উচ্চ শিক্ষার জন্য চীনের স্কলারশিপ

আরো পড়ুনঃ সৌদি আরবে কোম্পানি ভিসা খরচ ২০২৪

জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও, বিশ্ব নবীর এই হাদিসটা আমাদের প্রায় সকলের যানা। বিশ্ব নবী হজরত মোহাম্মাদ (সঃ) এর এই হাদিস থেকে খুব সহজেই বুঝা যায় যে, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই দেশটি জ্ঞান চর্চার জন্য শত শত বছর আগে থেকেই এগিয়ে রয়েছে। পাহাড়- পর্বত থেকে শুরু করে সমুদ্র- নদী, মরুভূমি- তৃণভূমি সব কিছুর সমন্বয়ে গঠিত চীন।

ইংল্যান্ড এবং আমেরিকার পর মহা প্রাচীরের দেশ চীনে লেখাপড়ার জন্য সবচেয়ে বেশি পাড়ি জমায় মানুষ, প্রাচ্যের এই দেশে। কয়েক বছর আগের এক হিসাব অনুযায়ী সারা পৃথিবী থেকে শিক্ষার জন্য  এই দেশে এসেছেন ৪,৪০,০০০ শিক্ষার্থী। বর্তমান সময়ে চীনের বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার মান আন্তর্জাতিক পরিমন্ডলে অনেকটাই সুনাম অর্জন করেছে।

আর এইগুলো সম্ভাব হয়েছে সেদেশের সরকারের উদার নীতির কারণে। ফলশ্রুতিতে চীনে দিন দিন বেড়েই চলছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "উচ্চ শিক্ষার জন্য চীনের স্কলারশিপ'' সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সম্পর্কে সকল প্রকার তথ্য-

আজকের পাঠ্যক্রম- উচ্চ শিক্ষার জন্য চীনের স্কলারশিপ

  • উচ্চ শিক্ষার জন্য চীনে যে কারণে যাবেন
  • চীনে উচ্চ শিক্ষার জন্য যেতে নুন্যতম যোগ্যতা
  • চীনে বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন
  • চীনে আপনি কোন ভাষায় পড়তে চান
  • চীনে উচ্চ শিক্ষার জন্য ডকুমেন্ট সত্যায়ন
  • ভর্তির আবেদনের জন্য সময়সীমা
  • ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
  • চীনে পড়াশোনার জন্য প্রতিবছর খরচ
  • চীনে পড়াশোনার জন্য স্কলারশিপ
  • উচ্চ শিক্ষার জন্য চীনে ভিসা আবেদন প্রক্রিয়া
  • চীনে ভিসা আবেদনের ডকুমেন্ট চেকলিস্ট
  • চীনের বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা
  • চীনে চলাচলের জন্য যানবাহন ব্যয়
  • চীনে পার্ট টাইমের চাকুরীর সুযোগ
  • উচ্চ শিক্ষার জন্য চীনের স্কলারশিপ। শেষকথা

উচ্চ শিক্ষার জন্য চীনে যে কারণে যাবেন

মান্দারিন ভাষার দেশ চীন এবং এদেশের মুদ্রার নাম ইউয়েন। আয়তন আর জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশটির রাজধানীর নাম বেইজিং। উৎপাদন থেকে শুরু করে কৃষি কিংবা শিল্প সব ক্ষেত্রেই দেশটি রয়েছে একনম্বারে। উন্নত শিক্ষা ব্যবস্থা, বিশ্বমানের ল্যাব, খেলাধুলা এমনকি গবেষণাগার, কি নেই এই দেশে।

তাছাড়া প্রযুক্তির দিক থেকে চীন রয়েছে উচ্চ শিখরে, তাই চীনে পড়াশুনা করলে দৃষ্টিসীমা প্রসারিত হবে বিশ্বের প্রযুক্তি সম্পর্কে। দিন দিন ব্যবসার পথ অনেকটাই প্রসারিত হলেও এইদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে চাকুরীর বাজার। তাই অবারিত দ্বার আর নিজের উচ্চ স্বপ্ন পূরণের জন্য আপনারও হয়তো প্রসারিত হবে দৃষ্টিসীমা।

