চোখের নিচের কালোদাগ দূর করার উপায়
আরো পড়নঃ চুলের যত্নে লেবুর রস ব্যবহারের সহজ উপায়
চোখ মানুষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। সুন্দর দুটি চোখ যে কারো নজর সহজেই কাড়ে। যে কাউকে সুন্দর দেখানোর ক্ষেত্রে সুন্দর চুল ও স্বাস্থ্য উজ্জ্বল ত্বকের পাশাপাশি কালোদাগ এবং ফোলা বিহীন চোখ নর কিংবা নারী সকলরই সৌন্দর্যকে বাড়িয়ে তুলে কয়েকগুণ। তাই সকলেই বিশেষ করে নারীরা চেষ্টার কমতি রাখেন না চোখকে সুন্দর করার ক্ষেত্রে।
কিন্তু যদি হয় আপনার চোখ ক্লান্ত, চোখের নিচে কালি পড়া কিংব ফোলা তখন নিজেকে যে ভাবেই সজান না কেন, ফিরে পাবেনা তাঁর আসল সৌন্দর্য। তাই আমাদের উচিৎ হবে চোখের এই সকল সমস্যা সমাধান করা। আর আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "চোখের নিচের কালোদাগ দূর করার উপায়'' সম্পর্কে। চলুন দেখে নেওয়ায়া যাক-
আজকের পাঠ্যক্রম- চোখের নিচের কালোদাগ দূর করার উপায়
- চোখের নিচে কালো দাগ হোয়ার কারণ
- চোখের নিচের কালোদাগ দূর করার উপায়
- চোখের নিচের কালোদাগ দূর করতে শসা
- শসার রস যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
- চোখের নিচের কালোদাগ দূর করতে টমেটো
- টমেটো যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
- চোখের নিচের কালোদাগ দূর করতে আলু
- আলু যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
- চোখের নিচের কালোদাগ দূর করতে টি ব্যাগ
- টি ব্যগ যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
- চোখের নিচের কালোদাগ দূর করতে রোজ ওয়াটার
- রোজ ওয়াটার যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
- চোখের নিচের কালোদাগ দূর করতে ডিমের সাদা অংশ
- ডিমের সাদা অংশ যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
- চোখের নিচে কালো দাগ দূর করার ট্রিপস
- শেষকথা
চোখের নিচে কালো দাগ হোয়ার কারণ
চোখের নিচে ফোলা বা ডার্ক সার্কেল বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন কম ঘুমানো, দুশ্চিন্তা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম ইত্যাদি ছাড়াও বয়সের কারণে এটি মুলত বেশি হয়ে থাকে। যে কারণেই হোক না কেন এর সমাধানও রয়েছে আপনার হাতের কাছেই। ঘরোয়াভাবে এবং হাতের কাছে থাকা উপাদানের মাধ্যমে খুব সহজেই এই সকল সমস্যার সমাধান করা যায়।
চোখের নিচের কালোদাগ দূর করার উপায়
চোখের নিচের কালোদাগ বা ডার্ক সার্কেল এবং ফোলা ভাব বিভিন্নভাবে দূর করা যায়। তবে হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে খুব সহজে এই গুলোর হাত থেকে রেহাই পাওয়ার কয়েকটি ঘরোয়া পদ্ধতি মাধ্যমে। আর এই সম্পর্কে আমরা নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করবো। চলুন আমরা নিম্নের আলোচনা থেকে দেখে নেই ঘরোয়া পদ্ধতি গুলো-
চোখের নিচের কালোদাগ দূর করতে শসা
চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে শসা অত্যান্ত কার্যকর এটি পদ্ধতি যা সকলের কাছেই পরিক্ষিত। আর পদ্ধতিটি খুবই জনপ্রিয় এবং রূপ চর্চায় প্রায় সকলেই এটি আদি কাল থেকে ব্যবহার করে আসছে। কারণ শসায় রয়েছে ভিটামিন ''সি'' সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান। যা চোখের নিচের কালোদাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
শসার রস যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
পরিমাণ মতো শসা কেটে সুন্দর করে বেটে শসার পেস্ট বানিয়ে নিন। এই জন্য নরম কিছু বা তুলা দিয়ে একটি বলের মতো বানিয়ে নিন অথবা কটন প্যাডের মাধ্যমে শসার রস সুন্দরভাবে আপনার চোখের নিচে লাগিয়ে অপেক্ষা করুন পনেরো মিনিটের মতো। পনেরো মিনিট পর হালকা বা কুসুম কুসুম গরম পানি দ্বারা পরিস্কার করে নিন। এভাবে খুব ভালো ফলাফল পাবেন।
চোখের নিচের কালোদাগ দূর করতে টমেটো
টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপিন। আর এটি কার্ডিওভাসকুলার যা ত্বক ও চোখের যত্নে খুবই কার্যকরী। লাইকোপিন আপনার স্কিনকে করে তোলে নরম কোমল এবং সাহায্য করে চোখের নিচের কালোদাগ বা ডার্ক সার্কেল কমাতে। শুধু তাই নয় টমেটো চোখের নিচের ফোলাভাব দূর করতেও কার্যকরী ভূমিকা পালন করে।
টমেটো যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
