ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে ১০ ফেস প্যাক
আরো পড়ুনঃ ত্বকের যত্নে টমেটোতে রয়েছে সকল সমাধান
ঝকঝকে, কোমল উজ্জল মসৃণ ত্বক বাড়িতে বসে বাড়াতে কেনা চায়! আর এটা শুধু কল্পনা নয় আজকের আর্টিকেলে আমরা আপনাদে সেই অসম্ভাবকে সম্ভাব করার সহজ উপায় সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ত্বকের যত্ন নেওয়া অনেক কঠিন কাজ। আর এর জন্য আপনার প্রয়োজন নিয়মিত ত্বক পরিস্কার রাখা, স্কাব ব্যবহার করা ইত্যাদি।
টোনার, ফেইস প্যাক, ময়েশ্চারাইজার ইত্যাদির জন্য রয়েছে হাজারো প্রডাক্টের ঝামেলা। যাইহোক এতে যদি আপনার কাজ হয় তবে, পরিশ্রম করতে কোন ঝামেলা বা আপত্তি থাকবেনা। আমাদের পরিশ্রম করার জন্য যেমন শরীরের নিয়মিত খাবার প্রয়োজন, তেমনিভাবে ত্বককে সুস্থ্য ও সুন্দর রাখার জন্য ত্বকেরও প্রয়োজন পড়ে বিভিন্ন পুস্টির।
আপনার ত্বকে যদি পুস্টির কোন প্রকার কমতি না থাকে, তাহলে আপনার ত্বকে ফুটে উঠবে তার আসল পরিচয়। আপনি হয়তো এখন চিন্তা করছেন ত্বকের আবার খাবার কি? আর আজকের আর্টিকেলের মাধ্যমে বাড়ীতে বসে খুব সহজে "ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে ১০ ফেস প্যাক'' সম্পর্কে উপযুক্ত রেসিপি সম্পর্কে। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে ১০ ফেস প্যাক
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে ১০ ফেস প্যাক
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে হলুদ
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে অ্যালোভেরা
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে পাতিলেবু
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে গোলাপজল
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে গাজর
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে ব্রেকিং সোডা
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে পাকা পেঁপে
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে কমলালেবুর খোসা
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে কেশর
- ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে গ্রিন টি
- শেষকথা
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে ১০ ফেস প্যাক
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতি সপ্তাহে কমপক্ষে একবার তাঁদের রূপচর্চায় বিশ্বাস করেন এই সংখ্যা অনেকটাই বেশি হবে। কারণ যদি ৫/৭ মিনিটে নিজের ত্বকের জেল্লা বাড়ানো সম্ভাব হয়, তাবে কেন পরিশ্রম করতে যাবেন দিনের পর দিন কিংবা ঘন্টার পর ঘন্টার। তাই দ্রুত ত্বকের উজ্জলতা বাড়াতে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরণের ফেইস প্যাক।
নিয়মিতভাবে ত্বকের যত্ন নেওয়ার ফলে আপনি যে ফলাফল পাবেন, তা কিন্তু কোন ক্রমেই ইনস্ট্যান্ট প্যাকে আসবেনা এবং দীর্ঘস্থায়ী হবে না। যদি আপনার হাতে সময় সুযোগ অনেক কম থাকে তবে উপায় তো কিছু নেই। আপনার ত্বকের ধরণ অনুযায়ী আপনাকে বেচে নিতে হবে উপযুক্ত এবং সঠিক ফেস প্যাক। কারণ সবার ত্বকের ধরণ এক নয়।
আজকের আর্টিকেলে আমরা ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে ১০ ফেস প্যাক বানানোর সহজ উপায় আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনার ত্বকের ধরণ অনুযায়ী বেচে নেওয়া ফেস প্যাকটি নিয়মিতভাবে ব্যবহার করলে সার্বিকভাবে ত্বকের অনেক উপকার হবে। তাহলে আর দেরী না করে চলুন দেখে নেওয়া যাক সহজ ঘরোয়া টিপসগুলো-
