শীতে উজ্জল ত্বক পেতে ঘরোয়া উপায়
আরো পড়ুনঃ ত্বকের যত্নে মুলতানি মাটির উপকারিতা
সারা বছরই আমরা ত্বকের যত্ন নিয়ে থাকি। কিন্তু শীত মৌসুমে অন্য যে কোন মৌসুমের তুলনায় ত্বকের যত্নের প্রতি নজর বেশি দেওয়া প্রয়োজন। কারণ এই মৌসুমে বাতাসের আদ্রতা অনেক কমে যাওয়ার ফলে, অনেক নাজুক হয়ে পড়ে আমাদের ত্বক। শীত মৌসুমের শুরুতে ত্বক শুস্ক হওয়ার ফলে ত্বক ফেটে হারিয়ে যায় ত্বকের স্বাভাবিক উজ্জলতা।
তাছাড়াও হাত, পা এবং ঠোঁট ফেটে যায়, এমনকি দেখা দিতে পারে চুলকানি। আর এর থেকে বাচার জন্য আমরা ব্যবহার করি পেট্রোলিয়াম জেলি, বডি লোশন, অলিভ অয়েল ইত্যাদি। তবে প্রাকৃতিক অলিভ অয়েল সবচেয়ে উপকারি। কারণ এতে কোন রাসায়নিক উপাদান না থাকায়, এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া সম্ভাবনা থাকেনা।
আবার অনেকেই গুগলে সার্চ করেন শীতে প্রাকৃতিক উপায়ে উজ্জল ত্বক পাওয়ার উপায়। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "শীতে উজ্জল ত্বক পেতে ঘরোয়া উপায়'' সম্পর্কে। আশাকরি আপনারা আমাদের সঙ্গে থেকে জেনে নিবেন, শীতে উজ্জল ত্বক পাওয়ার উপায় সম্পর্কে। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- শীতে উজ্জল ত্বক পেতে ঘরোয়া উপায়
- শীতে উজ্জল ত্বক পেতে ঘরোয়া ১০ উপায়
- শীতে উজ্জল ত্বক পেতে গাজরের পেস্ট
- শীতে উজ্জল ত্বক পেতে শসার পেস্ট
- শীতে উজ্জল ত্বক পেতে গোলাপ জল ও গ্লিসারিন
- শীতে উজ্জল ত্বক পেতে পর্যাপ্ত পানি পান করুন
- শীতে উজ্জল ত্বক পেতে মধু ও অলিভ অয়েল
- শীতে উজ্জল ত্বক পেতে কাঁচা হলুদ ব্যবহার
- শীতে উজ্জল ত্বক পেতে পেঁপের পেস্ট
- শীতে উজ্জল ত্বক পেতে টমেটোর প্যাক
- শীতে উজ্জল ত্বক পেতে মধু ও পাকা কলা
- শীতে উজ্জল ত্বক পেতে বাদামের তেল
- শীতে ত্বকের উজ্জলতা বাড়াতে- শেষকথা
শীতে উজ্জল ত্বক পেতে ঘরোয়া ১০ উপায়
শীত মৌসুম এলেই যেন মলিন হতে শুরু করে আমাদের ত্বক। বাইরে এই সময় প্রকৃতি থাকে একেবারেই বিবর্ণ। আর এর সঙ্গে তাল মিলিয়ে প্রাণহীন হতে শুরু করে আমাদের ত্বক। শীতের ভয়াবহতার প্রথম ছাপ দেখা দেয় আমাদের ত্বকে। এই সময় একটু অযত্ন হলেই দেখা দিতে পারে ব্রণ ও র্যাশের মতো বিভিন্ন প্রকারের সমস্যা। শীতে আমাদের মুখের ত্বক রুক্ষ হয়ে যায় অনেকটাই।
তাই আমাদের এর থেকে বাঁচার জন্য প্রয়োজন বাড়তি যত্নের। এর জন্য বাজারে রয়েছে বিভিন্ন ধরণের প্রোডাক্ট। এতে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিন্তু শীতে উজ্জল ত্বক পেতে ঘরোয়া উপায়ে তৈরি উপাদানের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই এটি অনেক নির্ভরযোগ্য। চলুন নিম্নের আলোচনায় দেখে নেই, শীতে উজ্জল ত্বক পেতে ঘরোয়া ১০ উপায় সম্পর্কে-
শীতে উজ্জল ত্বক পেতে গাজরের পেস্ট
শীতে ত্বক হারিয়ে ফেলে আদ্রতা, ফলে হয়ে পড়ে রুক্ষ। গাজরের পেস্ট ত্বকের হারিয়ে যাওয়া কোমলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এর জন্য গাজরের পেস্টের সঙ্গে মিশিয়ে নিন চন্দন গুঁড়ো। পেস্টটি ত্বকে লাগান এবং ১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে পরিস্কার করুন। ত্বকের কোমলতা ফেরাতে এটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন।
