কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ ২০২৪
আরো পড়ুনঃ উচ্চ শিক্ষার জন্য চীনের স্কলারশিপ
কানাডা উত্তর আমেরিকার একটি দেশ। অর্থনৈতিক দিক থেকে কানাডা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাস্ট্র। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানাডায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শিক্ষা, ভ্রমন কিংবা বিভিন্ন কাজের জন্য গিয়ে থাকেন। বিশ্বের অন্যসকল দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও প্রতিবছর বিভিন্ন প্রয়োজন্য কানাডায় যান।
আজকের কাঠ্যক্রম- কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ ২০২৪
- কানাডা যাওয়ার খরচ ২০২৪
- কানাডা যাওয়ার খরচ ২০২৪
- কানাডা ভিসার খরচ/ দাম ২০২৪
- কানাডা ভিসার সরকারিভাবে আবেদন খরচ
- কানাডা ওয়ার্ক পারমিট ভিসার দাম/ খরচ ২০২৪
- কানাডা ভিসা আবেদনের বয়স কত লাগে ২০২৪
- কানাডা যেতে কত খরচ লাগবে ২০২৪
- কানাডা কোন কাজের চাহিদা বেশি ২০২৪
- কানাডা কোন কাজের বেতন বেশি ২০২৪
- কানাডা ভিসা খরচ ২০২৪। শেষকথা
কানাডা যাওয়ার খরচ ২০২৪
উত্তর আমেরিকার উত্তরাংশে কানাডা অবস্থিত। কানাডা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই শক্তিশালী দেশ। কানাডার জীবন যাত্রার মান উন্নত এবং বহুমুখী সংস্কৃতির হওয়ার কারণে উক্ত দেশটিতে যাওয়ার জন্য অনেকেই ভিসা তৈরি করেন। কেউ যান উচ্চ শিক্ষার জন্য, কেউ ভ্রমনের উদ্দেশ্যে আবার অনেকেই সেখানে যান কাজের উদ্দেশ্যে।
তাই ভিসার উদ্দেশ্য অনুযায়ী কানাডা যেতে ভিন্ন ভিন্ন খরচ হয়ে থাকে। যেমন কানাডায় স্টুডেন্ট ভিসার খরচ ৫ লক্ষ টাঁকা থেকে ৬ লক্ষ টাঁকা। আবার কাজের ভিসার ক্ষেত্রে খরচ হয়ে থাকে প্রায় ৯ লক্ষ টাঁকা থেকে প্রায় ১২ লক্ষ টাঁকা পর্যন্ত। তাই কানাডায় যাওয়ার জন্য কতো টাঁকা খরচ হয়, তা সঠিকভাবে বলা সম্ভাব হয় না।
কানাডা যাওয়ার খরচ ২০২৪
কানাডা যাওয়ার খরচ বেশ কয়েকটি বিষয়ের উপর সম্পূর্ণরূপে নির্ভর করে থাকে। সেক্ষেত্রে আপনার খরচ নির্ভর করে যেমন, ভিসার আবেদন ফি, বায়োমেট্রিক ডেটা সংগ্রহ, মেডিকেল চেকাপ পরীক্ষা খরচ, ইমিগ্রেশন এজেন্ট ও দালাল বা এজেন্সির খরচ ইত্যাদি। তবে বর্তমানে ২০২৪ সালে কানাডায় যাওয়ার জন্য সবসহ খরচ পড়ে ৬ লক্ষ টাঁকা থকে প্রায় ৮ লক্ষ টাকার মতো।
তবে ভিসার ক্যাটাগরি অনুযায়ী কানাডায় যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসায় খরচ হয় ৯ লক্ষ টাঁকা থেকে প্রায় ১২ লক্ষ টাকার মতো। এছাড়াও কানাডা যাওয়ার ক্ষেত্রে আপনার কতো খরচ হবে তা অনেকটাই নির্ভর করে আপনি যে দালাল বা এনেন্সির মাধ্যমে ভিসা করছেন তার উপর।
কানাডা ভিসার খরচ/ দাম ২০২৪
কানাডায় বর্তমান ২০২৪ সালে সুযোগ রয়েছে অনেক ধরণের কাজের। যেমন, সেখানে আইটি ডিপার্টমেন্ট, কৃষি কাজ, বিভিন্ন নির্মাণ শ্রমিক, ডেলিভ্যারি ম্যান, ড্রাভিং, ইলেক্ট্রিশিয়ান, সেফ এবং কুকসহ অনেক ভিসা। তাই কানাডায় স্টুডেন্ট, টুরিস্ট এবং পারমিট ভিসার দাম কমপক্ষে ৩-৫ লক্ষ টাঁকা ও সর্বোচ্চ প্রায় ৮- ১২ লক্ষ টাঁকা।
কানাডা ভিসার সরকারিভাবে আবেদন খরচ
সরকারিভাবে যে কোন দেশে ভিসার জন্য স্বাভাবিকভাবে আবেদন করলে অনেকটাই খরচ কম হয়। আবেদন খরচ নুন্যতম বাংলাদেশি টাকায় ৪০০০ টাঁকা এবং সরকারিভাবে ৯,৮০০ টাঁকা থেকে ১০,৪০০ টাঁকা। ৬৫০০ টাঁকা টুরিস্ট ভিসার আবেদন খরচ, ৮০০০ টাঁকা থেকে ১০০০০ টাঁকা এবং ওয়ার্ক পারমিট ১০১০০ টাঁকা থেকে ১৬৬০০ টাঁকা খরচ হয়ে থাকে।
