ট্রেডিং একাউন্ট কি এর কাজ ও সুবিধাসমুহ
আরো পড়ুনঃ ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২৪
বিনিয়োগের খেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো অর্থের সঠিকভাবে নিয়ন্ত্রণ। বিনিয়োগের বিভিন্ন মাধ্যম রয়েছে তাঁর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগ। আর বর্তমানে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে স্টক মার্কেটে বিনিয়োগে এসেছে অনেক স্বচ্ছতা এবং হয়ে উঠেছে আরো লাভজনক।
আর তথ্য প্রযুক্তির কল্যাণে বিভিন্ন স্টক মার্কেটে বিনিয়োগের খেত্রে আর প্রয়োজন পড়েনা স্টক ব্রোকারের। এখন শুধু প্রয়োজন অনলাইন একটি ট্রেডিং একাউন্ট। যার মাধ্যমে আপনি আপনার বিনিয়োগ প্রক্রিয়াকে করতে পারবেন আরো সহজ এবং সুবিধাজনক। তাই আপনি অনলাইনে ট্রেডিং শুরু করার আগে অনলাইনে একটি ট্রেডিং একাউন্ট করুন।
বর্তমানে অনেকেই ট্রেডিং করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। আপনি কেন পিছিয়ে থাকবেন, আপনিও শুরু করেন। তবে শুরু করার আগে আপনাকে জানতে হবে ''ট্রেডিং একাউন্ট কি এর কাজ ও সুবিধা সমুহ'' সম্পর্কে। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো একাউন্ট, কাজ এবং সুবিধা সম্পর্কে সকল তথ্য। চলুন তাহলে আমরা দেখে নেই-
আজকের পাঠ্যক্রম- ট্রেডিং একাউন্ট কি এর কাজ ও সুবিধা সমুহ
- ট্রেডিং একাউন্ট কাকে বলে
- ট্রেডিং একাউন্ট এর কাজ
- অনলাইনে কিভাবে ট্রেডিং একাউন্ট করবেন
- কিভাবে অনলাইন ট্রেডিং এ কাজ করে
- অনলাইনে ট্রেডিং করার সুবিধা সমুহ
- অনলাইন ট্রেডিং করার ক্ষেত্রে সাবধানতা
- অনলাইন ট্রেডিং, এর শেষকথা
ট্রেডিং একাউন্ট কাকে বলে
সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগের সংখ্যা এবং মোবাইলে আপনি সামান্য একটি ক্লিক করার মাধ্যমেই করতে পারবেন বিনিয়োগ। অনলাইনে স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য প্রয়োজন হয় অনলাইনে ট্রেডিং একাউন্ট। আর এই একাউন্টে অন্য সকল একাউন্টের মত নিদিষ্ট নম্বার থাকে। যা আপনাকে সাহায্য করে ট্রেডিং একাউন্ট ট্রাক করতে।
ট্রেডিং একাউন্ট এর কাজ
নিম্নে ট্রেডিং একাউন্টের মাধ্যমে অনলাইনে যে সকল স্থানে বিনিয়োগ করা যায় তা বিস্তারিতভাবে আলোকপাত করা হলো-
*** শেয়ার- শেয়ার হলো কোম্পানীর মালিকাধীন রয়েছে এমন একটি নথি যা আপনাকে সমর্থন করে। আপনি যখন কোন কোম্পানির শেয়ার ক্রয় করবেন তখন আপনি উক্ত কোম্পানির কিছু অংশের মালিক ও এর মাধ্যমে আপনি কোম্পানীর লাভ এবং ক্ষতি উভয়ের ভাগীদার। আর এখানে অনলাইন ট্রেডিং একাউন্টের মাধ্যমে আপনি শেয়ার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন।
