প্রাচীন স্থাপনা লালদীঘি নয় গম্বুজ মসজিদ

আরো পড়ুনঃ প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা দোল মন্দির পুঠিয়া রাজশাহী

বাংলাদেশের সর্বউত্তরে অবস্থিত রংপুর বিভাগ। এই বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় রয়েছে প্রাচীন স্থাপত্তের নানান নিদর্শন। আর এসকল নিদর্শনগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় এক সময়ের রাজা- জমিদারদের শাসন আমলের কথা। 

কারণ এখন বাংলাদেশে তাঁদের শাসন আমল না থাকলেও তাঁদের সময়ে নির্মিত বিভিন্ন রাজবাড়ি- জমিদারবাড়ি ধর্ম পালনের জন্য মসজিদ- মন্দির এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভূক্ত "প্রাচীন স্থাপনা লালদীঘি নয় গম্বুজ মসজিদ" সম্পর্কে।

আজকের পাঠ্যক্রম- প্রাচীন স্থাপনা লালদীঘি নয় গম্বুজ মসজিদ

  • লালদীঘি নয় গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত
  • লালদীঘি নয় গম্বুজ মসজিদের নাম করণ
  • লালদীঘি নয় গম্বুজ মসজিদের ইতিহাস
  • লালদীঘি নয় গম্বুজ মসজিদের নির্মাণশৈলী
  • কিভাবে যাবেন লালদীঘি নয় গম্বুজ মসজিদ
  • কোথায় থাকবেন লালদীঘি নয় গম্বুজ মসজিদ
  • লালদীঘি নয় গম্বুজ মসজিদের শেষকথা

লালদীঘি নয় গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত

বাংলসদেশের সর্ব উত্তরের বিভাগ রংপুর এর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদীঘি নামক স্থানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভূক্ত প্রাচীন স্থাপনা লালদীঘি নয় গম্বুজ মসজিদটি অবস্থিত। এই মসজিদটি বদরগঞ্জ উপজেলার সদর থেকে পশ্চিম দিকে মাত্র ১০ কিলোমিটার দূরে গোপীনাথপুর ইউনিয়নের লালদীঘি এলাকায় অবস্থিত।

লালদীঘি নয় গম্বুজ মসজিদের নাম করণ

ঐতিহাসিক প্রাচীন এই মসজিদটি আবিস্কারের পূর্বে এর কি নাম ছিলো তাঁর সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। আর মসজিদটি যেহেতু লালদীঘি এলাকায় অবস্থিত এবং এর উপরে রয়েছে নয়টি গম্বুজ, তাই এই মসজিদের নাম করণ করা হয়েছে জায়গার নাম ও গম্বুজ অনুসারে "লালদীঘি নয় গম্বুজ মসজিদ''। 

লালদীঘি নয় গম্বুজ মসজিদের ইতিহাস

ঐতিহাসিক প্রাচীন এই নয় গম্বুজ মসজিদটি আবিষ্কৃত হয় যে সময়ে তখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বেনীয়াদের শাসনামল চলছিল। পরবর্তী সময়ে স্থানীয়রা মসজিদটিসহ এর আশেপাশে পরিস্কার এবং মসজিদটি সংস্কার করে নামাজের জন্য ব্যবহার আরম্ভ করেন। প্রাচীন এই মসজিদটির নির্মাণকাল ও নির্মাতার নাম সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুনঃ ধবংপ্রাপ্ত ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহার দিনাজপুর

কারণ মসজিদটি আবিস্কারের সময় সেখানে কোন শীলালিপি পাওয়া যায়নি। তবে অনেক কিংবদন্তির মত অনুসারে ধারণা করা হয় মসজিদটি নির্মাণ করেছিলেন জনৈক দেলওয়ার খান। প্রাচীন এই মসজিদটির প্রধান দরজার উপরের দিকে একটি দাগ রয়েছে। আর এই দাগ দেখে অনেকে ধারণা করেন যে, সেখানে হয়তো এই মসজিদের নাম ও নির্মাণ কাল লিখা ছিল, যদিও ফলকটি পাওয়া যায়নি।

