রাজশাহী কি জন্য বিখ্যাত

আরো পড়ুনঃ আমের দাম অনেক বেশী চড়া

রাজশাহী বাংলাদেশের উত্তরপশ্চিম অঞ্চলে অবস্থিত অন্যতম একটি জেলা এবং বিভাগীয় শহর। রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা ভারত সীমান্ত ঘেসা। ভাররের কোলঘেসে পদ্মার পাড়ে অবস্থিত সবুজে ভরপুর রাজশাহী জলা শহর। রাজশাহীর রয়েছে অনেক প্রাচীন এবং বিখ্যাত খাবার, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থানসহ অজানা অনেক তথ্য।

বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং প্রাচীন নগরী রাজশাহী। ইতিহাসের তথ্য থেকে অনেকটা ধারণা করা হয় যে, এক সময় এই এলাকাটির নাম ছিল মহাকাল গড়। তবে কালের আবর্তে সেটি হারিয়ে গিয়ে এর নাম হয়ে যায়, রামপুর গোয়ালিয়া। আবার রামপুর গোয়ালিয়া থেকে রাজশাহী হয়ে উঠেছে বিভিন্ন ভাবে, যার ইতিহাস অনেকটাই দীর্ঘ।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "রাজশাহী কি জন্য বিখ্যাত'' সে সম্পর্কে বিস্তারিত এবং অনেক অজানা তথ্য। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন, যারা রাজশাহী সম্পর্কে জানতে চান। তাহলে চলুন দেখে নেওয়া যাক- 

আজকের পাঠ্যক্রম- রাজশাহী কি জন্য বিখ্যাত

  • রাজশাহী কি জন্য বিখ্যাত
  • রাজশাহীর বিখ্যাত ব্যাক্তি
  • রাজশাহীর বিখ্যাত দর্শনীয় স্থান
  • রাজশাহী নগরীর বিখ্যাত বিনোদন পার্ক
  • রাজশাহী বিভাগের জেলার নাম
  • রাজশাহী জেলার উপজেলার নাম
  • রাজশাহীর নগরীর বিখ্যাত স্কুল ও কলেজ
  • রাজশাহীর নগরীর বিখ্যাত উচ্চ বিদ্যালয়
  • রাজশাহীর নগরীর বিখ্যাত মিহাবিদ্যালয়
  • রাজশাহী কিসের জন্য বিখ্যাত। শেষকথা

রাজশাহী কি জন্য বিখ্যাত

রাজশাহী পরিস্কার পরিচ্ছন্নতা এবং দূষণমুক্ত, সবুজ নগরী হিসাবে বেশ সুনাম অর্জন করেছে বিশ্বমানের দরবারে। তাছাড়া রাজশাহী জেলা বিশেষ করে, এই নগরী বিভিন্ন নামের জন্য অনেক পরিচিত। যেমন, শিক্ষার নগরী, রেশমের নগরী, শান্তির নগরী কিংবা আমের রাজধানী হিসাবে সারা বংলাদেশে এর সু- পরিচিতি রয়েছে।

রাজশাহীর আম, লিচু, মিষ্টি এবং রেশমবস্ত্রের জন্য দেশের সবখানে বিখ্যাত। এছাড়াও রাজশাহীতে অনেক বিখ্যাত, গ্রীষ্মকালীন ফল আম, সংকরের ক্ষীরের চমচম, সিল্কের শাড়ী এবং শীতকালে খেজুরের রস এবং গুড়ের জন্য। এই জেলার যেমন খ্যাতি রয়েছে খেজুরের গুড় এবং আমের জন্য, সঙ্গে সঙ্গে এখানে অনেক বিখ্যাত অর্থকরী ফসল পাট, ধান এবং গম জন্মে।

সহজ কথায় বলা যায় যে, রাজশাহী নগরী মুলত তাঁর সু-প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি আম এবং সিল্কের বস্ত্রের জন্য বিখ্যাত। তাছাড়া রাজশাহী নগরীর পরিকল্পিত সু-প্রসস্থ রাস্তা আর রাস্তার এবং রাস্তার উপর সবুজ বৃক্ষের সঙ্গে বাহারী ফুল বিশ্বমর্যাদা দিয়েছে রাজশাহীকে। আশাকরি আপনারা যারা জানতে চেয়েছিলেন, রাজশাহী কি জন্য বিখ্যাত তা হয়তো জেনে গেছেন।

