ফেসবুক আইডি খোলার সহজ নিয়ম ২০২৪

আরো পড়ুনঃ হারানো ফেসবুক আইডি ফেরত পাওয়ার উপায়

বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে প্রায় প্রতিটি মানুসই কমবেশি কোন না কোনভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। তবে বর্তমানে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে তারমধ্যে জনপ্রিয়তার দিক থেকে ফেসবুক অন্যতম সেরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে আরো নতুন নতুন মানুষ ফেসবুক আইডি বা একাউন্ট খুলছেন এবং এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন।

কিন্তু অনেকেই আছেন যারা এখনো জানেন না যে, কিভাবে একটি সুন্দর ফেসবুক আইডি বা একাউন্ট খুলতে হয়। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ফেসবুক আইডি বা একাউন্ট খোলার ধাপ বাই ধাপ নিয়ম সম্পর্কে। ফেসবুক একাউন্ট বা আইডি খোলা অনেক সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক নিয়মগুলি-

আজকের পাঠ্যক্রম- ফেসবুক আইডি খোলার সহজ নিয়ম ২০২৪

  • ফেসবুক আইডি কি
  • ফেসবুকের মূল বৈশিষ্ট্য সমূহ
  • ফেসবুক এর মাধ্যমে অর্থ উপার্জন
  • ফেসবুক আইডি খুলতে কি কি দরকার
  • ফেসবুকের নতুন আইডি কিভাবে খুলতে হয়
  • ফেসবুক একাউন্ট খোলার নিয়ম। শেষকথা

ফেসবুক আইডি কি

বর্তমান সময়ের যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক। পরিবার, বন্ধু- বান্ধব কিংবা পরিচিতদের সঙ্গে অনলাইনে যোগাযোগ এবং কোন বার্তা দ্রুত পৌছাতে ফেসবুক খুবই কার্যকর। বিশ্বব্যাপী এই মাধ্যমটি ব্যবহারকারির সংখ্যা প্রায় ২.৮৬ বিলিয়ান এবং প্রতিদিন এটি লগইন করেন প্রায় ১.৮০ বিলিয়ান ব্যবহারকারি।

সামাজিক এই মাধ্যমটি ২০০৪ সালে তৈরি করেছিলেন মার্ক জুকারবার্গ। সেই সময় এই মাধ্যমটি শুধুমাত্র ব্যবহার করতে্ন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ২০০৬ সাল হতে ১৩ বছরের উপরের বয়সের যেকেউ একটি ইমেইল আইডি দেওয়ার মাধ্যমে এখানে জোগদানের সুযোগ যুক্ত করা হয়েছে। কিন্তু বর্তমানে ফেসবুক আইডিতে ফোন নম্বার বা ইমেইল ব্যবহার করা যায়।

ফেসবুকের মূল বৈশিষ্ট্য সমূহ

যদিও ফেসবুক সামাজিক একটি মিডিয়া প্লাটফর্ম, কিন্তু বর্তমানে এটি ব্যবসা থকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত সবকিছুর প্রচারের অন্যতম মাধ্যম ফেসবুক। তাছাড়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত এখানে যুক্ত হচ্ছে নিত্য নতুন নানা রকম বৈশিষ্ট্য। আর এই সকল বৈশিষ্ট্যগুলি এর সাইটটির চারিদিকে সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। যেমন-

** News Feed- একজন ব্যবহারকারি তার পেজ প্রোফাইন ও গ্রুপ পোস্ট অনুসরণ করে যা, নিউজ ফিডে প্রদর্শিত হয়। এটি হলো আপনার হোমপেজ বা মূল পৃষ্ঠা যা আপনি দেখতে পাবেন ফেসবুক লগইন করার সঙ্গে সঙ্গে। ফসবুক ব্যবহারকারিরা বেশির ভাগ সময় ব্যয় করেন নিউজ ফিডে।

