চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক

আরো পড়ুনঃ খুসকি দূর করার প্রাকৃতিক উপায়

রূপচর্চায় মুলতানি মাটি অব্যর্থ একটি প্রাকৃতিক উপাদান হিসাবে পরীক্ষিত। রূপচর্চা বা সৌন্দর্য পিপাসু রমণীদের পছন্দের প্রথম তালিকায় রয়েছে মুলতানি মাটির ব্যবহার। মুলতানি মাটি ফেসমাস্ক হিসাবে অনেকেই ব্যবহার করে থাকেন। তাছাড়া মুলতানি মাটির ব্যবহারের ফলে রক্তের সঞ্চালন বাড়িয়ে তোলে স্ক্যাল্পের। চুলকে করে তোলে সুন্দরভাবে কন্ডিশনিং।

পাশাপাশি সাহায্য করে স্ক্যাল্পের টক্সিন দূর করার ক্ষেত্রে। কিন্তু চুলের উপকারিতায় যে, মুলতানি মাটি ত্বকের মতই সমানভাবে কার্যকর, এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক'' সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক- 

আজকের পাঠ্যক্রম- চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক সম্পর্কে জানুন

  • মুলতানি মাটি কি?
  • চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক
  • চুল পড়া রোধ করতে মুলতানি মাটির হেয়ার প্যাক
  • চুলের শুস্কতা দূর করতে মুলতানি মাটির হেয়ার প্যাক
  • চুলের খুশকি দূর করতে মুলতানি মাটির হেয়ার প্যাক
  • চুলের তৈলাক্ততা দূর করতে মুলতানি মাটির হেয়ার প্যাক
  • চুলের মাথা ফাটা রোধ করতে মুলতানি মাটির ফেস প্যাক
  • চুল সোজা করতে মুলতানি মাটির হেয়ার প্যাক
  • মুলতানি মাটির বৈশিষ্ট্য
  • মুলতানি মাটির অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া
  • চুলের যত্নে মুলতানি মাটির উপকারিতা ও অপকারিতা। শেষকথা

মুলতানি মাটি কি?

ম্যাগনেসিয়াম ক্লোরিড সমৃদ্ধ বিশেষ এক ধরণের মাটিকে বলা হয়, মুলতানি মাটি। এই মুলতানি মাটি ত্বকের এবং চুলের যত্নে গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান হিসাবে বহুকাল যাবত ব্যবহৃত হয়ে আসছে। ১৮ শতাব্দির দিকে পাকিস্তানে মুলতান শহরে চুনযুক্ত কাদা-মাটির দলা, মাটির নিচ থেকে বের হয়েছিল।

সেই সময় সেখানকার স্থানীয় বাসিন্দারা এই মাটির আশ্চর্য ধরণের বৈশিষ্ট্য দেখে বিস্মিত হয়ে যান। তখন থেকে সেখানকার স্থানীয় বাসিন্দারা ধীরে ধীরে তাদের ব্রন, তৈলাক্ত ত্বকে, ত্বকের উজ্জলতা বাড়াতে এবং চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মুলতানি মাটির ব্যবহার শুরু করেন। পরবর্তী সময়ে মুলতানি মাটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে, দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে।

চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক

প্রিথিবীর সকল প্রকার প্রাকৃতিক উপাদনই ভরপুর থাকে কোন না কোন গুণে। তবে এর গুনাগুণ বা উপকারিতা পাওয়ার জন্য আপনাকে জানতে হবে, সঠিকভাবে ব্যবহারের নিয়ম সম্পর্কে। মুলতানি মাটি ত্বকের পাশাপাশি চুলের জন্য খুবই উপকারি। এটি চুলের বা মাথার খুসকি দূর করা থেকে শুরুকরে চুলের যে কোন সমস্যা সমাধানে সাহায্য করে থাকে।

