ঢাকা থেকে কক্সবাজার বাসের সময়সূচী ও ভাড়া
আরো পড়ুনঃ জাপানে কোন ভিসার দাম কত
কক্সবাজার বিশ্বের অন্যতম সৌন্দর্য মণ্ডিত সমুদ্র সৈকত। প্রতিবছর কক্সবাজারে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ অসংখ্য ভ্রমন পিপাসু মানুষ ছুটে জান। আর সেখানে যাওয়ার জন্য অনেকে আকাশ পথ বেচে নিলেও, বেশিরভাগ মানুষ যাতায়াত করেন বাসে করে। কিন্তু অনেকেই জানেন না, ঢাকা থেকে কক্সবাজার চলাচলকারী বাসের সময়সূচী ও ভাড়া সম্পর্কে।
তাই ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য অনেকেই গুগলে সার্চ দিয়ে জানতে চান, ঢাকা থেকে কক্সবাজার চলাচল করা বিভিন্ন বাসের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। তাই আপনাদের কাথা মাথায় রেখে আমরা আজকের আর্টিকেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো "ঢাকা থেকে কক্সবাজার বাসের সময়সূচী ও ভাড়া'' সম্পর্কে।
আর আপনিও যদি ঢাকা থেকে কক্সবাজারের বাসের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে চান, তাহলে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মনোযোগের সঙ্গে পড়তে হবে। তাহলেই আপনি আপনার সার্চ করা বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাসের সময়সূচী এবং ভাড়া।
আজকের পাঠ্যক্রম- ঢাকা থেকে কক্সবাজার বাসের সময়সূচী ও ভাড়া
- ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া
- ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী
- ঢাকা টু কক্সবাজার শ্যামলী পরিবহন
- ঢাকা টু কক্সবাজার গ্রীন লাইন পরিবহন
- ঢাকা টু কক্সবাজার সেন্টমাটিন পরিবহন
- ঢাকা টু কক্সবাজার হানিফ এন্টারপ্রাইজ
- ঢাকা টু কক্সবাজার সেজুতি ট্রাভেলস
- ঢাকা টু কক্সবাজার দেশ ট্রাভেলস
- ঢাকা টু কক্সবাজার সোহাগ পরিবহন
- ঢাকা টু কক্সবাজার এনা পরিবহন
- ঢাকা টু কক্সবাজার স্টার লাইন
- ঢাকা টু কক্সবাজার মিয়ামি এয়ার কন
- ঢাকা টু কক্সবাজার সৌদিয়া কোচ সার্ভিস
- ঢাকা টু কক্সবাজার ঈগল পরিবহন
- ঢাকা টু কক্সবাজার রয়েল কোচ
- ঢাকা টু কক্সবাজার মিথিলা পরিবহন
- ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া। শেষকথা
ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া
বর্তমানে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্র। তাই প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান এমনকি দেশের বাইরে থেকেও কক্সবাজারে যাচ্ছে। আর এই সকল মানুষের যাতায়তের জন্য ঢাকা থেকে প্রতিদিন বিভিন্ন নামীদামী কোম্পানির অনেক গাড়ী ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
আর এই সকল গাড়ীর মধ্যে এসি এবং নন এসি উভয় প্রকারের গাড়ি রয়েছে। আপনি আপনার বাজেট অনুযায়ী বাস নির্বাচন করে আপনার সাধ্যের মধ্যে খরচ করে যেতে পারবেন। কারণ সকলের ভ্রমন বাজেট সমান নয়। তবে বাসের মানভেদে জনপ্রতি ৭৫০ টাকা থেক ২৪৫০ টাকা ভাড়া লাগবে। নিম্নে বিভিন্ন কোম্পানির বাসের নামসহ ভাড়া দেখে নিন।
ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী
