মাটির মায়া ইকো রিসোর্ট গাজিপুর
আরো পড়ুনঃ দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত
প্রতিটি মানুষের জীবনে প্রয়োজন শহরের যান্ত্রিক এবং কোলাহল থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য প্রকৃতির মাঝে একান্ত সময় কাটানো। এর জন্য অনেকেই ভালো একটি স্থানের জন্য গুগলে সার্চ করেন। আর আপনিও যদি এমন একটি স্থানের সন্ধান করেন, তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন।
কারণ আজকের এই আরটিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঢাকার পার্শ্বেই গাজিপুর জেলায় অবস্থিত বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় স্থান "মাটির মায়া ইকো রিসোর্ট'' সম্পর্কে। কারণ এই স্থানটি আপনার জন্য অনেক উপযোগী। এখানে আপনি খুজে পাবেন, অনেক প্রশান্ত এক স্থান, যেখানে রয়েছে চিরসবুজে ভরা প্রাকৃতিক পরিবেশ এবং এটি আধুনিক সুবিধা সম্পূর্ণ একটি রিসোর্ট।
তাছাড়া মাটির মায়া ইকো রিসোর্টটি দিগন্তজুড়ে বনের মাঝে একদম নিভৃত এলাকায় অবস্থিত হওয়ায় পরিবার, বন্ধু কিংবা সঙ্গীকে নিয়ে একান্ত কিছু সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। তাহলে আমরা দেখে নেই, মাটির মায়া ইকো রিসোর্ট সম্পর্কে বিস্তারিত সকল তথ্য-
আজকের পাঠ্যক্রম- মাটির মায়া ইকো রিসোর্ট ও গাজিপুর জেলা কিসের জন্য বিখ্যাত
- নিরিবিলি সময় কাটাতে মাটির মায়া ইকো রিসোর্ট
- বিলাসিতার বিশ্রাম করতে মাটির মায়া ইকো রিসোর্ট
- প্রাকৃতিক পরিবেশের ছোয়া মাটির মায়া ইকো রিসোর্টে
- গ্রাম্য খাদ্যাভাসের ছোয়া পাবেন মাটির মায়া ইকো রিসোর্টে
- বিনোদনের জন্য আদর্শ স্থান মাটির মায়া ইকো রিসোর্ট
- পারিবারিক ছুটি কাটানোর জন্য মাটির মায়া ইকো রিসোর্ট
- গাজিপুর জেলা কিসের জন্য বিখ্যাত
- গাজীপুর জেলার দর্শনীয় স্থান
- নুহাশ পল্লী গাজিপুর
- ভাওয়াল রাজবাড়ী গাজিপুর
- ভাওয়াল জাতীয় উদ্যান গাজিপুর
- সুলতানপুর শাহী মসজিদ গাজিপুর
- গাজিপুর জেলার জনপ্রিয় পার্ক
- গাজিপুর সিটি পার্ক গাজিপুর
- নবীগঞ্জ উপজেলা পার্ক গাজিপুর
- কালিয়াকৈর উপজেলা পার্ক গাজিপুর
- গাজিপুর ক্যান্টনমেন্ট পার্ক গাজিপুর
- বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজিপুর
- গাজিপুর জেলার উপজেলার নাম
- গাজীপুর জেলার দর্শনীয় স্থান- শেষকথা
নিরিবিলি সময় কাটাতে মাটির মায়া ইকো রিসোর্ট
আপনি যদি ব্যস্থ জীবন কিংবা শহরের কোলাহল থেকে কিছু সময় একান্ত নিরিবিলি কাটাতে চান, তাহলে মাটির মায়া ইকো রিসোর্ট হবে আপনার জন্য উপযুক্ত। এখানে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শান্ত পরিবেশ, যা আপনাকে এনে দেবে প্রাশান্তি এবং মানসিক বিশ্রাম।
কারণ মাটির মায়া ইকো রিসোর্ট এর চারিদিকে থাকা প্রাকৃতিক পরিবেশ আপনাকে সাহায্য করবে মানসিক চাপ কমাতে। এখানে আপনি পাবেন সকালে সূর্য উঠার সময় প্রাকৃতিক বিভিন্ন ধরণের আওয়াজ শুনার সঙ্গে সঙ্গে চা বা কফি খাওয়ার অভিজ্ঞতা। তাছাড়াও এখানে আপনি পাবেন সকাল সন্ধ্যায় প্রাকৃতিক পরিবেশে রিসোর্টে সবুজের রাস্তায় হাটার সান্নিধ্য।