রাজশাহীর বিখ্যাত ব্যাক্তি

রাজশাহীতে ছিলেন অনেক কৃতিত্বের অধিকারি বিখ্যাত মানুষ। আর কৃতিত্বের অধিকারি বিখ্যাত মানুষের মধ্যে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, কবি শুকুর মাহমুদ, মুখলেছুর রহমান, রাধাগোবিন্দ বসাক, রজনীকান্ত সেন এবং নাটোরের রানী ভবানী অন্যতম বিখ্যাত ব্যাক্তি। এছাড়া আরো বিখ্যাত ব্যক্তিরা হলেন-

  • শহিদ এ এইচ এম কামারুজ্জামান।
  • শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
  • মহারাজা জগনিন্দনাথ রায়।
  • শওকত কুমার রায়।
  • যদুনাথ সরকার।
  • রাজপ্রসাদ চন্দ্র।
  • প্রমথনাথ রায়।
  • অজয় কুমার।

রাজশাহীর বিখ্যাত দর্শনীয় স্থান

প্রাচীন রাজশাহীতে অনেক দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান হলো, রাজশাহী চিনিকল যা অনেক পরিচিত হরিয়ানা চিনিকল নামে। রাজশাহী চিনিকল বা হরিয়ানা চিনিকলটি বাংলাদেশের অন্যতম প্রধান বা বড় চিনিকল হিসাবে পরিচিত। নিম্নের আলোচনার মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে যেনে নিবো রাজশাহীর বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে- 

পুঠিয়া রাজবাড়ী রাজশাহী- রাজশাহী জেলার পুঠিয়াতে অবস্থিত রাজবাড়ীটি মোঘল আমালের নির্মিত একটি অন্যতম স্থাপনা। এই রাজবাড়ীটির নির্মাণ শৈলী, রাজবাড়ীর সামনের অংশে নির্মিত স্তম্ভ এবং রংকরণ, কক্ষের দেয়াল, দেয়ালে কাঠের কাজ, দরজায় অঙ্কন করা লতা- পাতা এবং বিভিন্ন ফুল ও ফলের চিত্রকর্ম সত্যিই মনোমুগ্ধকর।

ঐতিহাসিক বাঘা মসজিদ রাজশাহী- রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত এই মসজিদটি স্থাপিত হয় ১৫২৩ খ্রিস্টাব্দে। মসজিদের ঠিক সামনে দিকে রয়েছে প্রায় ১৭ একরের একটি বিশাল দীঘি। ঐতিহাসিক বাঘা মসজিদের পোড়ামাটির কারুকাজ পরিচিয় বহন করছে চমৎকার নির্মাণশৈলীর। মসজিদটি পাশেই শোয়িত আছেন হজরত শাহ্‌ দেউল এবং তার সফর সঙ্গী ৫ জনের মাজার শরীফ।

বরেন্দ্র জাদুঘর রাজশাহী- রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর। এই জাদুঘরটির শুভ উদ্ভোধন করেন তৎকালীন গভর্নর কারমাইকেল। বর্তমানে রাজশাহীর বরেন্দ্র জাদুঘরের সংগ্রহশালা রয়েছে ৯ হাজারের অধিক। 

আরো পড়ুনঃ সাপাহার আম বাজারের বিস্তারিত তথ্য

হরিয়ানা চিনিকল রাজশাহী- এই চিনিকলটি রাজশাহী জেলের নিকটবর্তী উপজেলা পবার হরিয়ানা ইউনিয়নে অবস্থিত। এই চিনিকলটই রাজশাহী চিনিকল এবং হরিয়ানা চিনিকল উভয় নামেই পরিচিত। হরিয়ানা চিনিকল বাংলাদেশের অন্যতম প্রধান চিনিকল।

রাজশাহী নগরীর বিখ্যাত বিনোদন পার্ক

রাজশাহী নগরীর বিনোদন পার্কার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, পদ্মার পাড়ে অবস্থিত পদ্মা গার্ডেন, টি বাধ, আই বাধ, মুক্তমঞ্চ, বিজিবির নোঙ্গর ইত্যাদি। এই সকল স্থানে প্রতিদিন অংখ্য মানুষ তাদের পরিবার, বন্ধু বান্ধব কিংবা সঙ্গী নিয়ে ক্লান্তিময় জীবন থেকে কিছু সময়ের জন্য ব্যয় করেন। বিশেষ করে পড়ন্ত বিকাল থেকে সন্ধার পর পর্যন্ত। এছাড়াও আরো রয়েছে-

  • লালন শাহ মুক্তমঞ্চ।
  • শহিদ জিয়া শিশু পার্ক।
  • রাজশাহী চিড়িয়াখানা।
  • নজর কাড়া রাজশাহী কলেজ।
  • প্যারিস রোড়, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিভাগের জেলার নাম

