চুলের যত্নে লেবুর রস ব্যবহারের সহজ উপায়

আরো পড়নঃ কাঁচা রসুন এবং রসুনের তেলের উপকারিতা

চুলপড়া বন্ধ করতে এবং চুলের খুসকি দূর করাসহ বিভিন্ন কার্যকরীতায় প্রমাণিত একটি উপায় লেবুর রস। যা যুগের পর যুগ ধরে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশের মানুষ ব্যবহার করে আসছে। বাজারের প্রচলিত যে কোন বাণিজ্যিক নামি- দামি প্রসাধনীর চেয়ে চুলের যত্নে এবং মাথার ত্বকের জন্য খুবই কার্যকরী লেবুর রস।

প্রাকৃতিকভাবেই লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান। আর চুল পড়া রোধ করতে চুলের গোড়াকে শক্তিশালী করার জন্য ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট অবিশ্বাস্যভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও চুলের যত্নে লেবুর রস ব্যবহার করা কতটা সহজ তা জানলে যে কেউ বিস্মিত হয়ে যাবে।

হ্যাঁ আমাদের প্রিয় পাঠক কাঠিকাগণ আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ''চুলের যত্নে লেবুর ব্যবহারের সহজ উপায়'' সম্পর্কে। আশাকরি আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি প্রথম থাকে শেষ পর্যন্ত পুরোটাই মনোযোগের সঙ্গে পড়বেন এবং যেনে নিবেন এর সকল তথ্য। চলুন দেখে নেওয়া যাক-

আজকের পাঠ্যসূচী- চুলের যত্নে লেবুর রস ব্যবহারের সহজ উপায়

  • চুলের যত্নে লেবুর রস ব্যবহারের সহজ উপায়
  • নারিকেলের তৈল এবং লেবুর রসের মিশ্রণ
  • পেয়াজের রসের সঙ্গে লেবুর রসের মিশ্রণ
  • রসুন নারিকেল তৈল ও লেবুর রসের মিশ্রণ
  • ডিমের সাদা অংশ এবং লেবুর রসের মিশ্রণ
  • দই আর লেবুর রসের মিশ্রণ
  • অলিভ অয়েল আর লেবুর রসের মিশ্রণ
  • অ্যালোভেরার জেল ও লেবুর রসের মিশ্রণ
  • হেনার সঙ্গে মিশ্রণ করুন লেবুর রস
  • ক্যাস্ট্রর অয়েল এবং লেবুর রসের মিশ্রণ
  • আমলকির তৈল ও লেবুর রসের মিশ্রণ
  • চুলের যত্নে লেবুর রসের শেষকথা

চুলের যত্নে লেবুর রস ব্যবহারের সহজ উপায়

প্রাক্রিতিকভাবে এবং ঘরোয়া উপায়ে চুলের বিভিন্ন সমস্যা সমাধানসহ চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যবহার করা যেতে পারে লেবুর রস। কারণ লেবুর রস ব্যবহার করার ফলে প্রতিরোধ করা যায় চুল পড়া, খুসকি দূর করা এবং নিস্তেজ হয়ে পড়া চুলে প্রাণ ফেরানোসহ অনেক কার্যকরীতা রয়েছে লেবুর রসের। এইজন্য ব্যবহার করা যেতে পারে লেবুর রসের হেয়ার প্যাক। 

লেবুর রসের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মিশ্রণ আপনার চুলকে হালকা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুলকে স্বাস্থ্য উজ্জ্বল রাখার জন্য রুটিন করে লেবুর রস ব্যবহার করুন। কারণ প্রাকৃতিকভাবে চুলের যত্ন নিতে লেবুর রস, চুলের স্বাস্থ্যের জন্য সবচেয়ে মুল্যবান একটি উপাদান। নিম্নের আলোচনায় ''চুলের যত্নে লেবুর রস ব্যবহারের সহজ উপায়'' সম্পর্কে বিস্তারিত জানুন-

নারিকেলের তৈল এবং লেবুর রসের মিশ্রণ

এই মিশ্রণটি তৈরী করার জন্য তিন টেবিল চামচ নারিকেল তৈলের সঙ্গে দুই টেবিল চামাচ লেবুর রস সুন্দর করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে শ্যাম্পু করার পর ব্যবহার করুন। পাঁচ মিনিটের মতো মাথায় রাখার পর কুসুম গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। নারিকেলের তৈল এবং লেবুর রসের মিশ্রণটি আপনার চুলে সপ্তাহে একবার ব্যবহার করুন, এতে চুলের গোড়া হবে শক্ত।

পেয়াজের রসের সঙ্গে লেবুর রসের মিশ্রণ

পেঁয়াজের রস এক টেবিল চামচ এবং দুই টেবিল চামচ লেবুর রস এবং আধা লিটার পানি একসঙ্গে মিশিয়ে ্নিন। এই মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করে শ্যাম্পু ব্যবহার করুন। স্বাভাবিক পানি ধুয়ে ফেলুন। এটি আপনি প্রতিমাসে একবার ব্যবহার করুন। দেখবেন আপনার মাথার ত্বক অনেক সুন্দর থাকবে।