শীতে উজ্জল ত্বক পেতে শসার পেস্ট
শসা ত্বকের তৈলাক্ততা দূর করার ক্ষেত্রে অনেক কার্যকরী। এর জন্য শসার রস, চন্দনের গুঁড়ো এবং মুলতানি মাটির মিশিয়ে তৈরি করুন পেস্ট। এবার তৈরি করা পেস্ট মুখে এবং হাতে- পায়ে লাগিয়ে ১০ মিনিট পর শুকিয়ে গেলে স্বাভাবিক পানি দিয়ে পরিস্কার করুন। এতে আপনার ত্বকের তৈলাক্ততা দূর হবে এবং ফিরে আসবে উজ্জলতা।
শীতে উজ্জল ত্বক পেতে গোলাপ জল ও গ্লিসারিন
শীতে উজ্জল ত্বক পেতে পর্যাপ্ত পানি পান করুন
শীতে উজ্জল ত্বক পেতে মধু ও অলিভ অয়েল
শীতে ঠোঁট ফাটা অতি সাধারণ একটি ব্যাপার। কারণ শীতে ঠোঁট হারায় আদ্রতা এবং হয়ে পড়ে রুক্ষ। আর এরজন্য প্রয়োজন পড়ে আলাদা যত্নের। এরজন্য পরিমাণমত অলিভ অয়েল এবং মধু মিশিয়ে ঠোটে লাগালে অনেক পরিত্রাণ পাওয়া যায়। তাছাড়াও এ সময় ব্যবহার করা যেতে পারে মেরিল কিংবা লিপ বাম।
শীতে উজ্জল ত্বক পেতে কাঁচা হলুদ ব্যবহার
শীতে উজ্জল ত্বক পেতে পেঁপের পেস্ট
ত্বকের পোড়াভাব দূর করার জন্য পেঁপে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। এর জন্য ২ টেবিল চামচ পেঁপে একটি বাটিতে নিয়ে তৈরি করুন পেস্ট। এবার আপনার তৈরি করা পেস্ট ব্যবহার করুন মুখে এবং গলায়। এভাবে রাখে ১৫ মিনিট পর পরিস্কার করুন। এই পেস্ট নিয়মিতভাবে ৮/১০ দিন ব্যবহার করলে দূর হবে পোড়াদাগ এবং ত্বক হবে উজ্জল ও আকর্ষণীয়।
শীতে উজ্জল ত্বক পেতে টমেটোর প্যাক
ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করে ত্বককে টানতান ভাব ফিরিয়ে আনার ক্ষেত্রে টমেটোর রয়েছে অনেক কার্যকরী ভুমিকা। এর জন্য আপনি নিন টমেটোর রস, মধু এবং টক দই এবং তৈরি করুন ফেস প্যাক বা পেস্ট। এই ফেস প্যাক বা পেস্ট নিয়মিতভাবে ত্বকে ব্যবহার করলে, আপনার ত্বক হয়ে উঠবে টানটান এবং হাস্য উজ্জল।
শীতে উজ্জল ত্বক পেতে মধু ও পাকা কলা
ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনার ক্ষেত্রে মধু ও পাকা কলার পেস্ট অনেক কার্যকর। আর এর জন্য আপনি একটি পাকা কলার সঙ্গে পরিমাণমত মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার তৈরি করা পেস্ট ব্যবহার করুন মুখে, গলায় এবং হাতে। আপনার ব্যবহার করা পেস্ট শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে পরিস্কার করুন। এতে আপনার ত্বকের আর্দ্রতা বাড়বে এবং হবে উজ্জল ও আকর্ষণীয়।
শীতে উজ্জল ত্বক পেতে বাদামের তেল
ত্বকের উপযুক্ত আর্দ্রতা বজায় রাখে বাদামের তেল এবং সাহায্য করে প্রাকৃতিক আভা বজায় রাখতে। এর জন্য বাদামের তেল ম্যাসেজ করা যেতে পারে মুখের ত্বকে। আর এই ফলাফল পাওয়ার জন্য বাদামের তেল ত্বকে লাগিয়ে সারারাত রেখে দিন। এটি প্রতিদিন ব্যবহার করার ফলে ত্বকের উজ্জলতা অনেক বৃদ্ধি পায়।
শীতে ত্বকের উজ্জলতা বাড়াতে- শেষকথা
পাঠক পাঠিকাগণ আমরা আশাকরি আপনারা যদি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পুরোটাই পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন "শীতে উজ্জল ত্বক পেতে ঘরোয়া উপায়'' সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী।
আরো পড়ুনঃ ত্বকের যত্নে শসার ফেইস প্যাক
বিশেষ করে যারা শীতে উজ্জল ত্বক পেতে আগ্রহী তাদের ক্ষেত্রে এটি অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url