আর চুলের এই সকল উপকারিতা পাওয়ার জন্য, আপনাকে জানতে হবে এর ব্যবহারের নিয়ম সম্পর্কে। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, "চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক'' তৈরি এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য। চলুন তাহলে নিম্নের আলোচনার মাধ্যমে আমরা যেনে তথ্যগুলি- 

চুল পড়া রোধ করতে মুলতানি মাটির হেয়ার প্যাক

চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে মুলতানি মাটির হেয়ার প্যাকের চমৎকার উপকারিতা রয়েছে। আর এই উপকারিতা পাওয়া জন্য আপনাকে নিম্নের উপাদানের মাধ্যমে হেয়ার প্যাক তৈরি করতে এবং ব্যবহার করতে হবে।

  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল বা দই।
  • ১ টেবিল চামচ লেবুর রস বা গোল মরিচ।
উপরের উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে তৈরি করুন পেস্ট এবং স্ক্যাল্পসহ চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ম্যাসেজ করে ব্যবহার করুন। ব্যবহারের পর ২৫/৩০ মিনিট অপেক্ষা করে সালফেটমুক্ত শ্যাম্পু এবং স্বাভাবিক পানি দিয়ে ধুলে চুলে লাগান কন্ডিশনার। এই হেয়ার প্যাকটি আপনি সপ্তাহে ২ বা ৩ বার ব্যবহার করতে পারবেন।

এই হেয়ার প্যাকটি ব্যবহার করার ফলে, মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনার চুল পড়া বন্ধ হবে। কারণ অ্যালোভেরা, লেবুর রস ও গোল মরিচ বাড়িয়ে দেয় স্ক্যাল্পের রক্ত সঞ্চালন এবং চুলের গোড়া শক্ত করার মাধ্যমে, চুল পড়া বন্ধ করে।

চুলের শুস্কতা দূর করতে মুলতানি মাটির হেয়ার প্যাক

চুলের শুস্কতা দূর করে চুলে আদ্রতা ফিরিয়ে আনার ক্ষেত্রে মুলতানি মাটির রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। আর এই উপকারিতা পাওয়া জন্য আপনাকে নিম্নের উপাদানের মাধ্যমে হেয়ার প্যাক তৈরি করতে এবং ব্যবহার করতে হবে।

  • ৪ টেবিল চামচ মুলতানি মাটি।
  • একটি অর্ধেক লেবুর রস।
  • ২ টেবিল চামচ মধু।
  • হাফকাপ দই।
উপরের উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে হেয়ার প্যাক বা পেস্ট তৈরি করুন। এবার পেস্টগুলি মাথার ত্বক থেকে শুরু করে সমস্ত চুলে ম্যসেজের মাধ্যমে ব্যবহার করুন। এবার মাথায় শাওয়ার ক্যাপ পরে ১৫/২০ মিনিট অপেক্ষার করুন। অপেখার পর সালফেটমুক্ত শ্যাম্পু এবং স্বাভাবিক পানি দিয়ে ধুলে চুলে লাগান কন্ডিশনার। এই হেয়ার প্যাকটি আপনি সপ্তাহে ১ বা ২ বা ব্যবহার করতে পারবেন।
এতে আপনার চুলের আদ্রতা দূর হবে। কারণ চুলকে কন্ডিশনিং করে দই ও চুলের আদ্রতা ধরে রাখতে মধু সাহায্য করে এবং লেবুর রসে রয়েছে ভিটামিন "সি' যা খুবই উপকারি চুলের স্বাস্থ্যের জন্য।

চুলের খুশকি দূর করতে মুলতানি মাটির হেয়ার প্যাক

চুলের খুশকি দূর করার ক্ষেত্রে মুলতানি মাটির হেয়ার প্যাকের ব্যবহার অত্যান্ত কার্যকরী একটি ঘরোয়া উপাদান। আর এই উপকারিতা পাওয়া জন্য আপনাকে নিম্নের উপাদানের মাধ্যমে হেয়ার প্যাক তৈরি করতে এবং ব্যবহার করতে হবে।
  • ৪ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ৫ টেবিল চামচ মেথি বীজ।
  • ১ টেবিল চামচ লেবুর রস।