লালদীঘি নয় গম্বুজ মসজিদের নির্মাণশৈলী

ঐতিহাসিক লালদীঘি নয় গম্বুজ মসজিদটি নির্মাণ করা হয়েছে প্রায় ১ মিটার একটি উঁচু মঞ্চের উপর। এই উঁচু মঞ্চের এক সাইটে মসজিদ এবং অপর সাইটে আযানের স্থান বলে ধারণা করা হয়ে থাকে। মসজিদের সামনে রয়েছে মসজিদে প্রবেশের জন্য বড় একটি প্রবেশ পথ। মসজিদের অংশ থেকে মঞ্চের অন্য অংশে যাওয়ার জন্য রয়েছে একটি সিড়ি।

ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছিল ইট এবং চুন- সুড়কি। মসজিদের পাশেই রয়েছে সান বাধানো ঘাটওলা একটি পুকুর। প্রাচীন এই মসজিদের উপরে রয়েছে প্রায় সাড়ে নয় মিটার দীর্ঘের নয়টি গম্বুজ। মসজিদের সামনে তিনটি প্রবেশ পথসহ এর উত্তর এবং দক্ষিণ পার্শ্বে আরো তিনটি করে মোট নয়টি মসজিদে প্রবেশের জন্য প্রবেশ পথ রয়েছে।

মসজিদের তিন পার্শ্বে থাকা প্রবেশ পথগুলোর মাঝেরটি অপেক্ষাকৃত দুই পার্শ্বের তুলনায় অনেকটা বড়। মসজিদের ভেতরে সামনের দিকে রয়েছে তিনটি মেহরাব এবং প্রবেশ পথের মতোই দুই পার্শ্বের তুলনায় মাঝের মেহরাবটি অপেক্ষাকৃত বড়। ঐতিহাসিক এই মসজিদটি নিঃসন্দেহে প্রাচীন ঐতিহ্যের স্মৃতিকে মনে করিয়ে দেয়।

কিভাবে যাবেন লালদীঘি নয় গম্বুজ মসজিদ

বাসযোগে- রাজধানী ঢাকার গাবতলী, কল্যানপুর, মহাখালি এবং মোহাম্মাদপুর থেকে রংপুরগামী বিভিন্ন কোম্পানীর এসি এবং ননএসি বাস নিয়মিত চলাচল করে। এই সকল বাসে ননএসি ৬০০ টাকা হতে মানভেদে ৮০০ টাকা এবং এসি ১২০০ টাকা হতে ১৬০০ টাকা ভাড়া লগবে। 

রেলযোগে- এছাড়াও রেলপথে যাওয়ার জন্য প্রতিদিন (সোমবার ছাড়া) রংপুর এক্সপ্রেস সকাল ৯.১০ মিনিটে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস (বুধবার ছাড়া) রাত ৮.৪৫ মিনিটে নিয়মিত চলাচল করে। আসন ভেদে জনপ্রতি ভাড়া ৫৮৫ টাকা থেকে ১২১৫টাকা লাগবে।

কোথায় থাকবেন লালদীঘি নয় গম্বুজ মসজিদ

থাকার জন্য লালদীঘি নয় গম্বুজ মসজিদে কোন ব্যবস্থা নেই। তাই আপনাকে যেতে হবে রংপুর শহরে। সেখানে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। রাত্রী যাপনের জন্য জনপ্রতি ৩০০ টাকা থেকে মান ভেদে আরো বেশী ভাড়া লাগবে। আপনি আপনার সমর্থ অনুযায়ী ভাড়া দিয়ে থাকতে পারবেন। পাশাপাশি খাবারের কাজ সেরে নিতে প্রবেন।

লালদীঘি নয় গম্বুজ মসজিদের শেষকথা

লালদীঘি নয় গম্বুজ মসজিদের মতো হাজার হাজার প্রাচীন স্থাপনা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অবহেলা এবং অযত্নে কোনটি কোন রকমে দাড়িয়ে রয়েছে আবার কোনটি প্রকৃতির সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে বিলীন হতে বসেছে। তাই আমাদের সকলের উচিৎ কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয়ভাবে এই সম্পদগুলো রক্ষার চেষ্টা করা।
আশাকরি এই আর্টিকেলের মাধ্যমে "প্রাচীন স্থাপনা লালদীঘি নয় গম্বুজ মসজিদ'' সম্পর্কে অনেক তথ্য শেয়ার করতে পেরেছি। আর্টিকেলটি ভালো লাগলে এটি অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করতে ভূলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেলটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