বিলাসিতার বিশ্রাম করতে মাটির মায়া ইকো রিসোর্ট
মাটির মায়া ইকো রিসোর্টর এর সেবার মান এবং অসাধারণ দৃশ্য পট দেখলে যে কারো মন ভরে যায় নিমিষেই। এই রিসোর্টের প্রতিটি কক্ষ তৈরি করা হয়েছে প্রাকৃতিক পরিবেশে, এখানে থাকলে আপনি পাবেন আধুনিকতার সঙ্গে প্রকৃতির ছোয়া। কক্ষগুলি নির্মাণ করা হয়েছে বাঁশ বনের ফাঁকে ফাকে, যেখানে পাবেন মাটির ঘরের ছোয়া, কিন্তু সেগুলি আধুনিক।
এখানকার কটেজ এমনভাবে তৈরি, যাতে প্রাকৃতিক আলো এবং বাতাস প্রবাহিত হয় নিমিষে। কটেজের জানালা দিয়ে বাইরে তাকালেই আপনার চোখে পড়বে সবুজ গাছাপালা এবং কানে ভেসে আসবে পাখির কলতান, যা অধিতিরা প্রকৃতির মাঝে হারিয়ে যায়। প্রতি দুইটি কক্ষের মাঝখানে রয়েছে ছাদযুক্ত বারান্দা, যেখান দুই কক্ষে থাকা অথিতিরা নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে আড্ডায় মেতে উঠুন।
প্রাকৃতিক পরিবেশের ছোয়া মাটির মায়া ইকো রিসোর্টে
মাটির মায়া ইকো রিসোর্ট নির্মাণ করা হয়েছে পুরোটাই পরিবেশবান্ধব উপায়ে। রিসোর্টগুলি তৈরিতে যে উপকরণ ব্যবহার করা হয়েছে, তা হলো মাটি, বাঁশ, কাছ ইত্যাদি দিয়ে। রিসোর্টের চারপাশের পরিবেশ রয়েছে সবুজেভরা, যেটি দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবেশ সংরক্ষণে। এখানে গাছ লাগানো, বিদ্যুৎ ও জল সংরক্ষণের মতো উদ্দ্যোগ নেওয়া হয়েছে। ফলে এই রিসোর্ট উদারণ স্থাপন করেছে পরিবেশের দায়িত্ব শীলতার পরিচায়ক হিসাবে।
গ্রাম্য খাদ্যাভাসের ছোয়া পাবেন মাটির মায়া ইকো রিসোর্টে
রিসোর্টে থাকা অবস্থায় আপনি পাবেন গ্রাম্য সংস্কৃতি ও খাদ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। এখানে অথিতিদের জন্য পরিবেশন করা হয় গ্রাম্যভাবে উৎপাদিত খাবার, যা স্বাদেভরপুর এবং স্বাস্থ্যকর যা, আপনার ভ্রমণকে করে তুলবে স্মরণীয়। এখানে অতিথিতিদের আপ্যায়ন করা হয়, দেশীয় মাছ- মাংস এবং শাকসবজিসহ বিভিন্ন খাবার। তাছাড়া এখানে পরিবেশন করা হয় মৌসুমি উপাদান ও অতিথিদের জন্য রয়েছে বিশেষ মেনুর ব্যবসস্থা।
বিনোদনের জন্য আদর্শ স্থান মাটির মায়া ইকো রিসোর্ট
মাটির মায়া ইকো রিসোর্ট অবস্থান কালে আপনি পাবেন বিনোদনের জন্য বিভিন্ন উপাদান। এখানে ভ্রমণকারীদের জন্য রয়েছে-
লেক ভ্রমন- মাটির মায়া ইকো রিসোর্ট এ অবস্থিত সুন্দর লেকটি প্রকৃতির অপরূপ দৃষ্টান্ত। এখানে নৌকায় চড়ে ভ্রমন করতে পারবেন লেকের মাঝদিয়ে এবং চারপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করার অভিজ্ঞতা অর্জন করবেন। আপনি লেকের পানিতে সাতার কাটতে কাটতে প্রকৃতির মাঝে বিভিন্ন পাখির গানের সুর অনুভব করবেন, যা আপনাকে করে তুলবে বিমোহিত।
যোগব্যায়াম ও মেডিটেশন- যোগব্যায়াম ও মেডিটেশন প্রাকৃতিক পরিবেশে প্রয়োজন রয়েছে, যা মানসিক প্রশান্তি পাওয়ার একটি ভালো উপায়। সকালে সূর্যোদয়ের সময় এই ব্যায়াম করা দরকার, যা আপনার শান্তির শক্তি যোগব্যায়াম। এর মাধ্যমে আপনি প্রতিদিনের উদ্বেগ এবং জীবনের চাপ কমায়। বিশেষজ্ঞদের মতে আপনি যোগব্যায়াম এর বিভিন্ন প্রথা শিখতে পারেন।
