হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

আরো পড়ুনঃ কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করা যায় অনলাইনে

বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এমনকি এর প্রতি অনেক ব্যবহারকারি রীতিমত আসক্ত হয়ে পড়েছেন। এই সুযোগে কিছু অসাধু ব্যাক্তি বা প্রতারক চক্র প্রতারণার ফাঁদ হিসাবে বেঁচে নিয়েছে এই মাধ্যমকে। বর্তমানে বিভিন্ন উপায়ে প্রতারকেরা প্রতারণা করছেন ফেসবুকে।

প্রতারকচক্র ফেসবুক ব্যবহারকারীর ফেসবুক আইডি হাতিয়ে নিচ্ছে এবং ফসবুক আইডি ফেরত দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ দাবি করছে। আবার কখনো কখনো ফসবুক আইডি তাদের জিনেদের নিয়ন্ত্রণে রেখে সেখানে পোস্ট করছেন আপত্তিকর, অসামাজিক, অপরাধ্মূলক বা অনাকাঙ্খিত বিভিন্ন প্রকারের ছবি বা ভিডিও।

যার করণে অনেক সহজ সরল ফেসবুক ব্যবহারকারী পড়ছেন বিভিন্ন বিব্রতকর এমনকি বিপদে পড়ছেন। কিন্তু অনেকেই জানেনা ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার উপায়। আর  আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ''হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়'' সম্পর্কে। চলুন তাহলে দেখে নেওয়া যাক- 

আজকের পাঠ্যক্রম- হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার সকল প্রকার তথ্য

  • ফেসবুক আইডি হ্যাক করার কারণ
  • ফেসবুক আইডি হ্যাক হলে কি করা লাগবে
  • ফসবুক আইডি হ্যাক হলে সতর্কতা
  • হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
  • হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধারের উপায়- শেষকথা

ফেসবুক আইডি হ্যাক করার কারণ

প্রায়শই হ্যাকারেরা ফেসবুক আইডির এক্সেস নেওয়ার মাধ্যমে পরিবারের সদস্য কিংবা বন্ধু- বান্ধবের কাছে পাঠাচ্ছে অশ্লীল বার্তা, ছবি কিংবা ভিডিও। অনেক হ্যাকার আবার পরিচিতদের কাছে সাহায্য চেয়ে অনুরোধ করে বা জোর করে অর্থ আদায় করছে। এমনকি অনেকে ছড়িয়ে দিতে পারে অযাচিত পোস্ট স্প্যাম করে। তবে কিছু নিয়ম অনুসরণের মাধ্যমে উদ্ধার করা সম্ভাব হ্যাক হওয়া আইডিটি।

তাই আপনার আইডি যদি হ্যাক হয়, তবে হ্যাকারেরা কোন ব্যবস্থা নেওয়ার আগেই আপনি সবাইকে জানিয়ে দিন যে, আপনার আইডি হ্যাক হয়েছে। বর্তমানে আতঙ্কের রূপ নিয়েছে ফেসবুক আইডি হ্যাকিং। আর এর শিকার হচ্ছেন জনপ্রিয় ব্যাক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ। এতে ঘটছে আর্থিক প্রতারণা এবং সাম্প্রদায়িক সহিংসতার অনেক ঘটনা।

ফেসবুক আইডি হ্যাক হলে কি করা লাগবে

থানা পুলিশকে অবহিত- আপনার ফেসবুক আইডি হ্যাক হলে হয়রানি বা বিডম্বনা এড়াতে কাল ক্ষেপণ নাকরে, নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। এই ধরণের ঘটনা প্রায় ঘটছে বলে, থানাতেও অভিযোগ জমা পড়েছে শত শত। কিন্তু লাগাম টানা সম্ভাব হচ্ছেনা কোনভাবেই। তবে আইডি হ্যাক হলে তা ফিরে পাওয়া সম্ভাব।

