হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া ম্যাসেজ ফিরে পাওয়ার উপায়
আরো পড়ুনঃ ফেসবুকে কাউকে ব্লক ও আনব্লক করার পদ্ধতি
অনলাইনে পরিচিত, বন্ধু-বান্ধব, পরিবার কিংবা যে কারো সঙ্গে কথা বলা, ম্যাসেজ, ছবি কিংবা ভিডিও শেয়ারের চিন্তা করলে সবার আগে মনে পড়ে হোয়াটসঅ্যাপ এর কথা। আইওএস এবং অ্যান্ড্র্যেট এর পাশাপাশি অনলাইন জগতের প্রায় সকল প্লাটফর্মেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ম্যাসেজিং এই হোয়াটসঅ্যাপ।
এই অ্যাপটি ব্যবহার খুবই সহজ এর পাশাপাশি, এটি একটি ফ্রি অ্যাপস হওয়ার কারণে দিন দিন বেড়েই চলছে ব্যবহারকারির সংখ্যা। তাছাড়া যেকোন প্লাটফর্মে এটি ব্যবহার করা যায় বলে, সকল প্লাটফর্ম থেকে হোয়াটসঅ্যাপ এ ম্যাসজ পাঠানো সম্ভাব।
কিন্তু আমাদের অনেকে আছেন যারা জনপ্রিয় এই অ্যাপসটিতে নতুন একাউন্ট খুলতে জানেন না। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো হোয়াটসঅ্যাপ এ নতুন একাউন্ট খোলা থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ এর ডিলেট হওয়া ম্যসেজ ফিরে পাওয়ার উপায় সম্পর্কে। চলুন তাহলে আমরা দেখে নেই-
আজকের পাঠ্যক্রম- হোয়াটসঅ্যাপে নতুন একাউন্ট খোলার নিয়ম । হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া ম্যাসেজ ফিরে পাওয়ার উপায়
- হোয়াটসঅ্যাপ কাকে বলে?
- হোয়াটসঅ্যাপে নতুন একাউন্ট খোলার নিয়ম
- হোয়াটসঅ্যাপ একাউন্ট এর সুবিধা
- হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া ম্যাসেজ ফিরে পাওয়ার উপায়
- হোয়াটসঅ্যাপে নতুন একাউন্ট খোলার নিয়ম- শেষকথা
হোয়াটসঅ্যাপ কাকে বলে?
হোয়াটসঅ্যাপ সম্পর্কে কাউকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। যাইহোক, খুব সহজভাবে হোয়াটসঅ্যাপকে বলা যায় যে, এটি একটি ক্রস প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপস যা, বিনামুল্যে আনলিমিটড ম্যাসেজ ব্যবহার, ছবি, অডিও, ভিডিও এবং ডকুমেন্ট এবনকি লোকেশন শেয়ার করা যায়।
ওয়াইফাই বা ডাটা কানেকশন আছে এমন মোবাইল কিংবা যে কোন ধরনের ডিভাইসে ব্যবহার করা যায় হোয়াটসঅ্যাপ। আত্মীয়, পরিবার, সহকর্মী কিংবা বন্ধু- বান্ধবদের সঙ্গে যে কোন বিষয়ে যোগাযোগ করতে ব্যবপকভাবে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ।
শুরুর দিকে প্রথম ২ বছর হোয়াটসঅ্যাপ ব্যবহার করার মাধ্যমে সাইন আপ ফ্রি ছিল এবং পরবর্তী বছর থেকে বার্ষিক ০.৯৯ ডলার খরচ প্রদান করতে হতো। তবে, ফেসবুক কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার পর থেকে অ্যাপটি পুরোটাই ফ্রি করে দেয়।
আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টেক্সট ম্যাসেজ আদান প্রদান করেন, সেক্ষেত্রে ডাটার খরচ একেবারেই কম হয়। যদি ছবি, অডিও কিংবা ভিডিও আদান প্রদান করেন, সেক্ষেত্রে ডাটার খরচ কিছুটা হতে দেখা যায়।
হোয়াটসঅ্যাপে নতুন একাউন্ট খোলার নিয়ম
হোয়াটসঅ্যাপে নতুন একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার যে সকল জিনিস থাকা প্রয়োজন, তা নিম্নে আলোচনা করা হলো-
- একটি সচল মোবাইল নম্বার।
- স্মার্টফোন বা যে কোন ডিভাইস।
- ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন।
- ফোনের স্টোরেজে পর্যাপ্ত জায়গা ও ৭০ এমবি।
উপরের সবকিছু ঠিক থাকলে আপনি হোয়াটসঅ্যাপে নতুন একাউন্ট খোলার জন্য নিম্নের ধাপ অনুসরণ করুন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে, একটি নম্বার দিয়ে শুধু একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলা যায়। চলুন নতুন একাউন্ট খোলার নিয়ম দেখি-
- হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার ডিভাইসের জন্য ডাউনলোড করুন হোয়াটসঅ্যাপে।
- এবার আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইন্সটল করেন।
- এখন প্রবেশ করুন হোয়াটসঅ্যাপে এবং ক্লিক করুন Agree & Continue.