আরো পড়ুনঃ নওগাঁর দর্শনীয় স্থান পাহাড়পুর বৌদ্ধ বিহার
এছাড়াও আপনি এখানে পরিচিত হতে পারবেন স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত এবং নিত্যের সঙ্গে। আরো রয়েছে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, যথা- একতারা, দোতারা ইত্যাদি ছাড়াও স্থানীয় রীতিনীতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে পারবেন। মাটির মায়া ইকো রিসোর্ট এ শুধু বিশ্রাম নেওয়া নয়, এখানে সৃজনশীলতার অন্বেষণ করতে পারবেন।
পারিবারিক ছুটি কাটানোর জন্য মাটির মায়া ইকো রিসোর্ট
পারিবারিক ছুটি কাটানোর জন্য উপযুক্ত/ আদর্শ স্থান হলো মাটির মায়া ইকো রিসোর্ট। এখানে রয়েছে ছোটদের খেলাধুলা ও বড়দের ক্রীড়া এবং চিত্ত বিনোদনসহ শান্তিপূর্ণ বিশ্রামের ব্যবস্থা। ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলাধুলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন ধরণের খাবার খাওয়া এবং সকাল/ সন্ধ্যায় প্রাকৃতিক পরিবেশে হাটাচলা করা। যা আপনার পরিবারের জন্য হয়ে উঠবে আনন্দঘন।
গাজিপুর জেলা কিসের জন্য বিখ্যাত
গাজীপুর একটি জেলা শহর এবং শিল্প নগরী, এখানে রয়েছে দেশের বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, অসুধ খারখানা এবং টেক্সটাইল মিলসহ বিভিন্ন ধরণের কারখানা। এছাড়াও আরো বেশ কিছু কারণে এই জেলা অনেক বিখ্যাত। তবে, নিম্নে বিখ্যাত হওয়ার কয়েকটি কারণ আলোচনা করা হলো-
- বিশ্ব ইজতেমা।
- বঙ্গবন্ধু হাইটেক পার্ক।
- ভাওয়াল জাতীয় উদ্যান।
- গাজিপুর সিটি কর্পোরেশন।
- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
গাজীপুর জেলার দর্শনীয় স্থান
গাজীপুর জেলার বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্থান রয়েছে। তার মধ্যে নিম্নে কয়েকটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো-
নুহাশ পল্লী গাজিপুর
গাজীপুর জেলায় অবস্থিত নুহাশ পল্লী হলো একটি সাংস্কৃতিক স্থান। এই পল্লীতে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী বেশকিছু বাড়ী এবং এর সঙ্গে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সরাসরি দেখতে দর্শনার্থীরা নুহাস পল্লিতে যান।
ভাওয়াল রাজবাড়ী গাজিপুর
ভাওয়ালের রাজবাড়ীটি গাজিপুর জেলায় অবস্থিত ঐতিহাসিক এবং প্রাচীন প্রাসাদ। এই ঐতিহাসিক প্রাসাদটি ভাওয়ালের জমিদারেরা ঊনবিংশ শতাব্দীতে নির্মাণ করেন। এই প্রাসাদটি বর্তমানে একটি জাদুঘর এবং উম্মুক্ত রয়েছে জনসাধারণের জন্য।
ভাওয়াল জাতীয় উদ্যান গাজিপুর
ভাওয়াল জাতীয় উদ্যানটি গাজিপুর জেলায় অবস্থিত। এখানে রয়েছে বাঘ, হাতি ও হরিণসহ বিভিন্ন ধরণের বন্য প্রাণী এবং পাখি। দর্শনার্থীরা এই পার্কার প্রাণী এবং পার্কটি ভালোভাবে দেখার জন্য সাফারি রাইড নিয়ে এই উদ্যানে ঘুরেন।
সুলতানপুর শাহী মসজিদ গাজিপুর
সুলতানপুর শাহী মসজিদটি গাজিপুর জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। প্রাচীন ও ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল ১৭ শতকের দিকে। এই মসজিদটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মসজিদ হিসাবে অনেক পরিচিত।