প্রথমে মেথি বীজ সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভেজানো মেথি বীজ স্মদভাবে তৈরি করুন পেস্ট এবং এর সঙ্গে উপরের সকল উপাদান মিশিয়ে নিন। এবার প্যাকটি স্ক্যাল্পে এবং চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ম্যাসেজ করে লাগিয়ে ২৫/৩০ অপেক্ষা করুন। অপেক্ষা করার পর সালফেটমুক্ত শ্যাম্পু এবং স্বাভাবিক পানি দিয়ে ধুলে, চুলে লাগান কন্ডিশনার। 

এতে আপনার চুলের খুশকি দূর হওয়ার পাশাপাশি মাথার ত্বকের অনেক সমস্যা দূর হবে। কারণ মেথির বীজ খুসকি দূর করার অব্যর্থ উপাদান। আর এর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করার ফলে, দূর হবে স্ক্যাল্পের অন্যান্য সমস্যা।

চুলের তৈলাক্ততা দূর করতে মুলতানি মাটির হেয়ার প্যাক

চুলের তৈলাক্ততা দূর করার ক্ষেত্রে সবচেয়ে বেশ কার্যকরী ভুমিকা পালন করে মুলতানি মাটির হেয়ার প্যাক। আর এই উপকারিতা পাওয়া জন্য আপনাকে নিম্নের উপাদানের মাধ্যমে হেয়ার প্যাক তৈরি করতে এবং ব্যবহার করতে হবে।

  • ৩ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ৩ টেবিল চামচ রীঠা পাউডার।
  • মাঝারি সাইজের কাপে ১ কাপ পানি।
প্রথমে ৪ ঘন্টা মুলতানি মাটি পানিতে ভিজিয়ে রাখুন। এবার মুলতানি মাটি ভেজানো পানিতে রীঠা পাউড়ার দিয়ে দুটি মিশিয়ে আরো ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। এখন উপকরণ দুইটি দিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন সারা স্ক্যাল্প এবং চুলে। প্যাকটি মাথায় ব্যবহার করে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পাওয়ার জন্য হেয়ার প্যাকটি সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।

এই হেয়ার প্যাকটি ব্যবহার করার ফলে খুব দ্রুত আপনার চুলের তৈলাক্তভাব দূর হবে। কারণ মুলতানি মাটি এবং রীঠা মাথার ত্বক ও চুলের ময়লা দূর করে এবং সাহায্য করে তৈলাক্তভাব দূর করতে।

চুলের মাথা ফাটা রোধ করতে মুলতানি মাটির ফেস প্যাক

চুলের রুক্ষতা এবং মাথা ফাটা রোধ করার ক্ষেত্রে মুলতানি মাটির এই ফেস প্যাকটি অত্যান্ত কার্যকরী একটি উপায়। আর এই উপকারিতা পাওয়া জন্য আপনাকে নিম্নের উপাদানের মাধ্যমে হেয়ার প্যাক তৈরি করতে এবং ব্যবহার করতে হবে।

  • ৪ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ৩ টেবিল চামচ অলিভ অয়েল।
  • ১ কাপ দই।
রাতে বিছানয় শুতে যাওয়ার আগে অলিভ অয়েল চুলে গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দর করে চুলে মেসেজ করে নিন। পরের দিন সকাল বেলা মুলতানি মাটি এবং দই এক সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করে চুলে ব্যবহার করুন। ব্যবহৃত পেস্ট ১৫/২০ মিনিটের মত মাথায় রাখার পর হালকা গরম পানি দিয়ে চুল পরিস্কার করে নিন। 

চুলের রুক্ষতা এবং ডগা ফাটার মতো সমস্যা এই হেয়ার প্যাক ব্যবহারের ফলে খুব সহজেই দূর হয়ে যাবে। কারণ চুলের জন্য অলিভ অয়েল অত্যান্ত কার্যকরী।

