নৌকা ভ্রমণের জন্য দেশের জনপ্রিয় ৫স্থান
আরো পড়ুনঃ জবাই বিলে নৌকা ভ্রমনের উপযুক্ত সময়
নদীমাতৃক বাংলাদেশ। বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য নদীর পাশাপাশি হাজার হাজার খাল বিল। নদীমাতৃক দেশ হওয়ার কারণে এদেশের মানুষ নৌকা ভ্রমনের প্রতি বেশ আগ্রহী। আর এখন চলছে নৌকা ভ্রমনের ভরা মৌসুম। তাই অনেকেই নৌকা ভ্রমনের জন্য ভালো একটি স্থানের খোঁজ করছেন। যেখানে গিয়ে অনন্ত একদিনের জন্য হলেও আনন্দঘন দিন কাটাতে পারবেন।
তাই আজকের আরটিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "নৌকা ভ্রমণের জন্য দেশের জনপ্রিয় ৫স্থান'' সম্পর্কে। আশাকরি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং মনোযোগ সহকারে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং যেনে নিবেন নৌকা ভ্রমণের জন্য দেশের জনপ্রিয় ৫স্থান সম্পর্কে সকল তথ্য। চলুন দেখে নেই-
আজকের পাঠ্যক্রম- নৌকা ভ্রমণের জন্য দেশের জনপ্রিয় ৫স্থান
- নৌকা ভ্রমনের জন্য সুন্দরবন
- নৌকা ভ্রমনের জন্য কাপ্তাই লেক
- নৌকা ভ্রমনের জন্য মহামায়া লেক
- নৌকা ভ্রমনের জন্য ডাকাতিয়া নদী
- নৌকা ভ্রমনের জন্য শীতলক্ষ্যা নদী
- শেষকথা
নৌকা ভ্রমনের জন্য সুন্দরবন
সুন্দরবন বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বঙ্গপসাগর সন্দরবনের দক্ষিণ দিকে অবস্থিত। এই বনের চারিদিকে জালের মতো করে জড়িয়ে রখেছে অসংখ্য ছোট ছোট প্রণালী থেকে শুরু করে নদী মোহনা খাড়ি সবই রয়েছে এখানে। তাই নৌকা ভ্রমনের কথা মাথায় আসলেই মনে আসে সুন্দরবনের নৌকা ভ্রমনের কথা।
তাই কোন ভাবেই আমাদের মিস করা উচিৎ নয় নৌকা ভ্রমন থেকে। এই বনের জলাভুমিতে নৌকা ভ্রমনের সময় আপনি দেখতে পাবেন বিভিন্ন বন্যপ্রাণী, চারিপাশের জীব বিচিত্র, এখানকার জীবনধারা ও সমাজ। এক কথায় এখানে নৌকা ভ্রমনের সময় স্বচোখে দেখতে পাবেন বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। যা দেখে আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন প্রকৃতির সঙ্গে।
নৌকা ভ্রমনের জন্য কাপ্তাই লেক
বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ হলো কাপ্তাই লেক। এই লেকের চারিধারে রয়েছে প্রচুর পরিমাণে সবুজ গাছ- গাছালি। যা শহুরে জীবনে বসবাস করে সবুজ না দেখতে না পাওয়ার বাসোনা পূরণ করে দিবে, কাপ্তাই লেকে নৌকা ভ্রমনের সময়। এই লেকের বিভিন্ন টিলায় থাকা সবুজের অপরূপ সৌন্দর্য যে কোন পর্যটকদের খুব সহজেই এনে দেয় প্তশান্তি।
আরো পড়ুনঃ ড্রিম হলিডে পার্কে ভ্রমন
তাই আপনি যদি আপনার মনকে প্রশান্তি এনে দিতে চান, নৌকা ভ্রমনের জন্য বেরিয়ে পড়ুন কাপ্তাই লেকে। এই লেকে আপনি হাউস বোটের মতো বিলাস বহুল নৌকা ভাড়া করে, দীর্ঘ সময় ধরে, পরিবার কিংবা বন্ধু- বান্ধবদের নিয়ে এই লেকের অপরূপ সৌন্দর্য এবং কিছুক্ষণের জন্য ভুলে থাকুন আপনার কর্মময় ব্যস্ত জীবন থেকে।
নৌকা ভ্রমনের জন্য মহামায়া লেক
বাংলাদেশের যতগুলো জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান জনপ্রিয় স্পট হলো মহামায়া লেক। এই লেকটি অবস্থিত বন্দরনগরী চট্টগ্রামের মিরসারাইয়ে। এই লেকটি ঝরণা আর গুহায় বেষ্টিত, এর পাশেই থাকা বিশাল পাহাড়ি ভূখণ্ড হতে নেমে আসা স্বচ্ছ পানির ঝর্না তৈরি করে এক মনোমুগ্ধকর দৃশ্য। আর এই দৃশ্য উপভোগ করার জন্য নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারেন এই লেকে।
নৌকা ভ্রমনের জন্য ডাকাতিয়া নদী
বাংলাদেশের নদী যে মানুষের অনেক অর্থনৈতিক এবং সামাজিকভাবে প্রভাব ফেলতে পারে তার প্রমাণ চাঁদপুরের ডাকাতিয়া নদী। আর এটা দেখার সুযোগ করে দিবে এই নদীতে নৌকা ভ্রমনের সময়। এখানে নৌকা ভ্রমনের সময় আপনি দেখতে পাবেন নৌকার মাঝি, নদীর তীরে বসবাস করা জেলেদের বাড়িসহ নদীর চারপাশে প্রকৃতির অপরূপ সাজ।
নৌকা ভ্রমনের জন্য শীতলক্ষ্যা নদী
আপনি যদি যান্ত্রিক এবং কর্মময় জীবনে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এখনই নৌকা ভ্রমনে বেরিয়ে পড়ুন ঢাকার পাশেই নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত শীতলক্ষ্যা নদীতে। পুরাতন ব্রহ্মপুত্র নদী হতে উৎপত্তি হওয়া এই নদী প্রবাহিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে এবং এটি পৃথক করেছে গাজীপুর এবং নরসিংদী এই দুইটি জেলাকে।
একটা সময় ছিল যখন গড়ে উঠেছিল এই নদীর তীরে বাংলার রাজধানি সোনারগাঁও। তবে বর্তমানে এই নদীকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেকগুলো শিল্প কারখানা। ফলে আপনি এখানে নৌকা ভ্রমন করার সময় দেখতে পাবেন শহরের পাশাপাশি গ্রামীন দৃশ্যের। নৌকা বা ট্রলারে চড়ে ঘুরার সময় উপভোগ করবেন নদীর দৃশ্যের পাশাপাশি শহরের দৃশ্য।
নৌকা ভ্রমনে জরুরি সাবধানতা সমুহ
- সাতার জানা না থাকলে পানিতে না নামা ও গভীর জলে যাওয়া থেকে বিরত থাকা।
- সঙ্গে রাখুন লাইফজ্যাকেট এবং ভ্রমন সঙ্গি।
- কোন অবস্থায় নদীর পানি খাওয়া জাবেনা এটি থেকে সবসময় বিরত থাকুন।
- সমস্যায় পড়লে সাহায্য নিন মাঝিদের। কারণ তাঁরা এই পরিবেশের সঙ্গে পরিচিত এবং নদী সম্পর্কে তাদের সকল ধরাণা রয়েছে।
- ভ্রমনের আগে ট্রলার কিংবা নৌকা ভাড়া মিটিয়ে নিন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url