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে হলুদ
হলুদে মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের জন্য খুবই উপকারি। তাই ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে নিম্নের নিয়ম অনুযায়ী হলুদ, বেসন এবং দুধ দিয়ে ফেস প্যাক বানিয়ে প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন। ফসপ্যাক বা পেস্ট তৈরি এবং ব্যবহার করার নিয়ম-
- হলুদ- গুড়ো ১/২ চা চামচ।
- বেসন ৪ চা চামচ।
- দুধ পরিমাণমতো।
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে অ্যালোভেরা
- অ্যালোভেরার জেল ১ চা চামচ।
- মধু ১ চা চামচ।
- দুধ ১ চা চামচ।
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে পাতিলেবু
- পাতিলেবুর রস ১ টেবিল চামচ।
- চিনি ১ টেবিল চামচ।
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে গোলাপজল
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে গাজর
গাজরে রয়েছে ভিটামিন "এ" যা আপনার ত্বককে করে তোলে মসৃণ এবং টানটান। তাই ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে নিম্নের নিয়ম অনুযায়ী গাজরের কুচি, মধু এবং টকদই দিয়ে ফেস প্যাক বানিয়ে নিয়ম করে ব্যবহার করুন। ফসপ্যাক বা পেস্ট তৈরি এবং ব্যবহার করার নিয়ম-
- পরিমাণমতো গাজরের রস।
- পরিমাণমতো মধু।
- পরিমাণমতো টকদই।
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে ব্রেকিং সোডা
ত্বকের মৃত কষ দূর করার ক্ষেত্রে এবং পিএইচ এর মাত্রা সঠিক রাখতে ব্রেকিং সোডা এর বিকল্প মেলে ভার। তাই ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে নিম্নের নিয়ম অনুযায়ী ব্রেকিং সোডা, মধু, ডিমের কুসুম এবং অলিভ অয়েল দিয়ে ফেস প্যাক বানিয়ে নিয়ম করে ব্যবহার করুন। ফসপ্যাক বা পেস্ট তৈরি এবং ব্যবহার করার নিয়ম-
- ব্রেকিং সোডা ১ টেবিল চামচ।
- ডিমের কুসুম ১ টেবিল চামচ।
- মধু ১ টেবিল চামচ।
- অলিভ অয়েল ১/২ টেবিল চামচ।
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে পাকা পেঁপে
পেঁপেতে রয়েছে বিএইচএ যা সাহায্য করে ত্বকের মৃত কোষ দূর করতে। তাছাড়া এতে রয়েছে ভিটামিন "এ এবং সি" যা ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। তাই ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে নিম্নের নিয়ম অনুযায়ী পাকা পেঁপে, শসার রস এবং পাকা কলা দিয়ে পেস্ট বানিয়ে নিয়ম করে ব্যবহার করুন। ফসপ্যাক বা পেস্ট তৈরি এবং ব্যবহার করার নিয়ম-
- পাকা পেঁপের রস ১ টেবিল চামচ।
- শসার রস ২ টেবিল চামচ।
- একটি পাকা কলার অর্ধেক।
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে কমলালেবুর খোসা
- কমলালেবুর খোসার গুড়ো ১ টেবিল চামচ।
- পরিমাণ মতো গোলাপজল।
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে কেশর
- কয়েকটা কেশর।
- দুধ ১ টেবিল চামচ।
- মধু ১ টেবিল চামচ।
ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে গ্রিন টি
ত্বকের টক্সিন দূর করার ক্ষেত্রে গ্রিন টি এর উপকারিতা অনেক। এটি ব্যবহারের ফলে ত্বকের ভেতর থেকে টক্সিন দূর করে ত্বককে করে পরিস্কার। তাই ত্বকের উজ্জলতা দ্রুত বাড়াতে নিম্নের নিয়ম অনুযায়ী গ্রিন টি, মিল্ক ক্রিম এবং ব্রাউন সুগার দিয়ে পেস্ট/ মিশ্রণ বানিয়ে নিয়ম করে ব্যবহার করুন। ফসপ্যাক বা পেস্ট তৈরি এবং ব্যবহার করার নিয়ম-
- পরিমাণমতো পানি।
- গ্রিন টির লিকার ২ টেবিল চামচ।
- ব্রাউন সুগার ১ টেবিল চামচ।
- মিল্ক ক্রিম ১/২ টেবিল চামচ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url