*** কারেন্সি- কারেন্সিতে বিনিয়োগ করা বলতে বুঝায় ফোরেক্সে বিনিয়োগ করা। এক্ষেত্রে বিনিয়োগকারিরা কর্পোরেশন ও ইটিএফসহ অন্যান্য বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগ করতে হয় কারেন্সিতে। অন্য যে কোন বিনিয়োগের মত এখানেও আর্থিক ঝুকি জড়িত পণ্য বিনিয়োগের খেত্রে। বিশেষ করে যে সময় আর্থিক সময় অস্থির হয়।
*** বন্ড- বিভিন্ন প্রকারের আর্থিক বন্ড রয়েছে, যেমন বাণিজিক বন্ড, ট্রেজারি বন্ড, সঞ্চয় বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইত্যাদি। এই সকল স্থানে বিনিয়োগকারিকে বন্ড প্রদানকারীরা অর্থ ধারদেন নিদিষ্ট একটি বন্ডের বিনিময়ে। আর বন্ডে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারিরা তাঁদের বিনিয়োগের চেয়ে বেশি পরিমাণে অর্থ ফেরত পেয়ে থাকেন।
*** কমোডিটি- কমোডেটিতে বিনিয়োগের করার খেত্রে আপনার দক্ষতা প্রয়োজন স্টক মার্কেট সম্পর্কে। এখানে শুধুমাত্র দক্ষ এবং বাস্তবধরমী বিনিয়োগকারীরাই লাভ করতে পারবেন কমোডিটির মাধ্যমে কারণ এটি খুবই ভোলাটাইল বিষয়। আপনি চাইলে এখানে বিনিয়োগ করতে পারবেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও।
আরো পড়ুনঃ ২০২৪ সালে ফেসবুক পেজ মনিটাইজেশন শর্ত
*** ফিউচার- ফিউচারে আপনার বিনিয়োগের ফলে বৈচিত্রময় হবে আপনার পোর্টফলি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটি খুবই ভোলেটাইল। ফিউচার হলো গুরুত্বপূর্ণ একটি চুক্তি, যার মাধ্যমে বিনিয়োগকারীকে সম্পদ ক্রয় বা বিক্রয়ের ক্ষমতা প্রদান করা হয়ে থাকে, পূর্বের নির্ধারিত অন্তনিহিত মুল্যের সঙ্গে সঙ্গতি রেখে।
অনলাইনে কিভাবে ট্রেডিং একাউন্ট করবেন
বর্তমানে অনলাইনে ট্রেডিং একাউন্ট খোলা খুবই সহজ এবং একেবারেই ঝামেলা মুক্ত। নিম্নের আলোচনায় অনলাইনে কিভাবে ট্রেডিং একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো-
- আপনি ভালোকরে বিভিন্ন ব্রোকারের চার্জ এবং পরিসেবা সম্পর্কে তুলনা করে দেখুন।
- এটি নিয়ে একটু ভালোকরে ভাবুন এবং নির্বাচন করুন একটি ব্রোকার বা ফার্ম।
- অনলাইনে সাবমিট করুন সকল প্রকার প্রয়োজনীয় কাগজ পত্র সমুহ।
- এবার আপনি ভেরিভিকেশন পদ্ধতির অনুসরন করতে থাকুন।
- পেয়ে যাবেন অনলাইন ট্রেডিং একাউন্ট এর সকল বিবরণ।
- অনলাইন ট্রেডিং একাউন্টে আপনার লেনদেনের ব্যবহার শুরু করুন।
কিভাবে অনলাইন ট্রেডিং এ কাজ করে
অনলাইনে ট্রেডিং করার সুবিধা সমুহ
অনলাইন ট্রেডিং করার ক্ষেত্রে সাবধানতা
- আপনি যখন আপনার ডিভাইজ লগ ইন করবেন, সেই সময় আসতে পারে "আমাকে মনে রাখবেন" এই ধরণের কোন ডাইলগ বক্স যদি আসে তবে কখনই সেখানে ক্লিক করবেন না বা সংরক্ষণ করা যাবে না পাসওয়ার্ড।
- কখনই অনলাইন ট্রেড শেয়ার করা কম্পিউটার, ল্যাপটপ বা করবেন না সাইবার ক্যাফে থেকে।
- অনলাইলনে ট্রেড করার আগে অবশ্যই আপনার ডিভাইজে ইন্সটল করুন অ্যান্টি ভাইরাস।
- বিভিন্ন সাইবার জালিয়াতি রোধে ট্রেড করার পর আপন নিশ্চিত করুন লগ আউট।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url