আইডির পাসওয়ার্ড রিসেট- হ্যাকারেরা বিভিন্ন কৌশলে অবলম্বন করে হ্যাক হওয়া ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেয় এবং দ্রুত পরিবর্তন করে পাসওয়ার্ড। তাই আইডি ব্যবহারকারি চাইলেই তার আইডিতে প্রবেশ করতে পারে না। তাই যদি আপনার ফেসবুক আইডি হ্যাকড হয়, তবে প্রথমেই আপনাকে রিসেট করতে হবে আপনার পাসওয়ার্ড।

আরো পড়ুনঃ ফেসবুক আইডি খোলার সহজ নিয়ম ২০২৪

এর জন্য আপনাকে প্রবেশ করতে হবে ফেসবুক ওয়েবসাইটে এবং Forgotten password অপশনে ক্লিক করতে হবে। এবার আপনি আইডি খোলার সময় দেওয়া মোবাইল নম্বার বা লিখতে হবে ইমেইল ঠিকানা। এখন Reset Your Password অপশনের উপর ক্লিক করুন, আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। এবার আপনি চাইলেই নতুন পাসওয়ার্ড এর মাধ্যমে আইডিতে প্রবেশ করে, ফেসবুক ব্যবহার করতে পারবেন।

ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ- হ্যাকারেরা যদি ফেসবুক আইডি হ্যাক করে পরিবর্তন করে ফেলে আইডি খোলার মবাইল নম্বর বা ইমেইল ঠিকানা, তাহলে আপনি চাইলেই কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার আইডিতে প্রবেশ করতে পারবেন না। আর এই ক্ষেত্রে আপনাকে প্রথমেই ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ করতে হবে।

আর অভিযোগ করার জন্য আপনাকে প্রবেশ করতে হবে www.facebook.com/hacked এবং ক্লিক করতে হবে my account is compromised অপশনে। আবার সাবধানতার সঙ্গে আইডিতে ব্যবহার করে মোবাইল নম্বার, ইমেইল ঠিকানা বা লিখতে হবে ব্যবহারকারির নাম এবং সনাক্ত করতে হবে আপনার আইডিটি। এখন আপনার সামনে আসবে security cheek অপশন, সেখানে থাকা ক্যাপচা বা বিশেষ কোড লিখুন।

এবার ফেসবুক আপনার কাছে পুরনো পাসওয়ার্ডসহ নিরাপত্তা বিষয়ক কিছু প্রশ্ন করবে। প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই অভিযোগ জমা পড়বে ফেসবুক কর্তৃপক্ষর কাছে। ফেসবুক কর্তৃপক্ষ অভিযোগ পেলে আইডির মালিকানা যাচাই করতে সময় নিবে ২৪- ৪৮ ঘন্টা। আপনার দেওয়া তথ্য সঠিক হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আইডিটি ফেরত দিবে ফেসবুক কর্তৃপক্ষ।

ফসবুক আইডি হ্যাক হলে সতর্কতা

হ্যাকারেরা অনেক সময় ফেসবুক আইডি হ্যাক করে আইডি্তে থাকা বন্ধুদের তালিকায় খারপ মন্তব্য, ছবি অথবা ভিডিও পাঠান এবং বিপদের কথা বলে অর্থ সাহায্য চান। আবার অনেক সময় সমাজ ও রাষ্ট্ররোহী পোস্ট করেন। তাই যত দ্রুত সম্ভাব মোবাইল কিংবা অন্য কোন সামাজিক যোগাযোগের মাধ্যমে আইডিতে থাকা বিন্ধুসহ সকলকে বিষয়টি অবগত করুন।

তাছাড়াও ফেসবুক হ্যাকারের দ্বারা হয়রানি বা বিড়ম্বনার শিকার হওয়ার হাত থেকে বাচতে দেরি না করে, দ্রুত আপনার নিকটে থাকা থানা পুলিশকে অবহিত এবং মামলা করুন অথবা অভিযোগ করুন সাইবার ক্রাইম পুলিশকে। তাদের ঠিকানা জানতে cyberhelp@dmp.gov.bd ঠিকানায়, বা সরাসরি কথা বলতে তাদের হেল্পডেক্স নম্বার ০১৭৬৯৬৯১৫২২।

হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

বর্তমানে আতঙ্কের অন্যতম বিষয় ফেসবুক আইডি হ্যাকিং। হ্যাকাদের হাত থেকে বাদ পড়ছেন না সমাজের উচ্চ পর্যায় থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কেউ। আপনার আইডি হ্যাক করে আপনার পরিচিত বা বন্ধুদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর সেই সকল দোষ বা দায়ভার গিয়ে পড়ছে আপনার উপর।

আর প্রায় প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছে প্রচুর মানুষ। এর জন্য শত শত অভিযোগ পড়ছে থানায়। কিন্তু হ্যাকারদের প্রতিরোধ করা কোনভাবেই সম্ভসব হচ্ছে না। তবে কিছু উপায় রয়েছে হ্যাক হওয়া আইডি ফেরত পাওয়ার। চলুন আমরা নিম্নের আলোচনা থেকে দেখে নেই কিভাবে হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধার করা যায়- 

** হ্যাক হওয়া ফেসবুক আইডি ফেরত পাওয়ার জন্য আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে Privacy & Setting অপশনে, এরপর যেতে হবে Setting অপশনে, এখান থেকে আপনাকে যেতে হবে Security & login অপশন এরপর Where You're Logged In. এখানেই পাবেন সকল ইনফরমেশন। 

যদি আপনি ঐখানে দেখেন উল্লেখিত ডিভাইসটি একই সময়ে login করেননি। তাহলে আপনি বুঝে নিবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।

** এবার ব্রাউজারের উপরের এড্রেস বারে থাকা www.facebook.com/hacked লিংকে প্রবেশ করুন।

** এবার my account এর উপর ক্লিক করতে হবে my account is compromised অপশনে।

** এবার খুবই সাবধানে আপনার ফেসবুক আইডিটি সনাক্ত করতে হবে ফোন নম্বার, ইমেইল অথবা ব্যবহার কারীর নাম দিয়ে। নম্বার, ইমেইল অথবা ব্যবহার কারীর নাম দিয়ে সার্চ করলে security cheek নামক অপশনে এন্ট্রি করতে হবে ক্যাপচা।

** এবার আপনার একাউন্ট নির্বাচন করার জন্য দিতে হবে পুরনো পাসওয়ার্ড। এখন নিরাপত্তার বিষয় বিবেচনার জন্য আপনাকে কিছু প্রশ্ন করবে। কয়েকটি ধাপে করা বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাবেন। তবে প্রশ্নের উত্তর কিন্তু সঠিক দিতে হবে।

** হ্যাকারেরা যদি আপনার আইডি পুনরুদ্ধারের আগেই আইডির দফারফা করে ফেলে, তাহলে আর কোন উপায় নাই, আইডি বন্ধ করে দিতে হবে। এর জন্য আপনাকে রিপোর্ট করতে হবে। কিন্তু রিপোর্ট করে ফেসবুক আইডি বন্ধ করা একটু কঠিন। সেক্ষেত্রে আপনার কাছের বন্ধুর মাধ্যমে রিপোর্ট করে নিন। তবে রিপোরটে সে জেন উল্লেখ করে যে, আইডিটি হ্যাক হয়েছে।

হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধারের উপায়- শেষকথা

আশাকরি আপনারা যদি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন "হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়'' সম্পর্কে বিস্তারিত সকল প্রকার তথ্য। যা আমরা আর্টিকেলের মধ্যে ইতিপূর্বেই আলোচনা করেছি।

আরো পড়ুনঃ হারানো ফেসবুক আইডি ফেরত পাওয়ার উপায়

আমারা আশাকরি এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তবে এটি অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