চীনে উচ্চ শিক্ষার জন্য যেতে নুন্যতম যোগ্যতা

আমেরিকা বা ইউরোপের মতো শিক্ষার জন্য চীনে GMAT/SAT/GRE/ACT অথবা নিদেন পক্ষে TOEFL/IELTS  জাতীয় কোন প্রকারের পরীক্ষায় অংশ নিতে হবেনা। কিন্তু পাস মার্ক যেহেতু চীনে ৬০%, সেহেতু একাডেমিক পরীক্ষায় আপনার যদি ৬০% এর উপর মার্ক থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন চীনের যে কোন বিশ্ববিদ্যালয়ে।

আবার আপনার যদি মার্ক ৮০% থাকে তাহলে আপনি সুবিধা পাবেন স্কলারশিপের। আর HSC তে যদি ৪.৪৩ পয়েন্ট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ডিপ্লোমা কোর্সের জন্য। আবার ব্যাচেলরে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার SSC ও HSC দুটির গড় পয়েন্ট ৮.০ থাকে, মাস্টার্স এ আবেদন করতে আপনার ৩.২০ পয়েন্ট থাকতে হবে।

আর আপনি যদি চীনে পিএইচডি প্রগ্রামে ভর্তির জন্য আবেদন করতে চান, তাহলে আপনার থাকতে হবে ৩.৪০ পয়েন্ট এবং সঙ্গে পাবলিশড রিসার্চ পেপার থাকতে হবে। তবে চীনে বিশ্ববিদ্যালয়য়ে ভর্তির যোগ্যতা অনেক সময় পরিবর্তন হয়ে থাকে। তাই আপনাকে দেখে নিতে হবে সেদেশের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত আপনার কাছে কি চাচ্ছে।

চীনে বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন

দুইটি সেমিস্টারের মাধ্যমে প্রতি বছর বিভিন্ন ধরণের কোর্সের অফার করে চীনের বিশ্ববিদ্যালয়গুলো। আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, গ্রাজুয়েশন, মাস্টার্স, জেনারেল স্ক্লার, সিনিয়র স্কলার কিংবা পিএইচডিসহ যেতে পারেন যে কোন প্রোগ্রামে। চীনে অবস্থিত ১১০০ এর অধিক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় সমুহে বিভিন্ন প্রোগ্রামের অধিনে অফার করে থাকে বিভিন্ন কোর্সের।

কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে, কারণ চীনের সব বিসববিদ্যালয়ে পড়ার সুযোগ দেয়না ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের। আবার অনেক দামী দামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হয়না বাংলাদেশী শিক্ষার্থীদের। তাই বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য আবেদন করার সময় অবশ্যই জেনে নিতে হবে বিশ্ববিদ্যালয় সম্পর্কে।

সেই দেশে পড়াশুনা করানো হয়, মেডিকেল ও স্বাস্থ্য বিজ্ঞান,  প্রকৌশল, বিজনেস ও ম্যানেজমেন্টস, কৃষি ইত্যাদি বিষয়ে। বিশেষ করে চীনে উন্নত শিক্ষা প্রদান করা হয় প্রকৌশল বিজ্ঞান শাখায়। তবে  চীনে পড়াশুনার জন্য বর্তমানে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে মেডিকেল ও স্বাস্থ্য বিষয়ে। চীনের রেজিস্ট্রার্ড যে কোন ্মেডিকেল থেকে পড়াশুনা শেষ করে প্যাকটিস করতে পারবেন বাংলাদেশে। 

তবে এর জন্য আপনাকে শুধু সংগ্রহ করতে হবে সম্মতি পত্র মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে। তবে যাইহোক চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তুলেছে এখন অনেক উন্নত ও বিশ্বমানের করে। যা শিক্ষা প্রদান করে আসছে উন্নত মানের। নিম্নে চীনে নামকরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হলো-

  • Fudan University.
  • Peking University.
  • Tsinghua University.
  • University of Science and Technology of China. 
  • Zhejiang University.