রসুন নারিকেল তৈল ও লেবুর রসের মিশ্রণ

রসুনের কোয়া একটি ভালো করে বেটে এর সঙ্গে নারিকেলের তৈল তিন টেবিল চামচ এবং লেবুর রস দুই টেবিল চামাচ ভালো করে মিশিয়ে নিন। রসুন নারিকেল তৈল ও লেবুর রসের মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে রাখুন পঁচিশ বা ত্রিশ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। আর এই মিশ্রণটি আপনি প্রতি মাসে একবার ব্যবহার করলে ভালো ফলাফল পেয়ে যাবেন।

ডিমের সাদা অংশ এবং লেবুর রসের মিশ্রণ

তিনটি লেবুর রস ভালোকরে বের করে একটি ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার গোটা চুলে ভালোকরে লাগিয়ে একঘণ্টার মতো অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশ এবং লেবুর রসের মিশ্রণটি প্রতি সপ্তাহে এরবার ব্যবহার করুন। ভালো ফলাফল পাবেন।

দই আর লেবুর রসের মিশ্রণ

এক টেবিল চামচ দইয়ের সঙ্গে দুই টেবিল চামাচ লেবুর রস মিশিয়ে নিন। এবার ভালোকরে মাথার ত্বকে মিশিয়ে ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করুন। ত্রিশ মিনিট রাখার পর ভালোকরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দই আর লেবুর রসের মিশ্রণ প্রতি দিই বা তিন দিন পর পর ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি ব্যবহারের ফলে আপনার মাথার ত্বক হবে সুন্দর।

অলিভ অয়েল আর লেবুর রসের মিশ্রণ

এই মিশ্রণটি তৈরী করার জন্য এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এটি মাথার ত্বকে ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে দিন। অপেক্ষা করুন ত্রিশ বা চল্লিশ মিনিট। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। অলিভ অয়েল আর লেবুর রসের মিশ্রণ আপনি প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন।

অ্যালোভেরার জেল ও লেবুর রসের মিশ্রণ

অ্যালোভেরার জেল এক টেবিল চামচ এবং লেবুর রস দুই টেবিল চামচ মিশিয়ে নিন। মাথার ত্বকে লাগিয়ে রাখুন বিশ মিনিটের মতো। এরপর কুসুম গরম পানি দিয়ে মাথার ত্বক পরিস্কার করুন। অ্যালোভেরার জেল ও লেবুর রসের মিশ্রণটি ব্যবহার করুন সপ্তাহে এক/দুইবার। এটি ব্যবহার করার ফলে আপনার চুল পড়া কমবে উল্লেখযোগ্য হারে।

হেনার সঙ্গে মিশ্রণ করুন লেবুর রস

তিন টেবিল চামচ লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো হেনা মিশিয়ে বানিয়ে ফেলুন হেনা হেয়ার প্যাক। হেনার সঙ্গে মিশ্রণ করা লেবুর রস আপনার মাথার ত্বকে লাগিয়ে রাখুন ত্রিশ মিনিটের কতো। এরপর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাকটি প্রতিমাসে ব্যবহার করতে পারেন কমপক্ষে একবার।

ক্যাস্ট্রর অয়েল এবং লেবুর রসের মিশ্রণ

কাস্টার অয়েলের সঙ্গে আধা টেবিল চামচ কাস্টার অয়েল এবং লেবুর রস দুই টেবিল চামচ মিশিয়ে নিন এবং এই মিশ্রণটি আপনার মাথার চুলে সুন্দর করে লাগান। ত্রিশ/ চল্লিশ মিনিট হালকা গরম পানি এবং কম ক্ষারযুক্ত শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি প্রতি সপ্তাহে অন্তত দুই বার আপনার চুলে ব্যবহার করতে পারেন।

আমলকির তৈল ও লেবুর রসের মিশ্রণ

আমলকির তৈল তিন টেবিল চামচ এবং লেবুর রস দুই টেবিল চামাচ এক সঙ্গে মিশিয়ে নিন। আমলকির তৈল ও লেবুর রসের মিশ্রণটি মাথার ত্বকে বিশ মিনিট লাগিয়ে রাখার পর হালকা পানি দিয়ে পরিস্কার করে ফেলুন। এই মিশ্রণটি প্রতি সপ্তাহে একবার ব্যবহার করেলে আপনার চুল পড়া কমে যাবে উল্লেখযোগ্য হারে।

চুলের যত্নে লেবুর রসের শেষকথা

লেবুর রস চুলের যত্নে অনেক উপকার করে এটা সকলের কাছে পরিক্ষিত। কিন্তু এর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কারণ লেবু একটি অম্লীয় প্রকৃতির ফল। তাই যেনে বুঝে এটি ব্যবহার করা উচিৎ। আপনারা যদি আর্টিকেলটি ভালোকরে পড়ে থাকেন, তাহলে অবশ্যই এতিমধ্যেই যেনে গেছেন "চুলের যত্নে লেবুর রস ব্যবহারের সহজ উপায়'' সম্পর্কে।

আরো পড়ুনঃ রূপ চর্চায় চায়ের সব টোটকা যেনে নিন

আশাকরি এটি আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আসাবাদি। বিশেষ করে যারা চুলের যত্নে লেবুর রস ব্যবহার করতে ইচ্ছুক, তাঁদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাবে এটি অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