ফরেক্স কি, কিভাবে কাজ করে

আরো পড়ুনঃ ইউটিউব থেকে টাকা আয় করার উপায় 

সারা বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এগিয়ে চলছে। আর এরই ধারাবাহিকতায় দিন দিন উম্মেচিত হচ্ছে ঘরে বসে অনলাইনে আয় করার নতুন নতুন পথ। বর্তমানে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ অনলাইনে অর্থ উপার্জন করছে। আর অনলাইনে অর্থ উপার্জন করার জন্য রয়েছে বিভিন্ন ধরণের প্ল্যাটফর্ম

আপনাকে শুধু বেচে নিতে হবে, আপনি কোন প্ল্যাট এর মাধ্যমে অর্থ উপার্জন করতে চান, সেই প্লাটফর্ম সম্পর্কে ভালোকরে জানতে হবে এবং সেই সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। তবে, বর্তমানে অনলানে অর্থ উপার্জন করার যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ফরেক্স ট্রেডিং করার মাধ্যমে অর্থ উপার্জন করা।

অনেকে আছেন যারা গুগলে সার্চ করে জানতে চান ফরেক্স ট্রেডিং সম্পর্কে। তাই আপনাদের সুবিধার জন্য, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ''কিভাবে ফরেক্স ট্রেডিং করে টাকা আয় করা যায়'' সে সম্পর্কে বিস্তারিত সকল প্রকার তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই, ফরেক্স ট্রেডিং সম্পর্কে তথ্য- 

আজকের পাঠ্যক্রম- ফরেক্স কি, কিভাবে কাজ করে বিস্তারিত জানুন

  • সত্যিই কি অনলাইনে টাকা আয় করা যায়
  • ফরেক্স কি, কিভাবে কাজ করে
  • কিভাবে টাকা আয় করে ট্রেডারেরা
  • কিভাবে ট্রেডারেরা অর্থ হারান
  • ফরেক্সে কিভাবে অর্থ হারানো এড়ানো যায়
  • ফরেক্সে অর্থ না হারানো টিপস
  • কিভাবে ট্রেডারেরা অর্থ হারান- শেষকথা

সত্যিই কি অনলাইনে টাকা আয় করা যায়

অনলাইনে যেহেতু ফরেক্স ট্রেডিং এর কোন নিশ্চয়তা থাকেনা। তাই আপনাকে আধারণ জ্ঞান অর্জন করে ধৈর্যের মাধ্যমে এবং ব্যবহারিক মানসিকতা নিয়ে এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। অনলাইনে আপনার অর্ডারগুলি থেকে টাকা আয় করতে প্রয়োজন ধৈর্য। অনুশীলন এবং নির্দিষ্ট একটি দক্ষতা। যার মধ্যে অন্যতম হলো বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা। যা লাভ ক্ষতির অনুপাতকে আপনার অনুকুলে থাকতে সাহায্য করবে।

ফরেক্স কি, কিভাবে কাজ করে

ফরেক্স হল বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের সংক্ষিপ্ত একটি রূপ। এক কারেন্সিকে অন্য একটি কারেন্সিতে রূপান্তর করে এবং নির্দেশ করে বিশ্বব্যপি আর্থিক বাজারকে, যেখানে অনলাইনে ২৪ ঘন্টা কারন্সিগুলো ট্রেড হয়। যেখানে কোন নোটিশ ছাড়াই হাজার হাজার মানুষ কারেন্সি বেচা- কেনা করে। যেখানে সচেতন এবং পেশাদারেরা অনেক বেশি লাভবান হন।