চীনে আপনি কোন ভাষায় পড়তে চান

আপনি চাইলে চীন দেশে গিয়ে ইংলিশ কিংবা সেদেশের চাইনিজ ভাসায় লেখাপড়া করতে পারেন। ডিপ্লোমা কোর্স করার জন্য সাধারণত চাইনিজ ভাষাতে পড়ানো হয়। ইংলিশ ভাষায় খুব কম পাওয়া যায়। তবে পিএইচডি, মাস্টার্স কিংবা অনার্স কোর্সগুলো ইংলিশ ও চাইনিজ উভয় ভাষায় পড়া যায়। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় চাচ্ছে IELTS কমপক্ষে ৬.০ ব্যান্ড।
আবার আপনার প্রোফাইল সমৃদ্ধ হলে ওইসকল প্রতিষ্ঠানগুলো আবেদন গ্রহন করছে IELTS ছাড়াই। চীনা ভাষার প্রমান করতে প্রয়োজন পড়ে HSK4 পরীক্ষার স্কোর। আর যদি চাইনিজ ভাষায় পড়তে চান, তবে স্কোর HSK5 প্রয়োজন। তবে বাধতামূলক নয় এই স্কোর। এই সংক্রন্ত কোর্স সেদেশের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে করিয়ে নিবে। তাই চিন্তা নেই এই বিষয়ে।

চীনে উচ্চ শিক্ষার জন্য ডকুমেন্ট সত্যায়ন

সকল ডকুমেন্ট নোটারাইজড করতে হবে চীনে উচ্চ শিক্ষার আবেদনের জন্য। অনেক বিশ্ববিদ্যালয় আবার চাইনিজ বা মান্দারিজ ভাষায় আপনার সার্টিফিকেট চেয়ে থাকে। আর এরজন্য আপনাকে সকল ডকুমেন্ট অনুবাদ করিয়ে নিতে হবে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ইংরেজী ভাষার সার্টিফিকেট সেই দেশের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহন করে থাকে।

ভর্তির আবেদনের জন্য সময়সীমা

আমরা আগেই জেনেছি চীনে পড়ানো হয় সেমিস্টার অনুযায়ী এবং প্রতি বছরের মার্চ এবং সেপ্টেম্বরে আবেদন কার্যক্রম শুরু হয়। সেদেশের বিশ্ববিদ্যালয়ে আবেদন করা অনেক কস্টকর। তাই আপনার বন্ধু কিংবা পরিচিত কেউ চীনে অবস্থান করে, তবে তার মাধ্যমে আবেদন করলে অনেক সুবিধা হবে। আবেদন করতে টাকা খরচ হয়, তাই পরিচিতদের মাধ্যমে আবেদন করতে হবে।

ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

চীনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে সকল ডকুমেন্ট বা কাগজ প্রয়োজন তা নিম্নের তালিকার মাধ্যমে দেখানো হলো-
  • নোটারাইজড করা একাডমিক সকল মার্কশীট ও সার্টিফিকেট।
  • নোটারাইজড করা পাসপোর্টের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি ১কপি ব্যাক গ্রাউন্ডের।
  • ২টি রিকমেন্ডেশন লেটার ও Study Plan (অধ্যাপক ব সহকারি অধ্যাপকের)।
  • স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।
  • জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ এবং বায়োডাটা।

চীনে পড়াশোনার জন্য প্রতিবছর খরচ

চীনে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনের জন্য সাধারণত প্রতি বছরের জন্য খরচ লাগে ২ লক্ষ টাকা থেকে প্রায় ৩ লক্ষ টাকা। মেডিকেলে বিষয়ে পড়াশোনার জন্য খরচ পড়ে ৩ লক্ষ টাকা থেকে প্রায় ৬ লক্ষ টাকা। তবে এটি কমবেশি হতে পারে বিশ্ববিদ্যালয়ের মানভেদে। চীনে মেডিকেল কোর্স করতে সময় লাগে ৫ বছর সঙ্গে ইন্টার্নশিপ ১ বছর।

চীনে পড়াশোনার জন্য স্কলারশিপ

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের চিনে পড়াশোনার প্রতি আকৃষ্ট করার জন্য সেই দেশের সরকার ব্যবস্থা করেছে প্রচুর পরিমাণে স্কলারশিপের। পোস্টগ্রাজুয়েট ও আন্ডারগ্রাজুয়েট লেভেলে পার্শিয়াল ফাল্ডিং এবং টিউশন ফির ফুল প্রদান করা হয়। যে সকল স্কলারশিপ দেওয়া হয়ে থাকে তার মধ্যে রয়েছে- 
  • Chinese Government Scholarship.
  • Local Government Scholarship/ Provincial Scholarship.
  • Presidential/ University Scholarship.
  • Confucius Institute Scholarship.
  • Enterprise Scholarship.
তাই আপনার যদি যোগ্যতা থাকে তাহলে সেই দেশে প্রচুর পরিমাণে স্কলারশিপের সুযোগ রয়েছে।