- আপনার সামনে থাকা অপশনে আপনার কান্ট্রি কোড নির্বাচন করুন।
- যে নম্বারে হোয়াটসঅ্যাপ এর নতুন একাউন্ট খুলতে চান সেই নম্বারটি লিখুন।
- এবার আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি এসএমএস এ ৬ ডিজিটের পিন পাবেন।
- আপনার প্রাপ্ত পিনটি অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে যাবে।
- অটোমেটিক ভেরিফাই নাহলে প্রাপ্ত কোর্ডটি হোয়াটসঅ্যাপে প্রদান করুন।
- আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়ে থাকলে ব্যাকাপ করার রিস্টোর অপশন পাবেন।
- আপনি যদি ব্যাকাপ করতে চান তবে, ক্লিক করুন RESTORE অপশনে, না চাইলে ক্লিক করুন Skip অপশনে।
- এখন আপনার নাম হোয়াটসঅ্যাপে প্রদর্শনের জন্য আপনা নাম দিন।
- এবার আপনি চাইলে প্রোফালে ছবি সেট করুন আর না চাইলে ক্লিক করুন Skip অপশনে।
উপরে উল্লেখিত প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পূর্ণ করা হলে আপনার নতুন হোয়াটসঅ্যাপ একাউন্ট এর কাজ শেষ এবং আপনার একাউন্ট চালু হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ একাউন্ট এর সুবিধা
যদিও আমরা হোয়াটসঅ্যাপ একাউন্টকে শুধু একটি ম্যাসেজিং অ্যাপস মনে করি কিন্তু এর রয়েছে অনেক সুবিধা। কারণ বর্তমানে এই অ্যাপের মাধ্যমে ম্যাসেজিং এর সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ব্যবসায়িক বিভিন্ন কাজে। চলুন আমরা একটু দেখে নেই হোয়াটসঅ্যাপ সুবিধা সমূহ-
আরো পড়ুনঃ হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
** ফ্রি কল সুবিধা- হোয়াটসঅ্যাপে অডিও এবং ভিডিও কল বিনামূল্যে করার সুবিধা রয়েছে।
** সম্পূর্ণ ফ্রি- হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সবসময় বিনামূলয়ে ব্যবহার করা যায়।
** মজার মজার ফিচার- হোয়াটসঅ্যাপে রয়েছে ইমোজি, স্টিকার, গিফট ইত্যাদি যা ম্যাসেজকে করে তোলে মজাদার।
** গ্রুপ চ্যাটিং- পরিবারের সদস্য কিংবা বন্ধু- বান্ধবদের সঙ্গে মজাদার আলাপের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটিং করার ব্যবস্থা রয়েছে।
** গুরুত্বপূর্ণ ফাইল- হোয়াটসঅ্যাপে ম্যাসেজ, ছবি, ভিডিওর পাশাপাশি পিডিএফ ফাইল সরাসরি যে কাউকে সহজে পাঠানো যায়।
** আনলিমিটেড ম্যাসেজের সুবিধা- বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেক্সড, অডিও, ভিডিও, ছবি বা ম্যাসেজ আনলিমিটেড পাঠানো যায়।
** হোয়াটসঅ্যাপ ওয়েব- আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ফোনে থাকা হোয়াটসঅ্যাপ একাউন্টটি অন্য যে কোন ডিভাইজে ব্যবহার করতে পারবেন।
** অটোমেটিক কন্টাক্ট- আপনার ফোনে কন্টাক্ট বা সেভ করা নম্বার অটোমেটিকভাবে হোয়াটসঅ্যাপে ডিটেক্ট করে নেয়, যার ফলে হোয়াটসঅ্যাপ থেকে সহজেই সকল কাজ করার সুবিধা রয়েছে।
** অরিতিক্ত কোন চার্জ নেই- হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিশ্বের যে কোন দেশে বিভিন্ন কাজ বা কথা বলার ক্ষেত্রে অতিরিক্ত কোন চার্জ প্রয়োজন পড়ে না। ফলে ইনাটারনেটের খরচ হোয়াটসঅ্যাপ ব্যবহারের কারণে কম হয়।
** এনক্রিপশন- হোয়াটসঅ্যাপ এর ম্যাসেজিং ব্যবস্থায় রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা। যার কারণে তৃতীয় কোন ব্যাক্তি আপনার নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে আপনার তথ্য দেখার সুযোগ পায়না। এমনকি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নিজেও তা দেখতে পারে না।
হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া ম্যাসেজ ফিরে পাওয়ার উপায়