অর্থ বিনিময় করার মুহূর্তে, আপনি নির্দিষ্ট একটি কারেন্সি ক্রয় এবং বিক্রয় করার সময় কারেন্সির হার উঠা নামার উপর নির্ভর করবে আপনার উপার্জন। এই প্রক্রিয়া প্রযোজ্য হয় কর্পোরেশনের খেত্রেও। তবে তারা বিনিময় করেন উল্লেখযোগ্য পরিমাণে অনেক বেশি এবং নির্দিষ্ট একটি কারেন্সির চাহিদা তৈরি এবং সরবরাহ করে থাকেন। সরবরাহ ও চাহিদার উপর বাজারের দাম পরিবর্তন করতে পারে। 

বিশ্বে যখন ইউরোর চাহিদা বা প্রয়োজন বাড়ে, তখন ইউরোর দামও বাড়ে এটি ডলারের খেত্রেও প্রযোজ্য হয়। আর এই বাজারের ভারসাম্য ঠিক রাখতে, কেন্দ্রীয় ব্যাংক বাজার অর্থায়ন হার সামঞ্জস্য করতে সামগ্রীক পরিমাণ নিয়ন্ত্রণ করে জাতীয় কারেন্সি। আর এই কারণের ট্রেডারেরা সবসময় পর্যবেক্ষণ করেন বিশ্ব সংবাদ সমুহ।

একক ট্রেডারগণ ট্রেডিং প্লাটফর্মে ফরেক্স ব্রোকারের মাধ্যমে কিনতে এবং বিক্রি করতে পাড়েন কারেন্সি পেয়ার। নির্ভরযোগ্য ব্রোকারগণ প্লাটফর্মে তাদের প্রয়োজনীয় সকল প্রকার নিরাপত্তা প্রদান করে। যার ফলে ট্রেডারগণ আত্মবিশ্বাসী হতে পারেন তাদের তহবিল সম্পর্কে। তবে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে ফরেক্স ট্রেডিং এর ভিডিও কোর্স দেখুন।

কিভাবে টাকা আয় করে ট্রেডারেরা

ফরেন্স ট্রেডিং থেকে লাভ করার ক্ষেত্রে কারেন্সি পেয়ারের গতিবিধির উপর খোলার কৌশল নির্ভর করে সঠিকভাবে জড়িত ভবিষ্যৎ। মনে করেন আপনি যদি একটি নির্দিষ্ট কোন কারেন্সি পেয়ারের জন্য প্রত্যাশা করেন মুল্য হ্রাসের, তাহলে লাভবান হওয়ার জন্য একটি পতনশীল বাজার থেকে একটি সংক্ষিপ্ত অবস্থান অর্থাৎ গ্রহন করতে পারেন শর্ট পজিশন।

আবার আপনি যদি মনে করেন যে, মান বাড়বে কোন পেয়ারের, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ঊর্ধ্বমুখি বাজারকে পুজি পরার জন্য আপনি বেছে নিতে পারেন, লং পজিশনের। এবার লাভের জন্য আপনার অর্ডার থেকে একটি সম্পদের মুল্য আপনার প্রত্যাশিত স্থানে যাওয়ার পরে আপনাকে বন্ধ করতে হবে আপনার পজিশনটি।

কিভাবে ট্রেডারেরা অর্থ হারান

খুব আগ্রাসীভাবে যখন ফরেক্স ট্রেডারেরা মুলত সাময়িকভাবে লাভ করলেও ওভারট্রেডিং এবং অর্থ লস করেন দ্বিতীয় অনুমানে। ঝুকি ব্যবস্থাপনা সঠিক, ফোকাস ও বিস্তারিত পরিকল্পনা ছাড়া সম্ভাবত হতে পারে অনেক লোকসান। আপনি যদি লাভের সঙ্গে ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মুলধন ঠিক রাখার প্রতি নজর দিতে হবে। নির্বাচিত কৌশল ঠিক রাখতে হবে, ক্ষতি কাটানোর চেষ্টা এবং পদ্ধতির রদবদল করা যাবেনা। 