গাজিপুর জেলার জনপ্রিয় পার্ক
গাজিপুর জেলায় বেশ কয়েকটি পার্ক রয়েছে। গাজিপুর জেলায় অবস্থিত জনপ্রিয় কয়েকটি পার্কার এর সংক্ষিপ্ত তালিকা নিম্নে আলোচনা করা হলো-
গাজিপুর সিটি পার্ক গাজিপুর
গাজিপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্কটি অনেক বড়। এই পার্কটি গাজিপুর শহরের মানুষের বাইরের আবহাওয়া উপভোগ করা এবং বিশ্রাম নেওয়ার জন্য জনপ্রিয় স্থান। এই পার্কে রয়েছে জগিং ট্র্যাক, খেলার মাঠ এবং সুইমিং পুলসহ অনেক সুযোগ সুবিধা।
নবীগঞ্জ উপজেলা পার্ক গাজিপুর
এই ছোট্ট পার্কটি গাজিপুর জেলের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত। এই পার্কটি স্থানীয়দের কাছে বিশ্রাম ও বাইরের সময় কাটানোর জনপ্রিয় একটি জনপ্রিয় স্থান। এখানে রয়েছে একটি জগিং ট্র্যাক এবং একটি খেলার মাঠ রয়েছে।
কালিয়াকৈর উপজেলা পার্ক গাজিপুর
এই ছোট্ট পার্কটি গাজিপুর জেলের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত। এই পার্কটি স্থানীয়দের কাছে বিশ্রাম ও বাইরের সময় কাটানোর জনপ্রিয় একটি জনপ্রিয় স্থান। এখানে রয়েছে একটি জগিং ট্র্যাক এবং একটি খেলার মাঠ রয়েছে।
গাজিপুর ক্যান্টনমেন্ট পার্ক গাজিপুর
গাজিপুর সেনানিবাসে অবস্থিত এই পার্কটি অনেক বড়। এই পার্কটি গাজিপুর শহরের মানুষের বাইরের আবহাওয়া উপভোগ করা এবং বিশ্রাম নেওয়ার জন্য জনপ্রিয় স্থান। এই পার্কে রয়েছে জগিং ট্র্যাক, খেলার মাঠ এবং সুইমিং পুলসহ অনেক সুযোগ সুবিধা।
বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজিপুর
বঙ্গবন্ধু সাফারি পার্কটি গাজিপুর জেলায় অবস্থিত পার্কটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এই পার্কে রয়েছে বাঘ, সিংহ, হাতি, হরিণ, জিরাপসহ বিভিন্ন প্রজাতির প্রাণী এবং পাখি। এই পার্কার মধ্যে দিয়ে যাওয়া এবং কাছ থেকে পশু দেখার জন্য ভ্রমনকারিরা রাইড নিয়ে ঘুরে থাকেন।
গাজিপুর জেলার উপজেলার নাম
গাজিপুর জেলা মোট ৫ টি উপজেলা নিয়ে গঠিত হয়েছে। নিম্নে গাজিপুর জেলার নাম দেখানো হলো-
- শ্রীপুর উপজেলা।
- কালীগঞ্জ উপজেলা।
- কাপাসিয়া উপজেলা।
- কালিয়াকৈর উপজেলা।
- গাজিপুর সদর উপজেলা।
গাজীপুর জেলার দর্শনীয় স্থান- শেষকথা
প্রিয় পাঠক পাঠিকাগন আপনারা যদি আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পুরোটাই পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন "মাটির মায়া ইকো রিসোর্ট গাজিপুর''সহ গাজিপুর জেলার বিভিন্ন তথ্য সম্পর্কে। যা আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে ইতিপূর্বে শেয়ার করেছি।
আরো পড়ুনঃ দিনাজপুর জেলার ১০ জনপ্রিয় বিনোদন পার্ক
আশাকরি আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা মাটির মায়া ইকো রিসোর্ট ও গাজিপুর সম্পর্কে জানতে চান তাদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তবে এটি অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url