ঢাকা থেকে কক্সবাজার যাতায়তের জন্য বিভিন্ন কোম্পানীর ভিন্য ধরণের বাস, বিভিন্ন সময়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এই সকল বাসের মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় বাসের সময়সূচী আপনাদের সুবিধার জন্য টেবিল বা ছকের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে দেখে নেওয়া যাক বাসের সময়সূচী এবং ভাড়া।
ঢাকা টু কক্সবাজার শ্যামলী পরিবহন
শ্যামলী পরিবহনের যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
শ্যামলী পরিবহন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
এনআর-এসি |
রাত- ০৭.৩০ মিঃ |
সকাল- ০৬.০০ মিঃ |
১৩০০ টাকা |
এনআর-এসি |
রাত- ১০.১৫ মিঃ |
সকাল- ০৭.৪৫ মিঃ |
১৩০০ টাকা |
এসপি-এসি |
রাত- ০৮.৩০ মিঃ |
সকাল- ০৬.০০ মিঃ |
২১৫০ টাকা |
এসপি-এসি |
রাত- ১০.০০ মিঃ |
সকাল- ০৭.৩০ মিঃ |
২১৫০ টাকা |
এনআর-ননএসি |
রাত- ০৮.৩০ মিঃ |
সকাল- ০৫.৩০ মিঃ |
৭৫০ টাকা |
এনআর-ননএসি |
রাত- ০৯.১৫ মিঃ |
সকাল- ০৬.১৫ মিঃ |
৭৫০ টাকা |
এসপি-ননএসি |
রাত- ০৭.০০ মিঃ |
সকাল- ০৫.০০ মিঃ |
৮৫০ টাকা |
এসপি-ননএসি |
রাত- ০৮.৩০ মিঃ |
সকাল- ০৬.৩০ মিঃ |
৮৫০ টাকা |
ঢাকা টু কক্সবাজার গ্রীন লাইন পরিবহন
গ্রীন লাইন পরিবহনের যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
গ্রীন লাইন পরিবহন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
স্লিপার-এসি |
রাত- ০৯.১৫ মিঃ |
সকাল- ০৬.০০ মিঃ |
২৪৫০ টাকা |
স্লিপার-এসি |
রাত- ১০.১৫ মিঃ |
সকাল- ০৮.১৫ মিঃ |
২৪৫০ টাকা |
নন স্লিপার-এসি |
রাত- ০৭.৪৫ মিঃ |
সকাল- ০৫.৩০ মিঃ |
১৪৫০ টাকা |
নন স্লিপার-এসি |
রাত- ১১.২০ মিঃ |
সকাল- ০৮.৩০ মিঃ |
১৪৫০ টাকা |
নন স্লিপার-ননএসি |
রাত- ০৮.১৫ মিঃ |
সকাল- ০৫.৩০ মিঃ |
৮০০ টাকা |
নন স্লিপার-ননএসি |
রাত- ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৬.৪৫ মিঃ |
৮০০ টাকা |
নন স্লিপার-ননএসি |
রাত- ০৮.৪৫ মিঃ |
সকাল- ০৬.০০ মিঃ |
৮০০ টাকা |
নন স্লিপার-ননএসি |
রাত- ১০.০০ মিঃ |
সকাল- ০৭.০০ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার সেন্টমাটিন পরিবহন
সেন্টমাটিন পরিবহনের যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
সেন্টমাটিন পরিবহন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
পরিবহন-এসি |
রাত- ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৬.১৫ মিঃ |
১৮৫০ টাকা |
পরিবহন-এসি |
রাত- ১০.০০ মিঃ |
সকাল- ০৭.৪৫ মিঃ |
১৮৫০ টাকা |
হুন্ডাই-এসি |
রাত- ০৮.১৫ মিঃ |
সকাল- ০৬.৩০ মিঃ |
১৫৫০ টাকা |
হুন্ডাই-এসি |
রাত- ১১.৪৫ মিঃ |
সকাল- ০৮.১৫ মিঃ |
১৫৫০ টাকা |
পরিবহন-ননএসি |
রাত- ০৮.১৫ মিঃ |
সকাল- ০৫.৪৫ মিঃ |
৯৪০ টাকা |
পরিবহন-ননএসি |
রাত- ১০.৩০ মিঃ |
সকাল- ০৮.০০ মিঃ |
৯৪০ টাকা |
হুন্ডাই-ননএসি |
রাত- ০৭.১৫ মিঃ |
সকাল- ০৬.০০ মিঃ |
৯০০ টাকা |
হুন্ডাই-ননএসি |
রাত- ১০.১৫ মিঃ |
সকাল- ০৭.১৫ মিঃ |
৯০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার হানিফ এন্টারপ্রাইজ
হানিফ এন্টারপ্রাইজ এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