ফরেক্সে কিভাবে অর্থ হারানো এড়ানো যায়

ট্রেডিং এ আবেগতাড়িত না হওয়া- প্রায়শই নতুনরা আবেগতাড়িত ট্রেডিং করে থাকেন। তাদের মধ্যে দেখা যায় আশা, রাগ, ভয় এবং বিশ্বাসের মতো আবেগ। আর আবেবগুলো অনুভব করার সময় তারা বিশ্বাস করতে শুরু করেন যে, বাজার তাদের বিপক্ষে, ফলে নতুনেরা ভয় পেতে শুরু করেন, এটিকে ফরেক্সে বিবেচনা করা হয় চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক হিসাবে।

আরো পড়ুনঃ অনলাইনে ইনকামের সহজ ১৭ উপায়

তারা রিটারকে তখন ফোকাস করার পরিবর্তে, ফোকাস করে উচ্চলাভের শতাংশের উপর। যার কারণে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন আবেগ প্রবণ। কারেন্সি ট্রেডিং এর সময় আবেগ তাড়িত ট্রেডিং হলো নিশ্চিত লোকসানের উপায়। বাজার সম্পরকে এটি একটি ভূল ধরণা এবংপরিচালিত করে অর্ডারের ভুল বাস্তবায়নের দিকে।

আপনি বা ট্রেডারেরা ট্রেড করা শুরু করেন আবেগের উপর আর যদি ট্রেডিং এর সময় মন শান্ত না থাকে, তাহলে এই প্লাটফর্ম থেকে বেরিয়ে যান। তার পর ঝুকি ব্যবস্থাপনার জন্য ট্রেডিং কৌশল এবং পরিকল্পনা পর্যালোচনা করুন এবং ধারাবাহিক থাকুন। আপনি শুধুমাত্র তখনই ফরেক্স ট্রেডিং এ প্রবেশ করা এবং বিবেচনা করা উচিত অর্ডার দেওয়ার বিষয়টি।

ফরেক্সে অর্থ ক্ষতি এড়ানোর কৌশল

ট্রেডিং কৌশল অবলম্বন করা- আর্থিক বাজারে সাফল্য লাভ করার জন্য ট্রেডিং কৌশল অবলম্বন করা গুরুত্বপূর্ণ। কারণ সুপরিকল্পিত কৌশল গ্রহন প্রদান করে একটি কাঠামোগত পদ্ধতি। যা আপনার ট্রেডিঙের ক্ষেত্রে জটিলতা নেভিগেটে সাহায্য করে। তাই কাঙ্খিত ফলাফলের জন্য একটি সু স্পষ্ট লক্ষ্য নিরধারণে অপরিহার্য।

আপনি কি চান এবং এটি কিভাবে করতে চান তা প্রকাশ করতে হবে স্পষ্টভাবে। প্রাথমিকভাবে আপনার ফোকাস হতে হবে মূলধন ঠিক রাখা এবং দীর্ঘমেয়াদী বা স্থির আয় বৃদ্ধি করা। পরবর্তীতে প্রযুক্তি সূচক, বাজার প্রবণতা এবং ট্রেডিঙের মৌলিক বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের সুযোগ তৈরি এবং ঝুকি সনাক্ত করণ।

আর এই সকল জ্ঞানের দ্বারা একজন ট্রেডার সঠিকভাবে ঝুকি নিয়ন্ত্রণের জন্য একটি নিয়ম তৈরী করতে পারেন। এর মধ্যে রয়েছে স্টপ লস এবং প্রফিটের লেভেল রয়েছে। আপনার অবস্থানের উপর আকার এবং আপনার ঝুকিগুলো বইচিত্রের মাধ্যমে পরিচালিনা করুন। এটি আপনার রক্ষা করবে ট্রেডিং মূলধন এবং সাহায্য করবে ক্ষতি কমাতে। আপনি সান্ত থাকুন এবং এডিয়ে চলুন আবেগপ্রবণ সিদ্ধান্ত এবং মানসিক চাপ থেকে। 