** Facebook Page- যারা ফেসবুক ব্যবহার করেন তারা প্রায় সকলেই ফেসবুক প্রোফাইল খোলেন এবং অন্যদের সংস্পর্শে থাকে্ন। তাছাড়া ফেসবুক প্রোফাইলের সঙ্গে সঙ্গে তৈরি করতে পারবেন একাধিক ফেসবুক পেজ। ফেসবুক পেজ অনেক ধরণের হয়। যেমন কেউ যদি ব্যবসা করে তবে, সে ব্যবসার তথ্য ফেজবুক পেজের মাধ্যমে তুলে ধরতে পারেন।

** Friend- এটির মাধ্যমে আপনি চাইলে আপনার পরিচিতদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে এবং অন্যের রিকোয়েস্ট গ্রহন করে বন্ধু হিসাবে বিভিন্ন পোস্ট আদান প্রদান করতে পারবেন। এটি আপনার নিউজ ফিডে দেখতে পারবেন।

** Like, Comment, Share-  এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আপনি চাইলে কারো পোস্টে লাইক করতে, পোস্ট সম্পর্কে বিভিন্ন মতামত কিংবা অন্যের পোস্টটি শেয়ার করতে পারবেন।

** Inbox- ফেসবুকের মাধ্যমে আপনার পাঠানো সকল বার্তা সংরক্ষণ করা হয়ে থাকে ইনবক্সে।

** Timeline- এটি হলো আপনার পোস্ট করা সকল পৃষ্ঠার একটি সংরক্ষণাগার। টাইমলাইনে মূলত সমস্ত পোস্ট তারিখ মোতাবেক সাজানো থাকে।

** Facebook Group- ফেসবুক গ্রুপ মূলত বলতে ব্যবহারকারিদের ফোরামকে বুঝায়। আপনি চাইলে গ্রুপের মাধ্মে বিভিন্ন লিংক বা মিডিয়া পোস্ট করতে পারবেন।

** Facebook Story- এটি হলো আপনার দ্বারা পোস্ট করা বিভিন্ন ধরণের ভিডিও বা ছবি যা ২৪ ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যায়।

ফেসবুক এর মাধ্যমে অর্থ উপার্জন

বর্তমানে সারা পৃথিবীতে ফেসবুক এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, এর মাধ্যমে এখন ভালো পরিমাণের একটা অর্থ আয় করার সুযোগ রয়েছে। এখন অনেকেই রয়েছে্ন যারা ফেসবুকে বিভিন্ন গঠনমূলক ভিডিও আপলোডের মাধ্যমে এবং অনেক কোম্পানীর বিভিন্ন ধরনের পণ্য বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।

ফেসবুক আইডি খুলতে কি কি দরকার

বর্তমানে ফেসবুক আইডি খোলা খুবই সহজ। কারণ যদি আপনার হাতে একটি স্মার্ট মোবাইল ফোন কিংবা কম্পিউটার থাকে তাহলে আপনি কয়েক মিনিটের মাধ্যেই ভালোমানের একটি ফেসবুক আইডি বা একাউন্ট খুলতে পারবেন। নিম্নে ফেসবুক আইডি বা একাউন্ট খোলের জন্য যা যা প্রয়োজন সেগুলো আলোচনা করা হলো-

  • স্মার্ট মোবাইল ফোন বা কম্পিউটার।
  • একটি সচল মোবাইল নম্বার বা ইমেইল।
  • এবং থাকতে হবে ইন্টারনেট সংযোগ।
তবে আপনাকে মোনে রাখতে হবে যে, যার আইডি দিয়ে ফেসবুক আইডি বা একাউন্ট খুলবেন তার বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে।

ফেসবুকের নতুন আইডি কিভাবে খুলতে হয়

আপনি চাইলে যেকোন সময় খুব সহজে ফেসবুক আইডি বা একাউন্ট খুলতে পারবেন। তবে এর জন্য আপনাকে ধাপ বাই ধাপ কয়েকটি নিয়ম অনুসরন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিম্নে ধাপগুলো আলোচনা করা হলো-

