ত্বকের যত্নে কলা ও কলার খোসার ব্যবহার

আরো পড়ুনঃ রূপচর্চায় চা পাতার ব্যবহার 

কলা শক্তির অন্যতম মহান একটি উৎস, যা নষ্ট হয় না খুব সহজে। একটি কলা খাওয়ার ফলে আপনি পেতে পারেন ১ ঘন্টা পর্যন্ত কর্মশক্তি। অনেকে আছেন যারা সময় পান না সকালের নাস্তা করার তাদের জন্য কলা খুবই ভালো। কারণ সময়ের অভাবে সকালের নাস্তা না করতে না পারলে সহজে খেয়ে নিতে পারেন একটি কলা, যদিও বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত নয় সকালের নাস্তা। 

এছাড়া সহজে নষ্ট হয় না কলা, কারণ এটি সংরক্ষণ করা যায়। কলা শুধুমাত্র একটি ভালোমানের খাবার তা কিন্তু নয়, এটি সঠিকভাবে ব্যবহার করলে আমারা উপকার পেতে পারি ত্বক ও চুলের অনেক উপকার। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ত্বকের যত্নে কলা ও কলার খোসার ব্যবহার  সম্পর্কে। চলুন তাহলে আমরা দেখে নেই-

আজকের পাঠ্যক্রম- ত্বকের যত্নে কলা ও কলার খোসার ব্যবহার

  • কলা ব্যবহার করুন ত্বকের যত্নে
  • ত্বকের যত্নে কলা ও কলার খোসার ব্যবহার
  • ত্বকের উজ্জলতা বাড়াতে কলা 
  • বলিরেখা দূর করতে কলা
  • কালো দাগ দূর করে কলা
  • ব্রণ ভালো করতে কলা
  • তেল নিয়ন্ত্রনের জন্য কলা
  • কলার খোসার উপকারিতা
  • শেষকথা

কলা ব্যবহার করুন ত্বকের যত্নে

কলা দিয়ে ত্বকের সমস্যার ঘরোয়া সমাধান সম্ভব। অন্য সকল রাসায়নিক যুক্ত দ্রব্য যা আপনি প্রতিদিন ব্যবহার করে উপকার পাননি সেটি খুব সহজেই কলার মাধ্যমে, প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য চর্চা করতে পারেন। কলায় সমৃদ্ধ রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, আদ্রতা ও ফটোকেমিক্যালস তাই ত্বক, চুল এবং শরীরের পুষ্টি প্রদানের জন্য এটি একটি খুবই সুন্দর ঘরোয়া প্রতিকার। তাছাড়া কলা খুব সহজলভ্য এবং তুলনামূলক দামেও সস্তা। চলুন নিম্নের আলোচনার মাধ্যমে দেখি ত্বকের যত্নে কলার ব্যবহার সম্পর্কে-

ত্বকের যত্নে কলা ও কলার খোসার ব্যবহার

ত্বকের উজ্জলতা বাড়াতে কলা 

একটি পাকা কলার অর্ধেকটার সঙ্গে ১ টেবিল চামচ করে মধু ও কমলার রস মিশিয়ে নিন সুন্দর করে। এবার এটি ব্যবহার করুন মুখ ও ঘাড়ে। ১৫/২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। তাৎক্ষণিক দেখতে পাবেন আপনার ত্বকের পরিবর্তন। এই প্যাক বা পদ্ধতিটি দারুণভাবে কাজ করে ত্বকের উজ্জলতা বাড়াতে।

বলিরেখা দূর করতে কলা

একটি পাকা কলার অর্ধেকটা নিন এবং এর সঙ্গে কয়েক ফোটা নিন লেবুর রস ও টকদই ১ টিবিল চামচ এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক। এবার ভালোকরে আপনার মুখ পরিস্কার করে ব্যবহার করুন প্যাকটি। মুখে লাগানো প্যাক শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।

