ট অফিস এবং কোডসহ ভোটার এলাকা সংশোধন করা যাবে।
কিভাবে এনআইডি কার্ড সংশোধন ফরম ডাউনলোড করা যাবে
এন,আই,ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম ডাউনলোড করার জন্য আপনারকে প্রবেশ করতে হবে hettp://www.ecs.gov.bd//page/download. এই ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে এন,আই,ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম ডাউনলোড করে নিতে পারবেন।
এনআইডি কার্ড সংশোধন করতে কতদিন লাগে
এন,আই,ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য আপনার উপরের আলোচনা করা সকল তথ্য সঠিকভাবে সম্পাদন করা হলে সময় লাগে সর্বোচ্চ ৪৫ কর্মদিবস। তবে আপনার আবেদন ২২ কর্মদিবসের মধ্যেই গৃহীত হয়ে থাকে।
জাতীয় পরিচয় পত্র সংশোধনের নিয়ম। শেষকথা
আশাকরি আপনারা যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে অবশ্যই জেনে গেছেন "এন,আই,ডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২৪'' এর সকল প্রকার তথ্য বিস্তারিতভাবে। যা আমরা এই আর্টিকেলের মধ্যে ইতিপূর্বেই আপনাদের সঙ্গে, সকল প্রকার তথ্য বিস্তারিতভাবে শেয়ার করেছি।
আরো পড়ুনঃ জার্মানিতে কাজের ভিসা ২০২৪
আমরা অনেক আশাবাদী যে, আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই এটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url