হানিফ এন্টারপ্রাইজ |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
হানিফ- এসি |
রাত- ১০.০০ মিঃ |
সকাল- ০৮.০০ মিঃ |
২১০০ টাকা |
হানিফ- এসি |
রাত- ১০.৩০ মিঃ |
সকাল- ০৮.৩০ মিঃ |
২১০০ টাকা |
হানিফ-নন এসি |
রাত- ০৮.০০ মিঃ |
সকাল- ০৫.০০ মিঃ |
৮৫০ টাকা |
হানিফ-নন এসি |
রাত- ১০.০০ মিঃ |
সকাল- ০৭.৩০ মিঃ |
৮৫০ টাকা |
ঢাকা টু কক্সবাজার সেজুতি ট্রাভেলস
সেজুতি ট্রাভেলস এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
সেজুতি ট্রাভেলস |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
সেজুতি- এসি |
রাত- ০৭.৪৫ মিঃ |
সকাল- ০৫.৫০ মিঃ |
১৩০০ টাকা |
সেজুতি- এসি |
রাত- ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৭.৪৫ মিঃ |
১৬৫০ টাকা |
সেজুতি-নন এসি |
রাত- ০৮.৪৫ মিঃ |
সকাল- ০৮.০০ মিঃ |
৮০০ টাকা |
সেজুতি-নন এসি |
রাত- ১০.৪৫ মিঃ |
সকাল- ০৮.০০ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার দেশ ট্রাভেলস
দেশ ট্রাভেলস এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
আরো পড়ুনঃ জার্মানিতে কাজের ভিসা ২০২৪
দেশ ট্রাভেলস |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
দেশ ট্রাভেলস- এসি |
সকাল- ০৮.০০ মিঃ |
সন্ধ্যা- ০৬.০০ মিঃ |
১৮০০ টাকা |
দেশ ট্রাভেলস- এসি |
রাত ১১.১৫ মিঃ |
সকাল- ০৮.০০ মিঃ |
১৮০০ টাকা |
দেশ ট্রাভেঃ-নন এসি |
সকাল- ০৭.০০ মিঃ |
বৈকাল- ০৫.৩০ মিঃ |
৮০০ টাকা |
দেশ ট্রাভেঃ-নন এসি |
রাত- ১০.১৫ মিঃ |
সকাল- ০৭.৩০ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার সোহাগ পরিবহন
সোহাগ পরিবহন এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
সোহাগ পরিবহন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
সোহাগ - এসি |
রাত- ১০.১৫ মিঃ |
সকাল- ০৭.৩০ মিঃ |
১৭৫০ টাকা |
সোহাগ - এসি |
রাত ১১.১৫ মিঃ |
সকাল- ০৮.৩০ মিঃ |
১৭৫০ টাকা |
সোহাগ-নন এসি |
রাত- ০৮.১৫ মিঃ |
সকাল- ০৬.৩০ মিঃ |
৮০০ টাকা |
সোহাগ-নন এসি |
রাত- ১০.১৫ মিঃ |
সকাল- ০৮.০০ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার এনা পরিবহন
এনা পরিবহন এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
এনা পরিবহন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
এনা পরিবহন - এসি |
রাত- ০৮.৪০ মিঃ |
সকাল- ০৬.৪৫ মিঃ |
১৩৫০ টাকা |
এনা পরিবহন - এসি |
রাত ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৭.৩০ মিঃ |
১৬০০ টাকা |
এনা পরিঃ-নন এসি |
রাত- ০৭.৩০ মিঃ |
সকাল- ০৫.৪৫ মিঃ |
৮০০ টাকা |
এনা পরিঃ-নন এসি |
সন্ধ্যা- ০৬.১৫ মিঃ |
সকাল- ০৫.৩০ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার স্টার লাইন
স্টার লাইন এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
স্টার লাইন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
স্টার লাইন - এসি |
সন্ধ্যা- ০৬.৫০ মিঃ |
সকাল- ০৬.১০ মিঃ |
১১৫০ টাকা |
স্টার লাইন - এসি |
রাত ০৭.৪৫ মিঃ |
সকাল- ০৭.০০ মিঃ |
১১৫০ টাকা |
স্টার লাইন-নন এসি |
রাত- ০৭.০০ মিঃ |
সকাল- ০৫.৩০ মিঃ |
৮০০ টাকা |
স্টার লাইন-নন এসি |
রাত- ০৮.৪৫ মিঃ |