আরো পড়ুনঃ ত্বক ও চুলের যত্নে সজনা পাতার গুড়া

কালো দাগ দূর করে কলা

একটি পাকা কলার সঙ্গে ১ টেবিল চামচ করে লেবুর রস ও মধু, এই তিনটি উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে বানিয়ে নিন একটি প্যাক। এবার ভালোকরে প্যাকটি মুখে লাগান। অপেক্ষা করুন প্যাকটি শুকানো পর্যন্ত, শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে। আপনার ত্বকের কালো দাগ দূর করতে এই প্যাকটি ম্যাজিকের মত সাহায্য করবে।

ব্রণ ভালো করতে কলা

নিন একটি পাকা কলা, হলুদ গুড়ো ও বেকিং সোডা একসঙ্গে মশিয়ে বানিয়ে ফেলুন একটি প্যাক। এর সঙ্গে সামান্য পরিমাণে পানি মেশাতে পারেন প্যাকটি হালকা করার জন্য। প্যাকটি আপনার ত্বকে লাগানোর পর শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে। এটি খুবই কার্যকর ভূমিকা পালন করে ব্রণ প্রতিরোধ করতে।

তেল নিয়ন্ত্রনের জন্য কলা

প্রতিদিন সৌন্দর্য জন্য সবচেয়ে উত্তম উপায় হলো পারিমণ কত কলা, লেবুর রস ও মধু ব্যবহার করে প্যাক বানিয়ে ত্বকে ব্যবহার। এটি নিয়মিত ব্যবহারের ফলে দূর হবে ত্বকের তৈলাক্ততা এবং বজায় রাখে ত্বকের শুস্কতা।

কলার খোসার উপকারিতা

আমরা সকলেই কলার বিভিন্ন প্রকার পুষ্টিগুণ সম্পর্কে জানি, কিন্তু আমরা অনেকেই জানিনা কলার খোসার উপকারিতা সম্পর্কে। তাইতো আমরা কলা খাওয়ার পর ফেলে দেই কলার খোসা। কলার খোসা আমাদের অনেক উপকারে আসে, বিশেষ করে রূপচর্চায় কোলার খোসা বেশ উপকারি। চলুন দেখে নেওয়া যাক এর কার্যকারিতা সম্পর্কে-

ব্রণ দূর করতে- ছোট ছোট ব্রণ আমরা কলার খোসার মাধ্যমে তাৎক্ষণিকভাবে দূর করতে পারি খুব সহজেই। আপনার যদি ছোট ছোট ব্রণ হয়ে থাকে তাহলে কলার খোসার ভিতরের অংশ দিয়ে ব্রণের উপর হালকা ঘোসা দিন, দেখবেন কিছুক্ষণের মধ্য আপনার ব্রণ হারিয়ে যাবে।

মসৃণ ত্বকের জন্য- আপনার মুখমণ্ডল যদি খসখসে এবং শুস্ক হয়, তবে কলার খোসার ভেতরের নরম অংশ কিছুক্ষণ আপনার মুখে লাগিয়ে রাখুন। একটু পরে ধুয়ে ফেললে দেখবেন আপনার ত্বক মোলায়েম ও মসৃণ হয়ে গেছে।

পোকা- মাকড়ের কামড়- পোকা- মাকড় কামড়ালে আপনার ত্বকে চুলকানি বা জ্বলন শুরু হয়। এই সময় কলার খোসার ভিতরের অংশ হালকাভাবে ঘুসুন আক্রান্ত স্থানে, দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার চুলকানি বা জ্বলন থেমে যাবে।

দাঁত পরিস্কার করতে- কলার খোসার ভেতরের নরম অংশ দ্বারা ২/৩ মিনিট দাঁত ঘুসুন। এরপর ৫ মিনিটের মত অপেক্ষা করে ব্রাশ করুন টথপেস্ট দিয়ে। এভাবে নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করলেই আপনার দাত হবে ঝকঝকে সাদা।

আরো পড়ুনঃ মিষ্টিকুমড়ার উপকারিতা পুষ্টিগুণ ও অপকারিতা

শেষকথা

আশাকরি আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের "ত্বকের যত্নে কলা ও কলার খোসার ব্যবহার'' সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পেরেছি। যা কিনা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে যারা প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে আগ্রহী তাদের ক্ষেত্রে। আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে ও উপকারি বলে মনে হয়, তবে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্যের জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