রাজশাহী বিভাগে মোট জেলার সংখা ৮ টি এবং ৬৭ টি উপজেলা রয়েছে। নিম্নে জেলার নাম আলোচনা করা হলো-
  • রাজশাহী।
  • বগুড়া। 
  • নওগাঁ।
  • নাটোর।
  • পাবনা।
  • সিরাজগঞ্জ।
  • চাপাইনবাবগঞ্জ।
  • জয়পুরহাট।

রাজশাহী জেলার উপজেলার নাম

রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলা হলো রাজশাহী জেলা। এই জেলায় রয়েছে মোট ৯ টি উপজেলা এবং থানার সংখ্যা ১৩ টি। নিম্নে রাজশাহী জেলার উপজেলার নামের তালিকা দেওয়া হলো-  
  • গোদাগাড়ী।
  • মহনপুর।
  • তানোর।
  • বাঘমারা।
  • চারঘাট।
  • দুর্গাপুর।
  • পুঠিয়া।
  • বাঘা।
  • পবা।

রাজশাহীর নগরীর বিখ্যাত স্কুল ও কলেজ

রাজশাহীকে বলা হয়ে থাকে শিক্ষার নগরী। কেননা রাজশাহী সু- প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রসারের ক্ষেত্রে ব্যাপকভাবে জড়িত। রাজশাহী সু- প্রাচীন ঐতিহ্যের জন্য পাল শাসন আমলের সময় অস্তিত্ব মেলে মহাবিহারের, যা সেই সময় কাজ করত বিশ্ববিদ্যালয় হিসাবে। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার পাশাপাশি শিক্ষার্থীরা বাংলার ও সংস্কৃতির জ্ঞান অর্জন করতেন।

পরবর্তী সময়ে বাংলার স্বাধীন সুলতান নুশরত শাহ্‌ এর শাসনকালে রাজশাহী জেলার বাঘা উপজেলায় গড়ে উঠেছিল মাদ্রসা, মক্তব এবং খানকা। যা সেই সময়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাসহ বিভিন্ন ভাষায় জ্ঞান অর্জন করার সুযোগ ছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষা ও ধর্মের জ্ঞান লাভের জন্য দেশ- বিদেশের অনেক শিক্ষার্থী আসতেন।

এতোগেলো প্রাচীন কালের শিক্ষা প্রতিষ্ঠানের ও শিখার কথা। এখন আসুন দেখে নেওয়া যাক বর্তমানে জ্ঞান অর্জন করার জন্য যে সকল বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) রয়েছে, সেগুলোর তালিকা নিম্নে দেখে নেওয়া যাক-  

রাজশাহীর নগরীর বিখ্যাত উচ্চ বিদ্যালয়

  • রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।
  • সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।
  • হাজী মোহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়।
  • রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ।
  • মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ।
  • রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।
  • রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়।
  • অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী।
  • রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
  • রাজশাহী ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ।
  • গভঃ ল্যাবরেটতি হাই স্কুল, রাজশাহী।
  • রাজশাহী কলেজিয়েট স্কুল।

রাজশাহীর নগরীর বিখ্যাত মিহাবিদ্যালয়

  • রাজশাহী কলেজ।
  • রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়।
  • শাহ্‌ মখদুম কলেজ, রাজশাহী।
  • বঙ্গুবন্ধু ডিগ্রী কলেজ, রাজশাহী।
  • রাজশাহী সরকারি সিটি কলেজ।
  • রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ।
  • রাজশাহী সরকারি মহিলা কলেজ।
  • রাজশাহী ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ।
  • অগ্রনী বিদ্যালয় ও মহাবিদ্যালয় রাজশাহী।
  • রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।
  • রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ।
  • রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।
  • শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী।

রাজশাহী কিসের জন্য বিখ্যাত। শেষকথা

প্রিয় পাঠাক পাঠিকাগণ আপনারা যদি আজেকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয় আপনারা জেনে গেছেন "রাজশাহী কি জন্য বিখ্যাত" সে সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য, যা আপনারা জানতে আগ্রহী। আমরা কিন্তু আজকের আর্টিকেলে ইতিপূর্বেই আপনাদের সঙ্গে সে সম্পর্কে শেয়ার করেছি।
আর আমরা অনেক আশাবাদী যে, আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা রাজশাহীর বিখ্যাত জিনিস সম্পর্কে জানতে আগ্রহী। আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাবে এটি অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