সেইসঙ্গে পর্যালোচনা করুন নিয়মিত এবং সঠিকভাবে কৌশলটি মানিয়ে নিতে ও ভুলবেন না উন্নত করতে। দীর্ঘ সময়ের জন্য আপনি যদি আপনার উন্নত ফলাফল পান, তবে আপনার কৌশল কাজ করছে। তাছাড়া আপনি একটি ডেমো একাউন্টে সবসময় ট্রেডিং করে্ন, নকল ফাণ্ডের মাধ্যমে পরীক্ষা করতে পারেন আপনার কৌশল। এতে কোন অর্থের ঝুকি ছাড়াই দুর্দান্ত অনুশীলন করতে পারেন।

ঝুকি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি- যে আর্থিক উপকরণেই আপনি ট্রেড করতে পছন্দ করেন না কেন, সর্বক্ষণ আপনার ঝুকি ব্যবস্থাপনা করুন আপনার লোকাসানকে নুন্যতম রাখতে। প্রাথমিকভাবে এর জন্য প্রয়োজন শৃঙ্খলা এবং আপনার অর্ডারগুলিতে ঝুকির জন্য সীমাবদ্ধ রাখা উচিত, অর্ডার প্রতি ১% মূলধনের বেশি নয়। প্রাথমিকভাবে আপনি যদি ঝুকি পরিচালনা করেন, তবে অরডারগুলির ক্ষতির মুখেও আপনি ঠিক থাকবেন।

কারণ এটি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবেনা আপনার একাউন্টকে। টিক প্রফিট এবং স্টপ লস অরডারগুলি ব্যবহারের মাধ্যমে আপনার একাউন্ট রখার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। যা পূর্ব নির্ধারিত স্তরে পৌছা মাত্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে অর্ডার। আপনার স্টপ লস এবং টেক প্রফিট বা ক্ষতি কমাতে এবং অর্ডারকে বিপজ্জনক অবস্থা থেকে রক্ষার জন্য এটি চমৎকার উপায়।

লিভারেজ ব্যবহার- ব্রোকারের কাছ থেকে ফরেক্স লিভারেজ ট্রেডিং এ তহবিল ধার জড়িত থাকে, যা সরাসরি প্রভাবিত করে সম্ভাব্য ঝুকি এবং লাভ এক্সপ্রোজারকে। এর অর্থ দাঁড়ায় লিভারেজ ট্রেডারদেরকে মূলধন অল্পদিয়ে নিয়ন্ত্রণ করত দেয় বড় অবস্থানকে, তবে এর সঙ্গে বাড়ে ক্ষতির ঝুকি। লিভারেজকে কার্যকরভাবে ব্যবহারের জন্য অনুসরণ করুন কার্যকর একটি ব্যবস্থাপনা কৌশল। 

পরীক্ষা করুন মার্জিনের প্রয়োজনীয়তাগুলি এবং ট্রেডিং ক্যালকুলেটর ব্যবহার করুন উত্তম লিভারেজ অনুপাত নির্ধারণের জন্য। ভবিষ্যতে আপনার ঝুঁকি সীমাবদ্ধ করতে এবং ট্রেডিংকে উন্নত করতে ট্রেডিংএ ব্যবহার করতে পারেন শিক্ষাগত উপকরণগুলির লিভারেজ।

কিভাবে ট্রেডারেরা অর্থ হারান- শেষকথা

আশাকরি আপনারা যদি আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পড়ে থেকেন, তাহলে নিশ্চয়ই যেনে গেছেন "ফরেক্স কি, কিভাবে কাজ করে'' সম্পর্কে অনেক তথ্য। এটি আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে যারা ফরেক্স কি, কিভাবে কাজ করে এই সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে অনেক উপকারি।

আরো পড়ুনঃ ট্রেডিং একাউন্ট কি এর কাজ ও সুবিধাসমুহ

আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অবশ্যই আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