চোখের নিচের কালোদাগ দূর করতে আলু
আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি ইনজাইম। এই উপাদানটি আমাদের চোখের ডার্ক সার্কেল এবং চোখের নিচের কালো দাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আলুর নিচে থাকা বাদামি বোর্ড কালোদাগ এবং ফোলাভাব দূর করে।
আলু যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
কয়েকটি বড় সাইজের আলু হাপ ইঞ্চি স্লাইস করে কেটে নিন যাতে আপনার চোখ ঢাকা যায়। এবার দুটি স্লাইস আপনার চোখের উপর রেখে দিন যেন চোখের চারপাশ ভালো করে ঢেকে যায়। এইভাবে দশ মিনিটের মতো রাখুন। এভাবে কয়েকবার ব্যবহার করাজায়। এবার ঠাণ্ডা পানি দিয়ে পরিস্কার করে নারিকেলের তৈল লাগান।
কারণ আলুর রস ত্বককে ড্রাই করে আর নারিকেলের তৈল সাহায্য করে ড্রাই কমাতে। এছাড়াও আলুর রস, বেকিং সোডা এবং লেবুর রস দ্বারা তৈরি পেস্ট চোখের নিচে বিশ মিনিটের মতো রেখে হালকা গরম পানি দিয়ে পরিস্কার করলে ডার্ক সার্কেল থেকে রক্ষা পাওয়া যায়।
চোখের নিচের কালোদাগ দূর করতে টি ব্যাগ
চা পাতায় রয়েছে অ্যান্টি ইরিট্যান্ট জাতীয় এক ধরণের বিশেষ প্রাকৃতিক উপাদান। আর এই উপাদানটি (সবুজ কিংবা কালো যে কোন টি ব্যাগ) চোখের কালো দাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই প্রাকৃতিক উপাদানটি আদি কাল থেকে মানুষ চোখের নিচের কালোদাগ দূর করতে ব্যবহার করে আসছে।
টি ব্যগ যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
প্রথমে টি ব্যাগগুলো ফ্রিজে রেখে দিন। এরপর ঠাণ্ডা হওয়া টি ব্যাগ ভালোকরে আপনার চোখের উপর রেখে দিন পনের মিনিটের মতো। পনেরো মিনিট পর হালকা গরম পানি দিয়ে পরিস্কার করে নিন আপনার ত্বক। এভাবে কয়েক বার ব্যবহার করলে দেখতে পাবেন আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
চোখের নিচের কালোদাগ দূর করতে রোজ ওয়াটার
গোলাপ জল আমাদের সকলের কাছে খুবই পরিচিত। আর এই গোলাপ জল তৈরি হয় গোলাপ ফুলের পাপড়ির নির্যাস থেকে। এটি আবার অনেকের কাছে পরিচিত রোজ ওয়াটার নামে। গোলাপ জলের হালকা ঘ্রাণের পাশাপাশি এর রয়েছে ত্বকের ক্লান্তি দূর করার সঙ্গে সঙ্গে কোমল সজীব এবং সতেজ করে তোলে আমাদের ত্বককে।
রোজ ওয়াটার যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
একটি পাত্রে রোজ ওয়াটার বা গোলাপ জল পরিমাণ মতো নিন। এবার তুলার তৈরী বল বা কটন গোলাপ জলের মধ্যে চার/ পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখুন। এরপর আপনার চোখ বন্ধ করে তুলার বল বা কটন পনেরো মিনিটের মতো রেখে দিন আই ডিলের উপর। পনেরো মিনিট পর পরিস্কার করে ফেলুন। এইভাবে দিনে দুইবার ব্যবহার করুন।
চোখের নিচের কালোদাগ দূর করতে ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ ব্যবহার করতে কিছুটা খারাপ লাগবে, কারণ এটি আঁশটে গন্ধ। তবে ডিমের সাদা অংশ চোখের চার পাশের অংশের ত্বককে বলিরেখা কমানোর পাশাপাশি টান টান করে ত্বক। তাছাড়াও চোখের মাস্ক হিসাবে ডিমের সাদা অংশের কার্যকরীতা অনেক।
ডিমের সাদা অংশ যেভাবে চোখের নিচে ব্যবহার করবেন
ফ্রিজে রাখা আছে এমন একটি ঠাণ্ডা ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোটা গোলাপ জল মিশিয়ে নিন। এবার তুলার তৈরী বল বা কটনের সাহায্যে চোখ বন্ধ করে তুলার বল বা কটন দিয়ে চোখের চারপাশে সুন্দর করে লাগিয়ে দিন। পনেরো মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে পরিস্কার করে নিন। এটি আপনি দিনে একবার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
চোখের নিচে কালো দাগ দূর করার ট্রিপস
বহুল প্রচলিত লোকশ্রুতি রয়েছে "চোখ যে মনের কথা বলে'' আর চোখের মনের ভাষা বুঝার জন্য সুন্দর রাখতে হবে আপনার চোখের চারপাশ। তাই চোখের চার পাশের ডার্ক সার্কেল এবং ফোলাভাব দূর করার জন্য জরুরী কিছু ট্রিপস সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো-
- চোখ হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন।
- প্রতিদিন নিয়মিত একটানা আট ঘন্টা ঘুমান।
- মেকাপ করলে তা সঠিক ভাবা উঠান।
- চোখের ব্যায়াম করার চেষ্টা করুন।
- পুষ্টিকর খাবার খেতে চেষ্টা করুন।
- দুশ্চিন্তাকে দূরে সরিয়ে ফেলুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url