আপনার হোয়াটসঅ্যাপ এর ম্যাসেজ, ভিডিও বা ছবি ডিলেট হয়ে গেছে? নিম্নের কয়েকটি সহজ উপায় অবলম্বন করে খুব সহজে ফিরিয়ে আনা সম্ভাব ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া তথ্য। এটি যেমন চ্যাটিং করতে সুবিধা তেমনিভাবে ছবি, অডিও, ভিডিও ইত্যাদিতেও অনেক সুবিধা রয়েছে এই অ্যাপে।
আর যেহেতু এই অ্যাপের মাধ্যমে ছবি, অডিও ভিডিওসহ বিভিন্ন ধরণের প্রক্রিয়া পরিচালনা করা যায় সহজে। তাই প্রতিদিনের কাজ পরিচালনার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে জমা পড়ে প্রচুর পরিমাণের ফাইল যা মুছে ফেলার প্রয়োজন পড়ে স্টোরেজ খালি করার জন্য। এই সমস্যা সকলের ক্ষেত্রেই হয়ে থাকে।
কিন্তু সমস্যার কারণ হলো, অনেক সময় আমারা স্টোরেজ খালি করতে গিয়ে অনেক সময় মুছে ফেলি, আমাদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য। আবার অনেক সময় নিজের নিরাপত্তা বজায় রাখার জন্য, অনেক তথ্য মুছতে হয়। এতে করে তাতে থাকা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মুছে যায়।
এই সমস্যার মুখোমুখি যদি আপনিও হয়ে থাকেন এবং কোন কারণে যদি আপনি মুছে যাওয়া তথ্য পুনোরাই ফিরে পেতে চান, তবে আপনি কি করবেন? আর এই সমস্যার সমাধানের লক্ষেই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল হোয়াটসঅ্যাপ ডিলেট হওয়া ফাইল ফিরে পাওয়া উপায় সম্পর্কে।
হোয়াটসঅ্যাপের ডিলেট হওয়া ফাইল ফিরে পাওয়ার সহজ চারটি ধাপ/ উপায় সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। চলুন দেখে নেওয়া যাক-
** ফোনের গ্যালারি- হোয়াটসঅ্যাপের সকল ছবি বা ভিডিওসহ সকল তথ্য সেভ হয় ফোনের গ্যালারিতে। তাই কোন কারণে যদি তথ্য ডিলেট হয়ে যায়, তা খুজে পাওয়া যায় আপনার ডিভাইজের গ্যালারি, গুগল ফটোস বা আইওএস এর নির্দিষ্ট গ্যালারিতে।
** হোয়াটসঅ্যাপ মিডিয়া ফোল্ডারে- অ্যান্ড্র্যেড় স্মারটফোন ব্যবহারকারি চাইলে রিকোভার করতে পারেবেন হোয়াটসঅ্যাপ মিডিয়া। এর জন্য চালু করতে হবে ফাইল এক্সপ্লোয়ার রুট হোয়াটসঅ্যাপ ফোল্ডারে প্রবেশের জন্য। এখানে ফোল্ডার নেভিগেট করার পর ইমেজ অপশনে গেলেই সকল তথ্য আপনি খুজে পাবেন।
** গুগল ড্রাইফ- অ্যান্ড্র্যেড় স্মারটফোন ব্যবহারকারি আইক্লাউড বা গুগল ড্রাইভ ব্যাকআপ রিকোভারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া তথ্য পুনরুদ্ধার করা সম্ভাব। আর এটি করতে আপনাকে করতে হবে হোয়াটসঅ্যাপ অনইস্টল ও রিইন্সটল এবং লগইন করতে হবে একই মোবাইল নম্বার দিয়ে। পাশাপাশি আপনাকে অবশ্যই বেছে নিতে হবে রিইনস্টলের সময় ডেটা রিকোবারের অপশনটি।
** ডিলিট মিডিয়া অপশন- হোয়াটসঅ্যাপের কোন চ্যাট মুছে ফেলার সময় Also delete media received in this from the device gallery অপশনটি কখনো নির্বাচন করবেন না। এটি ব্যবহার করলে তথ্য মুছা হলেও এর মধ্য থাকা গুরুত্বপূর্ণ অডিও, ভিডিও বা ফাইল ডিলিট হবে না।
হোয়াটসঅ্যাপে নতুন একাউন্ট খোলার নিয়ম- শেষকথা
পাঠক পাথিকাগন আশাকরি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি "হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া ম্যাসেজ ফিরে পাওয়ার উপায়'' সহ হোয়াটসঅ্যাপ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ সম্পর্কে জানতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে এটি অনেক উপকারি।
আরো পড়ুনঃ কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করা যায় অনলাইনে
আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনার পরিচিতদের সঙ্গে এটি শেয়ার করতে ভুলবেন না। আরো নরুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url