আরো পড়ুনঃ ফেসবুক পেজের কি নাম দেওয়া যায়

** ধাপ-১ঃ ফেসবুক আইডি খোলার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ দিলে আপনার সামনে চলে আসবে অ্যাপটি। এবার আপনি অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড হওয়া শেষ হলে অ্যাপটি ওপেন করুন। 

আবার আপনি যদি অ্যাপটি ডাউনলোড করতে না চান, তবে আপনার ফোন থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। এবার গুগলের সার্চ বাটনে গিয়ে সার্চ করুন Facebook.com অথবা Facebook লিখে। দেখবেন আপনার সামনে চলে আসবে www.facebook.com নামক ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটটি। এবার আপনি ক্লিক করুন লিংকটিতে।

** ধাপ- ২ঃ এবার আপনার সামনে দেখতে পাবেন Log in এবং Create new account নামক  দুটি অপশন। যেহেতু আপনি একটি নতুন আইডি বা একাউন্ট খুলবেন তাই আপনাকে ক্লিক করতে হবে Create new account অপশনে.

** ধাপ- ৩ঃ এখন আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এই পেজের Get started অপশনে ক্লিক করুন। আবার অনেক সময় এই পেজ না খুলে সরাসরি পরের ধাপে চলে যেতে পারে।

** ধাপ- ৪ঃ এই ধাপটিতে পূরণ করতে হবে আপনার নাম ও পদবী। আপনি ফাস্ট নাম, মিডিল নাম ইত্যাদি ভালোকরে পূরণ করার পর আপনাকে ক্লিক করতে হবে Next বোতামটিতে।

** ধাপ- ৫ঃ এই ধাপে আপনাকে পূরণ করতে হবে জন্ম তারিখ। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে, এখানে প্রথমে থাকবে মাস এরপর তারিখ এবং শেষে থাকবে সাল। আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলি গোপন করতে পারবেন ফেসবুক প্রোফাইল তৈরি করার পর। তাছাড়াও আপনি যদি চান তবে পরবর্তীতে এই সকল তথ্য পরিবর্তন করতে পারবেন।

** ধাপ- ৬ঃ এবার আপনার কাছে জানতে চাইবে আপনার লিঙ্গ সম্পর্কে। আপনি Male বা Female কোনটি সেটির উপর ক্লিক করুন। আর আপনি যদি তৃতীয় লিঙ্গের হন তবে More Option ক্লিক করে He/She/They আপনার পছন্দমত একটি অপশনে ক্লিক করে Next বোতামে ক্লিক করলে পরের ধাপে নিয়ে যাবে।

** ধাপ- ৭ঃ এবারের ধাপে আপনাকে একটি সচল মোবাইল নম্বার দিতে হবে। তবে এই নম্বারটি আপনি গোপন রাখতে পারবেন। অনেক সময় ফেসবুক আইডি লগইন করতে কর্তৃপক্ষ যে কোড নম্বর পাঠান সেটি আপনার দেওয়া মোবাইল নম্বারে পাঠাবে। আবার অনেক সময় আপনি যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভূলে যান, তখন নতুন পাসওয়ার্ড সেট করতে উক্ত নম্বারে নোটিফিকেশন আসবে।

এছাড়াও আপনি চাইলে মোবাইল নম্বার না দিয়ে জিমেইল দিয়েও আপনার ফেসবুক আইডি বা একাউন্ট খুলতে পারবেন। আর আপনি যদি  জিমেইল দিয়ে আপনার ফেসবুক আইডি বা একাউন্ট খুলতে চান তবে নীচে থাকা Sign up with Gmail অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বার কিংবা জিমেইল আইডি দেওয়া শেষে ক্লিক করুন Next বোতামে।