উচ্চ শিক্ষার জন্য চীনে ভিসা আবেদন প্রক্রিয়া

চীনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আপনার আবেদন পত্র গ্রহন করে, তাহলে তারা আপনাকে JW202 প্রদান করবে, যা সিলযুক্ত থাকবে চীনা শিক্ষা মন্ত্রানালয়ের। আর এই JW202 একান্ত প্রয়োজন ভিসা আবেদনের ক্ষেত্রে। আর সকল ডকুমেন্টসহ ভিসা আবেদনের জন্য যেতে হবে বাংলাদেশে থাকা চীনা এম্বাসীতে।

চীনে ভিসা আবেদনের ডকুমেন্ট চেকলিস্ট

চীনে উচ্চ শিক্ষার জন্য ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা নিম্নে আলোচনা করা হলো-

  • Admission Letter এবং JW 202 যা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত।
  • আর্থিক সবচ্ছলতা প্রমাণের ডকুমেন্ট এবং ব্যাংক স্টেট্মেন্ট।
  • নোটারাইজড করা সকল ডকুমেন্টস, সনদ ও মার্কশিট।
  • রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন।
  • স্কপ্লারশিপের পেপার (যদি থাকে)।
  • IELTS এর সনদ (যদি থাকে)।
  • পাসপোর্ট এবং ফটোগ্রাফ। 
  • মেডিকেল রিপোর্ট।

চীনের বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা

চীনের বিশ্ববিদ্যালয়ে হোস্টলের ব্যবস্থা রয়েছে এবং সেখানে থাকার জন্য আপনাকে প্রতি বছরের জন্য দিতে হবে বিশ্ববিদ্যালয় ভেদে ৩০,০০০ টাকা থেকে প্রায় ৮০,০০০ টাকা। খাওয়ার জন্য আপনার নিজের উপর নির্ভর করবে। তবে আপনি নিজে রান্না করে খেলে ৫০০০ টাকা থেকে ১৫০০০ টাকা এবং বাইরের রান্না করা খাবার খেলে এই খরচ প্রায় ২৫০০০ টাকা লাগবে।

চীনে চলাচলের জন্য যানবাহন ব্যয়

চীনের যোগাযোগ বা যাতায়ত ব্যবস্থার মান অনেক ভালো এবং অনেক সাশ্রয়ী। নিম্নের আলোচনার মাধ্যমে দেখে নেওয়া যাক যানবাহন খরচ সম্পর্কে-
  • আপনার যদি স্টুডেন্ট পাস থাকে তবে পাবলিক ট্রান্সপোর্টে প্রতিমাসে খরচ হবে প্রায় ১৩০০ টাকা।
  • সিটি বাস- প্রায় ২৫ টাকা।
  • ট্যাক্সি - প্রায় ৩০ টাকা।
  • মেট্রো- প্রায় ৪০ টাকা।

চীনে পার্ট টাইমের চাকুরীর সুযোগ

চীনে পড়াশোনার করার পাশাপাশি চাকুরী করার সুযোগ সব প্রদেশে বৈধ নয়। তাই আপনি চাকুরী করতে পারবেন কিনা তা নির্ভর করবে আপনার বিশ্ববিদ্যালয় কোন প্রদেশে অবস্থিত তার উপর। তাছাড়া চীনে বিদেশিদের চাকুরি পাওয়া অনেটাই কঠিন। স্থায়ী বসবাসের সুযোগ পাওয়াটাও অনেকটা কঠিন। কিন্তু জ্ঞানের জন্য চীন অনেক সমৃদ্ধ।

উচ্চ শিক্ষার জন্য চীনের স্কলারশিপ। শেষকথা

আমরা আশাকরি আপনারা যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয় "উচ্চ শিক্ষার জন্য চীনের স্কলারশিপ'' সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে যেনে গেছেন। যা ইতিপূর্বেই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই আবেদনের জন্য যেনে নিন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে।
যাইহোক আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদি। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য চীনে যেতে চান, তাদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে ও উপকারি মনে হয়, তবে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