আরো পড়ুনঃ সৌদি আরবে কোম্পানি ভিসা খরচ ২০২৪
কানাডা ওয়ার্ক পারমিট ভিসার দাম/ খরচ ২০২৪
কানাডায় ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার নুন্যতম বয়স ২১ বছর হলে আবেদন করতে পারবেন। দালাল বা এজেন্সিভেদে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসার খরচ নূন্যতম ৮ লক্ষ টাঁকা এবং সর্বোচ্চ ১২ লক্ষ টাকার মতো। এছাড়াও কানাডায় সরকারি ও বেসরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসার নূন্যতম ৬ লক্ষ টাঁকা থেকে প্রায় ৮ লক্ষ টাঁকা।
কানাডা ভিসা আবেদনের বয়স কত লাগে ২০২৪
কানাডায় যাওয়ার জন্য নূন্যতম বয়স ১৮ বছর এবং ভিসার ধরণ অনুযায়ী সর্বোচ্চ বয়স হতে হয় ২১ বছর। স্টুডেন্ট ভিসার জন্য কানাডা যেতে বয়স নূন্যতম ১৮ বছর, কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কমপক্ষে ২১ বছর লাগে এবং টুরিস্ট ভিসার ক্ষেত্রে বয়স ১৮ বছরের নিচে হলেও চলবে। এরজন্য অবশ্যই অভিভাবকের অনুমতি লাগবে।
বাংলাদেশ থেকে কানাডায় যাওয়ার জন্য অনেক ধরনের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে কানাডায় যেতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির ভিসার মাধ্যমে। তবে খরচের বিষয়টি পুরোটাই নির্ভর করে দালাল বা এজেন্সির উপর। সেকারণে কানাডা বা যে কোন দেশের ভিসার জন্য পরিচিত এজেন্সি বা দালালের সাহায্য নিলে প্রতারণার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়।
কানাডা যেতে কত খরচ লাগবে ২০২৪
বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসার মাধ্যমে কানাডায় যাওয়া যায়। যেমন স্টুডেন্ট, টুরিস্ট, ওয়ার্ক পারমিট, বিজনেস ভিসা ইত্যাদি। তাই ভিসার খরচও ভিন্ন ধরণের হয়ে থাকে। কানাডায় স্টুডেন্ট ভিসা ৫ থেক ৭ লক্ষ টাঁকা, টুরিস্ট ভিসা ৩ থেকে ৪ লক্ষ টাঁকা ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা ৮ লক্ষ টাঁকা থেকে ১২/১৩ লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে।
কানাডা কোন কাজের চাহিদা বেশি ২০২৪
কানাডায় বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে দক্ষ শ্রমিকর। তাই কানাডা কাজের জন্য যাওয়ার আগে আপনাকে যে কোন একটি বিষয়ের উপর অর্জন করতে হবে দক্ষতা। কানাডা অধিক দক্ষতা অর্জন করে গেলে ইনকাম কারতে পারবেন লক্ষ লক্ষ টাঁকা। তবে আপনাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে চাহিদা সম্পূর্ণ কাজের জন্য। কানাডা যে সকল কাজের চাহিদা রয়েছে, তা নিম্নে আলোচনা করা হলো-
- মার্কেটিং বিশেষজ্ঞ, ফার্মাসিস্ট, হিসাবরক্ষক।
- ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ওয়েল্ডার।
- মেকানিক্যাল টেকনিশিয়ান, ডেলিভারি বয়, ফুড সার্ভিস ওয়ার্কার।
- গ্রাহক সেবা প্রতিনিধি, নির্মাণ ব্যবস্থাপক, শেফ এবং কুক।
কানাডা কোন কাজের বেতন বেশি ২০২৪
কানাডা ভিসা খরচ ২০২৪। শেষকথা
আশাকরি আজকের আর্টিকেলটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তবে অবশ্যই যেনে গেছেন "কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ ২০২৪'' সহ কানাডা ভিসার সকল প্রকার তথ্য। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে, আমরা আশাবাদি। বিশেষ করে যারা কানাডা যেতে আগ্রহী তাদের ক্ষেত্রে।
আরো পড়ুনঃ ইতালিতে ভিসা খরচ ২০২৪
আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তবে এটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলগুলো নিয়মিতভাবে পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url