সকাল- ০৬.০০ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার মিয়ামি এয়ার কন
মিয়ামি এয়ার কন এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
মিয়ামি এয়ার কন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
মিয়ামি - এসি |
সন্ধ্যা- ০৬.৩০ মিঃ |
সকাল- ০৫.৩০ মিঃ |
১৫৫০ টাকা |
মিয়ামি - এসি |
রাত ০৮.৪৫ মিঃ |
সকাল- ০৭.৪৫ মিঃ |
১৫৫০ টাকা |
মিয়ামি-নন এসি |
রাত- ০৭.৩০ মিঃ |
সকাল- ০৫.০০ মিঃ |
৮০০ টাকা |
মিয়ামি-নন এসি |
রাত- ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৮.০০ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার সৌদিয়া কোচ সার্ভিস
সৌদিয়া কোচ সার্ভিস এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
সৌদিয়া কোচ সার্ভিস |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
সৌদিয়া কোচ - এসি |
বৈকাল- ৫.৩০ মিঃ |
ভোর- ০৪.৩০ মিঃ |
১১৫০ টাকা |
সৌদিয়া কোচ - এসি |
রাত ১০.০০ মিঃ |
সকাল- ০৭.৪৫ মিঃ |
১১৫০ টাকা |
সৌদিয়া -নন এসি |
সন্ধ্যা- ০৬.৩০ মিঃ |
ভোর- ০৫.৩০ মিঃ |
৮০০ টাকা |
সৌদিয়া -নন এসি |
রাত- ০৯.০০ মিঃ |
সকাল- ০৬.৪৫ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার ঈগল পরিবহন
ঈগল পরিবহন এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
ঈগল পরিবহন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
ঈগল পরিঃ - এসি |
রাত- ০৮.০০ মিঃ |
ভোর- ০৫.৪৫ মিঃ |
১৫৫০ টাকা |
ঈগল পরিঃ - এসি |
রাত ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৭.৪৫ মিঃ |
১৫৫০ টাকা |
ঈগল পরিঃ-নন এসি |
রাত- ০৭.০০ মিঃ |
ভোর- ০৫.৩০ মিঃ |
৮০০ টাকা |
ঈগল পরিঃ-নন এসি |
রাত- ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৭.৪৫ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার রয়েল কোচ
রয়েল কোচ এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
রয়েল কোচ |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
রয়েল কোচ - এসি |
রাত- ০৭.০০ মিঃ |
সকাল- ০৫.০০ মিঃ |
১৫০০ টাকা |
রয়েল কোচ - এসি |
রাত ১০.৩০ মিঃ |
সকাল- ০৭.৪৫ মিঃ |
১৭৫০ টাকা |
রয়েল কোচ-নন এসি |
রাত- ০৮.০০ মিঃ |
ভোর- ০৫.৩০ মিঃ |
৮০০ টাকা |
রয়েল কোচ-নন এসি |
রাত- ০৯.৩০ মিঃ |
সকাল- ০৬.৪৫ মিঃ |
৮০০ টাকা |
ঢাকা টু কক্সবাজার মিথিলা পরিবহন
মিথিলা পরিবহন এর যে কয়টি বাস প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়, সেই সকল বাসের ধরণ, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং ভাড়া নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
মিথিলা পরিবহন |
|||
বাসের ধরণ |
ছাড়ার সময় |
পৌঁছার সময় |
ভাড়া |
মিথিলা পরিঃ- এসি |
রাত- ০৮.৪৫ মিঃ |
সকাল- ০৭.০০ মিঃ |
১৭৫০ টাকা |
মিথিলা পরিঃ- এসি |
রাত ০৯.৪৫ মিঃ |
সকাল- ০৭.৫০ মিঃ |
১৭৫০ টাকা |
মিথিলা পরিঃ-নন এসি |
রাত- ০৭.৩০ মিঃ |
ভোর- ০৫.৩০ মিঃ |
৭৫০ টাকা |
মিথিলা পরিঃ-নন এসি |
রাত- ০৯.২৫ মিঃ |
সকাল- ০৬.৫০ মিঃ |
৭৫০ টাকা |
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url