** ধাপ- ৮ঃ এই পর্যায়ে আপনার সামনে আপনার ফেসবুক আইডি বা একাউন্টের জন্য পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। এখন আপনাকে শক্তিশালী এবং কমপক্ষে ছয়টি সংখার একটি পাসওয়ার্ড দিতে হবে। যে সংখ্যা অন্যকেউ সহজে অনুমান করতে পারবে না। 

আপনাকে মনে রাখতে হবে পাসওয়ার্ড যেহেতু একটি গোপনীয় বিষয়, তাই এটি কারো সঙ্গে শেয়ার করা যাবে না এবং পাসওয়ার্ড এ, সংখার পাশাপাশি গোপন কিছু ক্যারেক্টার ব্যবহার করুন। আপনার ফেসবুক আইডি বা একাউন্টের পাসওয়ার্ড দেওয়া শেষ হলে ক্লিক করুন Next বোতামে।

** ধাপ- ৯ঃ  এবারের ধাপে আপনার সামনে দেখতে পাবেন Save এবং Not now নামক দুইটি অপশন। আপনি সেভ করতে চাইলে Save অপশনে এবং না চাইলে Not now অপশনে ক্লিক করলে আপনার সমনে নতুন একটি পেজ খুলে যাবে।

** ধাপ- ১০ঃ আপনার কিন্তু ফেসবুক আইডি বা একাউন্ট তৈরির কাজ প্রায় শেষের পথে। এই পেজে দেখতে পাবেন I agree নামক আকটি অপশন। এখানে আপনার স্কিনে থাকা Text টি খুব ভালো করে পড়ুন এবং ক্লিক করুন I agree অপশনে।

** ধাপ- ১১ঃ এইবার আপনি দেখবেন, আপনি যে মোবাইল নম্বার বা জিমেইল আইডি দেয়ে ফেসবুক আইডি বা একাউন্ট খুলেছেন, সেখানে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে। মোবাইল নম্বার বা জিমেইল আইডিতে পাওয়া ভেরিফিকেশন কোড বসিয়ে ক্লিক করুন Next বোতামে।

** ধাপ- ১২ঃ এখন আপনি আপনার ফেসবুক আইডি বা একাউন্টের জন্য add Picture থেকে আপনার পছন্দ মতো একটি সুন্দর ছবি ব্যবহার করুন। ফেসবুক আইডি বা একাউন্টের প্রোফাইলে ছবি দেওয়া হয়ে গেলে ক্লিক করুন Done অপশনে।

** ধাপ- ১৩ঃ এবারের পেজে আপনি দেখতে পাবেন দুটি অপশন। আপনি যদি চান কন্ট্রাক লিস্টে (আপনার ফোনের) যারা আছেন তাদেরকে আপনি রাখবেন আপনার ফ্রন্ড লিস্টে তাহলে ক্লিক করুন Trun on অপশনে। আর যদি না রাখতে চান তাহলে ক্লিক করুন Not now অপশনে। 

** ধাপ- ১৪ঃ আপনার সামনে এখন Get started পেজটি দেখতে পাবেন এবং আপনি ক্লিক করুন Get started অপশনে। এবার আপনার ফেসবুক আইডি বা একাউন্ট রেডি। তবে আপনাকে দিতে বলবে আপনার ঠিকানাসহ আরো বেশকিছু তথ্য। তথ্যগুলি আপনি এখন বা পরবর্তীতে পুরণ করতে পারেন। আর পরবর্তীতে পূরণ করলে ক্লিক করুন Skip বোতামে।

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম। শেষকথা

আশাকরি আপনারা যদি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে অবশ্যই "ফেসবুক আইডি খোলার সহজ নিয়ম'' সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে জেনে গেছেন। কারণ আমরা ইতিপূরবেই এই সকল বিষয়ে ধাপ বাই ধাপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি।

আরো পড়ুনঃ কার ছবি দিলে ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় 

যা আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা নতুন ফেসবুক আইডি খুলতে চান তাদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে ও উপকারি মনে হয়, তবে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