চুল সোজা করতে মুলতানি মাটির হেয়ার প্যাক

চুল প্রাকৃতিক ভাবে সোজা করার ক্ষেত্রে মুলতানি মাটির এই হেয়ার প্যাকটি অত্যান্ত কার্যকরী উপাদান। আর এই উপকারিতা পাওয়া জন্য আপনাকে নিম্নের উপাদানের মাধ্যমে হেয়ার প্যাক তৈরি করতে এবং ব্যবহার করতে হবে।
  • ৭/৮ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ৫ টেবিল চামচ চালের গুড়া।
  • ২ টেবিল চামচ মধু এবং
  • ১ টি ডিমের সাদা অংশ।
উপরের উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিন। এবার আপনার চুল সোজা করে আঁচড়িয়ে প্যাকটি চুলে ব্যবহার করুন এবং অপেক্ষা করুন ৪০ মিনিট। এরপর পানি দিয়ে পরিস্কার করে নিন। আবার ১০০ মিলিগ্রাম দুধ বোতলে ভরে স্প্রে করুন। ১৫ মিনিট অপেক্ষা করে আবারো পানি দিয়ে চুল পরিস্কার করে নিন।

এই হেয়ার প্যাকটি ব্যবহার করার ফলে আপনার চুল এতোটাই নেচারালি সোজা হবে যে, আপনার নিজের চুল নিজেকে বারবার দেখতে ইচ্ছে করবে।

মুলতানি মাটির বিশেষ বৈশিষ্ট্য

মুলতানি মাটিতে অন্য যে কোন মাটির থেকে আলাদা, বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর সেই কারণে এই মাটি ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহার করা হয়ে থাকে। নিম্নে মুলতানি মাটির বিশেষ বৈশিষ্ট্য সমুহ আলোচনা করা হলো- 

  • মুলতানি মাটি বিশেষ তত্ত্বাবধানের মাধ্যমে সংগ্রহ এবং প্যাকেটজাত করা হয়।
  • সঠিকভাবে রাখলে মুলতানি মাটি দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা সম্ভাব।
  • চুলের বিভিন্ন সমস্যা সমাধানসহ চুলের সবাস্থ্য ভালো রাখে।
  • ত্বকের যত্নে মুলতানি মাটি একটি মহৌষসুধ।
  • ত্বক পরিস্কার রাখতে এটি কার্যকর।

মুলতানি মাটির অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া

মুলতানি মাটির বলতে গেলা কোন অপকারিতা নেই বললেই চলে। তবে এর ব্যবহার সম্পর্কে সঠিক নিয়ম না জানা থাকার কারণে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারণ প্রতিটি মানুষের ত্বক এবং চুলও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। আর এই মাটি আপনার ত্বকে বা চুলে ব্যবহারের ক্ষেত্রেও ভিন্নতা অবলম্বন করা প্রয়োজন।

আপনার ত্বক ব চুলের ধরণ বুঝে মুলতানি মাটি ব্যবহার করতে হবে। অন্যথায় উপকারের পরিবর্তে দেখা দিতে পারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। তাই আপনার ত্বক কিংবা চুলের ধরণ অনুযায়ী বেচে নিন, আপনার ফেস প্যাক কিংবা হেয়ার প্যাক।

চুলের যত্নে মুলতানি মাটির উপকারিতা ও অপকারিতা। শেষকথা

আশাকরি আপনারা যদি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন "চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক" সহ মুলতানি মাটি সম্পর্কে অনেক অজানা তথ্য। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে, আমরা আশাবাদী।

আরো পড়ুনঃ চুলে যত্নে মেহেদী পাতার উপকারিতা ও অপকারিতা 

বিশেষ করে যারা চুলের যত্নে মুলতানি মাটির হেয়ার প্যাক সম্পর্কে যানতে আগ্রহী তাদের ক্ষেত্রে, এটি অনেক উপকারি। আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে এটি অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